এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Div0 | 170.83.96.84 (*) | ২৪ মার্চ ২০১৬ ১০:২৮56007
  • পাইয়ের দেওয়া ঐ লিঙ্কটায় পুরো ফুটেজটা দেখুন ডিসি। পুলিশ একসময় মিডিয়াকে ক্লীয়ারলি অডিবল এমনভাবে বলতে থাকে "নো মিডিয়া"। যারা তাও ক্যামেরা ধরে ছিল তারা একটু সরে আসতেই ছেলেগুলোকে পেটানো শুরু করে। মেয়েদেরও রেয়াত করেনি, চুল ধরে মাটির ওপর ফেলে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। বিক্ষোভকারি ছেলেগুলো একটা ভুল করেছিল, ইউনির গেটের বাইরে বের করে দেওয়ার পর কেউ কেউ স্টোন পেল্টিং করে। তারপর পুলিশ তেড়ে গিয়ে আরও পেটায়। এর পরে মনে হয় না ক্যাম্পাসের ভেতরে মিডিয়ার কাউকে ঢুকতে দিয়েছে বলে।

    পুলিশের সাথে সাথে পুরো রায়ট গীয়ারে প্যারামিলিটারি ফোর্সও ছিল মনে হয়। অদ্ভুত কিছুই না। এরকমটাই হওয়া শুরু হল। আরও হবে। মিডিয়ায় কিছুই আসতে না দেওয়াটা পার্ট অফ প্ল্যান।
  • dc | 132.164.107.23 (*) | ২৪ মার্চ ২০১৬ ১০:৩৩56008
  • কিন্তু সেজন্যই তো আরো অদ্ভুত লাগছে যে এতোবড়ো পুলিশ ফোর্স ডিপ্লয় হয়েছে সেটা মিডিয়ায় কেন আসছে না! মিডিয়া তো রোহিত ভেমুলা কেস মোটামুটি ভালোই কভার করছিল, সেখানে হায়্দ্রাবাদ ইউনিতে পুলিশ এরকম করছে আর এনডিটিভ গিয়ে হাজির হচ্ছে না, সেটাতে অবাক হয়ে যাচ্ছি। যেখান জে এন ইউ তেও এতো ভালো কভার করলো। আর মিডিয়ায় আসতে দেওয়া হচ্ছে না সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু প্ল্যান করে আসতে দিচ্ছে না, সেটাও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কারন এর আগে তো মিডিয়াকে আটকাতে পারেনি, তো এবার কিকরে পারছে? (এমনকি এখনও কানহাইয়া তো মিডিয়ায় যথেষ্টই ভিসিবল আছে)।
  • pi | 24.139.209.3 (*) | ২৪ মার্চ ২০১৬ ১২:১৯56009
  • খবর কিছু এসেছে তো।
    http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/hyderabad-university-on-the-boil-ripples-in-delhi/articleshow/51532406.cms

    http://www.huffingtonpost.in/2016/03/23/hyderabad-university-_n_9528604.html

    http://scroll.in/latest/805611/university-of-hyderabad-students-use-social-media-to-mobilise-support-say-water-and-food-scarcity-continues

    এই নিয়ে হইচই এখনো হচ্ছে না। বললাম তো রোহিতের আত্মহত্যার আগেও হয়নি। ঝামেলা কিন্তু অনেকদিন আগে থেকেই চলছে। সোনি সোরির মুখে রাসায়নিক কি যৌনাঙ্গে পাথর গুঁজে দেওয়া বা মেয়েদের স্তন পরীক্ষার মত শকিং খবর না হলে এগুলো সেভাবে অত খবর হয়ও না। হয়তো লোকজনেরও এসব নিয়ে তেমন হেলদোল হয়না বলে।
    কানহাইয়াদের কাণ্ডও এত প্রচার পেত না যদি না উল্টোদিকের লোকজন ঐ দেশদ্রোহী বলে উল্টে প্রচার করার এত দায়িত্ব নিত।
    এই তো দেখুন না, বাস্তারে এখন দিনের পর দিন অন্য সবার সাথে যা চলছে তা কিছু কম ভয়ানক ? মিডিয়াতে সেসব প্রায় আসছেই না জাস্ট, উল্টে ইটিভির মত কিছু মিডিয়া সাংবাদিকদের সাথেই কী করেছে, দেখাই গেল।
  • Div0 | 170.83.96.84 (*) | ২৪ মার্চ ২০১৬ ১২:৪৭56010
  • রাইট। আমি বলতে চাইছিলাম ভিজ্যুয়্যাল মিডিয়া কভারেজ। তবে খতিয়ে দেখিনি এখনও তাই জানি না অলরেডি মেইনস্ট্রীম মিডিয়ায় কিছু এসেছে কিনা, ওই ইউটিউবের ফুটেজটার মত। এখন যা চলছে লোকে সেগুলো চোখে দেখলে তার আউটকাম আরও শার্প হবে। দিল্লি আর কলকাতায় মিডিয়ার ফ্রীডম সত্যিই অনেক বেশী, দেশের অন্য অংশে সেরকমটা নয়। নইলে পুলিশ ইউনিতে ঢুকে কথা নেই বার্তা নেই ফাইবারের লাঠি দিয়ে এরকম পেটাচ্ছে - এগুলো আরও বেশী লোক দেখলে বিক্ষোভ/প্রতিক্রিয়ার মাটিটা আরও চওড়া হবে।

    বলা যায় না ডক্টর অর্ণব আর দেশপ্রেমীরা হয়ত তার আগেই উপাচার্যের আপিসে ভাঙচুরের ফুটেজ দেখিয়ে ফাইনাল জাজমেন্ট দিয়ে দেবে।
  • sch | 126.202.198.8 (*) | ২৪ মার্চ ২০১৬ ১২:৫০56011
  • অর্ণবটাকে কেউ খালাস করতে পারে না? দেশে এক পিসও দেস্পারেট লোক নেই? আমার ধারণা পাবলিক দল বেধে যেই লোককে মাথায় তুলে নাচবে
  • Div0 | 132.167.244.9 (*) | ২৫ মার্চ ২০১৬ ০২:০১56023
  • কিছু খবরের নীচে এই কমেন্টগুলোয় চোখ বুলোচ্ছিলাম। এই সব প্রাণীগুলোর সঙ্গেই বাস করি আমরা, এগুলোকেই দেখি বাজারে, রাস্তাঘাটে, শপিংমলে, অফিসে, লাঞ্চের সময় একই লাইনে, বোর্ডরুমের মিটিঙে...

    কয়েকটা নমুনা থাক। হাজারে হাজারে "লাইক" পড়ছে/পড়েছে এগুলোতে।

    "Did the son inform the parents before indulging in this Left sponsored political activity ? Why blame the police then ? These so called bright students will be used by Sitaram Yechury of the Left and the likes and then thrown into the dustbin. I hope the students sooner realize what's happening around and instead focus on creating a good future for themselves. If and when they care for themselves, the country would automatically be taken care of. Most of the times, these activist students are those who have failed multiple years and remain in college only for the sake of their political agenda. You can take Kanaiya Kumar for example, who is 29 years old and is pursuing a Phd for 8 years and living off the taxpayer's money comfortably."

    ----------------------------------------------------

    "Mr Kanhaiya and your breed just answer a few questions:

    -How many years you need for your PhD. Is it limitless?
    -What is your primary duty when in a University. Is studies the last priority?
    -What is your dissertation paper on?
    -Who is paying for your boarding and lodging and how much is it per year?
    -Who is your guide for the PhD and what is his assessment of the progress of studies done by you till date?
    -When is a student in JNU considered failed and cannot continue for years and years in the state funded University?
    - What is your attendance record and who maintains it?

    I am asking all these questions because we are paying for your dismal performance in the specific reason for which you have joined the University.

    Request Rahul/ Yechury etc answer the above if he cannot. Everybody in this country is taking the hard working tax payer for a ride. No University in the world will tolerate this nonsense. Now he has the audacity to go to another University to agitate. Is this the mistaken democracy we live in. Go do it but not at our cost."

    ----------------------------------------------------

    "1. Rohit Vemula is not Dalit.
    2. Rohit Vemula is supporter of terrorist yakub memon
    3. Rohit Vemula and supporters have beaten ABVP student
    4. Rohit Vemula did suicide and noone knows actual reason"

    ----------------------------------------------------

    ঘেন্নাই করি আপাতত, এই মনোবৃত্তির জানোয়ারগুলোকে।
  • dc | 132.174.181.239 (*) | ২৫ মার্চ ২০১৬ ০২:৩৩56024
  • ইয়ে দ্বিতীয় কোটটা যেখানে পড়েছেন (কানাই ও তার বর্গকে কিছু প্রশ্ন) তার নীচে আমার রিপ্লাইও আছে, প্রসন্ন কুমার নামে। এগুলোর মোজা জ্বালাতে বড়ো ভাল্লাগে :p আইবিএনএ অনেক খবরেই প্রসন্ন কুমারের কমেন্ট পাবেন :d
  • pi | 24.139.209.3 (*) | ২৫ মার্চ ২০১৬ ০৩:৪৬56018
  • পার্থদার সাথে কথা হল। এই মিডিয়ায় কেন আসছে না, কথা হল। একটা মূল কারণই হচ্ছে, মিডিয়াকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া। কাল পার্থদা যেখানে বলছিল, সেটা আসলে ছাত্রছাত্রীদের ক্যাম্পাসের ভিতরে একটা বিশাল জমায়েতে। সেখানে অনেক ছাত্রছাত্রী নিজেদের অভিজ্ঞতা ন্যারেট করেছেন। কিন্তু কোন মিডিয়াই সেখানে ছিল না, তাই কভার করেনি।

    আজ দুপুর দেড়টায় প্রফেসর ও ছাত্রছাত্রীরা মিলে প্রেস কনফারেন্স করতে চলেছে, হায়দ্রাবাদ প্রেস ক্লাবে। আশা করা যায়, আজকের পর থেকে কভার হবে ঠিকঠাক। এনিওয়ে কারুর মিডিয়া কানেকশন থাকলে খবরটা জানিয়েও দিতে পারেন। আর এই প্রেস কনফারেন্সের খবরটা শেয়ারও ক'রে দিতে পারেন।
  • xyz | 53.252.140.247 (*) | ২৫ মার্চ ২০১৬ ০৮:২৪56025
  • .
    Ekalavya Speaks - Free University of Hyderabad 27 Students and 2 Teachers from Jail

  • xyz | 53.252.140.247 (*) | ২৫ মার্চ ২০১৬ ০৮:৩৩56026
  • .Jan 27, 2016
    Dalit student's Rohith Vmula suicide --- Are central universities vested with too much power
    ; Dalit student's suicide: Kya Central Universities Ko Hadd se Zyada Shakti Nihit hai? : : RavishKumarNDTV PrimeTime

  • জনৈক | 53.230.198.109 (*) | ২৫ মার্চ ২০১৬ ১১:২৩56020
  • অ্যারেস্টেড স্টুডেন্টের মা, ছেলে অ্যারেস্ট হবার দুদিন বাদে আজ সোশাল মিডিয়ার মাধ্যমে ছেলের খবর পেয়েছেন। পুলিশ কোনও খবর দেয় নি।
  • pi | 24.139.209.3 (*) | ২৫ মার্চ ২০১৬ ১১:২৭56021
  • আস্তে আস্তে আসছে।

  • pi | 24.139.209.3 (*) | ২৫ মার্চ ২০১৬ ১১:৫৬56022
  • “We the undersigned alumni of University of Hyderabad write to draw attention to the atrocities that the students are experiencing for raising their voices against injustice”
    by Raiot Collective
    As alumni of the University of Hyderabad, we observed with dismay the return of Dr. Appa Rao Podile as the Vice-Chancellor of University of Hyderabad (UoH) on March 22. We strongly condemn this provocation that led to the police brutality on campus. The shutdown of the university which has followed is unacceptable and unlawful.
    A couple of days ago, a report ranked three departments of the University of Hyderabad among the top 500 university facilities in the world. The education we received at UoH helped us to not only shape our careers, but also to question, critique and analyse concepts such as equality, fraternity and social justice. Upon entering a central university of this size, we were exposed to the sheer diversity of this country. UoH, like other central universities in India, is an amalgam of many languages, cultures, religions and regions.
    However, much like the rest of the country, the university campus is a space where systematically oppressive caste structures operate and are institutionally legitimised. Recent events at UoH have left us dismayed and angered at the treatment meted out to peacefully protesting students at the hands of the administration and the police.
    Suicides of Dalit students have been recurring in UoH. While such incidents continue unabated across the country, the issue spiralled into a nationwide students’ protest with the untimely death of Dalit scholar and social activist Rohith Vemula on January 17th. Rohith’s suicide note gives us glimpses into the individual that he was -- an astute observer of the human condition. His progressive ideas gave hope, especially to marginalised groups, for whom he fought tirelessly. The son of a Dalit mother who makes her living out of a sewing machine, he proudly bore his mother’s identity and fought for the rights of all people regardless of caste, class, gender and sexuality. He was especially vocal about the plight of Dalit students, a 200-million-strong population that has historically been denied fair opportunities to achieve social mobility in Indian society. It is unforgivable that the university administration could not save him.
    A grave problem lies, therefore, in the fact that as of March 22, Dr. Appa Rao Podile, who mismanaged the suspension of Rohith and others, leading to his suicide, has resumed the office of the VC after two months of leave. This is highly inappropriate especially given that a non-bailable charge is registered against him under the SC/ST Atrocities Act and a judicial inquiry to determine accountability is still pending.
    The morning of Rao’s return saw an unprecedented display of violence in the campus. The media reported that the students pelted stones and ransacked the VC’s lodge. But, information from several sources, especially eyewitness accounts from students, faculty and non-teaching staff, contests mainstream media reports. There is ample footage of the police brutally assaulting students with lathis. Some police personnel allegedly threatened to rape students. Even faculty members were not spared.
    After the incident, the university has been locked down with no food (14 messes have shut operations), water, electricity (in some parts), and no internet connectivity. This cannot be the reality of a central university, where, as we write this letter, ATM cards linked to student accounts have been blocked barring students from making essential purchases. Students who attempted to cook for their peers were severely beaten up by the police for the absurd crime of ‘cooking in a public place’. The administration has imposed an emergency-like situation in one of India’s biggest universities. Today UoH resembles a surveillance state with students being attacked, and their basic needs like food, water and money being denied to them. As the University and state administration try to starve out its own students by using state machinery and the law to wage war on members of a public institution, the response of the city has been heartening, with residents of Hyderabad cooking and delivering food and water to the students.
    In light of these developments, we appeal to all citizens to keep asking the unpleasant questions that Rohith’s suicide has raised; questions about the persistence of caste in our educational institutions, and the present government’s apathy and refusal to hold the university administration accountable. Universities are spaces for understanding our complex social structures where questions are and must be raised against the abuse of power and authoritarianism.
    We the undersigned alumni of this university-in-turmoil write to draw attention to the atrocities that the students are experiencing for raising their voices against injustice. We stand with the students and faculty around the country in universities like UoH, JNU, FTII, DU, IIT Madras, University of Allahabad and numerous others that are fighting to uphold the freedoms that are guaranteed by our constitution. We stand with Radhika Vemula and her ongoing courageous struggle for justice against a casteist and patriarchal administration. We demand the immediate and unconditional release of students and faculty members who were ambushed and taken into judicial custody on the morning of March 22. We condemn any kind of violence that tries to suppress freedom of expression and seeks instead to spread fear. Let all students and citizens debate to make India the safest example of a real grassroot democracy. Let them speak for a just world where everyone feels safe to just be.
    Name Affiliation Year of graduation Course of study
    Nanditha Mathew Research Fellow, National Research Council, Italy. 2009 M.A and M.Phil Economics
    Aabha Sharma KPMG India 2014 IMA Political Science
    RASHAD MOIDEEN No Affiliation 2014
    Hameeda C. K. Student, JNU 2014
    VG Balaji Alumnus 2010
    Gopika G G PhD Scholar, Centre for Development Studies 2014
    Krishnendu Adiyat Student 2012
    Vaishnavi Shankar Instructional Designer 2008 MA English
    Anu Salelkar Alumni, Student, Hyderabad Central University 2008
    Juby George Editor, Higher ed publisher 2010
    Silpa Satheesh Student, University of South Florida 2010
    Alamuru Soumya Frelane research scholar 2011
    Shauhrat S. Chopra Postdoctoral Researcher, Institute of Environmental Science and Policy, University of Illinois at Chicago 2009
    Carmel Christy Postdoctoral fellow, University of California Santa Cruz 2011
    Shijo Varghese Asst. Professor, Sacred Heart College, Thevara 2013
    A.P Sreeraj Assistant Professor, CUR 2010
    Abhigna S Academic Editor 2012
    Bestin Samuel Writer, World Vision India 2012 M.A English and MPhil Comparative Literature
    Maithreyi M R Senior editor, BNHS-India 1997
    Ramesh Bairy Associate professor, IITB 2004
    Navika Harshe HCU/ alum 2004
    Anirban
    and there were at least a hundred more names.
    THIS IS FROM THE ALUMNI OF THE UNIVERSITY OF HYDRABAD
  • pi | 24.139.209.3 (*) | ২৮ মার্চ ২০১৬ ১২:৫৫56027
  • সবার জামিন মঞ্জুর।
  • pi | 24.139.209.3 (*) | ২৯ মার্চ ২০১৬ ০৪:১৫56029
  • কালিকট।

    শেইলা রশিদের পোস্ট।

    'While the friends in HCU have been released, 15 of the arrested students in Calicut are still in jail and 2 are in hospital. We should ask for their release just as strongly as anyone else's. Yesterday, with the JNUSU delegation to NHRC, we raised this issue, as these students had been very brutally beaten up. While the SIO activists in Calicut were shouting slogans to the effect of "Hindutva down down", the FIR recorded it as "Hindustan down down"!!! Since when is Hindutva equal to Hindustan?? Only to ensure jail time for these students, the Kerala police has acted in connivance with the RSS. The exams of the students are coming up and they are in jail for no reason. They had applied for bail yesterday, but their bail application was not heard because the public prosecutor was on leave! We think that this is a deliberate attempt to keep them in jail for a few days. Friends and comrades, when we march on the 30th to Rashtrapati Bhawan, let's remember to raise the demand for the release of these students as well.'
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন