এখনো চোখের পাতায় মেঘ জমে। স্মৃতিনীর।সারেঙ্গিতে তখন নিষাদ বেয়ে গান্ধার, আলতো মীড়,
আলতামিরা রঙের অনুভূতি, ক্যান্ডি ফ্লস দুঃখ-
বিচ্ছেদবেদনা; মৃত্যুপরোয়ানা ভালোই তো লেখো।
স্মৃতি বড় বেদনার, স্মৃতি বড় বেদনার, অলোকপর্ণা-
লম্বাটে মুখ, দীঘি দীঘি চোখ ঘেরা অন্ধকারের ঝর্না,
ভুলে গেছিলাম; বহুদিন পরে দেখা হল, তখন তুমি
কোনার্কের দেয়ালে দাঁড়িয়ে, নিশ্চুপ বেলাভূমি।
রক্তসন্ধ্যা নামছে ধীরে ধীরে, কাচের গ্লাসে গ্লাসে রাঙা
মারকিউরোক্রোম, মেশানো রয়েছে মিহি তীক্ষ্ণ কাঁচভাঙা,
বুকে গিয়ে চিরবে ক্ষত, পুরনো যত কারুবাসনার সারি-
অনেক ব্যথা; লুকোনো ছিল, আজকে করবে বাড়াবাড়ি।
হোকগে ছাই, পারিনা আর অত, চেপে থাকা বুকের পাথর
সরিয়ে রেখে, কখনো কখনো তো ভালোই লাগে বেশ-
কাঁদতে কাঁদতে বুঝি যখন, শেষ রাতের নরম আতর
গন্ধে, নিবিড় শোকে আনন্দে, মিশছে তোমার আশ্লেষ।