পছন্দ | জমিয়ে রাখুন | পুনঃপ্রচার |
ছোট বেলায় বিজয়া দশমীর আগে মা কাকিমাদের নাড়কেলের নাড়ু,মুড়ির মোয়া, গজা ও নিমকি বানানোর তৎপরতা শুরু হয়ে যেত। পরিচিতরা ও পাড়ার ছোটরা বিজয়া দশমীর পরে এলে তাদেরকে মিস্টি মুখ করাতে হবে না ? আর বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পোস্ট কার্ড মা মাসি দের জীবনের প্রায় শেষ সময় অব্দি পাঠাতে ও পেতে দেখেছি। এ হলো বিগত দিনের সম্পর্কের কথা। এখন,বিজয়া দশমী করতে কেউ কারো বাড়ি যায়না। কেউ গেলে সেটা আশ্চর্যের ব্যাপার হবে। সে কিন্তু করোনা সংক্রমনের অনেক আগে থেকেই। নাড়ূ মোয়া বানানোর কারো সময় নেই। খাবারও বিশেষ কেউ নেই। মোবাইলে শুভ বিজয়ার মেসেজ পাঠিয়ে কাজ সাড়া হয়ে যায়। কোলাকুলি, প্রনাম, এমনকি মিস্টির হাড়িও মোবাইল এ ম্যানেজ হয়ে যায়। এ হলো ভারচুয়াল সম্পর্ক। কিন্তু সত্যিকারের আন্তরিক সম্পর্ক? কোথায় পাব তারে ? বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, পাড়া প্রতিবেশী, প্রিয়জনের সাথে সম্পর্ক, অফিসের নেহাত কেজো সম্পর্ক সবই এখন আতস কাচের তলায় পরীক্ষা দিচ্ছে। এই যান্ত্রিক যুগে, কংক্রিটের সভ্যতায় মানুষে মানুষে সম্পর্ক এক বিরাট সংকটের মূখে।আমাদের স্বার্থপরতা,অহংবোধ, নিস্ঠুরতা,তথাকথিত সময়ের অভাব এবং প্রাত্যহিক জীবন যুদ্ধ যেন চীনের প্রাচীরের মতো আমাদের পারস্পরিক সম্পর্কের মাঝে বাধা হয়ে দাড়িয়েছে। আমাদের কোমল অনুভূতিও কেমন যেন রোজ ভোতা হয়ে যাচ্ছে। যে অভাগা জীবনযুদ্ধে পিছিয়ে পড়েছে তার জন্য কারও সময় আছে কি ? এর উপর এসে জুড়ে বসেছে এক কালান্তক মহামারী, যেটা রুখতে গেলে দরকার আবার সোসাল ডিস্ট্যান্সটিং! হায় মানুষে মানুষে সম্পর্ক, তোমার দিন গিয়াছে।
পছন্দ | জমিয়ে রাখুন | গ্রাহক | পুনঃপ্রচার |
বড় সত্যি কথা লিখেছেন, বন্ধুবর। মানবিক সম্পর্কের সাঁকোটা বড্ড নড়বড়ে হয়ে গেছে। সেই ছোটবেলার ব্যাগাডুলি খেলার বোর্ডের Lost Total Point (LTP) এর ঘেরাটোপের দিকে যেন এগিয়ে চলেছি মনে মনে।
একদমই তাই।
আরে আমার এক আত্মীয় তো বলেই দিলো ।.."মেসো , মিছিমিছি মোবাইল থেকে এস .ম .এস করে বা কল করে পয়সা খরচ করবেন কেন বা করবো কেন ? ধরে নাও না তোমাকে প্রণাম জানালাম ""।....কি সাংঘাতিক !! ও তো কোনোদিন ধরে নেবে আমি বুড়ো টেঁসে গেছি ।..তাই কেন আর খবর নিই !!কি সাংঘাতিক !!!আর মিষ্টি মুখ ?? আসেই না।.. তো মুখ !!আমরা মানে আমি আর স্ত্রী দুজনে মিলে বোঁদে গুলো বসে বসে খেলাম তিন দিন ধরে ।..কেউ আসে না যে !! আর ওই কাজের মেয়ে লোক টি ।..ওই বাকিটা গিললো !!বাড়িতে ছেলে প্রণাম করলো ।.বৌ করলো না !!ভাইপো এলো না কাছে থেকেও !!কি নিদারুন অবস্থা !!ওঃ ।..বলতে ভুলে গেছি ।..স্ত্রী নমস্কার করেনি !!জানিনা ।..এ কি হলো ।..কে যে হলো।..কেন হলো !!!
একদম ঠিক কথা! অমোঘ সত্য!