এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শোভন | 172.136.192.1 | ১৫ এপ্রিল ২০১৪ ২৩:৪৩635547
  • name: Tim mail: country:

    IP Address : 12.133.48.32 (*) Date:14 Apr 2014 -- 09:57 PM

    শোভন তোমার বাইকের পথে পথে
    সুন্দর জামা সুললিত সানগ্লাস
    শোভন বেঁধেছে কোমরের কাছে চাবি
    মাদুরদহ, শোভ্ন তোমার শ্বাস
    সেক্টর পাঁচ বোলপুর হলো যবে
    শোভন তোমার বাইকের চাকা গোল
    হাঁটু আর হাতে হেলমেটে ঠোকাঠুকি
    শোভন খেলেছে শোভনের সাথে দোল
    বসন্ত এলে শোভনের সাথে আড়ি
    বাইকে বাইকে পাড়ার মাইকে গান
    বসন্ত এলে বাইকে শোভন ভোর
    অল্প লুকিয়ে আড়ালে শোভন টান

    name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:14 Apr 2014 -- 10:22 PM

    যৎপরোনাস্তি উস্কিত হয়েছি।

    কিন্তু...

    অল্প লুকিয়ে শোভনের হাতটান
    ঘুমঘোরে তার বেজে যায় টেলিফোন
    তুণীরে কেবলি বানানভুলের ঢেলা
    শব্দভেদীরা গিয়েছে চৈত্রসেলে

    শোভন এখন ডাঁটাচচ্চড়ি মেখে
    বইপাড়া ঘুরে খুঁজে আনে ছিনে যোঁক
    আজ সেই ভুঁড়ি এলায়ে পড়েছে এত
    পাজামার গিঁট দুপুরের পর ঢিলে

    শোভন বিমল নবীন সবাই মিলে
    ট্যাক্স ফাইল করে স্টক কিনে নেয় যত
    জুতোর দোকানে ডীল খুঁজে দাঁও প্যাঁচ
    পয়জারে তার গ্রীষ্মদিনের ধাঁধা

    শোভনের লাল মোটর্বাইকে ধুলো
    শোভনের গায়ে হেঁটে যায় কীটপোকা
    বুনো হাঁস ওড়ে ছায়া ফেলে খুব দ্রুত
    আমার শোভন ভ্যাবাচ্যাকা টেলিফোনে।

    name: Tim mail: country:

    IP Address : 12.133.48.32 (*) Date:14 Apr 2014 -- 10:36 PM

    নাহ স্যানের খুব খিদে পেয়েছে...

    বুনো হাঁস ওড়ে শোভন আকাশে আজ
    হাঁস আর হাঁস, শোভন সুরভিমাখা
    ঘিয়ে ভাজা ডানা, ঝলসে খাওয়ার সুখ
    শোভন দেখেছে শোভনের নতমুখ
    বসন্ত এলে এমনি শোভন নেশা
    রাম্পাখী ফেলে পাঁঠার টুকরো খুঁজি
    ওপিয়াম যাবে অল্প পানীয় চেয়ে
    শোভনের আছে সামান্য রাম, পুঁজি
    এমনি করেই একলা বোশেখ দিনে
    শোভন ফিরেছে সদ্য হেঁটেই একা
    বুনো হাঁস ওড়ে শোভন ছাদের কাছে
    ঘিয়ে ভাজা হাঁস, শোভন সুরভিমাখা

    name: T mail: country:

    IP Address : 24.139.128.15 (*) Date:14 Apr 2014 -- 10:44 PM

    আমিও লিখবো,

    হাঁস কেবলি হাঁস অরুচি যখন
    বোশেখের মেঘে দীর্ঘশ্বাস হায়
    এমনদিনে শোভনবেলা হ’লে
    বাইক শোভন ঘুঘু ধরতে যায়।

    name: aka mail: country:

    IP Address : 34.181.40.126 (*) Date:14 Apr 2014 -- 10:45 PM

    শোভন শোভনকে চিনতে পারে নি বলে
    ধুলো উড়িয়ে হন্ডা গেল চলে

    name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:14 Apr 2014 -- 10:59 PM

    ঘিয়ে ভাজা হাঁস শোভন সুরভিমাখা
    পুরুষ্টু ছিল একজোড়া তার ডানা
    অনেক আয়াসে শোভনের পাকঘরে
    জারিত করেছে সারারাত সূপকার

    ঘৃত মশল্লা যথাযথ পরিমাপ
    এবং আছিল সন্তাপে আদিকবি
    ক্রৌঞ্চ ক্রৌঞ্চ কেঁদে গেল খামোখাই
    বসন্তবায়, অর্ধভোজনে লোভী

    পানীয় এবং প্রাণায়ামে এই দ্বীপ
    তরজায় মাতে রুদ্ধ দুয়ার ঘরে
    আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
    কিঞ্চিৎ ঋণে পাদপূরণের দায়

    ঘিয়েভাজা তারে বলুক অন্যলোক
    শোভনের চোখে সকলি গরল ভেল
    যেমন গরল সুচারু বোতলে ঢাকা,
    মধ্যরাত্রে নেড়ীদের ডাক খোঁজ।

    name: ঈশান mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:14 Apr 2014 -- 11:09 PM

    তাইলে একটা পলিটিকালও হয়ে যাকঃ

    বাইক শোভন নয়,
    সে ছিল মেয়র
    কত দায়ে ভরা ছিল
    তার শোল্ডার।

    শুধু বেলা বয়ে যায়,
    আজকে শোভন হায়
    একাকী ও অসহায়
    প্লেসহোল্ডার।

    name: শোভন-21 mail: country:

    IP Address : 132.161.240.140 (*) Date:14 Apr 2014 -- 11:13 PM

    এবার শোভন একুশে পড়লো,
    হায়, কোথাও ঘেঁটুপুষ্পেরো নাই কোরক,
    তা হোক,তাহোক,
    শোভন এখন একুশে ভরলো।

    name: T mail: country:

    IP Address : 24.139.128.15 (*) Date:14 Apr 2014 -- 11:28 PM

    শোভন তুমি তো টানছিলে ফুটপাথে
    সিসিফাস সম দড়িতে অন্তর্যামী
    হেনকালে কেন বাইকের সাথে জীবন
    বদলালে আর কেসটা খেলাম আমি।

    name: T mail: country:

    IP Address : 24.139.128.15 (*) Date:14 Apr 2014 -- 11:58 PM

    সেকি টিম হুতোদা চলে গেল নাকি!
    যাই হোক, আমি লিখবই

    শোভন খেলছে শোভনের সাথে লুডো
    ইগোর বাক্সে বাইক শোভনাকার
    চয়েস থিয়োরী বাইরের পৃথিবীতে
    জানালার শেষ প্রান্তে শ্রডিংগার।

    name: সায়ন mail: country:

    IP Address : 59.249.62.201 (*) Date:15 Apr 2014 -- 12:14 AM

    শোভনের হাতে সাপলুডোঘুটি পুট
    শোভনের স্মার্ট সতেজ কামানো গাল
    তপ্ত শহর গরম পিচের বুকে
    পুছে কি শোভন লুঙ্গীর হালচাল?

    name: সায়ন mail: country:

    IP Address : 181.78.151.228 (*) Date:15 Apr 2014 -- 12:36 AM

    এই রে বলেছে হারিয়ে যাবে, গেল
    এতদিনকার মিউটিনিময় ফ্রিল
    উসখুস হাত থ্রটল খোলার ছলে
    ওপেন করেছে গোপন চারনবিল

    name: শোভন mail: country:

    IP Address : 24.139.209.3 (*) Date:15 Apr 2014 -- 12:40 AM

    শোভনের আমি শোভনের তুমি
    শোভন দিয়ে চেনো নাকি
    শোভনের গায়ে শোভন লেগেছে
    তোমরা ভেবে করবে কী ?

    name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:15 Apr 2014 -- 12:43 AM

    শোভন লিখছে সুললিত পদ্য
    আর উপন্যাসের নামে নাড়িয়ে দিচ্ছে
    বেহেস্তের ধ্দ্ধুড়ি
    নাড়িয়ে দিচ্ছে জগন্নাথের
    বেদী হেস্তনেস্ত, জাহান্নামের পাঁক
    ছড়িয়ে দিচ্ছে আদ্দির পাঞ্জাবী
    নোংরা করছে যেমন করে পথে
    মোড়ের মাথার ব্যাদড়া যুবক, লোক
    হোলির দিনে পাঁজর শুকায় রঙে
    যেমন করে রবীন্দ্রনাথ যান
    মোটর চেপে শহর ছুঁয়ে দূর
    যেমন করে অহিফেনের শোকে
    রাঙা ধূলা, বনধুতুরার ঝোপ
    শেয়ালকাঁটার তিক্ত কটু ঘ্রান
    নদের যেমন আড়িয়াল খাঁ নাম
    কিংবা যেমন নিমাই চতুর্মুখে
    স্বরচিতই গাইছে ভীষন গান
    লিখছে শোভন মর্বিড আন্ধার
    আঁকছে শোভন সমন্তরাল ফুল
    ছিঁড়ছে শোভন
    পূর্ণিমা চাঁদ খুব
    নেশার ঘোরে গোবিন্দায় নমঃ
    এসব করছে শোভন সারাদিন
    লিখছে খুবই প্রাবন্ধিকের মত
    মাল্লু টেনে বিষম টালমাটাল
    বিষমদে তার বাদশা কম্পমান
    তখতেতাউস উঠছে জোরে কেঁপে
    পরমব্রহ্ম চুলকে দিচ্ছে পিঠ
    এসব ঘটছে সমস্ত দিন জুড়ে
    হাঁপাচ্ছে খুব সন্ধ্যায় আহ্ণিকে
    গদ্যপ্রতিম রাষ্ট্রের বিপ্লবে
    রাজদ্বারে এবং শুঁড়ির ঠেক
    এসব করে শোভন যখন কাবু
    আসন করে লুঙ্গী হুইস্কিতে
    শোভন তখন পদ্য লেখে মৃদু
    শোভন তখন চক্ষু ঠারে কাকে
    সরিয়ে দিয়ে মাথার থেকে পাথর
    তখন তাহার পদ্য লেখার ঘোর
    শোভন তখন অন্ত্যমিলে, কাতর,
    মিলিয়ে দিচ্ছে ভোরের সঙ্গে, চোর।

    name: aka mail: country:

    IP Address : 34.181.40.126 (*) Date:15 Apr 2014 -- 12:52 AM

    শোভন খেলে শোভনের সাথে কানামাছি
    পরগাছা নেই সেই শহরের মাঠে
    আজও সন্ধ্যেতে ঘরে ফেরে সব শোভন
    হণ্ডা খানাকে বগল দাবাও করে
    এসবই ছিল শোভনের দিনলিপি
    আলতামিরায় আঁকিবুঁকি কাটে শোভন
    গোধুলির ছায়া বড় হতে হতে যখন
    কাল বিলাপে মাখামাখি দিনখন
    সেই তখনই কানামাছি ভোঁ ভোঁ
    শোভন এখনই শোভনকে তবে ছোঁ।

    (আমিও পারি হোঃ)।

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.84.164 (*) Date:15 Apr 2014 -- 12:52 AM

    বাইরে তখন আধঘুমন্ত ভোর
    শোভন চেঁচিয়ে উঠেছে "চোর!"
    পাকড়েছে এসে শোভন চোরের ঘাড়
    মটমট করে চোরশোভনের হাড়
    গৃহী শোভন চটে রেগে ক্ষেপে লাল-
    সে কি, ব্যাটা চোর, তুইও শোভন পাল?

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.84.164 (*) Date:15 Apr 2014 -- 12:58 AM

    শোভন খাচ্ছে খেজুরের সন্দেশ
    ভোটে উত্তাল শোভনের শুভ দেশ-
    ওদিকে আবার নতুন কালও বটে
    শোভনেরা দেয় শোভনকে জনাদেশ।

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.84.164 (*) Date:15 Apr 2014 -- 01:03 AM

    বহু শোভনের "নববর্ষের" স্রোতে
    টইটুম্বুর ভরেছে শোভন বাক্সো-
    উত্তর দিতে লাগবে কিছু সময়
    এদিকে শোভনের ভরতে হবে ট্যাক্সো।
    দড়ি টানাটানি চলছে শোভনে শোভনে
    কে জেতে কে হারে শোভনে ভরা এ জীবনে।

    name: সায়ন mail: country:

    IP Address : 116.200.225.128 (*) Date:15 Apr 2014 -- 01:12 AM

    শোভন তাহার করুণ পথের দান
    ব্যস্তশস্ত হন্তদন্ত লোক
    লোকের ঢলে উজিয়ে নামা ভীড়ে
    কেমন দ্যাখেন শোভন গভীর শোক
    আমরা যারা জিইয়ে রাখি স্মৃতি
    হিসেব মেলাই নামতা পড়ার ভুল
    শোভন রাখেন সেসব হিসেবনিকেশ
    বুঝভুম্বুল আজব দেশের রুল
    আধেক ঘুমে নানান কথার বেশে
    পায়ের নীচে চাদরখানির পাট
    পায়েই জড়ান চন্দ্রাবলী রাত
    শোভন চলেন তিরপুর্নির দেশে

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.84.164 (*) Date:15 Apr 2014 -- 01:24 AM

    শোভনেরা লেখে শোভনের সমাচার
    শোভনের বাইক যমুনাকিনারে একা-
    রাধিকাশোভন আজকে সবুজ শাড়ী
    আঁধারে যাবে কি কৃষ্ণশোভন দেখা?

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.84.164 (*) Date:15 Apr 2014 -- 01:36 AM

    শোভনের সেলে শোভনবার্তা আসে
    বৈ-চিঠিতেও শোভনেরা দেয় দেখা,
    চ্যাটরুম ভরা শুধুই শোভন মুখ
    বেচারা শোভন কোন্‌খানে হবে একা?

    name: T mail: country:

    IP Address : 24.139.128.15 (*) Date:15 Apr 2014 -- 01:41 AM

    চাঁদ ওঠে, পেঁচা ডাকে, বাঁশগাছে খোয়াবের ক্ষীর
    লম্ফ জাগছে পাশে, খাটে মাথা শোভনের আশ্রয় নিবিড়
    বিরক্ত বিড়ম্বিত, নিদ্রাহীন ভূতগ্রস্ত রাতে
    এই বুঝি মেরে দিল সাঁটে
    বাইক ও তৎসহ সামাজিক
    আচার বয়াম

    সদর দরোজা জুড়ে, এরও বহু পরে
    অসময়ে ভোর আসে

    চোর আসে না।

    name: Arpan mail: country:

    IP Address : 125.118.148.254 (*) Date:15 Apr 2014 -- 01:50 AM

    শোভনের আত্মার কাছে উঁকি মেরে ফিরে যাবো - কখন যে আলো জ্বলে, কখন ইঞ্জিন
    চালু হয়ে পিষে দেয় শোভন আমাকে....
    চারিদিকে ঝড় ওঠে, বৃষ্টিতে ধাতব ট্যাঙ্কে শীতলতা আরো বোধ হয়
    পাড়ার মোড়ের কাছে শব্দ ওড়ে, ঝাপসা জমায়েতে
    কারা যেন ডেকে ওঠে সুশীল, শোভন - বাইট বাইট কোড লিখে
    শোভনেরা বাড়ি ফেরে, ক্লান্ত হাতে দেরাজেতে চাবি রেখে রিক্ত বিছানায়
    শোভন ইমেল ছাড়ে, মেঘলা ঘোরের বেশে কারা লিখে যায়
    অব কি বার, এবার? কীভাবে বছর ঘোরে, বছরে বছর আসে, আমি
    তোমারই আত্মার কাছে উঁকি মেরে ফিরে যাই - কখন যে আলো জ্বলে, কখন ইঞ্জিন
    পিষে দিয়ে চলে যায় শোভন আমাকে।

    name: lcm mail: country:

    IP Address : 118.91.116.131 (*) Date:15 Apr 2014 -- 08:02 AM

    সবাই শোভনকে নিয়ে লিখছে,
    আমি কি চুপ করে থাকতে পারি?

    শোভনকে আমি জানি না,
    শোভনও আমাকে জানে না,

    কিন্তু সবাই জানে শোভনের আছে বাইক
    ঠিক যেমন ফেসবুকের আছে লাইক।

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.84.164 (*) Date:15 Apr 2014 -- 08:12 AM

    বন্ধু শোভন, হাতে গোলাপের তোড়া
    শত্রু শোভনে লুকানো ছুরির ধার-
    চেনা নদীজলে শোভনেরা ভাসে ডোবে
    শোভনেরা খোঁজে অচেনা সে পারাবার।

    শোভনে শোভনে যুদ্ধ যুদ্ধ খেলা
    শেষ হয়ে গেলে পড়ে থাকে একা বাইক
    সিগ্ন্যালে পাখা মেলছে তখনই গান
    মোড়ে মোড়ে মাইক সেও তো বেশ অমায়িক।
  • খাতাঞ্চী | 172.68.167.87 | ১৯ মার্চ ২০২০ ০০:২৯730126
  • এইতো
  • শোভন | 172.69.68.164 | ১৯ মার্চ ২০২০ ০০:৫৩730128
  • ভারি অশোভন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন