এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • amit | 213.221.215.92 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৫৯52813
  • এখনো ভেবে পাচ্ছি না গ্লোবাল বার্মিং আর দূষণ এর সাথে কোক পেপসি র কি সম্পর্ক ? আপনি কি ঠিক টই তে প্রশ্ন করছেন ? নকি সিগনাল এ রাস্তা ভুলে গেছেন ?
  • amit | 213.221.215.92 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১১:০৪52815
  • যাই হোক, দেবব্রত তো হীনি মোড-এ চলে গেলেন দেখছি। এখন সকলের কি করণীয় আর জানা গেল না ? ২০৩০ বা ২০৫০ অবধি টিকে থাকব কি না এই চিন্তায় ঘুম এলে হয়।
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১১:০৫52817
  • ব্যাকটিরিয়া আছে লেখেনি তো? সোডা ওয়াটারে অনেক ক্ষতি আছে সেতো জানাই। তাও লোকে খাচ্ছে। আর প্রিজারভেটিভস অনেক খাবারেই থাকে। এই নিয়ে সব কথা খোলা পাতায় না লেখাই ভালো। কোনোদিন দেখা হলে বলবো।
  • sm | 53.251.91.253 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১১:০৫52816
  • অমিত,টই এর হেডিং পড়ুন। মানে বই দেব, বোঝার জন্য?
  • amit | 213.221.215.92 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১১:০৭52818
  • একা রাম এ রক্ষা নেই , তায়...................থাক। আমি ক্ষান্ত দিলাম।
  • amit | 213.221.215.92 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১১:১০52819
  • তবে S বা dc -কে অনুরোধ রইলো যদি অল্টারনেটিভ টেকনোলজি অথবা কার্বন ফুটপ্রিন্ট রিডাকশন নিয়ে যদি বিশদে আলোচনার সুযোগ ঘটে, তাহলে খুব ভালো লাগবে। গত ১০-১৫ বছর এ সত্যি অনেক নতুন ভালো কাজ হয়েছে।
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১১:১৩52820
  • অল্টারনেটিভ এনার্জি নিয়ে আমার খুব বেশি জানা নেই। কেউ জানালে ভালো লাগবে - শিখবো। তবে অয়েল প্রাইসটা কমে গিয়ে খুব ঝাড় খেয়েছে। নিকট ফিউচারে বাড়ারও তেমন কারণ দেখিনা।
  • dc | 120.227.236.2 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১১:২৪52821
  • অমিত এটা নিয়ে সিরিয়াসলি আলোচনা করা যেতেই পারে, তবে অন্য টইতে হলে ভালো হয়। আর S যেটা বললেন, তেলের দাম কমে গিয়ে আল্টারনেতিভ সেক্টর ভালো ঝাড় খচ্ছে। তবে কার্বন ঈন্তেন্সিভনেসও কমছে। দেখা যাক।
  • amit | 213.221.215.92 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১১:২৭52822
  • সেটা একদম ঠিক। অন্য একটা টই খুলে আলোচনা করাই ভালো। শুরু করার চেষ্টা করব। একটু মেটেরিয়াল গুলো গুছিয়ে নি আগে। বাঙালির ল্যাদ, যা হয় আর কি।
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১১:৩০52823
  • হ্যাঁ হ্যাঁ শুরু করুন। আমি পরে যোগ দেবো।
  • dc | 132.164.231.102 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০২:৩৪52831
  • না পড়লে পিছিয়ে পড়তে হয়। আমরা সবরকম উড়ানের বিরুদ্ধে - স্টপ ফ্লায়িং অলটুগেদার। আমরা গ্রিন টেকনোলজিরও বিরুদ্ধে। সোলার ফোলার সবই সভ্যতার অভিশাপ।
  • lcm | 83.162.22.190 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০২:৩৫52842
  • আজি কি আনন্দ আকাশে বাতাসে -

    Nitrogen - 78.08%
    Oxygen - 20.94%
    Argon - 0.93%
    Carbon Dioxide - 0.039%
    Neon - 0.0018%
    Helium - 0.0005%
    Methane - 0.00017%
  • Robu | 11.39.36.86 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৩:২৭52843
  • আহা
  • T | 24.100.134.34 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৩:৪৬52844
  • যাক, শেষ হ'ল বোধহয়।
  • | 24.97.218.224 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৪:৩৬52845
  • আআমেন
  • Ekak | 53.224.129.54 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৪:৩৮52846
  • এর পরের সিরিসে বোধ হয় ঘোড়া আসবে । যেখানে মাটির ওপর দিয়ে গাড়ি চালানো , দৌরদৌরি সবই বন্ধ রাখতে বলা হবে :( :( :(
  • aranya | 154.160.226.96 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৭:৫৪52847
  • 'বিমলেশের মনে পড়ল কে যেন বলেছিল, মা হয়তো, সেই তার ছেলেবেলায় তাকে গল্প করে বলেছিল, ফুল ছিড়ো না, পাখিকে খাঁচায় রেখো না, পাখির দিকে ঢিল মেরো না, প্রজাপতি ফড়িঙের ডানা ছিড় না...কোনটার ভিতরে এই পৃথিবীর প্রাণভোমরা আছে তা কি আমরা জানি? একটি হলুদ ফুল, নীল পাখি, প্রজাপতি, ফড়িং আর ভালমানুষের মৃত্যু নিয়ে আসতে পারে ভীষণ বিপযর্য়। বন্যা, খরা, ঝড়, বজ্রপাত, ফসলহানি থেকে দাঙ্গা আর দেশভাগ'

    - বুবুভা-য় অমর মিত্রের লেখা থেকে
  • Abhyu | 78.117.213.118 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৮:১০52848
  • এতো খিল্লির কিছু হয় নি। উনি শুধু উড়তে বারণ করেছেন। এরোপ্লেন মানে ওড়া। কিন্তু মানুষের ডানা নেই। প্রকৃতির বিরুদ্ধে যাবেন না। তাহলেই সব ঠিক থাকবে। মানুষ সাঁতার দিয়ে ইংলিশ চ্যানেল পেরোতে পারে, হেঁটে বা দৌড়ে হিমালয় পেরুতে পারে - এগুলো নিয়ে সমস্যা নেই। সমস্যা হল ওড়া নিয়ে। ডানা নেই তাই উড়বেন না। ব্যস।
  • Atoz | 161.141.85.8 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৮:১৬52849
  • আমাদের বায়োলজি পরীক্ষায় বিবর্তনের একটা ট্রিকি প্রশ্নে একজন উত্তর লিখেছিল, "মানুষের ডানা নাই তাই উড়িতে পারে না, ল্যাজ নাই তাই ঝুলিতে(ল্যাজের সাহায্যে) পারে না। ডিম হয় না, তাই বাসা বানাইয়া বাসায় ডিম রাখিতে পারে না। শিং নাই তাই গুঁতাইতে পারে না। ফুলকা নাই তাই জলের তলায় ডুবিয়া থাকিতে পারে না। "
    ঃ-)
  • amit | 213.0.3.2 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৮:৩৩52850
  • ভবিষ্যত ঘোর অন্ধকার তো দেখতে পেলুম। কিন্তু কি করলে সেটা একটু আলোকিত হবে সেটা নিয়ে কবি এখনো নীরব রয়ে গেলেন। অ্যাকশন প্লান কি হবে? আর পুরো দুনিয়ার অ্যাকশন প্লান নিয়ে না বলে (বললেও যেন কেও শুনবে আমাদের কথা --- !!!! ) শুধু ইন্ডিয়া বা পব নিয়ে বললেও হবে (আমরা শুনব, মাইরি বলছি) ।

    অবশ্য যদি অন্য টই গুলো নমুনা হয়, তাহলে কবির প্লান হলো সব স্টিল প্লান্ট বন্ধ করে দাও, সব পাওয়ার প্লান্ট বন্ধ করে দাও, সব চাষ বাস বন্ধ করে দাও, দূষণের যত সোর্স আছে সব বন্ধ কর, শুধু চা বাগানের শ্রমিক কেন না খেয়ে থাকবে , সবাই না খেয়ে থাকুক। পাখি বাচুক।
  • aranya | 154.160.226.96 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৮:৪২52851
  • মানুষ বাদে অন্য সবাই মরলে মরুক, শুধু মানুষ বাঁচুক - এই দর্শন-টা কেন মানতেই হবে, তাও বোধগম্য নয়
  • amit | 213.0.3.2 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৮:৫৩52852
  • একদম নয়, বাকিরা না থাকলে মানুষ ও থাকবে না , সেটা সবাই বোঝে। সেটার জন্যেই sustainable ডেভেলপমেন্ট দরকার, অল্টারনেট টেকনোলজি ও দরকার, renewable এনার্জি ও দরকার, পলিউশন প্রিভেনশন & মনিটরিং ও দরকার, কিন্তু তার সাথে ডেভেলপিং দেশ গুলোর ডেভেলপমেন্ট ও দরকার। সব কিছু বন্ধ করা সমাধান নয়। আজকে সব কিছু বন্ধ করে দিলে উন্নত দেশ গুলোর কিছু আসবে যাবে না, বেশি লস হবে আমাদের মত দেশের।
  • rathin | 87.247.181.165 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৯:০৩52853
  • আপনাদের হিসেবে মানুষেরও তো থাকার দরকার নেই।

    Re: পাখি ঃ- সভ্যতার অন্যতম শত্রু
    Comment from করঞ্জাক্ষ on 24 April 2016 15:56:35 IST 203.55.36.42 (*) #
    এত এত স্পেসিস এল গেল, মানুষকেই বা থেকে যেতে হবে কেন?

    Re: পাখি ঃ- সভ্যতার অন্যতম শত্রু
    Comment from dc on 24 April 2016 16:01:00 IST 120.227.236.2 (*) #
    করঞ্জাক্ষকে এক বস্তা লাইক দিয়ে দিলাম। আমার মনের কথা।

    এগুলো সুস্থ মানুষের মতো কথা?
  • rathin | 159.202.98.161 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৯:১৬52854
  • স্পন্জ আইরন, কেমিকাল হাব এসবের চেয়ে মানুষের বেচে থাকা অনেক ইম্পর্টান্ট।
  • Tim | 140.126.225.237 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৯:৪৮52855
  • কেন?
  • lcm | 83.162.22.190 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ০৯:৫১52856
  • অরণ্য,
    লক্ষ লক্ষ বছর ধরে বহু প্রাণী এসেছে, আবার এক্সটিংক্ট হয়ে গেছে - কখনও ডারইউনের সূত্র মেনে, কখনও বা প্রাকৃতিক বিপর্যয়ে। ইয়োলোস্টোনের ৪০০০ ফুটের বরফ এখন ৬ ফুট হয়ে গেছে, টেথিস সাগর ঠেলে জেগে উঠেছে সুউচ্চ পর্বতমালা সমৃদ্ধ উপমহাদেশ - মানুষের সাহায্য ছাড়াই।

    কতশত প্রাণী আসবে যাবে (মানুষ তো সেদিনকার শিশু), কত বরফগলা ঝর্ণা বয়ে শুকিয়ে যাবে, নদী সাগরে যাবে, সাগর শুকিয়ে মরুভূমি হবে, কত পাহাড় তৈরি হবে, সেই পাহাড় বেয়ে আবার নদী নামবে, কত আবার সমুদ্রগর্ভে তলিয়ে যাবে ---
    আসা যাওয়ার এই খেলা,
    নিয়তির এই লীলা,
    ইয়ে বুঝলে না,
    সবই বিলা,
    সবই মায়া,
    ব্রহ্ম, ব্রহ্মান্ড

    তাছাড়া র‌্যাঞ্চোদেব কয়েছেন - অল ইজ ওয়েল ।
  • S | 202.156.215.1 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ১০:০৬52857
  • বয়স কম কালে ওরকম মনে হয় যে আমি বোধয় চিরকাল থাকবো। মানুষ একসময় ছিলোনা। আর কালের নিয়ম মেনে একসময় থাকবেও না।

    তাই সবই মায়া - পাখি, হাতি, পেলেন, ইঙ্গলিশ চ্যানেল, টারবাইন, অল্টারনেটিভ এনার্জি, স্পন্জ আয়রন, প্যারিস মীট, ক্যাপিটালিজম, গ্রোথ, কেমিকাল হাব, পরিবত্তন, স্টিঙ্গ অপারেশন, সিঙ্গুরের জমি ফেরত, রক্তদান শিবির, বিশ্ববাংলা, আবার ভোট চাওয়া - সব।
  • amit | 213.0.3.2 (*) | ২৫ এপ্রিল ২০১৬ ১০:১০52858
  • কেমিকাল হাব বলতেই একটা ভয়ঙ্কর, দুষিত, স্মোক চেম্বার কেন ভেসে ওঠে সবার কাছে ? বিদেশে কিছু মেগাস্কালে কেমিকাল হাব-এ কাজ করা বা দেখার অভিজ্ঞতা হয়েছে। উদাহরণ হিসেবে জার্মানি তে BASF এর ফ্যাক্টরি অথবা US এ DOW এর কযেকটা factory etc। । সত্যি বলতে সেই জায়গা গুলো দেখলে কর্পোরেট অফ্ফিসের সাথে আলাদা করা যায় না, এতটাই পরিস্কার। আর যেভাবে দূষণ মনিটরিং করা হয়, জাস্ট অসাধারণ। এক ফোটা জল ও ট্রিটমেন্ট না করে ফেলা হয়না নদী বা সমুদ্রে। লাস্ট বেশ কিছু বছর এ কোনো শ্রমিক দুর্ঘটনা নেই ।

    যে জমি নিয়ে ফ্যাক্টরি গুলো বানানো , তার অনেক গুন বেশি জমি তার চারপাশে নিয়ে protective ফরেস্ট বা layers বানানো হয় , সেখানে পশু পাখিদের রিতিমত রেগুলার হেলথ মনিটরিং হয় যাতে দূষণের কোনো প্রভাব আগেই ধরা যায়। আর এ সব আমার জাস্ট 1-২ দিন এর দেখা নয় , বেশ কযেক বছর এর। এই ভাবে আমরা কেন ভাবতে পারি না ? আগে থেকে লাল ফ্লাগ তুলে বসে থাকে কেন ? যদি এখানে দূষণ কন্ট্রোল না করা যায় , দোষ তো ফ্যাক্টরি এর নয় , দোষ আমাদের ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন