এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • প্রসঙ্গ সুন্দরবন

    Manab Mondal লেখকের গ্রাহক হোন
    ০৩ মে ২০২২ | ৫০২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • সুন্দরবন শুনছি নতুন জেলা হবে। কিন্তু দূষণ না কমলে সুন্দরবনটা কি থাকবে পৃথিবীর মানচিত্রে?

    আমাদের কাছে সুন্দরবন মানে - একটা ঝড় আর তারপর সোশ্যাল মিডিয়াতে ত্রাণের ছবি। আচ্ছা, শুধুমাত্র কিছু ত্রান পাঠিয়েই কি আমাদের দায়িত্ব শেষ?

    Environmental Refugee/Migrant কথাটা এখন নতুন নয়। যারা পরিবেশ নিয়ে খোঁজ খবর রাখেন তাঁরা এ বিষয়ে পূর্ব পরিচিত। আমরা মত মোটা মাথার লোকজন বোধহয় একটু কনফিউজড, কেউ বলছেন কংক্রিটের বাঁধ চাই, কেউ বলছেন ম্যানগ্রোভ গাছ পুঁততে হবে, কেউ বলছেন মাটির বাঁধ চাই নয়তো পরিবেশের ক্ষতি হবে। নানা মুনির নানা মত, কিন্তু সুন্দরবনের ভবিষৎ থেকে যায় অন্ধকারে।

    তাই Environmental Refugee/Migrant হিসাবে ঘোষণা করে সুন্দরবনের মানুষের পুনর্বাসন করা একটা সমাধান আছে আমাদের কাছে।

    এটা তো কোনো নতুন কথা নয়। দূষণ বলুন আর বিশ্ব উষ্ণায়ন বলুন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের জলের স্তর ১৯৯০ সল্ থেকে ২১০০ এর মধ্যে মোট ০.১৮ থেকে ০.৬ মিটার (৭ ইঞ্চি থেকে ২ ফুট) বৃদ্ধি পাবে। সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ায় ইতিমধ্যে বিশ্বের কিছু কিছু নিম্ন-সমুদ্র উপকূলীয় অঞ্চলে সমস্যা দেখা দিয়েছে।

    বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ মিটার (১৬.৫ ফুট) এরও কম উঁচুতে বসবাস করেন। বেশিদিন আগে না, ১৯৯৫ সালে, বাংলাদেশের ভোলা দ্বীপটি সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে অর্ধনিমজ্জিত ছিল এবং ৫০০,০০০ মানুষ গৃহহীন হয়েছিলেন। তখন বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছিলেন যে জলবায়ু পরিবর্তনের কারণে ২০০০ সালের মধ্যে বাংলাদেশ ১ শতাংশ জমি হারাবে এবং জমি হ্রাস হলে বাংলাদেশে প্রায় ২ মিলিয়ন মানুষ জলবায়ু-উদ্বাস্তু হতে পারেন।

    কিন্তু এর হাত থেকে রক্ষা পেতে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। তা সম্পূর্ণ সম্ভব নয় হয়ত। সুন্দরবনের এই বিপদের মুখোমুখি হওয়া স্বাভাবিক। আজকের দিনে আসুন সঙ্গে সবাই মিলে Environmental Refugee/Migrant (জলবায়ু-উদ্বাস্তু) দের পাশে দাঁড়িয়ে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত মানুষজনকে পুর্নবাসনের ব্যবস্থা করি। দেশের সরকারকে বাধ্য করি এদের পাশে দাঁড়াতে। নোনা জল শুধু কৃষিকাজ নয় মৎসচাষের ক্ষেত্রেও ক্ষতি করেছে। তাই এই দাবিটা করা যেতেই পারে।

    Environmental Refugee/Migrant সম্যসাটি এখন আন্তর্জাতিক সমস্যা। জলবায়ু শরণার্থী বলে তাদের ধরে নেওয়া যেতে পারে। মানুষ স্থানীয় পরিবেশের আকস্মিক বা দীর্ঘমেয়াদী পরিবর্তনের কারণে নিজের অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হন। এ জলবায়ুর এমন এক পরিবর্তন যা তাদের সুষ্ঠু জীবিকা নির্বাহে ব্যাঘাত ঘটায়। এই ধরনের পরিবর্তনগুলি হয় দূষণ এর ফলে। দীর্ঘ খরা, মরুকরণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ভারী বর্ষণের মতো মৌসুমী আবহাওয়ার ক্ষতিকারক পরিবর্তনগুলির আসল খলনায়ক দূষণ। জলবায়ু শরণার্থীরা অন্য দেশে চলে যেতে পারেন বা তারা নিজের দেশে পুনর্বাসন পেতে পারেন। পরিবেশ ও সামাজিক বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন এবং সাধারণ পরিবেশগত অবক্ষয়ের প্রভাবকে ২০০০ এর শতকের সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে চিহ্নিত করেন বহু আগে থেকেই।

    কয়েকদিন আগে কলকাতায় গরমে সবার নাভিশ্বাস উঠেছিল। এটা কিন্তু দূষণ এর জন্য হয়েছে। সারা বিশ্বেকে এখন বিপদের সংকেত দিচ্ছে এই দূষণ।

    ধরা যাক মালদ্বীপ এর কথা। পর্যটন শিল্প ছাড়া, মাছ ধরা এই দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প। সমুদ্রের জলের স্তর বৃদ্ধি এবং জল কম লবণাক্ত হয়ে যাওয়ায় মালদ্বীপের পরিবেশ ও অর্থনীতি আজ বিপদের মুখোমুখি। খেয়াল করুন বিশ্ব উষ্ণায়নের জন্য পোলার আইস ক্যাপ গলার ফলে মিষ্টি জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে সমুদ্রের জলের ভারসাম্য নষ্ট হচ্ছে। সমুদ্রের জল সর্বত্র বাড়িয়ে তোলে এই উষ্ণায়ন। শুধু জল বৃদ্ধি পাওয়ায় সামুদ্রিক পরিবেশ একটা ভারসাম্যতা হারায়, এবং নতুন বিপদের সম্মুখীন হয় সমুদ্রের বাস্তুতন্ত্র। এর ফলে প্রবাল প্রাচীরগুলি ক্ষতিগ্রস্ত হয়। পারিপার্শ্বিক দ্বীপ আবাসস্থল এবং মালদ্বীপের আশেপাশে ফিশারিগুলির অনেক মাছ এই পরিবর্তনকে মানিয়ে নিতে পারে না। অনেক মাছ আবার কম-নোনা জলের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে সক্ষম হয় না। পর্যটন ব্যবসা বা মাছধরা ব্যবসায় আঘাত, অনেক মালদ্বীপের বাসিন্দাকে বাধ্য করবে মাইগ্রেট হয়ে নতুন চাকরি চাইতে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে মালদ্বীপের ১২০০ দ্বীপ ডুবে যেতে পারে। এই ঘটনা সমস্ত মালদ্বীপবাসীদের বসবাস করার জন্য নতুন জায়গা খুঁজতে বাধ্য করবে। মালদ্বীপের জনবসতি অযোগ্য হয়ে উঠলে মালদ্বীপের নেতারা অস্ট্রেলিয়া, ভারত এবং শ্রীলঙ্কার নেতাদের সাথে একটি উচ্ছেদ কর্মসূচির পরিকল্পনা কথা ভাবছেন।

    একই চিত্র হয়ত ভবিষ্যতে আমরা দেখতে পাবো সুন্দরবনে। তাই এখন থেকে এই দাবি তুলে সুন্দরবনকে মানুষবসতি শূন্য করে আমাদের সুন্দরবন পুনর্গঠন করার দাবি করা উচিত বলে মনে করি। আর, আমাদের দায়িত্ব দূষণ কমানোর চেষ্টা করা।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন