এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  কাব্য

  • হতচ্ছাড়া যত ছড়া!

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    কাব্য | ০৬ অক্টোবর ২০২১ | ২৪১০ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • [ এই টই কেবল লিমেরিক  এবং ছড়ার জন্য খুলে দিলাম। আমি আনাড়ি হাতে গোটা পাঁচ-ছয় লিমেরিক নামালাম।
    এবার অন্যেরা লিখুন। কিন্তু প্লীজ, ছড়া এবং লিমেরিকই লিখবেন, কবিতা নয়। ভালো কবিতার জন্য আলাদা টই এক দশক ধরে চলছে।]
       
                                    (১)
     
    কাবুলেতে তালিবান এসে গেছে ভাই রে,
    কিসমিস খোবানির দিন আর নাই রে!
         হেসে বলে রহমৎ,
      -মিনি, ঘাবড়াও মৎ ,
    যায় কভু কাবুলিরা কাবুলের বাইরে?
     
                                       (২)
    পটলডাঙ্গার প্যালারামের লম্বা হোল নাক,
    তার ওপরে দলে দলে বসল পাতিকাক।
        কাকের যেমন ধম্ম,
        করল অপকম্ম,
    ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিল! ইয়াক , ইয়াক ইয়াক!
         
                                 (৩)
    ক্রমেই খালি হচ্ছে নাকি হরি ঘোষের গোয়াল,
      দিদির সাথে পাঞ্জা কষতে এলেন টিবরওয়াল।
             গেছেন মুকুল বাবুল,
             যাচ্ছে হাবুল, গাবুল,
     মঞ্চে নাচে ধিনতা ধিনা মস্ত রাঘব বোয়াল।
          
                              (৪)
    আমাশায় ভুগে ভুগে মেমারির নন্দী,
    কবিতা ছাপাবে বলে আঁটে যত ফন্দী।
          লিখল সে লিমেরিক
          হেসে মরে পাবলিক,
     হতাশ হয়ে সে ভাবে--আলুচাষে মন দি'।
     
                      (৫)
     হাড়বজ্জাত  ওই  ছেলেটার চোখ জ্বলে  যেন এক্স-রে,
    থেকে থেকে দেখে গৌরীশৃংগ, মন বলে তার ব্রেশ রে!
           চেয়ে কাঞ্চনজঙ্ঘা,
           জুটল অষ্টরম্ভা,
    তারা বলে--ব্যাটা, ভেবেছিস পাবি মিনি মাগনায় সেক্স রে?
        
                         (৬)
    [অগডেন ন্যাশ থেকে  ফ্রি অনুবাদ] 
     
    দস্যি মেয়ের বাড়ি বলতে সেই কনেক্টিকাট,
      থামিয়ে দিল রেলগাড়ি সে উড়িয়ে পেক্টিকাট।
                ভদ্দরলোকে বলেন,
               চলেন মশাই চলেন!
      এসব মেয়ের সাহস আছে, নেইকো এক্টিকাট।।
            
      
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বালছাল জত | 108.61.67.106 | ০৬ অক্টোবর ২০২১ ২১:৪৭735017
  • ক্ষ্যামা দিন | 108.61.67.106 | ০৬ অক্টোবর ২০২১ ২১:৫৬735018
  • প্রতিবার কতগুলা টই খোলেন?? যত্তসব হাবজগাবজ লেখা!
  • উরিবাবা | 108.61.67.106 | ০৬ অক্টোবর ২০২১ ২২:৪১735019
  • আবার হাফডজন পয়দা কল্লেন? আপনার কি মাথার দোষ আছে?
  • Ranjan Roy | ০৭ অক্টোবর ২০২১ ১২:২৩735024
  • "এক চার ছয়,
     মোটেই মন্দ নয়"।
    --একথা বলেন যিনি,
      তাঁর চায়ে দু'চামচ চিনি,
    সেটাই আমার ভয়।
  • ৯মেরিকান | 162.254.115.137 | ০৭ অক্টোবর ২০২১ ১৮:০৪735025
  • ৯মেরিক খুব ভালো লাগলো। 

    অগডেন ন্যাশেরটা ছন্দে মেলার একটা কারণ কিন্তু Connecticut-এর উচ্চারণ ঐ অঞ্চলের লোকের মুখে কানেটিকাট (একটা ক মিসিং)। তার সাথে পরের দুটো শব্দ মিলে যায় আর ক-জোড়ার দরকার নেই। 
  • Ranjan Roy | ০৭ অক্টোবর ২০২১ ১৮:৫৩735027
  • অনেক ধন্যবাদ; পরের বার খেয়াল রাখব।
  • Ranjan Roy | ১৪ অক্টোবর ২০২১ ২০:১৩735043
  • জানোগণের লিমেরিক এবং ননসেন্স রাইমে কুনো উৎসাহ নাই। যাকগে। একা কুম্ভ ইত্যাদি--।
        
                     (৭)
    দেশজুড়ে মহামারী বসিয়েছে থাবা,
    'মাভৈঃ মাভৈঃ' -বলে রামদেব বাবা।
      শোনো সবে বুজদিল,
       খাও খাও কোরোনিল,
    ভ্যাকসিন নিয়ে কেন পরপারে যাবা!
     
         
  • Ranjan Roy | ১৬ অক্টোবর ২০২১ ১৯:০২735045
  •                         (৮)
    [ কবি প্রেমেন্দ্র মিত্রের 'এক যে ছিল বুড়ো রাজা'র ছায়ায়]
     
    এক যে ছিল বুড়ো রাজা এক্কেবারে থুত্থুড়ো,
    পাত সাজিয়ে বসলো খেতে হিমালয়ের চুড়ো।
         আহা, ঢোকলা খেতে।
    আহা   ঢোকলা খেতে ফোকলা মুখে উঠলো ফুলে মাড়ি,
    চাঁদমুখোরা বললে-- 'এবার কাটো তোমার দাড়ি।
       আহা কাটো দাড়ি!
    আহা কাটো দাড়ি নইলে আড়ি , বুঝবে তখন ঠ্যালা,
     নেপাল ভুটান কাবুলেতে সবাই আমার চ্যালা। 
      এবার খেলা হবে'।
    আহা খেলা হবে দেখুন সবে কে হবে ডিসমিস,? 
    আরে নাক মুলছি কান মুলছি বলছি- 'আব্বুলিশ'!।
  • Ranjan Roy | ১৮ অক্টোবর ২০২১ ১৮:২৫735047
  • (৯)

    মোগলি কোথায়?

    ============

    এই তো সেদিন নিশুত রাতে,
    জানলা গলে বিছানাতে
    ফিনিক দিয়ে জ্যোৎস্না এল কাছে।
    বললে ডেকে খোকনসোনা,
    চোখ খোল গো, আর শোবে না,
    দেখবে কেমন হিলতুলিরা নাচে?

    কোথায় যাবে? বলছি শোন,
    চুপটি করে একুশ গোণ,
    চোখ মেললেই তেপান্তরের মাঠ।
    সেখানেতে জমবে আসর,
    ঢাক-ঢোল আর ঘন্টা-কাঁসর
    উঠবে বেজে বসবে চাঁদের হাট।

    অবাক কান্ড! নেকড়ে-চিতা,
    হায়না-হরিণ--সবাই মিতা?
    দলবেঁধে সব আসছে রঙীন বেশে।
    বাদ যায়নি সিংহ-জিরাফ
    বাঁদরগুলোর তিন তুড়িলাফ,
    এ ওর গায়ে পড়ছে ঢলে হেসে।

    হিলপাহাড়ির চূড়োর থেকে
    বুকে হেঁটে এঁকে বেঁকে
    হিলতুলিরা হিলহিলিয়ে নামে।
    তারপরে সব, বুঝলে কি না?
    নাচ জুড়ে দেয় ধাধিন-ধিনা,
    তাল ঠুকে ঠিক সমের মুখে থামে।

    এমন সময় লাগবে বে-সুর,
    বলবে হুতোম-'আরে দূর দূর!
    মোগলি কোথায়? তাকে আনো ডেকে।
    বলব--'আমার দেখ কামাল,
    এনেছি সেই দুষ্টু দামাল,
    ওই কোণেতে দাঁড়িয়ে কখন থেকে!
    -' শোন শোন, জোছনপরী,

    যাব না ভাই ভেরি সরি!
    কোথাও তুমি করছ বিরাট ভুল।
    আমি অমন ডানপিটে নই,
    মোগলি হবার সাহসটা কই?
    মোবাইল হাতে আমি অনেক 'কুল'।

    =======******=============
  • Ranjan Roy | ২৬ অক্টোবর ২০২১ ০৫:১৬735066


  • সাতসকালে উঁচকপালে চেঁচান – ‘অংকা, বংকা!
    ডাক্তার ডাক, বুকে কেমন বাজছে টরেটংকা।
    যত চাড্ডা, নাড্ডা,
    খুঁড়ছে আমার গাড্ডা,
    শেষকালে কি পান্তাভাতে জুটবে পোড়ালংকা’?



    এক যে ছিল ঢিপকপালে গোমড়ামুখো ট্রাম্প,
    সকালসন্ধে নানান ছন্দে করত হাইজাম্প।
    কিন্তু তাসের খেলায়
    পাত্তি দেখে রেলায়
    শুঁটকোবুড়ো বিডেনখুড়ো হাঁকেন – নো ট্রাম্প!



    খিস্তির চর্চায় রঞ্জন রায়,
    আদ্দেক পরমায়ু দিল গোল্লায়।
    আঁশটে গন্ধে তার
    চিত্তচমৎকার
    শাক দিয়ে মাছ ঢেকে করে হায় হায়।।



    ওয়ান পাইস ফাদার মাদার -- শ্রীমান খাসনবীশ,
    দাঁতে কামড়ে রাখতে টাকা ব্যস্ত দিবানিশ।
    হল বাড়িগাড়ি,
    কিন্তু কোন নারী,
    দেয়নি আজও ভালোবেসে একটি সুইট কিস।।



    মনের ভেতর ঢেউ উঠেছে লিখব লিমেরিক,
    দেয়াল থেকে টিকটিকিটা বলল-ঠিক, ঠিক!
    সবার চোয়াল শক্ত,
    মাথায় চড়ল রক্ত,
    বললে — ব্যাটার পেছন দেশে লাগাও দুই কিক!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন