এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চন্দ্রভান প্রসাদ, দলিত আন্দোলন ও মেকলের জন্মদিন

    r
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০০৯ | ১৪৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • ranjan roy | 122.168.11.135 | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৩৩413255
  • সাবাশ ব্ল্যাংকি! এটাই বটে।
    ছোট বেলায় আমি কট্টর সিপিএম। ভাবতাম বামপন্থার ঝান্ডাবরদার একমাত্র সিপিএম, ( যেমন এখনো সংখ্যাগরিষ্ঠ বাঙালী তাই ভাবেন।:)))। ফলে হীরেন মুখুজ্জে, সুশোভন সরকার, দেবীপ্রসাদ,মোহিত সেন দের পথভ্রষ্ট সংশোধনবাদী ভাবতাম। ওদের স্কলারশিপের কোন মূল্যই ছিলো না আমার কাছে।
    আর ডাঙ্গে-পূর্ণচন্দ্র জোশী? এদের তো গালাগাল দিয়ে ভূত-ভাগানো হত।
    আজ প্রাচীন ভারতও গ্রামসমাজের ডায়নামিকস্‌ নিয়ে এই দুজনের কিছু লেখা আমাকে হতবাক করে।
    কিন্তু তুমি কি খালি ঐ লেখাটা পেয়েছো নাকি EPW এর পুরো সংখ্যাটা ?
  • b | 117.193.37.219 | ০৯ এপ্রিল ২০০৯ ২২:১২413256
  • যেনারা কলেজ/ইউনিভার্সিটিতে আছেন:
    ইপিডব্লু-র পুরোনো সংখ্যাগুলি আপাতত: jstor.org এ পাওয়া যাচ্ছে। তবে এইটা আছে কি না সেটা কাল সকালের আগে বলতে পারবো না।
  • Blank | 59.93.196.82 | ১০ এপ্রিল ২০০৯ ০০:৩৪413257
  • ডাঙ্গে কে সহ্য আমি আজো করতে পারি না :)
    এই সংখ্যাটার সফট কপি পুরোটাই আছে, কিন্তু সাইজে বেশ বড়। পাঠাবো কি করে?
  • sibu | 71.106.244.161 | ১০ এপ্রিল ২০০৯ ০০:৩৯413258
  • tar, zip :)
  • Blank | 59.93.196.82 | ১০ এপ্রিল ২০০৯ ০০:৪০413259
  • আরে tar zip করেও খুব বড়। মোটামুটি ২০ টা মতন আর্টিকেল। অ্যাভারেজ ১০ এম্বি করে।
  • Blank | 59.93.196.82 | ১০ এপ্রিল ২০০৯ ০০:৪১413260
  • অপ্প অপ্প করে দেবো, এই উইকেন্ডে। যোশির লেখাটা বহুত ভালো। কোটি কোটি প্রশ্ন তৈরী হয় ওর থেকে। থ্যাংকু রঞ্জন দা।
  • h | 61.95.144.10 | ১০ এপ্রিল ২০০৯ ০৮:৩৪413261
  • জে স্টোর এ পাওয়া গেলে চলবে। ইপি ডাব্লিউ এর আর্কাইভিং এমনিতে অন্য অনেক পত্রিকার তুলনায় বেশ ভালো।
  • h | 61.95.144.10 | ১০ এপ্রিল ২০০৯ ০৮:৩৯413262
  • রঞ্জনদা, তাই বলে এটা মনে করার কোন কারণ নাই অবশ্য যে এনারা যা লিখেছেন তাই একেবারে সাংঘাতিক কিসু। কেউই ঠিক ভগবান নন, আর আকাডেমিক স্কলারশিপ দিয়েই যে শুধু কাজের বই লেখা যায় তা ঠিক নয়। কেস বাই কেস দেখুন, এমন অনেক লেখা পাবেন, যেগুলো চিন্তা করে দেখবার মত, ইরেস্পেকটিভ অফ পোলিটিকাল আলাইনমেন্ট।
  • Blank | 59.93.245.79 | ১০ এপ্রিল ২০০৯ ১২:৩০413263
  • টোটাল ৩০ টা লেখা, রইলো হেথায়। বেশীদিন রাখবো না, তাই নামিয়ে নিও জলদি।

    http://www.esnips.com/web/EPW1979XVI78
  • Arpan | 216.52.215.232 | ১০ এপ্রিল ২০০৯ ১২:৩৮413265
  • ব্ল্যাঙ্ক, ধন্যযোগ। তুলে নেবার আগে একটা লুটিশ ধরিয়ে দিস হেথায়।
  • b | 117.193.38.45 | ১০ এপ্রিল ২০০৯ ২১:০১413266
  • (পুনরুক্তি হচ্ছে বোধহয়) প্রশ্ন আছে। যোশি-র ঐ কোটেশন টা নিয়ে। ঘোর বিহারে আমার পরিবারের বেশ কিছু সদস্য থাকেন। সেখানে কথা বলে দেখেছি, ভোটপ্রার্থী, ডি এম, কনস্টেবল সবার-ই প্রথম এবং একমাত্র পরিচয় জাত ( বাবা কাকুকে জিজ্ঞাসা করেছিলেন, এখন আমাদের স্কুলে হেডমাস্টার কে রে? কাকু খুব নির্লিপ্ত স্বরে বললেন ঐ একটা ভূমিহার)। তো, এই যেখানে অবস্থা, সেখানে এসব দুনিয়ার সর্বহারা এক হও গোছের স্লোগান দিলে কেন লোকে মানবে?

    আমার এক বন্ধু দলিত পলিটিক্সের ওপরে অনেকদিন রিসার্চ করেছিলো। ইউ পি তে সি পি আই এর খুব রাগ, মায়াবতীর ওপরে: সমস্ত মেম্বার এখন বি এস পিতে। পোস্ট-মন্ডল রাজনীতিতে তাদের বুড়ো আঙ্গুল চোষা ছাড়া অন্য কাজ নেই।

    এই প্রসঙ্গে আজকের মাওবাদীরা আদর্শগত দিক দিয়ে কোথায় দাঁড়িয়ে আছেন জানতে পারলে হত।
  • r | 125.18.104.1 | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:৪১413267
  • .
  • tkn | 122.163.79.167 | ০৩ নভেম্বর ২০০৯ ১৪:৩৩413268
  • থ্যাঙ্কস, এতো ভালো লেখা তুলে পড়ানোর জন্য
  • tatin | 70.177.57.163 | ০৩ নভেম্বর ২০০৯ ১৫:০০413269
  • বাংলার দলিত আন্দোলনের উপর একটি লেখা:

    http://bangalnama.wordpress.com/2009/08/31/unnayan-bivajan-jati-namasudra-andolon/

    এবং http://bangalnama.wordpress.com/2009/07/06/the-silence-of-marichjhapi/ এই লেখাটিতে মরিচঝাঁপি ও অন্যান্য জায়গায় নিম্নবর্ণের রিফিউজিদের দুর্গতির সঙ্গে নম:শূদ্র আন্দোলনের ব্যার্থতার সম্পর্ক কিছুটা দেখানো হয়েছে
  • r | 125.18.104.1 | ০৩ নভেম্বর ২০০৯ ১৬:১০413270
  • শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখাটার জন্য ধন্যবাদ।
  • Boo | 203.189.230.8 | ০৩ নভেম্বর ২০০৯ ১৬:৪৯413272
  • কম্পিউটরে বাংলা লেখায় দুটো জিনিস বা লেয়ার আছে। কিবোর্ডের লেআউট /ইন্টারফেস হচ্ছে একটা স্তর, কোন কোন চাবি চাপলে কি হরফ বা যুক্তাক্ষর আসবে সেটা ঠিক করা । বিভিন্ন রকমের কিবোর্ড লেআউট আছে।

    আর চিহ্ন/গ্লিফগুলো কোন কোডে আসবে সেটা স্তর (ইউনিকোড বা আগের আস্কি কোড। ফন্টগুলূ দুই পরিবারে বিভক্ত)। ডাইনামিক বা বিটস্ট্রিম নিয়ে আর কিছু বললাম না।

    এখন কিবোর্ড লেআউট জিনিসটা ফ্লেক্সিবল/কাস্টোমাইজেবল হওয়া বাঞ্ছনীয়। অভ্র কিবোর্ডে দেখবেন অনেকগুলো লেআউট দেয়া আছে। যার যেটা ইচ্ছা বেছে নেবে।
    ওটা ওপেনসোর্স হলে লেআউট পাল্টে ফেলা বা নিজস্ব লেআউট বানিয়ে নেয়াটা কোনও ব্যাপার ছিল না। যাঁরাই ইউনিকোড ইন্টারফেস বানাবেন তাঁদের এটা মাথায় রাখলে ভালো হয়।
  • Boo | 203.189.230.8 | ০৩ নভেম্বর ২০০৯ ১৬:৪৯413271
  • #২৪৫৩;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৪;#২৪৯৫;#২৪৪১;#২৪৬৩;#২৪৮০;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৪;#২৪৮২;#২৪৯৪; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৫২৭; #২৪৭০;#২৪৯৭;#২৪৬৩;#২৫০৭; #২৪৬০;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৫;#২৪৮৮; #২৪৭৬;#২৪৯৪; #২৪৮২;#২৫০৩;#২৫২৭;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৫৩;#২৪৯৫;#২৪৭৬;#২৫০৭;#২৪৮০;#২৫০৯;#২৪৬৫;#২৫০৩;#২৪৮০; #২৪৮২;#২৫০৩;#২৪৩৮;#২৪৪১;#২৪৬৩; /#২৪৩৯;#২৪৭২;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৫;#২৫০৩;#২৪৮৮; #২৪৮৯;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৮০;, #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৫৮;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৫; #২৪৫৮;#২৪৯৪;#২৪৭৪;#২৪৮২;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৫; #২৪৮৯;#২৪৮০;#২৪৭৫; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭৯;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৮০; #২৪৩৮;#২৪৮৮;#২৪৭৬;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৪; #২৪০৪; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭৭;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৭২; #২৪৮০;#২৪৫৩;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৫;#২৪৭৬;#২৫০৭;#২৪৮০;#২৫০৯;#২৪৬৫; #২৪৮২;#২৫০৩;#২৪৩৮;#২৪৪১;#২৪৬৩; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪;

    #২৪৩৮;#২৪৮০; #২৪৫৮;#২৪৯৫;#২৪৮৯;#২৫০৯;#২৪৭২;/#২৪৫৫;#২৫০৯;#২৪৮২;#২৪৯৫;#২৪৭৫;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৫৩;#২৫০৭;#২৪৬৫;#২৫০৩; #২৪৩৮;#২৪৮৮;#২৪৭৬;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৮০; (#২৪৩৯;#২৪৪১;#২৪৭২;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৭;#২৪৬৫; #২৪৭৬;#২৪৯৪; #২৪৩৮;#২৪৫৫;#২৫০৩;#২৪৮০; #২৪৩৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৫; #২৪৫৩;#২৫০৭;#২৪৬৫;#২৪০৪; #২৪৭৫;#২৪৭২;#২৫০৯;#২৪৬৩;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭;#২৪৫১; #২৪৭০;#২৪৯৭;#২৪৩৯; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;)#২৪০৪; #২৪৬৫;#২৪৯৪;#২৪৩৯;#২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৪৯৫;#২৪৫৩; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৫;#২৪৬৩;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৩;#২৫০৯;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৮; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৩৮;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭; #২৪৭৬;#২৪৮২;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪;

    #২৪৪৭;#২৪৫৪;#২৪৭২; #২৪৫৩;#২৪৯৫;#২৪৭৬;#২৫০৭;#২৪৮০;#২৫০৯;#২৪৬৫; #২৪৮২;#২৫০৩;#২৪৩৮;#২৪৪১;#২৪৬৩; #২৪৬০;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৫;#২৪৮৮;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৫;#২৫০৯;#২৪৮২;#২৫০৩;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৮;#২৪৯৫;#২৪৭৬;#২৪৮২;/#২৪৫৩;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৩;#২৫০৭;#২৪৭৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪৬০;#২৫০৩;#২৪৭৬;#২৪৮২; #২৪৮৯;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৪;#২৪৬২;#২৫০৯;#২৪৫৯;#২৪৭২;#২৪৯৬;#২৫২৭;#২৪০৪; #২৪৩৭;#২৪৭৭;#২৫০৯;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৫;#২৪৭৬;#২৫০৭;#২৪৮০;#২৫০৯;#২৪৬৫;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৭৬;#২৫০৩;#২৪৭২; #২৪৩৭;#২৪৭২;#২৫০৩;#২৪৫৩;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৮২;#২৫০৩;#২৪৩৮;#২৪৪১;#২৪৬৩; #২৪৭০;#২৫০৩;#২৫২৭;#২৪৯৪; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৭৯;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৯;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৩৯;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৪; #২৪৭৬;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৭২;#২৫০৩;#২৪৭৬;#২৫০৩;#২৪০৪;
    #২৪৫১;#২৪৬৩;#২৪৯৪; #২৪৫১;#২৪৭৪;#২৫০৩;#২৪৭২;#২৪৮৮;#২৫০৭;#২৪৮০;#২৫০৯;#২৪৮৮; #২৪৮৯;#২৪৮২;#২৫০৩; #২৪৮২;#২৫০৩;#২৪৩৮;#২৪৪১;#২৪৬৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮২;#২৫০৯;#২৪৬৩;#২৫০৩; #২৪৭৫;#২৫০৩;#২৪৮২;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৫;#২৪৬০;#২৪৮৮;#২৫০৯;#২৪৭৬; #২৪৮২;#২৫০৩;#২৪৩৮;#২৪৪১;#২৪৬৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭২;#২৫০৩;#২৫২৭;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৪৫১; #২৪৭৬;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭৪;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪; #২৪৭৯;#২৪৯৪;#২৪৩৩;#২৪৮০;#২৪৯৪;#২৪৩৯; #২৪৩৯;#২৪৪১;#২৪৭২;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৭;#২৪৬৫; #২৪৩৯;#২৪৭২;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৫;#২৫০৩;#২৪৮৮; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩;#২৪৭২; #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৩;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৪৭;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৮;#২৪৯৪;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৮০;#২৪৯৪;#২৪৫৪;#২৪৮২;#২৫০৩; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭; #২৪৮৯;#২৫২৭;#২৪০৪;
  • Boo | 203.189.230.8 | ০৩ নভেম্বর ২০০৯ ১৬:৫৩413273
  • ইয়াক! এটা অন্য থ্রেডে যাবে! কীযে জিনিস বানাইছে মামু!
  • Sushanta Kar | 117.198.56.28 | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:২০413274
  • "বঙ্গদেশে দলিত আন্দোলন হবে কি করে? এখানে ভদ্রজনের বা মধ্যবিত্তের মধ্যে উনিশশতকীয় উদারনীতি শেকড় গেড়ে বসেছে। যত সংস্কার আন্দোলন সবই উচ্চবর্ণের ইনিশিয়েটিভে।
    সে বিদ্যেসাগর, বিবেকানন্দ যাই বলুন। তাই বাংলায় জাতপাত-ছোঁয়াছুঁয়ি অছে তবে দক্ষিণের বা মহারাষ্টের্‌র মত তীব্র হিংস্র চেহারায় নেই।
    তাই বাংলায় রামস্বামী পেরিয়ার বা মহাত্মা জ্যোতিবা ফুলে হয় না।
    তাই পেরিয়ারের( রাজা গোপালাচারীর বিপরীতে) বা মহাত্মা ফুলের (তিলকের বিপরীতে) দর্শনে নাস্তিকতার সঙ্গে ইংরেজদের সঙ্গে সহযোগ বা স্টেটের মধ্যে আশ্রয় খোঁজা ( চন্দ্রভানের বিশদ বক্তব্য দেখুন) আমাদের একটু অসহজ করে,অস্বস্তিতে ফেলে।" বাংলায় দলিত আন্দোলন হয় নি, এই তথ্যটাইতো বিভ্রান্তিকর। মতুয়া, বলাহারি এমন বহু সম্প্রদায় এখনো বাংলাতে সক্রিয় রয়েছে। এখনই উদ্বাস্তুদের যে সর্বভারতীয় লড়াই চলছে, যার খবর 'বামে'রা রাখেন না তার নেতৃত্বে দলিত এবং বিপ্লবী মার্স্কবাদীরা। দলিত আন্দলনে প্রচুর সাম্প্রদায়িক উপসর্গ রয়েছে ঠিকই, কিন্তু তাই বলে বামেদের শ্রেণি তত্বেই যে মুক্তি রয়েছে এই কথা কিছু বাঙালি অসমিয়া বুদ্ধিজীবি ছাড়া আজকালে কেউ বিশেষ বিশ্বাস করে না। চন্দ্রভান যে সিপি আই (এম-এল) এর কথা বলছেন এটিও এক অধপতিত নকশাল গ্রুপ। শ্রেণি লড়াইটাও ওদের মুখোস ছাড়া কিচ্ছু নয়। দলিত-শূদ্রের দ্বন্দ্বকে বৈরি দ্বন্দ্বে নিয়ে গেলে চলবে না, কিন্তু রঞ্জন রায় যে লিখলেন, "মুশকিল হল চন্দ্রভান প্রসাদের নির্ধারিত শূদ্র-দলিত ডিকোটমিটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না।
    আমার আক্কেলে দলিত ছিল শূদ্রের সাব-সেট।" এতেই বোঝা যায় 'বামে'দের নিজের দেশ নিয়ে কী ভীষণ উপেক্ষা। বাঙালি বাড়িতে যারা রান্না ঘরে বাসন মাজবার শ্রম করে তারা অবশ্যি শূদ্র, কিন্তু এমন কিছু বর্ণ রয়েছে যারা সেই রান্না ঘরে কি বারান্দাতে উঠবারও অনুমতি পায় না, তারাই দলিত অস্পৃশ্য। ডোম-চাঁড়াল-- গালি কি বাংলা ভাষাতে শোনা যায় নি! কলাকাতাতে বৈদ্যুতিক শ্মশান হয়ে গেল বলে আর কোথাও কি শ্মশান ধুয়ে দেবার কাজ করে না চণ্ডাল! এদের হাতে তোলে দেয়া জল কত বাঙালি বামুন কায়স্থ মুখে নেয় একটা পরীক্ষা করে নিলেই হলো। আনন্দ বাজার পত্রিকার পাত্রপাত্রি কলামটাকে বাঙালি খানিক তলিয়ে দেখে না কেন, বাংলাতে বর্ণ যে কী ভীষণ বাস্তব প্রতি রোবাবারে তার বিজ্ঞাপন বেরোয় দেখি!
  • tatin | 117.197.70.65 | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫৬413276
  • দেশভাগ বা বাংলা ভাগের পিছনেও বাংলার নিম্নবর্গের উচ্চবর্ণবিরোধী অবস্থানের ভূমিকা ছিল তো

  • pi | 72.83.80.169 | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৮413277
  • এটা আসলে ইনে্‌ক্‌রডিবল ইন্ডিয়া তে যাওয়া উচিত ।



    একটু দেখতে বলব, সময় ক'রে।
  • পাই | 147.187.241.6 | ০২ জুন ২০১২ ০৩:৪৪413278
  • ....She said that the verdict seems to blame the survivors and witnesses for the weaknesses of the police investigators and prosecutors. She questioned the underlying assumption that the Bathani Tola massacre was a result of group rivalries (i.e between CPI(ML) and the Ranveer Sena), and that the survivors’ political affiliation made them ‘unreliable witnesses.
    ....
    Ranveer Sena committed the massacre in Bathani Tola, but now, what we are witnessing is a judicial massacre of Bathani Tola. And the foundations of this massacre of justice, he said, were laid long ago: when the Nitish Kumar Government came to power and disbanded the Amir Das Commission that been set up to enquire into the political patrons of the Ranveer Sena...

    http://sanhati.com/articles/5009/

    এই 'জুডিশিয়াল ম্যাসাকারের' বদলা নেওয়াই বোধহয় শুরু হল। আইন হাত গুটিয়ে নিলে এরকম হবেই।

    http://www.ndtv.com/article/cities/the-butcher-of-bihar-is-dead-220902
  • ananyo | 127.214.15.137 | ১৫ নভেম্বর ২০১৩ ২১:৫০413281
  • অনুরাধা গান্ধীর লেখা caste সিস্টেম নিয়ে একটি প্রবন্ধ, যেটা এই প্রথমবার ইন্টারনেট -এ দেওয়া হলো, scripting the change বইটা হয়ত অনেকেই পড়েছেন, যারা পড়েন নি তাদের হয়ত কাজে লাগতে পারে-

    http://toanewdawn.blogspot.in/2013/11/caste-question-in-india-anuradha-gandhy.html
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন