এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • হামাগুড়ি দেওয়ার শর্টকার্ট নিরূ

    Sumeru Mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ৩০ সেপ্টেম্বর ২০১৩ | ১৭৬৩ বার পঠিত
  • সারাদিনই বৃষ্টি ছিল, যেমন সংকল্প, ক্ষুদিরাম মেট্রোয় নেমে মালুর বাড়ি ভিজে-টিজে প্রকাশ্য দিবালোকে চেয়ারে গুছিয়ে বসি। ১৯৩৬ সালের সচিত্র শিশিরের একটি জাব্দা কালেকশন কোলের উপর নিয়ে শুরু করি দিন। পাতায় পাতায় ছবি। উল্টিয়ে দেখি, বোঝার চেস্টা করি কীটকাটিং এর আগে কেমন ছিল চেহারা। পুরোটা বুঝতে পারছিল না কেউই, বোঝার চেস্টাও খুব একটা করছিলাম না এটাও ঠিক। প্রসঙ্গ বদলাতে তার উপর মালুকে আমি উচ্চগ্রামে বই বাঁধানো নিয়ে জ্ঞান দিতে থাকি। চামড়া রেক্সিন, সেলাই ফোঁড় ইত্যাদি। মালুও দুই চারজন বাইন্ডারের লিঙ্কেডিং প্রোফাইল গড়্গড় করে আউড়ে তাদের রেট-টেট নিয়ে জ্ঞান দিতে থাকে। তার উদাহরণ দিতে মাঝে মাঝে বিভিন্ন বই নামানো হয়। আমি চারপাশে অনেক চেয়ার দেখতে পাই, বই-রা দিব্যি পা ছড়িয়ে এখন সেখানে বসে। গ্রাফিক নভেলের কথা উঠলে মালু আরো কিছু বই বার করে দেখাতে থাকে। কোন একটা ধুরধুরি বই দেখিয়ে বলে এই বই নাকি চার কপি ছাপা হয়েছিল, আমি অন্যদিকে তাকিয়ে ঠোঁট উল্টাই। তার কাছে কোন চাইনিজ গ্রাফিক নভেল আছে কী না জিজ্ঞাসা করি। বাইরে সন্ধ্যে নেমে যায়।

    অন্ধকারে আমরা প্রথমে যাই মালুর লগ হাউস দেখতে। রঙ্গনদার "বাড়ি তার বাংলা"র সেট বানিয়েছিল মালু। সেট ভাঙ্গার পরে কাঠ আর প্লাই বাড়িতে নিয়ে এসে বাগানে একটা ঘর বানিয়েছে। আমার ধরনা ছিল সেটা নির্ঘাত স্টুডিও গোছের ব্যাপার। মালু তা স্বীকার করল না। অন্ধকারে হাতড়ে হাতড়ে দেখলাম দিব্যি বন্দোবস্ত। একটি ঘর ও লাগোয়া বারান্দা। নীচে মালু দেখাল বার্বিকিউ সেন্টার, হেলিপ্যাডের মত। পারিবারিক কলহ এডিয়ে মাল খাওয়ার জন্য বেঞ্চ করা বারান্দায়। টুনটুনি-বুলবুলি নিয়ে দারুন পার্টি নামানো যায়। জরুরিকালীন অবতরণের জন্য ঘরে তক্তাপোশের মত একটা বাঙ্কও বানানো আছে। উপরে আপাতত বুলবুলি পাখি বাসা বানিয়েছে। ডিম দিয়েছে। বাচ্চাও ফুটে বেরোতে শুরু করেছে। আমি সেইসব বাচ্চার সাইজ মনে মনে ধারণা করে ঘর থেকে বেরিয়ে আসি। বাইরে ৭/৮ ফুট গভীর একটা মিনি পুকুর। লাল শাপলা ফুটে আছে। বিন্দুবিন্দু কচুরিপানা অনেক কিছু আড়াল করে রেখেছে। তেলাপিয়া, কই, মাগুর। বাইরে অন্ধকার জমাট বাঁধা। ফলে হাত ডুকিয়ে সত্যতা জাচাই করার ইচ্ছা থাকলেও করা হয়ে ওঠে না।

    মালুর দুটো পোষা কচ্ছপ, হরিপদ আর আরেকটা উদ্ভট টাইপের পদ। একদমই হিলহিলে শিড়িঙ্গে মার্কা। দুইজন দুই ঘরে। ওদের মহিষের মাংস খাওয়ানোর উপদেশ দিলাম। বলা যায় অনুনয়ই করলাম। হিস্ট্রি শুনলাম। কে কোত্থেকে এনে গীফট করেছে। ফকির শ্রেনীর কচ্ছপ। ভেজ খায়। আর সম্ভবত গে কচ্ছপ। দুজন মাঝে মাঝেই আক্রমণ করে অন্যকে গত ভাদ্রমাস থেকে। মালু তাই আলাদা করে রেখেছে। রামকেষ্ট মিশনের শিক্ষা কোথায় লুকাবে চাঁদু! যত খারাপ খারাপ কথা বলা যায় বললাম। মালুর হেল দোল কাটল না। সে ভাবলেশহীন বসে ব্লাড সুগার , কোলেষ্টরল আর লিপিড প্রোফাইলের কথা বলে যেতে লাগল। সে নাকি রোজ টেস্ট করছে। রোজ বাড়ছে। যত্তসব। রামের বোতল এসে গেল। ফালতু সময় নষ্ট না করে এগোতে লাগলাম। মালু কিচেনে। প্রথমে কি সব মিষ্টি নিয়ে এল। বলল এপ্রিকট আর ফিগ। আঞ্জুর আর খেমাইনি না কিসব খটম্ট নাম বলল। আঞ্জুর খেয়ে মনে হল পাকা কলার সত্ব খাচ্ছি। খোমানি এর উপর চীজের গুড়ো। কালিংপং চীজ। এরপর যা হয়। চীজের গল্প শুরু হল। ইন্ডি চীজ আর ওয়াইন। মালু বলল চল, আমরা দুজনে একটা সিনেমা বানাই। আমি টুসকি দিয়ে মাল খেতে থাকলাম।

    ফি বছর বো-ব্যারাকের পাম ওয়াইন খাই। কখনো সখনো গাড়িতে রেমণ্ডস ও সৃঞ্জয়া ফাকা মাঠে রাম ফুরিয়ে গেলে খাওয়া হয়। ওদিকে শান্তিনিকেতনে প্রদীপ প্রত্যেক বছরই বানাচ্ছে দু ফসলা ওয়াইন। লাল আঙুর পিপে সব কলকাতা থেকে ঘাড়ে করে নিয়ে যাই। শমীক আইজল থেকে কিছুদিন আগে ফিনাইলের সাইজের বোতলে ভরে নিয়ে এল রোডোডেনড্রনের ওয়াইন। দেখতে আলতার মত। রু-হাবজার মত মিষ্টি। পুনেতে একজন অভিনয় করতে আসতেন ডিপ্লোমা ফিল্মে, নাম মনে নেই, তিনি আনতেন জামরুলের তৈরি স্বর্গীয় জিনিস। পুনের কথায় মালু বলল এক সাহেবে্র ওয়াইন কোম্পানী কেনার গল্প। তখন ওয়াইন ওয়াইন গল্প সারা ঘর আঁকা ছবির মত ঘুরছে। একদা মালু ড্রইং করে দিয়েছিল। আব্বাস আর কলি নাকি রঙ দিয়ে দিয়ে ভরাট করেছে গত কয়েক বছরে। এখনও কিছুটা বাকি। পুরো মিশর রহস্য। মালু এর মধ্যে বানিয়ে এনেছে গ্রীক সালাড। প্রবল বড় বড় চীজের টুকুরা আর সবুজ বেলপেপার। তার উপর পোস্ত আর সুজি ছড়িয়ে দিচ্ছে মাঝেমাঝেই। কৌটো হাতে নিয়ে সে বসে আছে নিকটে কনস্ট্যান্ট। সেটা নাকি স্পিড ব্রেকারারের কাজ করছে। আমি বললুল বালি দিলে আরো অব্যর্থ হইত।

    কথা হতে হতে একসময় রামের এক লিটারের বোতল প্রায় শেষ। মালু দুমদাম ব্লাড সুগার আর খারাপ খারাপ রোগের নাম বলে দিন শুরু করে ছিল। তাই অসূয়াবশত সে এ পর্যন্ত রাম স্পর্শ করেনি। সে এবার মনে সাহস এনে জোর দিয়ে বলল ডাক্তার তাকে হুইস্কি খেতে বলেছে রোজ ৮০ এম এল করে। আর সে তো রজ খাচ্ছে না, বলতে বলতে সে তার দরকারি টেবিলের গোপন কুঠুরি হইতে ব্লেন্ডার্সের বোতল খানি বোতল রয় দ্য মিস্টিকের মত বের করে কার্পেটের উপর আরও গল্প করতে বসে পড়ে। আহা ততক্ষণে আমি কার্পেট দেখতে পেয়ে গেছি। জীবিতের শেষ আশ্রয়। আহা। মাঝে মাজে টয়লেটে গিয়ে হিসি করি, আর কচ্ছপদের প্রবল ভাবে আশীর্বাদ করি, শা্লা ব্রাহ্মণত্ব যদি এখনও কিছু থেকে গিয়ে থাকে, গায়েত্রী মনে করার চেস্টা করি, চক্রবর্তি স্পিভাকের পর আর কিছু মনে থাকে না। একটা বাগানের মত কার্পেট। তাতে পুকুর আছে। মাছ আর শালুক ফুটে থাকে, ডিজাইন ডিজাইন। বস, শুয়ে পড়লেই হল। পিছনে কামরাঙ্গা গাছে থোক থোক কামরাঙা বৃষ্টির সঙ্গে দুলছে। কার্পেটের চারপাশে পাঁচিল। মালু বলে এবার পদ্ম এনে লাগাবে। আমি চারটে ছোট ছোট হাঁসের বাচ্চা মালুকে উপহার দেওয়ার কথা ভাবি।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ৩০ সেপ্টেম্বর ২০১৩ | ১৭৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শঙ্খ | 169.53.174.142 (*) | ০১ অক্টোবর ২০১৩ ০৩:০২45521
  • জিও জিউস!

    'গায়েত্রী মনে করার চেস্টা করি, চক্রবর্তি স্পিভাকের পর আর কিছু মনে থাকে না।'

    সাদা টিশার্ট কিনে এই লাইনটা বাটিক প্রিন্টে ছাপিয়ে নিতে হবে।
  • dd | 132.167.10.201 (*) | ০১ অক্টোবর ২০১৩ ০৩:২০45517
  • উত্তাল হলো।
    সুমেরুর লেখাও এখন ভিন্টেজ ইসের মতোন স্মুদ ও মৃদু সুবাসিত। স্বাভাবিক।
  • aranya | 154.160.98.31 (*) | ০১ অক্টোবর ২০১৩ ০৪:৩৫45522
  • বাঃ, সুমেরু রকস
  • শুদ্ধ | 127.194.253.248 (*) | ০১ অক্টোবর ২০১৩ ০৫:২৮45523
  • এতোল বেতোল হয়ে পড়ে আছে কার্পেট। মালুর কার্পেটে কার্পেটে লেখা আছে বোতল টু বাতেলা টু বাওয়াল হয়ে বোধি লাভের রাস্তা। :)
  • ন্যাড়া | 172.233.205.42 (*) | ০১ অক্টোবর ২০১৩ ০৬:৩৭45518
  • যা বলেছ। তবে সুমেরুর স্টাইলটা কার মতন যেন একটা লাগে, কিছুতেই ঠাহর হচ্ছে না। সন্দীপন কি? শ্যামল গঙ্গো?
  • Shibanshu De | 127.201.160.35 (*) | ০১ অক্টোবর ২০১৩ ০৭:৩০45519
  • বাহ.... মৌতাত এসে যায় ...
  • nina | 22.149.39.84 (*) | ০১ অক্টোবর ২০১৩ ০৭:৩৯45524
  • ভারি আনন্দ---সুমেরুর লেখা আমার মাথার ওপর দিয়ে স্যাট করে বেরিয়ে যায় ধরতেই পারিনা--এইডা দিব্য পারলুম---ঃ-))) সরেস হইচে !!
  • kaushik | 127.211.91.76 (*) | ০১ অক্টোবর ২০১৩ ০৮:৫৫45520
  • একমত। মৌতাত এসে যায়!
  • san | 213.88.22.139 (*) | ০৩ অক্টোবর ২০১৩ ০৪:৪৫45525
  • বাঃ
  • i | 147.157.8.253 (*) | ০৩ অক্টোবর ২০১৩ ১১:৩৯45526
  • ডিজাইন ডিজাইন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন