এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  কূটকচালি

  • বিজ্ঞানস্ট্যাম্প

    সোমনাথ দাশগুপ্ত লেখকের গ্রাহক হোন
    কূটকচালি | ২০ এপ্রিল ২০০৭ | ৯৯২ বার পঠিত
  • রিচার্ড লেয়ার্ড "হ্যাপিনেস" নামের একটা চোদ্দ অধ্যায়ের বই লিখে পেঙ্গুইন থেকে ছাপিয়েছেন বলে নয়, অনির্বাণ চাটুজ্জে সে বইয়ের রিভিউ লিখে এ সংখ্যার গায়েগতরে দেশ-টার দাম তিরিশ টাকা করার পথে সাহায্য করেছেন বলেও নয়, লেখাটায় উন্নয়ন আর জি.ডি.পি.র সঙ্গে সুখে থাকার গুরুচণ্ডা৯য় অসমীকরণের রাজনৈতিক ফোড়ন রিক্যাপিচুলেটেড বলেও নয়, "ব্রেন ফিজিওলজী", "ইলেকট্রোএনসেফ্যালোগ্রাম" আর "ব্রেন স্ক্যান" বিজ্ঞানস্ট্যাম্পগুলো মাঠে নেমেই কী-বোর্ড চুলকে দিল। অর্থনৈতিক গবেষণার প্যারামিটার নেওয়া হচ্ছে মানুষের ভালো থাকার বোধটিকে, এবং তা স্রেফ ডিক্লারেশন নির্ভর নয় আর, হাই ফাই যন্ত্রপাতি প্রমাণিত। অর্থাৎ প্রশ্নাতীত একটি থিওরাইজেশনের পথ তৈরি হচ্ছে।
    সুখ কি, কোন কোন ভ্যারিয়েবেলের সাথে এর কেমন ধরণের সমানুপাতিক ব্যাস্তানুপাতিক বা গুণানুপাতিক সম্পর্ক, ম্যারিকার সুখ-সংরক্ষণ সূত্র ও তার এলোমেলোপনার স্ট্যাণ্ডার্ড ডেভিয়েশন মাপা - আপনার পছন্দ হোক বা না হোক, আজকের অর্থনৈতিক রিসার্চের হেভি ডিমাণ্ডেড একটা প্রশাখা। সুখের মত একটা সুক্ষ্ম বায়বীয় বিষয় নিয়ে, যা প্রতিপাদ্য, আপনার নিজস্ব মতামতের কোনো গুরুত্ব নেই। আপনি মশাই জানেন কি, সুখ কারে কয়? কানের খোল সাফ করে শুনুন, আপনার মাথার বাঁদিকের ইলেকট্রিক চলাফেরা ডান দিকের চেয়ে বেশি হলে আপনি হচ্ছেন গিয়ে সুখী মানুষ। উল্টোটা হলেই আপনার দু:খে চোখের জল ফেলার সময় সমাগত। কূটপ্রশ্নের তালিকা ধরিয়ে দিয়ে, ঘড়ি হাতে, কড়ায় গণ্ডায় উত্তর বুঝে নিয়ে সুখ-অসুখের কোয়ালিটেটিভ মাপামাপির দিন-কে অতএব আলবিদা।

    ক্বচিৎ ফিউচারদর্শন

    ইত্যাকার কেমিক্যাল লোচা মেপে ফেলার জন্যে সায়েন্স মহাশয় ফুটোস্কোপ বানাচ্ছেন। সুতরাং আয় তোর মুণ্ডুটা দেখি। অবিলম্বে জানা যেতে চলেছে, বাঁ কানের ঠিক উপরের দুই বর্গসেমি জায়গায় ইলেকট্রিক সিগনালের আধিক্য মানে বিরক্তি (পেছন থেকে বিভু ভট্‌চাযের টাকে চাঁটি মেরে ব্রেনস্ক্যান করে এটা জানা যায়), কপালের ঠিক মাঝখান থেকে ইলেকট্রিক চলাচলের সাডেন ফল্‌ - অর্থাৎ হতাশা (কৌন বনেগা করোরপতি' র এক প্রতিযোগী ২৫ লাখ থেকে অডিয়েন্স পোলের লাইফলাইনে ভুল জবাবে ছয় চল্লিশে নামার পর তার এনসেফ্যালোগ্রাম), এমনকি শিরদাঁড়া বরাবর নামতে থাকা ইলেকট্রন স্রোতের হুড়োহুড়ি বাড়া দেখেই বোঝা যাবে সঙ্গমের ডিজায়ার (বিয়েবাড়ি ফেরত ১০০০ কাপল্‌-এর ইলেকট্রোঅ্যানালিসিস)। আবিষ্কৃত হতে চলেছে মিনি রিমোট ইলেকট্রোসেন্সর। M R E । ট্রাউসারের পকেটে রেখে বসের চাঁদির দিকে তাক করে যদি বোঝা যায় মুড ভালো (ইলেকট্রোকাউন্ট ৩২ ন্যানোঅ্যাম্পিয়ারের কম) তবেই পি. এল. এর অ্যাপ্লিকেশন নিয়ে এগোবেন। বৌয়ের অজান্তে ঘাড়ের দু ইঞ্চি পেছনে M R E ধরে যদি দ্যাখেন ইলেকট্রোডিডাক্ট ৮৪ ন্যানোঅ্যাম্পসের বেশি, রাতের রান্নার মন খুলে প্রশংসা করুন (বাকিটা বিবাহিতরা বুঝবেন বলে সেন্সর করা হল। ছেলের হৃৎপিণ্ডের ম্যাগনেটোসেন্সর ৫৫ ছাড়ালেই তৈরি হোন, ভাবি বৌমার মুখদর্শন জলদিই হতে পারে।
    এহেন ফাজলামি দেখে যাদের বাঁ কানের উপরে ইলেকট্রিক সিগনাল বাড়ছে, তাদের জন্যে সিরিয়াস খবর। গবেষণার বাজার চূড়ান্ত গরম। সেমিনারবিদরা প্রমাণ করছেন, তৃতীয় বিশ্বে গাড়ি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষের প্রকৃতিচেতনা হাস পাচ্ছে, যদিও উন্নয়নশীল দেশের মোট প্রকৃতিচেতনা সংরক্ষিত। কারণ হিসেবে দেখানো হচ্ছে পরিবেশবিদদের গ্রীণারী প্রোপাগ্যাণ্ডা ও কৃষিজমিবাঁচাও আন্দোলনের সিনার্জিস্টিক এফেক্ট। দুÖপ্রাপ্য নিদর্শণ থেকে রবীন্দ্রনাথ ও জীবনানন্দের D N A অ্যানালিসিস রিপোর্টের ভিত্তিতে প্রকৃতিচেতনার আপারলিমিট নির্ধারণের ক্ষেত্রে প্রভূত সাহায্য পাওয়ায় অর্থনীতিবিদেরা বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতিকে ধন্যবাদ জানাবেন নির্ঘাৎ। অধুনা জানা যেতে চলেছে, আরো বহু অজানা তথ্য। যথা: মানুষের এনকোডিং টেনডেন্সি তার জন্মদেশের তুলসিপাতা উৎপাদনের সম্বৎসরিক গড় ভ্যালুর সমানুপাতিক। এভাবে ভারতে প্রাপ্ত কম্পিউটার প্রোগ্রামারদের ঈর্ষণীয় সংখ্যাধিক্যের হাতে গরম কারণ পেয়ে কর্মসংকোচনজুজু-ভীত বিল ক্লিন্টন জিওফার্মালজিস্টদের তুলসীপাতা নিয়ে গবেষণায় বিশেষ ফাণ্ডিং বিল পাশ করাবেন এবং সাথে সাথে ভারত সরকারের তরফ থেকে রাখা তুলসিপাতা সংক্রান্ত কিছু বিশেষ পেটেন্টের অনুমোদন স্থগিত হয়ে যাবে বলেও আশঙ্কা।

    যেহেতু ব্রেনস্থ বৈদ্যুতিক ডিসব্যালেন্সই প্রকৃত প্রস্তাবে সুখ-অসুখের বিজ্ঞান-স্ট্যাম্পিত কারণ, কিছু ফক্কর ছোকরার সাজেশন : হামলে পড়ে উন্নয়ন আর জিডিপির ইক্যুয়েশন না কষে মানুষকে সুখে রাখার জন্যে বৈদ্যুতিক চিকিৎসাপদ্ধতির আসান সমাধান কেন্দ্রীয় নেতৃত্বের মাথায় গজাল মেরে ঢোকানো হোক। মস্তিষ্কের বিদ্যুৎব্যালেন্স কর্মসূচী-উত্তর পৃথিবীতে আমাদের জন্যে অপেক্ষা করছে মাইল মাইল শান্তিকল্যান।

    আপত্তি

    তাত্বিক আলোচনা ও গবেষণা হামেশাই সুচারু ঘোড়ার ডিম প্রসব করে। বিভিন্ন গামা গামা থিওরিবিদ পরস্পরের অসম্মতিসাপেক্ষ গোছা গোছা গবেষণাপত্রের জন্ম দিয়ে সেমিনারে সেমিনারে লড়াই করে কালাতিপাত করে থাকেন, এবং তাতে আমজনতার কিৎসু আসে যায় না, কারণ, স্বীকৃত যে, গো-এষণা শেষে খুঁজে পাওয়া গরুটি সবসময় হারানোটি নাও হতে পারে। কিন্তু মানুষ, যার কিনা - ধারালো নখ নেই, তীক্ষ্ম দাঁত নেই, ঝাঁঝালো নাক নেই, দূর-দৃষ্টি নেই, খাড়া কান নেই, নেই পেশীর দোকান - তার মা, ব্র্যাকেটে বিজ্ঞান, আছে। বিশ্বাসযোগ্যতার শেষ প্যারামিটারটিকেও রেহাই দেওয়া হল না। I S I এর মতই রণে বনে খাটে ও কমোডে জন্মানো সমস্ত থিয়োরির ওপরে এবার লাগাতে হবে এই বিজ্ঞান স্ট্যাম্প, এবং আমরা, অত:পর বিশ্বাস করতে বাধ্য হব, হেনস্‌ প্রুভড, যে হারানো গরুটিকেই খুঁজে পাওয়া গেল।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • কূটকচালি | ২০ এপ্রিল ২০০৭ | ৯৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন