এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৮৯৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kahiptaashaa | 49.37.14.179 | ১৯ মে ২০২০ ১৪:৫৮731466
  • দ্যাখো, কেটেছে তো অনেক বছর,
    আজকাল বর্ম চর্ম ঢিলেঢালা হয়,
    পুরনো তেঁতুল দিয়ে মাজিনি পিতল।

    যেসব শব্দ মাথায় এলে ঝাঁপ দিয়ে লিখে ফেলা যেত,
    আজকাল মনে হয় তার চেয়ে বসে বসে দেখি
    বাইরে বেড়ায় উড়ে ছাইভস্ম, সাদা পোকা
    কেমন ছন্দে, তাক করে গোঁয়ার গুন্ডা টিকটিকি।

    ঝড় আসে জনলার কপাট ঝনঝন
    পূব সাগরের পার হতে, আসে যে বাতাস
    তাতে মিশে থাকে ছোঁয়াছুঁয়ি খেলা
    তাতে মিশে থাকে নিশিডাক, কানাকানি
    এমনকি ক্ষয়ে যাওয়া কি যেন তিথির চাঁদ
    জোয়ারের জল।

    দ্যাখো, একেক রকম ভাবে চলে গেল বছর দশক
    দশ কুড়ি তিরিশ, দেখি হিসাবের খাতা খুলে
    কি শস্তা নেভিকাট, ধর্মতালার মোড়ে ভিখিরির ভাগ।

    সেরকম আশার কথাও কিছু নেই, নব নব পুরাতন প্রেম,
    এত তো আয়াস নেই, পুরনো তেঁতুলে মাজি তকমা বা
    উষ্ণীষে পিতলে কাজ, যেসব শব্দ এলে হুটোপাটি কত,
    নিতান্ত সহজ তারা, এর থেকে বেশি ভালো
    সাদা সাদা পোকাদের তালে তালে নাচ।

    কেটেছে বছর দ্যাখো, কাছাকাছি, দূরে দূরে নানান প্রকার
    কমেছে রোদের তেজ, কমেছে নরম কপি পাতার সবুজ
    বাচালতা কমে গেছে, অথবা সর্বঘটে বলে দেওয়া সব
    বাসন কেনার জন্যে জমিয়ে রাখা পুরনো কাপড়,
    পূব সাগরের পার হতে যে বাতাস আসে,
    যদিও রৌদ্র ধূলিকনা তাতে পড়েনি কিছুই কম,
    তারা শুধু তোমাকেই ডাকে।

    রাধিকাও ঝড়ের দিকে নিতান্ত অমনোযোগে দেখে চেয়ে
    ভেসে আসা জড় বা জীবিত, এটা সেটা।
  • kahiptaashaa | 49.37.12.111 | ১৭ জুন ২০২০ ০০:৩৮732223
  • তেমনি মেঘ করেছে যেমন প্রতি বছর করে
    ভ্যাপসা গুমোট কেটে মন্দ মৃদু ঠান্ডা হাওয়া
    রাত্রে পাড়ার লোকে ঘুমিয়ে গেলে
    ফুরফুরে বাঁশি ফোঁকে রাতপাহারা।

    এরকমই নিয়মকানুন নাহক কুড়ি তিরিশ বছর
    আর মেঘ, সেসব আদ্যিকালের ব্যাপার
    মা নিষাদ ত্বমগমঃ কী এসে যায়
    প্রতিষ্ঠা, এমনিতেও ঝোঁক নেই তার।

    এলিয়ে ভ্রষ্ট শহর নষ্ট নিশীথ
    কোনাচে টুকরো জমি সস্তা আলো
    জেগে থাক নিত্যনতুন পাথর পুষে
    রাধিকার দুপুর গেছে কানুর গীতে।

    যেরকম গ্রীষ্ম গিয়ে বর্ষা আসে
    অল্প ঢেউ তুলে যায় জলঢোঁড়া সাপ
    যেরকম দুদিন পরে আবছা রাতের
    ফুরফুরে বাঁশি বাজায় রাতপাহারা।
  • kahiptaashaa | 2405:201:8805:37c0:3d80:d7d7:2de8:7edd | ২৪ জুলাই ২০২০ ১০:৩৬732432
  • কথার খেলায় কী লাভ বলো,
    এর থেকে হাত পেতে বলে দেওয়া ভালো-
    এরকম আজকাল বলেও অনেকে।
    কাঁচা কাঠের ঘ্রান কাঠচেরাইয়ের কল
    তরাই শহরে এরকম আপাতসরল
    এসব অর্থহীন স্মৃতি, সেসব কথায় সাজিয়ে লাভ নেই।

    এসব তো লেখা নেই, রয়েছে এসব,
    দেরাজের এককোনে ধুলো জমা গোমেদ পাথর
    দার্জিলিং থেকে কেনা রং বেরঙের আরো
    পুরীর সমুদ্র থেকে কেনা মুক্তার মালা,
    তোমাকে লক্ষ্য করে বিষন্ন করতলরেখা
    হাত পেতে বলে দিলে তার তবু মানে হয় কিছু।

    যতই সহজ করে বলা যাক, রেলগাড়ি থেকে দেখা
    গ্রামীন পুকুরধারে অগাধ সবুজ ঘাসে মানুষের ছোঁয়া
    পাখপাখালির ডাক, কুশিয়ারা নদীর কাহিনী
    মনোগত চাহিদা তবুও ছোঁয়া করতলরেখা

    নাহলে অযথা শুধু শব্দ সাজিয়ে
    জল কেটে চলে যায় নির্বিষ সাপ
    তেমনি খামোখা কথা।
    বলে দেওয়া ভালো তাই, দুই হাত অঞ্জলি করে
    মনোগত বাসনা বিষাদ।
  • de | 59.185.236.54 | ২৪ জুলাই ২০২০ ১৮:২৫732433
  • কত্তদিন পরে ফিরে দেখলাম টইটাকে -

    সেই নোবেলের বখরা - কেউ কথা রাখেনি, রাখেনা! ঃ-))
  • kahiptaashaa | 2405:201:8805:37c0:e9ef:245d:d88:d8db | ২৪ জুলাই ২০২০ ১৮:৫৫732434
  • আহা, নোবেলটা আগে পেতে হবে তোঃ)
  • kahiptaashaa | 2405:201:8805:37c0:e9ef:245d:d88:d8db | ২৪ জুলাই ২০২০ ১৮:৫৭732435
  • তবে অনেকদিন হয়ে গেল সত্যি, পুরো দশ বছর!
  • রঞ্জন | 122.162.253.236 | ২৪ জুলাই ২০২০ ১৯:০২732436
  • জিও হুতো!!! তিনটেই মন ভিজিয়ে দিল।

  • রঞ্জন | 122.162.253.236 | ২৪ জুলাই ২০২০ ১৯:০২732437
  • জিও হুতো!!! তিনটেই মন ভিজিয়ে দিল।

  • রঞ্জন | 122.162.253.236 | ২৪ জুলাই ২০২০ ১৯:০২732438
  • জিও হুতো!!! তিনটেই মন ভিজিয়ে দিল।

  • kahiptaashaa | 2405:201:8805:37c0:e9ef:245d:d88:d8db | ২৪ জুলাই ২০২০ ২১:১১732439
  • থ্যাঙ্কিউ রঞ্জনদা। তিনটে কবিতার জন্যে তিনবার প্রশংসা, আজকাল এরকম পৃষ্ঠপোষকতা আর ক'জন করে। লোকাল কবিদের এই যে দুর্দিন, বঙ্গসমাজ দেখেও দেখে না।
  • de | 14.139.119.175 | ২৭ জুলাই ২০২০ ১৮:২৭732441
  • খুব ভালো - তিনটেই - একবারেই বল্লাম -

    পৃষ্ঠের পোষণ একটু কমই হোলো -

    আজ পড়বার সময় হোলো -

    আরো হোক -
  • kahiptaashaa | 73.106.235.66 | ২৬ নভেম্বর ২০২০ ০৪:০০733257
  • ওখানে এমন করেই সন্ধ্যা নামে
    সীমানার অন্য পারে রেলের গাড়ি
    আকাশিয়া গাছের ছাতা ছায়াপ্রদ
    তার নীচে চা বাগিচার কষ্ট ফসল।

    ওখানে বাস্তু গুলি অন্যরকম
    রাধিকার বাসার হাতায় হরেক কিসিম
    মানুষের দেন দরবার লেগেই আছে
    দূরে দ্যাখো পাহাড় ঘেঁষে সূর্য ঢলে।

    জোরসে প্যাডেল মারো, মেঘ করেছে
    নুন কিনো মুদির খাতায়, পান্তা জোগাড়
    হয় হবে দিনের শেষে আরেকটা দিন
    বেঁচে থাকো কষ্ট করে, রাত পোহালে।

    হেমন্তে কয়েকদিনই আকাশপ্রদীপ
    প্রিয়জন তাকিয়ে থাকে শূণ্য থেকে
    ছায়াতে ভাসতে থাকে চায়ের সুবাস
    রাধিকার বাস্তু ঘিরে লুসাই পাহাড়।

    ঋতুগুলি আসতে থাকে পুনঃপুন
    তাহাদের আবেগ ঘিরে শিকড় নামে
    রাতকানা অন্ধ পাখি আগুন দেখে
    যেরকম লোভ ধরেছে পতঙ্গজীব।

    বেঁচে থাক কষ্ট করে, বাস্তুগুলি
    দরিপথ পার হয়ে যায় ক্ষুধায় কাতর
    রাধিকার উঠোন ঘিরে শীতের আদর
    নুন কিনো মুদির খাতায়, সন্ধ্যা হলো।

  • kahiptaashaa | 49.206.15.34 | ২০ মার্চ ২০২১ ২০:২৭733764
  • কৃপণ বিকেলে যদি একযোগে জ্বলে সব আলো
    যে স্নায়ু স্পর্শে জাগে তাকে ধরে বটের শিকড়
    যেখানে অর্বাচীন ছুঁয়ে দিলে বিদ্যুৎ স্থিতিশীল হতো
    তাকে রাখে জনহীন সুশীতল অন্ধকার কোনের আড়ালে।

    এখানে বসত ঘেঁষে চলে যায় রেলগাড়ি, ইশার আজান
    অনিশ্চিত জনপদে পাশাপাশি ডিজেলের ঘাম।

    সে শহরে লোক আসে, সব লোক ভিটেমাটি ছেড়ে
    যে শহর জনহীন, যে ভিটেতে মৃতের কবর
    যেখানে বিকেলবেলা উল্লাসে শূণ্য মানুষ
    ফিরে আসে যথাকালে, ফিরবার ঠিকানাবিহীন।

    যে স্নায়ু স্পর্শে জাগে, যে ধমনী ডাকের পিওন
    যে গাড়ি স্টেশন ছেড়ে পার হয় ইশার আজান
    রাধিকার বাসাবাড়ি যে পাড়ায় আলোদের শেষে
    সেখানে দেওয়ালে আঁকা জারুলের বীতরাগ দল।

  • kahiptaashaa | 34.98.220.21 | ২৮ জানুয়ারি ২০২২ ১৬:৪০735483
  • চটা ওঠা ফ্ল্যাটের দেউল, সতর্ক কুকুরের ঘুম
    কাঠখড় জড়ো করে রাতের ভিতর
    ঢুকে যায় শীতের আতুর।

    ফিঙে ও ফড়িং, কর্কশ টিয়াডাক জুড়ে দেয়
    রোদের সীবন, দিনের ছিদ্র দিয়ে তোমাকার হিত
    অহিতের জ্ঞানে যায়
    মন্দির প্রাঙ্গনে বসে থাকা একাকী দোকানী,
    তার ধুলো জমা দৈব শিকড়ে
    -এইসব ছবি থাকে রোদের ধূলাতে।

    শ্যামরায় ডাহুকীর ডাকে
    ত্রস্ত পায়ের ছাপ ফেলে চলে গেলে বনমর্মরে
    রোদের কর্মসূচী জড়ো করে শীতের আতুর।
     
  • kahiptaashaa | 96.230.209.161 | ১০ ডিসেম্বর ২০২২ ২৩:৪৬739104
  • ব্যাপারটা একটু ইয়ে, কিন্তু মাথায় গজগজ করছে বলে নিতান্ত ব্রীড়াবনত হয়েও লিখে ফেলি, এমনিতেও এই লেখাগুলি শেষ বলেই মনে হয়।
     
    যৎসামান্য এক আধটার মধ্যে এটার একটু সম্ভাবনা ছিল বলে মনে হত-
     
    • kahiptaashaa  | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:০৩
    • চলো হে কানাই আজি এই দেশে বড়ই খরার জ্বালাতন
      চলো হে একাকী যাই ...
      যেদিকে কূপের পাশে ফুটে থাকে গন্ধপুষ্প, জনহীন
      .,,
      চলো হে কানাই যাই, সেই দেশে যা আসলে নেই
      ...
     
    সম্প্রতি বুল্লে শাহ পড়তে গিয়ে এটা দেখে মনে হল, ভাবনাটা মিলে গেছে কিনা।
     
    Chal Bulleya Chal Uthay Chalyae Jithay Saray Anay.
    Na Koi Saadi Zaat Pachane
    Na Koi Sanu Manne
  • kahiptaashaa | 96.230.209.161 | ১০ ডিসেম্বর ২০২২ ২৩:৫৮739105
  • বুল্লে শাহের জিত্থে সারে আন্নে থেকে কবীরের সাঁধো ইয়ে মুর্দো কা গাঁও মনে পড়ে গেল।
  • kahiptaashaa | 208.127.71.80 | ২৫ জুন ২০২৩ ০৭:৪০740274
  • চড়িলাম খুপিলং মান্দাই নির্জন জুমের পাহাড়
    যখন সন্ধ্যা গাঢ়, বাস রাস্তা আরো তিন মাইল
    জেগে ওঠা ঘাসের ফলকে ছুঁয়ো আঙুলের ডগা।

    চলে যেও, জড়োসড়ো গ্রীষ্মের ঘাসের শশক
    পাতাভরা বৃক্ষের ফাঁকে ফাঁকে নরম বাতাস
    নানাবিধ, তথাপিও জ্বলা নেভা আকাশের আলো

    তোমার বাসার কাছে উড়ে যায় পরিযায়ী হাঁস
    এরকম ধ্বনি শুনে সাদামাটা মানুষ বিবাগী।
    নৌকা কিনারে বেঁধে, মাঝি গায় রাধিকার গান।

    জলের আঁশের ঘ্রানে মিলে মেশে ভাতের সুবাসে
    গোমতীর বুকে জেগে ওঠে চর, শুশুকের শ্বাস
    মানুষ একাকী হতে প্রাণপাত, এমনি নদীতে

    যদি দাও অন্ধকার, তক্ষকের করুণ বিধান
    মনোবাঞ্ছা, বিরহিনী অকলংক জুমিয়া পাহাড়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন