এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • চেঙ্গিস খানের চীন আক্রমণ 

    AR Barki লেখকের গ্রাহক হোন
    ২৭ আগস্ট ২০২২ | ৩৪৫ বার পঠিত
  • অনেক চিন্তা, ভাবনা ও পরিকল্পনার পর ১২১১ সালে সকল জেনারেলদের ডেকে ঘোষণা দিল আমরা জিন সাম্রাজ্যের উপর আক্রমণ করছি। জেনারেলরা জানতে চাইল কোন পথে ? মানচিত্রে আঙ্গুল দিয়ে সর্বাপেক্ষা কঠিন পথ গোবি পার হয়েই হামলা করব।
    .
    জেনারেলরা জানের ভয়ে কিছু বলতে না পারলেও বলল মরু পারি দিব কি করে? চেঙ্গিস ফর্মুলা বলে দিল প্রত্যেকেই কয়েকটা করে ঘোড়া নিবে, এক ঘোড়া ক্লান্ত হয়ে গেলে তাকে ফেলে আরেকটায় আরোহন করবে।
    .
    জিন সাম্রাজ্য নিজের মূল ফোর্স না পাঠিয়ে সীমান্তের যাযাবর গোষ্ঠীর প্রায় ৫০,০০০ সৈন্যের মার্সেনারি ফোর্স গঠন করে জিংসিংয়ের পাস রক্ষার দায়িত্বে নিয়োজিত করে। সম্রাটের ভাবা উচিৎ ছিল, অধিকাংশ যাযাবর গোষ্ঠীগুলো কোন না কোনভাবে মঙ্গোল বংশোদ্ধুত, তাছাড়া তারা টাকার জন্য যুদ্ধ করে, চেঙ্গিস খান টাকা বেশি দিলে তার পক্ষে চলে যেতে পারে।
    .
    এই কাজ না করে পিছনের দূর্গগুলোতে নিজ সেনা মোতায়েন করে তাদের উপর চেঙ্গিস ঠেকানোর দায়িত্ব দেয়া হয়। আরেকটি সমস্যাও প্রকটভাবে দেখা যায়, তা হচ্ছে দেয়াল যেমন চীনকে সুরক্ষা দিচ্ছে ঠিক, তেমনি দেয়াল সুরক্ষার জন্যেও বাহিনীর বিশাল এক অংশকে নিয়োজিত রাখতে হচ্ছে।
    .
    এছাড়াও দক্ষিণের সংদের সাথে রক্তাক্ত সম্পর্কের কারণে আরেকটা বাহিনী সে সীমান্তে নিয়োজিত রাখতে হয়েছে। প্রতিরোধকারী মার্সেনারী সেনাপ্রধান চেঙ্গিস খানের কাছে আত্মসমর্পন করে বসলো এবং চীনে আক্রমণে দেয়ালের ওপাশের সমগ্র তথ্যই চেঙ্গিস খানকে দিয়ে দিলো।
    .
    লম্বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে না আসায় চেঙ্গিস খান শীত আসার সাথে সাথেই সরে আসতে বাধ্য হয়। তবে আসার পথেও ধ্বংসলীলা চালিয়ে যেতে থাকে, এভাবেই শিজিং এসে চেঙ্গিস খান নিজেই তীরের আঘাতে আহত হলে ১২১১ সালের চীন যাত্রার সমাপ্তি ঘটে। চেঙ্গিস যে ধ্বংস সাধন করে গেছে তা মেরামত করাও ছিল সময় সাপেক্ষ এবং পরের বছর আক্রমণ না করায় জিনরা হয়তো ভেবেছিল আর আসবে না।
    .
    তাদের এই ঢিলেঢালা ভাব চলাকালীন সময় ১২১৩ সালে চেঙ্গিস পুনরায় আক্রমণ করে বসে। তাদের পথ চেয়ে থাকা ইয়োলিং কে পাশ কাটিয়ে সরাসরি তিনটি ভাগে, তথা— ওগেদাই খানকে ঊসায়, জেবে ও মুকালি মাঞ্চুরিয়ায় আর চেঙ্গিস নিজে সেন্ট্রালে থেকে একে একে জিনদের সকল ডিফেন্সলাইন ধ্বংস করে জংদো অবরোধ করেন, এবং বাইরে থেকে যে কোন ধরণের সাহায্য, খাদ্য ও পানিয় সাপ্লাই বন্ধ করে দেন।
    .
    অবশেষে বেইজিংয়ের পতন ও মাসব্যাপী ধ্বংসলীলা সাধিত হয়।বেইজিং বিজয় করার সাথে সাথেই সকল শিক্ষিত জনতাকে ধরে নিয়ে গিয়ে মঙ্গোল রাজধানী কারাকুরামকে নতুন মঙ্গোল রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয়। মঙ্গোল জনতার কাছে কারাকুরামকে রাজধানী করায় হিরো চেঙ্গিস খান বনে যান। এরপর সিল্করোড বেইজিং থেকে কারাকুরামে স্থানান্তরিত করা হয়।
    .
    ফলাফল এমন দাঁড়ায় যে, সাগর-সম বড় জিন সাম্রাজ্য এখন পূর্ব, উত্তর ও মধ্য চীনে তিন চিলতেতে পরিণত হয়। ১২১৭ সালে শুধু পূর্বের জিনদের ধ্বংস করতে মাকুলিকে রেখে চেঙ্গিস খান পশ্চিম দুনিয়ায় অগ্রসর হয়।
    .
    ১২২৪ সালে চেঙ্গিস ফিরে এসে বাকী জিন অঞ্চল দখলে আদেশ দিলে জিনদের কফিনের শেষ পেরেকটি যেন মেরে দেয়া হয়, এবং ১২৩২ সালের মাঝেই পৃথিবীর বুক থেকে জিন সাম্রাজ্য চিরতরে হারিয়ে যায়।
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন