পছন্দ | জমিয়ে রাখুন | পুনঃপ্রচার |
ইঞ্জিনেরই আগুনের কল, গাড়ির কতো বল!
সিনেমা হলে গেলেছে যেন অন্তীম তালা
*সিনেমা হলে লেগেছে যেন অন্তীম তালা
#P2BI শুভ আন্তর্জাতিক আদিবাসী দিবস
৯ আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২০ উপলক্ষে দিবসের সকল অনুষ্ঠানমালা সরাসরি আইপিনিউজ ফেসবুক পেজ থেকে (ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় উদবোধন) সম্প্রচার করা হবে । অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আইপিনিউজ ফেসবুক পেজের লিংক:
ভাবীজি পাঁপড় খেলে,আর করোনা হবে না। সেই অর্জুন মেঘোয়াল এর করোনা রিপোর্ট পজিটিভ এলো!
রাশিয়ার এই ভ্যাকসিন মেনে নেওয়া যায় না!...
ভারতের ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ
সাড়ে ৩ কোটি চীনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ
ভাই আপনার সমস্যাটা কি? এখানে চাট্টি হাবিজাবি লিংক না দিলে আপনার কি ঘুম হয়না? একটা বেসিক সেন্স নেই! আজব গাধাটেপনা!
আপনি ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ :D
মোক্ষম মুগুর
"তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি
নাই দাঁড়ি তার নাই কমা"
সদ্য প্রয়াত কবি অপরাজিতা স্মরণে
~~
"আগে পরে শক্ত শেকলটা ছিঁড়তে
আগে পরে অনেক রক্ত লেগেছিল
আগের যারা ,তারা উপাধি পেল শহীদ ,
সৌধ তৈরি হল তাদের নামে
গান বাঁধা হল, আরও অনেক কিছুই ।
পুরোনো ভারি শিকলটা ভাঙল অবশেষে ।
খোলা হাওয়ার ঝাপটায়
উড়ে গেল সব ধুলো ময়লা,
উত্সব মুক্তি, আনন্দ ।
তারপর শুরু হল আরেক ধরনের রক্তদান,
শিকারীর তাড়ায় পালানো দৌড়।
বাচ্চা বুকে মায়ের এলোমেলো ছুট ।
শবদেহ গুলো ছড়িয়ে ছিটিয়ে
পড়ে রইল স্বাধীন দেশের মাটিতে ।
তারা কেউ শহীদ হল না ।
আমাদের হারিয়ে যাওয়া স্বরাজ
সেই সব মড়া মাড়িয়েই ঘরে ফিরল ।"
(দ্বিতীয় শরীর/ অপরাজিতা রায় ।)
যদি আমি মেকার পাইতাম, ঘড়ির জুয়েল পালটাইতাম...
"আমার এই পেটের চিন্তে
এমন আর চিন্তে কিছু নাই--
চাউল ফুরাল ডাইল ফুরাল
সদাই গিন্নি বলে তাই।
যখন আমি নামাজ পড়ি
তখন চিন্তা ওঠে ভারী
কীসে চলবে দিনগুজারি
সেজদা দিয়ে ভাবি তাই--
ও সদা পেটের জ্বালা জপমালা
আমি তসবি মালায় জপি তাই। "
ভগবানের মতো বাজাচ্ছেন .... পান্নালাল ঘোষ
এতদিন মনোযোগ দিই নি , কি লজ্জার কথা
মনটা একটু খারাপ ভরা পেটে মন খারাপ লাগলে একটু কেমন কেমন
এখানে কিছু কমেন্ট পড়ে খুব হাসলাম থ্যাংকু
সিপিয়েমের ভোট ৭%-এ নেবে গেছে!!! তারা সবাই কি গুরুতে লেখে?
"টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই | "
মানলাম। খেরোখাতার দ্বায়িত্ব কিন্তু তোমার, এড়াইতে পারবা না, হি হি হি :))