এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পৃথিবী ঘুমিয়ে গেলে

    শ্রীজা ভট্টাচার্য
    অন্যান্য | ২৫ মার্চ ২০২০ | ১০৭৪ বার পঠিত

  • রাস্তায় ঢুকে পড়েছে আগুন
    পাখিদের জ্ঞান ফেরেনি এখনও
    আর কেউ জীবিত আছে কিনা বোঝা দুর্দায়।
    -এই তুমি যুদ্ধ করবে?
    -না। না। না।
    এভাবেই ঘোষিত হচ্ছে মৃতরা।
    আগুনে ফুটছে ভিন্‌টেজ ক্যানভাস।
    এবারে পুজতে নতুন বোমা এসেছে ঘরে ঘরে
    নিরাপত্তার তাগিদে।
    আমার থেকে তোমার,
    তোমার থেকে আমার
    আত্মরক্ষার তাগিদে



    টেন হাট!!

    ভুল বোঝানো হচ্ছে তোমাদের
    মনে রাখবে,
    পাখিদের জীবন ততদিন সুরক্ষিত
    যতদিন না তারা উড়তে শিখছে।
    মনে রাখবে,
    ঘুমিয়ে পড়লেও
    মেশিনগান যেন হাতছারা না হয়।

    ৩।
    জানালা নিজে থেকে খুলে দিচ্ছে
    নিজেকে কোলাহলের দিকে।
    আগুনে পুরতে ব্যাস্ত প্রাচীন পুঁথি
    সব গাছ তাদের প্রসবকালীন অবস্থাতেই
    ঝড়িয়ে ফেলছে পাতা
    অনেক হয়েছে
    এ পৃথিবীতে আর প্রয়োজন নেই নিঃশ্বাস প্রশ্বাসের।

    ৪।
    আয়ুর জন্ম যে গাছের ছায়ায়
    তারা হারিয়ে ফেলেছে স্মৃতি
    আর কিছুক্ষনের মধ্যেই সাতমহলা দালানে
    রোদের আদান প্রদান ঘনিয়ে আসবে বজ্রবিদ্যুত সহযোগে
    টেরিটোরি পাহারা দিতে দিতে বন্দুকের ঘুম আসবে
    কিন্তু স্বপ্ন আসবেনা।

    ৫।
    যুদ্ধ এড়িয়ে চলার মত ফুটব্রিজ
    থাকছেনা আজ থেকে।
    হাওয়ার মত নরম ঝিলপাড়
    নিষিদ্ধ করে দেবে বিকেল।
    মানুষের রক্ত কমে যাবে ধমনীতে
    বুলেটের তৈরি খাদে বিলুপ্ত হবে নদী জড়ানো সভ্যতা
    জলীয় ক্ষয়কাজ গভীর,
    আরও গভীর করে তুলবে বুকের ক্ষত।
    যদি কিছু বেঁচে যেতে পারে
    গাছের গুড়ি আঁকড়ে ধরে
    প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাবে তারাও।
    কোনও ল্যাংড়া উপজাতিকে কাঁধে তুলে
    ফিনিশিং লাইনে পৌঁছতে পারলে
    তবেই হবে অতিদানবের দেবত্ব প্রাপ্তি।
    বুঝতে পারিনি আমরা কেউ
    এসময় শুধু ভালগুলো লেখা প্রয়োজন ছিল
    খারাপ তো শুরু হয়েছিল পাশা খেলা থেকে।

    ৬।
    ধর্মের লোভ দেখিয়ে কাছে টেনে
    পালক তুলে নেবে দুষ্কৃতীরা।
    চারাগাছ জানতেও পারবেনা
    বুটের শব্দ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে
    স্বার্থে ঘা লাগলে।

    ৭।
    পেনের বল খসে পাতার পর পাতায়
    কুয়াশা তৈরি হল শুধুই?
    শেষপর্যন্ত কি বোঝানো গেলনা কাউকেই?

    ৮।
    দোতলার জানালায় বেলুন ঝুলতে থাকে
    মনে একরাশ আতঙ্ক নিয়ে
    সারাজীবনের উপার্জন এই এক বুক হাওয়া,
    আততায়ীর গুলিতে
    নিঃশ্বাসটুকুও হয়ত ফুরিয়ে যাবে একদিন।
    স্কুলে যাওয়ার পথে যেসব খানাখন্দ
    তারা বেমালুম ভুলে যাবে ছেলেবেলায় বৃষ্টি এসেছিল।
    কথায় রাখা ছিল প্রেমিকের নির্জনতা।
    কোথায় নুন, পান্তা, সংসার,
    ঘুঘনি, দুপুরের আচার, বিচার?
    একপশলা বৃষ্টি এসে গান পাউডার ধুয়ে দেওয়ার চোরা খবরে
    সিজ্‌ হয়েছে হাওয়া।
    আজ থেকে এই অঞ্চলে বইবেনা।
    নড়বেনা কোনও পতাকা।

    ৯।
    অবেলার স্বপ্নে ঠাণ্ডা লাগছে
    অবহেলার স্বপ্নে অসুখ করেছে রোদের
    এরকম কত দীর্ঘ অসুখ জড়িয়ে আছে বুকে
    প্রতিবেশীর কিছু যায় আসেনা তাতে।

    ১০।
    আরও শক্তিশালী,
    আরও কড়া ঘুমের ওষুধ তৈরি হয়েছে।
    হিরোশিমা, নাগাসাকির থেকেও নিদারুন
    মৃত্যুর আশ্বাস আছে তাতে।
    সামান্য একটা ওষুধে ঘুমিয়ে পড়বে দেশের পর দেশ।
    সমান্তরাল জীবন-মৃত্যু
    একই কবরের কীট আর বিষাক্ত আইভি
    পাশাপাশি শুয়ে থাকবে।
    সময় লাগবে, অনেক সময়
    তবে জেগে উঠবে আবার অন্য এক পৃথিবী।
    এসো শেষবারের মত আমরা একসাথে ডিনার করি
    ওষুধ খেয়ে ঘুমিয়ে পরি সারাজীবনের মত।
    গাছপালা, সহজপাঠ, কাঠবেরালি, পেয়ারা...
    ওরা ওদের মত থাক।
    ঘুমিয়ে পড়ুক পৃথিবী
    সীমান্তরা মুছে যাক।

    ১১।
    শেষরক্ষা হলনা আমন, গমের
    একটুকরো রাস্তা এসে নদীকে ভাসিয়ে দিল
    পাইনগাছের মাথায় শ্বেত পাথরের চাঁদ যারা লিখেছিল
    আজ প্রায় অন্ধ
    আসলে এই অঞ্চলে আপনজনের আদর
    ক্রমশ ফুরিয়ে যাচ্ছিল
    দরদ দিয়ে জল খাওয়ানো,
    কবর থেকে ডালপালা সরিয়ে বেজায় শোক করত মৃতরা।
    আজ হাই রোডে গলা মোমবাতি জমাট বেঁধে আছে
    রক্তের মত করে
    সলতে নেই
    শুধু জ্বলনটুকু রয়ে গেছে।

    বহুমূল্য ব্যায়ে করা গেছে পৃথিবীর এই দীর্ঘ রোগ
    পৃথিবী নিশ্চিহ্ন হোক।

    রিবুট করি পোশাকহীনতা
    শুধু একটাই শর্তে...
    এইবারটা তারা আগুন জ্বালাতে শিখবে না।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • o | 162.158.34.211 | ২৬ মার্চ ২০২০ ০০:৫৮730287
  • ভাল লাগল কবিতাগুলো। :-)
  • সুকি | 172.69.135.105 | ২৬ মার্চ ২০২০ ১১:৪৭730299
  • কবিতা সুন্দর লাগলো পড়ে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন