না, হাত দিয়ে গোল তার নিন্দুকেরা করেনি নি, বলা ভালো, ওই জায়গা অবধি পৌঁছনর হিম্মত হয় না তাদের, হয়নি। আগুয়ান বিখ্যাত গোলকীপার পিটার শিলটনের মুখোমুখি দৌড়ে নিজের পাঁচ ফুট পাঁচের শরীর নিয়ে লাফ দিতে গেলে হাত নয়, লাগে দম। ধক। হিম্মত। ... ...
দেখছিলাম সেই পাতাদের ওড়উড়ি, বুনোফুলে প্রজাপতিদের খেলা, জলে বাতাসের তোলা হালকা হালকা ঢেউ – যাতে মনে হয় মেঘের ছায়াতে সুড়সুড়ি লাগে। তখনই খুব আস্তে গাড়িটা বলল – এখন অনেকটা সুস্থ লাগছে। ... ...
থেমে যাও হে মৃত্যু আরও একদিন বেঁচে গেছি আমি স্নেহ ভালোবাসা ভালো, নেমন্তন্ন এলে তবে গায়ে মাখি পরিবারের তিনবেলা ভরা পেট বিড়ির আগুনের মতো দামী। ... ...
দেখি, পাখিরা আরও বেশি আশ্চর্য হল। আজ বুঝি পাপ কম হবে পৃথিবীতে অসময়-গাথা সময়েই লিখে রাখা ভাল। ... ...
১
এই জল, তুমি তাকে লাবণ্য দিয়েছ বলে
বাণিজ্যপোত নিয়ে বেরোতেই হ'ল
যতক্ষণ না ডাঙা ফিকে হয়ে আসে। ... ...
কোনটা ভাল কোনটা খারাপ - এই বোধ ব্যাক্তিবিশেষে আলাদা। মানুষ শুরুতে বাড়ির বড়দের থেকে শিখেছে, পরে ইস্কুল কলেজ পাড়ায় খেলতে গিয়ে বা পড়াশোনা করার সময়ে তার ধারণা কিছুটা বদলে গেল, অনেক নতুন পরিস্থিতি এল তারও ভাল-মন্দ সম্পর্কে ধারণা হল। আবার, ছাত্রাবস্থার শেষ ও পরবর্তী কাজের জায়গার শুরুর দিকে তারও বদল হয় বটে, কলেজ - বিশ্ববিদ্যালয়ের শেখার ব্যাপ্তি ইস্কুলের চেয়ে স্বাভাবিক ভাবেও বড়, কিন্তু আদত মূল ব্যাপারটার খুব একটা পরিবর্তন হয় না।
এই মূল ভাল-মন্দের ধারণা, যা খানিকটা মূল্যবোধ বলব বা ইংরাজিতে “ভ্ ... ...
>২১ জানুয়ারি ২০১৯
১
রান্নাঘর সাজগোজ করছে বলে বাড়িশুদ্ধু তোলপাড়
প্রতিবেশী বাড়ির জলে তেষ্টা নিবারণ, রান্নার কাজ
আপাতত ডাইনিং হলে। সব মশলার কৌটোরা দল বেঁধে
সারাবাড়ি গুটি গুটি হেঁটে ... ...
তখন চন্দ্র সূর্য উঠত, দু'শো ছয় সারা কলকাতা ঘুরে করুণাময়ী পৌঁছত। অনেকটা যেন, সারা দিন সারা রাত মিউজিকাল চেয়ার খেলার মতো — কে তোমাকে স্কুলে নিয়ে যেতে পারে, কে আবার ফেরাবে বিকেলে, যখন রোদ্দুরের তাত কিছুটা উতপ্ত হয় তোমার কপালে হাত রেখে। যে তোমাকে পেত, সেই বাসটি যেন অকারণে — টার্মিনাসের সামান্য বিশ্রামে রাতের আকাশ ব্ল্যাকবোর্ড মনে করে তারা জুড়ে জুড়ে ছবি টবি হিজিবিজি আঁকত, শব্দ জুড়ত মনে মনে। বাস কন্ডাক্টর এগরোল কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরতেন সেদিন আর তাসের আড্ডায় না গিয়ে। ড্রাইভারটি নিতেন পাড়ার কুকুরদের জ ... ...
এ বছরের শুরুতে ভাবলাম জার্ণাল লিখে রাখি। কতদিন এ ভাবনা আর লেখা একসঙ্গে থাকবে জানি ন। তবু থাক, যতটুকু রাখা যায়, থাকে…
এ লেখার সবটুকু তারই, যদি সে মনে রাখে।
২ জানুয়ারি ১৯
১
খানিক পুরনো হলে ঘটনার গায়ে মায়ার প্রলেপ লাগে
সামান্য সুগন্ধ — ডালে হিং ফোড়ণের এলে
বাধ্যতামূলক নিরামিষ দিন মনেও থাকে না।
যেন পলি পড়া উর্বর মাঠ এতদিন কর্ষণবিহীন
আচমকা উড়ে আসা বীজ বুকে ফলের বাগান ফলাতে চায়
সামান্য চিঠির বাক্স খুলে প্রজাপতিগুলি উড়ে উড়ে
ভিতর বাগানে ... ...
১
অনেকদিন যোগাযোগ নেই,
ঘুম থেকে উঠে বিপর্যস্ত লাগে,
নতুন জায়গা, খুব শীত সকালের দিকে
বেলা বাড়লেও কুয়াশায় কিছুই দেখা যায় না।
ঠিক যেন পর্দার ঠিক ওইপাশে সবকিছু ঠিকঠাকই আছে।
সকালে উঠেই যেন তাকে আজও মনে পড়ে
আলনায় গেরস্তকথা, চিঠিপত্র গাছে গাছে।
২
তুমি বলেছিলে…..
খুব একটা গভীর কিছুই নয়
দু'চারটে নুড়িপাথর, নেড়িকুকুর শব্দ
তুমি বলেছিলে বলে তার চারপাশে
এতদিন বেড়া দিয়ে, ভিত খুঁড়ে
যতটুকু পারি এবড়োখেবড়ো গাঁথনি বানিয়ে
নিজে দেখে দ ... ...