এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 120.227.247.66 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ০৮:৩৮52783
  • EIA ওটা ২০১৩ তে বলেছিল, ২০১৫ তে কি বলেছে দেখুনঃ

    লিংক এখানে (http://www.eia.gov/forecasts/aeo/pdf/0383(2015).pdf)

    Improved efficiency in the end-use sectors and a shift away from more carbon-intensive fuels help to stabilize U.S. energyrelated carbon dioxide (CO2) emissions, which remain below the 2005 level through 2040.

    Renewables meet much of the growth in electricity
    demand. Renewable electricity generation in the AEO2015 Reference case increases by 72% from 2013 to 2040, accounting for more than one-third of new generation capacity.

    Energy-related CO2 emissions stabilize with improvements in the energy intensity and carbon intensity of electricity generation U.S. energy-related CO2 emissions in 2013 totaled 5,405 million metric tons (mt).11 In the AEO2015 Reference case, CO2 emissions increase by 144 million mt (2.7%) from 2013 to 2040, to 5,549 million mt—still 444 million mt below the 2005 level of 5,993 million mt.

    এনার্জি ইউস তো অবশ্যই বাড়বে, কারন পপুলেশান বাড়ছে (যদিও আগের থেকে কম রেটে) আর সব দেশই আস্তে আস্তে উন্নত হচ্ছে তাই এনার্জি ডিম্যান্ডও বাড়ছে। কিন্তু প্রোজেকশানগুলো দেখাচ্ছে যে আস্তে আস্তে ফসিল ফুয়েল এনার্জির বদলে আমরা রিনিউয়েবল, ক্লিন এনার্জির দিকে এগোচ্ছি।
  • dc | 120.227.247.66 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ০৮:৪২52784
  • এনিওয়ে, গ্রিন হাউস গ্যাস এমিশান আর গ্লোবাল ওয়ার্মিং এর প্রব্লেম অস্বীকার করার প্রশ্নই নেই। তবে এই প্রব্লেমটা অ্যাড্রেস করারও চেষ্টা হচ্ছে। গ্রোথ না কমিয়েও বোধায় প্রব্লেমটা অ্যাড্রেস করা সম্ভব।
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ০৮:৫৪52785
  • পাখির টইয়ের একটা সামারি দেওয়া ভালোঃ (বানান ভুল হলে ক্ষমা করে দেবেন)
    ১) প্রচুর পাখি মরে অতেব পেলেন বন্ধ করো।
    ২) আম্রিগায় বছরে ৯০০০ পাখি মরে আর দিনে ৮০০০০+ ফ্লাইট।
    ৩) তাতে কি? টারবাইনে প্রচুর পাখি মরে অতেব বিদ্যুত বন্ধ।
    ৪) খিল্লির শুরুঃ তাহলে যে সব বন্ধ হয়ে যাবে, এমনকি গুরুও করতে পারবোনা।
    ৬) তাতে কি? পাখিরা তো বাঁচবে।
    ৭) আর আমাগো কি হবে?
    ৮) এইসব বিদ্যুতের ফলে গাছ কাটা হচ্ছে, দুষণ হচ্ছে।
    ৯) ঘটনা। সেই জন্যে ভালো টেকনলজি চাই।
    ১০) টেকনলজি দিয়ে ঘেঁচু হবে। একমাত্র উপায় সব টেকনলজিকে দুর করা হোক। এইখানে টেকনলজি, ক্যাপিটালিজম, আর গ্রোথ নিয়ে কিসব যেন আলোচোনা হলো।
    ১১) যেসব দেশ টেকনলজিতে এগিয়ে সেখানে লোকে অনেক দিন বাঁচে।
    ১২) সেটা টেকনলজির জন্যে নয়। ভালো খাবার পায়, পাণীয় জল পায়, আর নিরাপত্তা।
    ১৩) তা সেগুলোর জন্যে টেকনলজি লাগবেনা?
    ১৪) না কারণ কোনোকিছুই যদি না থাকে তাহলে সব খাবারই খাদ্য যোগ্য, সব জলই পান করা যায়। আর সেগুলোর জন্যে লাগে পয়সা।
    ১৬) তা পয়সাটা আসবে কোত্থেকে?
    ১৭) এই জায়গাটায় আমিও বুঝিনি।
    ১৯) আমেরিকার গরীবরা কম দিন বাঁচে।
    ২০) কারণ তারা চিকিতসা পায়্না। সেটাও তো টেকনলজি?
    ২১) না না টেকনলজি খারাপ। কাঠ মোল্লা ইত্যাদি গালাগালি।
    ২২) কিন্তু গত চারশ বছরে যে লাইফ এক্সপেক্টেন্সি বাড়লো?
    ২৩) কিন্তু গত ৪ দশকে বাড়েনি। উল্টে কত লোকের কত সব রোগ হলো। প্রায় আর্ধেক লোক পাগল হয়ে গেছে।
    ২৪) সেতো ইউরোপের কয়েকটা বড়লোক দেশে, তাও গত ২০ বছরে, অন্যভাবে হিসাব করলে।
    ২১) আসল কথা হলো এইসব ক্যাপিটালিস্ট টেকনলজির ফলে জল নষ্ট হচ্ছে। আম্রিগায় কোথাও জল খাওয়া যায়্না।
    ২২) কই নাতো। অনেকেই তো খায়। আর আম্রিগায় তো জলের স্ট্যান্ডার্ড বেটার।
    ২২) না আম্রিগায় খারাপ। ভারতে খুব খারাপ। সব নদী নস্ট হয়ে যাচ্ছে।
    ২৩) সেইজন্যেই ভালো টেকনলজি চাই। রিনিউএবল এনার্জি?
    ২৪) সব টেকনলজি ধুর। রিনিউএবল আবার কোথায় দেখছেন। মোটে ২০% হবে ২০৪০ এ।
    ২৫) ব্রাজিলে তো এখনই অনেক বেশি। আর অন্য রিপোর্ট বলছে ৫০%।
    ২৬) আপাতত জলে ফিরে যাওয়া হয়েছে।
  • dc | 116.208.242.104 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ০৯:০৭52786
  • এক ঘর :d
  • Debabrata Chakrabarty | 11.39.36.109 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ০৯:৫৬52787
  • না এতো বড়ো কিছু নয় - সামান্য ঃ-
    ১। টেকনোলজি অতি প্রয়োগ পৃথিবীকে খাদের মুখে দাঁড় করাচ্ছে -জঙ্গলে হাতি , আকাশে পাখি এবং বিভিন্ন প্রজাতি বিলুপ্ত অতি দ্রুত তাই টেকনোলজি সীমিত প্রয়োগ যথাসম্ভব
    ২। না আল্লাহ কৃপায় ( টেকনোলজি পড়ুন ) সব ঠিক হয়ে যাবে , আর দেখুন কলা চোর বিল গেটস কেমন জান লড়াচ্ছে !
    ৩। কই আল্লাহর তো দেখা নাই -কাঠমোল্লা ? বাতাসে ইতিমধ্যে ৪০০ PPM CO2, নদীর জল বিষাক্ত
    ৪। co2 প্রসঙ্গে নীরবতা জল প্রসঙ্গে কই বিষাক্ত - স্ট্যান্ডার্ড জানেন ?
    ৫। জানি তো এই যে ২৫০০০ শিশু অসুস্থ ,এইযে আমেরিকার নদীর হিসাব -সাথে আমাদের দেশের
    ৬। ঐ প্রসঙ্গে নীরবতা
    ৭। হু হু করে রিনিউবেল বাড়ছে -কয়েকদিনের মধ্যে ফসিল ফুয়েল অতিক্রম করবে
    ৮। কই ২৪০০ তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্ল্যান দেখছি
    ৯। নীরবতা

    সাইড ডিস ঃ- জলের অভাবে ফারাক্কা বন্ধ -ওহ তাই নাকি ? ৪ বছরের বাচ্চার জন্য রিটালিন -না ওটা ৬ হবে , কিন্তু কেন এত প্রেসক্রিপশন জানিনা । ভারতে এত নদী দুষিত পরিষ্কার কি করে হবে কেন টেকনোলজি - ও তা এতদূর কি হোল - নিরবতা । টেকনোলজি -গড় আয়ু বৃদ্ধি ,কই উন্নত দেশে তো দেখা যাচ্ছে গরীব ১৫বছর কম বাঁচে - দারিদ্রতা । বায়ু দূষণ , জল দূষণ হ্যা একটা সমস্যা বটে কিন্তু ঐ আল্লাহ আছেন ( যদিও দেখা যাচ্ছেন ) ভরসা রাখুন ।

    কাঠমোল্লা টা একটু ইসলাম ফোবিয়া টাইপ হয়ে যাচ্ছে দেখে এই সেকুলার দেশে এইবার থেকে Sammy Wilson বলা হবে ( নামের অদ্যাক্ষরের মিল কাকতালীয় ) যিনি বলেছিলেন "environmentalism is a "hysterical pseudo-religion". Climate change is natural and "beyond our control", so "resources should be used to adapt to the consequences of climate change rather than King Canute style vainly trying to stop it." বেড়ে আইডিয়া !
  • amit | 213.221.215.92 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ০৯:৫৮52788
  • S কে সোনার কলম দিলুম। বঙ্গভূষণ নেহাত সারদা দিদির কবজায়, নাহলে ওটাও দিয়ে দিতাম।
  • amit | 213.221.215.92 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:০১52789
  • সব তো হলো, এত সমস্যা সব জানা গেল। এবার সমাধান সুত্র বলে দিলে আর একটু শান্তি পাই। সাত কান্ড রামায়ন এর পরে এখন আমাদের কি করা উচিত ? ভারত এর কি করা উচিত ? আমেরিকার কি করা উচিত ? আর বাকি বিশ্বের কি করা উচিত ?
  • Debabrata Chakrabarty | 11.39.36.109 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:০৪52790
  • রবিবারের দুপুর , খাসীর মাংস খাওয়া হয়ে গেলে -দাঁতে খড়কে কাঠি দিয়ে -নিদ্রা - পলিউসন নিয়ে চিন্তা ? ধুর ধুর "hysterical pseudo-religion"
  • dc | 120.227.236.2 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:০৭52791
  • এসি চালিয়ে (যা গরম!)।
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:১৫52792
  • যাহ বাবা। খাসী বলে কি মানুষ থুড়ি পাখি নয় নাকি?
  • T | 165.69.179.224 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:১৭52793
  • একি আমি যে ব্যাটম্যান নিয়ে মতামত দিলুম সেটা লিস্টিতে রাখেনি। অ্যাঁ...
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:১৯52794
  • কেউ যদি শুধু নিজের কথাই দশবার করে চিল্লিয়ে বলে যায় তাহলে অন্যের কথা শোনা যায়্না - একেই কবি নীরবাতা বলেছেন।
  • করঞ্জাক্ষ | 203.55.36.42 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:২৬52795
  • এত এত স্পেসিস এল গেল, মানুষকেই বা থেকে যেতে হবে কেন?
  • dc | 120.227.236.2 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৩১52796
  • করঞ্জাক্ষকে এক বস্তা লাইক দিয়ে দিলাম। আমার মনের কথা।
  • amit | 213.221.215.92 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৩১52797
  • আরে প্রতি মুহুর্তে কার্বন দই অক্সাইড বেড়ে যাচ্ছে যে, এত অখন্ড নিরবতা থাকলে হবে ? সকলের কি করা উচিত ? এত জ্ঞানের বোঝা মথায় নিতে লাভ কি যদি কোনো অ্যাকশন প্লান না থাকে ?
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৩৩52798
  • রোজ মাঝে মাঅঝে দম বন্ধ রাখবেন। আর যদি দেখেছি গুরু করতে তাহলে বুঝবো আপনিও আমাদের মতন টেকনিকাল পাপী?
  • dc | 120.227.236.2 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৩৬52799
  • Far out in the uncharted backwaters of the unfashionable end of the western spiral arm of the Galaxy lies a small unregarded yellow sun.

    Orbiting this at a distance of roughly ninety-two million miles is an utterly insignificant little blue green planet whose ape-descended life forms are so amazingly primitive that they still think digital watches are a pretty neat idea.

    এই তো হল অবস্থা। এই আটারলি ইনসিগনিফিক্যান্ট স্পিসিসটা আবার মনে করে তারা নাকি চিরকাল থেকে যাবে।
  • sm | 53.251.91.253 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৩৭52801
  • কিন্তু কোক, পেপসি এইসব ফিজি ড্রিংক হই হই করে চলছে কি করে? যেখানে বললেন আমেরিকার হাউস হোল্ডে ব্যবহৃত জল ও নাকি ভারতের ফাইভ স্টার হোটেলের চাইতে ভালো?এগুলো ও তো পানীয়।
  • amit | 213.221.215.92 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৩৭52800
  • S , এমনিতেই দম বন্ধ হয়ে আসছে এত কার্বনের চাপে, ২০৩০ অবধি বাচার জন্য কি করা যায় জেনে নি আগে। কবীবর গেলেন কোথায়? এবার হিনী মোড এ চলে গেলেন নাকি ?

    বাকি সকলকে অনুরোধ দয়া করে খিল্লি করা নিয়ে নালিশ করবেন না প্লিজ, পুরো টোই তা পরে দেখুন আগে। নাহলে s এর সামারি তা পরলেও হবে।
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৩৯52802
  • মানে?
  • amit | 213.221.215.92 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৪১52803
  • sm , আপনার প্রশ্নের প্রথম আর ২ লাইনের মধ্যে কি সম্পর্ক ? বা আদৌ কিছু সম্পর্ক আছে কি?
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৪২52804
  • ফিজি ড্রিন্ক কি লোকে পাণীয় জল খারাপ বলে খায় নাকি?
  • sm | 53.251.91.253 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৪৪52805
  • দেবব্রত আশঙ্কিত পলুশন অত্যধিক বেড়েছে। আশংকা অমূলক নয়। তথ্য ও ডেটা আছে। বর্তমানে পৃথিবীর গুটি কয়েক দেশ ছাড়া ; প্রায় সকলের ই একটা গা ছাড়া ভাব। উনি বলছেন দ্রাস্টিক স্টেপ নিতে।বর্তমান পরিস্থিতিতে হয়ত অতটা কঠোর স্টেপ নেওয়া অসম্ভব।কিন্তু জলদি কিছু করতে তো হবেই।
  • sm | 53.251.91.253 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৪৮52807
  • পানীয় জল খারাপ বলছি না। কিন্তু বলা হচ্ছে; যেসব উন্নত দেশ রেগুলেশন নিয়ে এতো কড়া,বা জনগনের হেলথ নিয়ে চিন্তিত; তাদের দেশে বছরের পর বছর এই অপকীর্তি চালিয়ে যাওয়াতে ভ্রু তো কোঁচ কাবেই।
    আর দেব্রত তো লিংক দিয়ে দেখালেন নদী গুলি কত দুষিত আর দ্রুতগতিতে দুষিত হয়ে চলেছে।
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৪৮52806
  • At the Paris climate conference (COP21) in December 2015, 195 countries adopted the first-ever universal, legally binding global climate deal.
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৫১52808
  • কোক পেপসি তে যতদুর জানি ট্যাপ ওয়াটার ইউজ করা হয়। জলের কোয়ালিটিতে পার্থক্য নেইতো।
  • sm | 53.251.91.253 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৫৩52809
  • sm , আপনার প্রশ্নের প্রথম আর ২ লাইনের মধ্যে কি সম্পর্ক ? বা আদৌ কিছু সম্পর্ক আছে কি?
    --
    বোঝা খুব শক্ত কি? না বুঝতে চাইলে, অবিশ্যি আমি নাচার । সারত্সার হচ্ছে যদি ইউ এস, এতো পরিশ্রুত পানীয় জল সাপ্লাই করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়; তাহলে দুষিত ফিজি ড্রিংক এর বেলায় ফোস্কা গেরো কেন?
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৫৪52810
  • ফিজি ড্রিন্ক দুষিত?
  • sm | 53.251.91.253 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৫৬52811
  • পানীয় তে এসিডের মাত্রা বেশি, পেসতিসায়দ এর উপস্থিতি, আর কি চাই?
  • S | 108.127.180.11 (*) | ২৪ এপ্রিল ২০১৬ ১০:৫৮52812
  • আম্রিগায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন