এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 162.158.227.55 | ১৭ মার্চ ২০২০ ২২:২৭436470
  • ধন্যবাদ অতোজ
  • অপু | 162.158.23.94 | ১৭ মার্চ ২০২০ ২২:২০436467
  • আটোজ, দারুন দারুন !! :))))
  • aka | 162.158.187.12 | ১৭ মার্চ ২০২০ ২২:১০436466
  • আতোজকে পিঠ চাপড়ে দেওয়া হোক। ক্ষী ক্ষাণ্ড, এসব তো ভুলেই গিয়েছিলাম।
  • Atoz | 162.158.186.251 | ১৭ মার্চ ২০২০ ২১:৪৫436465
  • ২। নির্মোক
  • Atoz | 162.158.186.251 | ১৭ মার্চ ২০২০ ২১:৪৪436464
  • ১। সৌপ্তিক
  • PM | 162.158.227.25 | ১৭ মার্চ ২০২০ ২১:৪২436463
  • দুটো এক কথায় প্রকাশ কেউ জানলে জলদি বলে ফেলুন -- কাল মেয়ের বাংলা পরীক্ষা

    ১। রাত্রিকালীন যুদ্ধ
    ২। সাপের খোলোশ
  • অর্জুন | 162.158.227.55 | ১৭ মার্চ ২০২০ ২১:৩৯436462
  • @o  ১৭ মার্চ ২০২০ ১৪:৪৩

    আপনার থেকে এ ধরণের মন্তব্য সত্যি ভাবা যায়না! আপনার মন্তব্য পড়ি, মতানৈক্য থাকলেও ভালো লাগে কিন্তু আপনার থেকে সিরিয়াসলি এরকম মন্তব্য আশা করিনা। 

    এটা না বলে পারলাম না। 

  • aka | 173.245.52.212 | ১৭ মার্চ ২০২০ ২০:৪৮436461
  • এখানে মিল সার্ভিস বন্ধ করে নি, গ্র‌্যাব অ্যানড গো। যারা স্কুল বন্ধ থাকলে মিল মিস করত তারা অন্তত করবে না, প্রোভাইডেড তাদের ড্রাইভ করার কেউ আছে।

    কিন্তু এই যে ডিস্ট্যান্স লার্নিং , সেই বা কতজন পারে? কাদের বাড়িতে ডিভাইস আছে? অনেকের আছে, আবার অনেকেরই নেই। ডিভাইস থাকলেও ইন্টারনেট কতজনের আছে? যদিও ইন্টারনেট কোম্পানি ফ্রিতে ওয়াই-ফাই দিচ্ছে ফর সিক্সটি ডেজ। আবার এসব থাকলেও কারা সাপোর্ট করতে পারে? টেকনিকালি স্পিকিং? আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে।

    নতুন করে বিভাজন তৈরী হচ্ছে। করোনা ভাইরাসের ডাইরেক্ট এফেক্ট তো আছেই, ইনডাইরেক্ট এফেক্ট ভয়ং্কর হতে পারে যাদের হাতে পয়সা নেই তাদের জন্য।
  • sm | 162.158.227.55 | ১৭ মার্চ ২০২০ ২০:৪৪436460
  • আমাদের দেশে প্রচুর টেস্ট কীট মজুত রাখা দরকার। চীন থেকে আমদানী করেও।
    একবার ভয়াবহ স্প্রেড হবার পর ,যেন দন্তরুচি কৌমুদী না হয়।
  • aranya | 172.68.142.160 | ১৭ মার্চ ২০২০ ২০:৩৪436459
  • আকা, আমারও তিন ঘরে তিন জন - রিমোট ওয়ার্ক, অন লাইন ক্লাস ইঃ চলছে।
  • sm | 162.158.227.69 | ১৭ মার্চ ২০২০ ২০:৩২436458
  • Aka, অনেক প্রশ্ন আছে এর মধ্যে।এই যে চীনে সংক্রমণ কমছে,সেটা কি হার্ড ইমিউনিটি গ্রো করার জন্য, নাকী ভাইরাস নিজেই কিছুটা কার্য ক্ষমতা হারিয়েছে?সোজা উত্তর; জানি না।অরিন বাবু বেটার বলতে পারবেন।
    এমন তো নয় চীনের 60 শতাংশ লোক এর এক্সপোজার হয়েছে।আবার ভাইরাস যে চীনের ই বিভিন্ন পকেটে ফিরে আসবে না,তার গ্যারান্টী কোথায়? ভাইরাস একটা দেশে কত দিন বা কত মাস রাজ করবে,তাও অজানা।
    যাই হোক, ভারতের মতন দেশের জন্য ,অনেকটা সুইডেন এপ্রোচ নেওয়া যেতে পারে।
    রাস্তায় রাস্তায় মিলিটারী ঘুরে বেড়াচ্ছে আর গরীব মানুষ কাজকম্ম করতে না পেরে ঘরেই অনাহারে থাকছে,এমন টাও কাম্য নয়।
    মমতা সরকার 200 কোটি বাজেট বরাদ্দ করেছে দেখছি।গুড জব।কেন্দ্রীয় সরকার কি করে অপেক্ষায় আছি।
    বন্দী মুক্তি করা হবে কি?--))
  • aranya | 172.69.23.68 | ১৭ মার্চ ২০২০ ২০:৩০436457
  • দে-র পোস্টে দেখলাম, ড্রোণাচার্য টি-ও বড় হয়ে গ্যাচে।
    কি মুস্কিল, সব্বাই বড় হয়ে গেলে বড় একা পরে যাব যে - মনোজদের অদ্ভুত বাড়ি, স্টপার, কোনি -এসব তাইলে পড়বে কে?
    অবিশ্যি হনুর ওপর এখনো ভরসা হারাই নি
  • aka | 108.162.237.45 | ১৭ মার্চ ২০২০ ২০:৩০436456
  • এবারে উল্টোদিকের অন্য একটা লজিক আছে।

    সেটা হল এই করতে গিয়ে লোকে যদি ব্যান্করাপ্ট হয়ে হোমলেস হয় বা লাইফ লঙ্গ প্রোভার্টির মধ্যে ঢুকে পড়ে সেটা বেশি ডেন্জারাস কিনা। নাকি এই করোনাকে বীরের মতন রাইড করা উচিত।

    হানু থাকলে এই ক্লাস স্ট্রাগল নিয়ে লিখে ফেলত এখনি।

    মিডিয়ায় যা শুনছি তা আমাদের জন্য, আমাদের দ্বারা তৈরী একটা পলিসি। এখানে আমরা মানে মাসখানেক গৃহবন্দী হলে যারা গৃহহীন হবে না।
  • aka | 162.158.187.192 | ১৭ মার্চ ২০২০ ২০:২৩436455
  • প্রশ্ন হল ভাইরাস যদি মিউটেট করে ক্রমাগত, তাহলে কি ন্যাচরালি গ্রো করা অ্যান্টিবডিতে কাজ হবে?

    এরই মাঝে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে গ্যাছে।
  • aka | 108.162.238.244 | ১৭ মার্চ ২০২০ ২০:১৯436454
  • এসেম এটা বাইনারী।

    হয় সব - কিছু এমার্জেন্সী বাদ দিয়ে, নয়ত কিছুই নয়।

    হয় সবাইকে আইসোলেট করে কন্টেইন করুন, নয়ত অ্যান্টিবডি গ্রো করতে দিয়ে করুন। দুয়েই কার্ভ ফ্ল্যাট হতে পারে।

    এই তো মনে হল।
  • sm | 162.158.227.55 | ১৭ মার্চ ২০২০ ২০:১১436453
  • বাস্তব সম্মত সিদ্ধান্ত হলো,প্রেক্ষাগৃহ বন্ধ করা,মেলা,মিটিং,মিছিল বন্ধ করা,প্রচুর কীট আমদানী করে মজুত রাখা,দ্রুত টেস্ট রেজাল্ট বার করা, কন্ট্যাক্ট ট্রেসিং করার সময় প্যানিক না ছড়ানো,টেম্পোরারি শেল্টার তৈরী করা ইত্যাদি।
    ইকোনমি সচল রাখা।খুব বেশি খরচা নেই এতে।
  • পিনাকী মিত্র | ১৭ মার্চ ২০২০ ২০:০৭436452
  • সুইডেন আজ থেকে হাইস্কুল আর ইউনিভার্সিটি ডিস্ট্যান্স লার্নিং চালু করল। প্রাইমারি স্কুলও হয়ত কদিন পরে বন্ধ করবে, প্ল্যানিং চলছে। আসলে হেলথ কেয়ারের সাথে যুক্ত লোকেদের সংখ্যা প্রচুর যাদের বাচ্চারা বাড়িতে থাকলে তারা কাজে যেতে পারবে না। এমনি ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও বাড়িতে বাচ্চা থাকলে কাজের এফিসিয়েন্সি মারাত্মক ড্রপ করে। ফলে ওরা  হয়ত চেষ্টা করবে যাদের বাবামারা হেল্থ কেয়ারের সাথে যুক্ত সেইসব বাচ্চাদের জন্য ডেকেয়ার টাইপের কিছু খোলা রাখতে। তাতে আবার সমস্যা হল সেইসব বাচ্চারা, যাঁদের বাবামা করোনা রোগি সামলাচ্ছেন, তাদের সংক্রমণের চান্স বেশি, তাদের থেকে আবার যে টীচাররা ডেকেয়ার খোলা রাখবেন, তাঁদের সংক্রমণের সম্ভবনা বেড়ে যাবে। এরকম নানা কিছু নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে আমি একটু ভাল করে স্টাডি করে যা বুঝলাম, কনটেনমেন্ট বনাম মিটিগেশন - এরকম একটা তর্ক যা বাজারে চলছে, বেসিকালি সুইডেন, ইউকে, সুইজারল্যান্ড বনাম বাকি পৃথিবী এবং who, ব্যাপারটা ঠিক অতটা ১৮০ ডিগ্রী বিপরীত পলিসির লড়াইও নয়। সুইডেন ইউকে কনটেনমেন্ট একেবারেই করবে না - এরকম কোনো স্ট্যান্ড নেই। কিন্তু ওদের বক্তব্য যারা লকডাউন করছে, তারা খুবই শর্ট টার্মে ভাবছে। কারণ কোনো সোসাইটি, বিশেষত ইউরোপিয়ান সোসাইটি দিনের পর দিন লকডাউন রাখা প্র্যাকটিকালি সম্ভব নয়। এবং হতেই পারে একবার লকডাউন তুললে আবার একটা মেজর আউটব্রেক ফিরে এল, যখন ওয়ার্কফোর্স একেবারে বিদ্ধস্ত। ফলে ওরা বলছে করোনা এখনও বেশ কয়েকমাস আমাদের সাথে থাকবে এটা ধরে নিয়ে প্ল্যান করা দরকার। কখনও কোথাও লকডাউন জরুরি মনে হলে করতে হবে, কিন্তু সেটা যেন জাস্ট সবাই করছে বলে পাবলিক চাইছে, তাই আমরাও করে দিলাম - এরকম না হয়। 

  • π | ১৭ মার্চ ২০২০ ২০:০১436451
  • আর ইতালি স্পেনের লোকজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন বা াত্মীয়রা কান্নাকাটি করছেন বলে যদি খোঁচাটা দেওয়া হয়, সেটা খুবই বাজে লাগল। যেসব দেশে দিনে ৩-৪০০০ করে নতুন কেস ধরা পড়ছে, ৩০০-৪০০ করে ৃত্যু হচ্ছে রোজ, তাঁরাও যদি হাহাকার না করেন, তো কারা করবেন ?
  • aka | 162.158.63.251 | ১৭ মার্চ ২০২০ ১৯:৫৮436450
  • নতুন ওয়ার্কিং ফ্রম হোম।

    একঘরে আমি ফোনে

    অন্যঘরে গ্রেড ওয়ান জুম ভিডিও মিটিংয়ে তার টীচার ও ক্লাসমেটদের সাথে গপ্পো করছে।

    অন্যঘরে আর একজন।

    অন্য আর একটা ঘরে আরও একজন।
  • π | ১৭ মার্চ ২০২০ ১৯:৫৫436449
  • তবে ইন্ডিয়াতেও তো টেস্টের প্রোটোকল একই ।
  • π | ১৭ মার্চ ২০২০ ১৯:৫১436448
  • দিনপাঁচেক আগে কেন, ইতালি ফেরত বহু লোককেই চেক করা হয়নি। এই ভাটেই পোস্ট আছে, পিনাকীদাকেও জিগেশ করুন। ইতালি ফেরত লোকজন নানা গ্যাদারিং এ নানা লোকজনের সংগে মিশেছেন। এও যদি ভাল হয়, তো ভালই।

    ইউরোপের কোন দেশেই তো বোধহয় দেখলাম, সুইজলারল্যান্ড কি, সেদি দিয়েছিলেন মনে হয়, বাচ্চাদের দায়ও সরকার নেবে, তাদের বাবা মায়েরা দরকার লাগলে কাজে যেতে পারবেন ।
  • sm | 162.158.227.25 | ১৭ মার্চ ২০২০ ১৯:৪৩436447
  • সুইডেন এর এপ্রোচ ভালো লাগলো।কোন কিছুই সমালোচনার উর্ধে নয়।কিন্তু বাস্তব সম্মত।ভারতের মত দেশে একবার প্যানিক গেঁড়ে বসলে,দিশেহারা অবস্থা হবে।
    প্রসঙ্গত,সুইডেন এর জনসংখ্যা এক কোটির সামান্য বপরে।এগারো কোটি নয়।
  • aka | 162.158.187.138 | ১৭ মার্চ ২০২০ ১৯:৩৯436446
  • ল্যাদোষদা আমি সোর্সটা চাইছিলাম।
  • PT | 141.101.99.196 | ১৭ মার্চ ২০২০ ১৯:০২436445
  • স্টকহলমে

    করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্ব যখন বিপর্যস্ত, সুইডেনের স্টকহলম-এ বসে, এখানকার অবস্থাটা তুলে ধরছি। সুইডেনে বর্তমান আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, যদিও এর সত্যতা যাচাই করার উপায় নেই। গত তিন-চার দিন কোনও সংখ্যা সরকার প্রকাশ করছে না, কারণ এতে নাকি ‘প্যানিক’ বৃদ্ধি ছাড়া আর কিছু হয় না। মানুষের তাতে বিশেষ হেলদোল নেই, যদিও ১১ কোটির দেশে ১০০০ সংখ্যাটা খুব কম নয়। মানুষ এখানে ধৈর্যশীল। বহু লোকের করোনার সাধারণ লক্ষণ ধরা পড়ছে, তাঁরা নিজের বাড়িতে বসে ১১৭৭-এ (এখানকার হেলথ-হেল্পলাইন নম্বর) ফোন করছেন, ফোনেই ডাক্তার বা নার্সরা তাঁদের ১৪ দিন বাড়ি থেকে বেরোতে বারণ করছেন, আর লোকে সেটা শুনছেন। আমার এক অফিস কলিগের মেয়ে ও তাঁর সঙ্গী আক্রান্ত। তাঁদের আত্মীয়স্বজন এক দিন ছাড়া ব্যাগ ভর্তি বাজার করে তাঁদের বাড়ির দরজায় রেখে আসছেন, তাঁরা সেখান থেকে চলে যাওয়ার পর আক্রান্ত পরিবারটি দরজা খুলে ব্যাগ নিয়ে নিচ্ছেন। এ ভাবেই তাঁরা এখন প্রায় নিরাময়ের দোরগোড়ায়। সোশ্যাল মিডিয়ায় ঝড়ও তুলছেন না, আত্মীয়রাও কান্নার রোল তুলছেন না। কোনও সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এ সব হচ্ছে। স্কুল-কলেজ সবই চলছে। সরকার বলছে, স্কুল যদি বন্ধ হয়ে যায়, ইমার্জেন্সি পরিষেবার (স্বাস্থ্য, পরিবহণ, পুলিশ ইত্যাদি) সঙ্গে যুক্ত বাবা-মা’দের খুব সমস্যা হবে। এখানে প্রায় সব পরিবারেই বাবা-মা দু’জনেই চাকরি করেন এবং সিঙ্গল মাদারের সংখ্যাটাও নেহাত কম নয়। বাচ্চারা স্কুলে না গেলে, মা-বাবা যদি কাজে যান, দাদু-দিদিমারা বেবি-সিটার’এর ভূমিকা পালন করেন। কিন্তু করোনাভাইরাসের আক্রমণের ক্ষেত্রে তাঁদের ভয় সবচেয়ে বেশি। আর স্কুল বন্ধ হলে টিনএজার পড়ুয়ারা যদি শপিং মল, সিটিসেন্টারে ঘুরে বেড়ায়, সংক্রমণ বাড়তে পারে। কিছু ক্ষেত্রে সরকার অবশ্য সমালোচনার মুখে পড়ছে। দিন পাঁচেক আগে ইটালি-ফেরত একটি বিমান ২০০ জন যাত্রী-সহ অবতরণ করে এখানকার আরলান্ডা বিমান বন্দরে। কোনও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই যাত্রীরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। এই নিয়ে সমালোচনা হয়েছে। প্যানিকও একদম ছড়ায়নি বললে ভুল হবে। বড় বড় মুদির দোকান থেকে হুহু করে উধাও হয়ে যাচ্ছে প্রতি দিনের খাবার ও সরঞ্জাম।

    অয়ন চক্রবর্তী

    স্টকহলম, সুইডেন
  • lcm | 172.69.22.91 | ১৭ মার্চ ২০২০ ১৮:৪৪436444
  • সহজ উপায় হল ইমেজে রাইট ক্লিক করে "Open Image in New Tab"
  • aka | 108.162.238.112 | ১৭ মার্চ ২০২০ ১৮:৩৫436442
  • অরিন এর ম্যাপের লিন্ক পাওয়া যাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত