এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ম্যালা মেলা ২০১৯

    pi
    বইপত্তর | ০৯ জানুয়ারি ২০১৯ | ৩২৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৯ ১৭:৫৪380764
  • অষ্টাদশ দিল্লি বইমেলা ও সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। এবারে সময় এবং মেলার স্থান বদল হয়েছে। যেহেতু মার্চ মাসে দিল্লিতে বোর্ডের পরীক্ষাগুলি চলে, তাই মেলার শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকদের বহুদিনের সমষ্টিগত আবেদনের পরিপ্রেক্ষিতে সময় পরিবর্তন করে ১৭ই থেকে ২১শে এপ্রিল ২০১৯ পর্যন্ত বইমেলার দিন ধার্য করা হয়েছে। এছাড়া
    বইমেলার জনপ্রিয়তা ও ব্যাপ্তির নিরিখে ও ক্রমাগত বইএর স্টল সংখ্যা বৃদ্ধির জন্য মেলার স্থান পরিবর্তন করে নিউ দিল্লি কালীবাড়ির পরিবর্তে গোল মার্কেট নিকটস্থ পেশোয়া রোডের পাশে গৃহ কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে মেলার স্থান নির্বাচন করা হয়েছে।
  • pi | 2345.110.673412.215 | ২৭ জানুয়ারি ২০১৯ ২০:০৯380765
  • দিল্লিও তাহলে আর দূর অস্ত নয়!

    এদিকে আজ জোড়াসাঁকো মেলার ছবি। বইগুলির আনুষ্ঠানিক প্রকাশ জাহিরুল হাসানের হাতে, মঞ্চে কল্লোলদা, পার্থপ্রতিমদা, ছোটাইদি। ছবি মণ্টুদার।










  • kumu | 670112.212.458912.209 | ২৯ জানুয়ারি ২০১৯ ১৮:২০380766
  • ইন্দ্রাণী কলকাতায়? বড় ভাল লাগল দেখে।
  • pi | 2345.110.015612.180 | ৩০ জানুয়ারি ২০১৯ ১০:০৯380767
  • হ্যাঁ। এবারে ছোটাইদি ওকাকুরা জোড়াসাঁকো কলেক স্কোয়ারে সবেতেই আসতে পেরেছে!
  • pi | 2345.110.015612.180 | ৩০ জানুয়ারি ২০১৯ ১০:১১380768
  • কাল বোধন। তাহলে আজ হল গিয়ে আমাদের মহামোচ্ছবের পঞ্চমী। এই রই'ল্ ছবি, বন্ধুদেরর তুলে আনা, আমাদের গুরুচণ্ডা৯ র স্টল, দিনে দিনে যেভাবে বেড়ে উঠছেন! কিন্তু আজই এঁ্র পূর্ণতা পাওয়ার দিন, কারণ বইপত্তর ঢুকছে, আজই! লোকজন বইটই নিয়ে হইহই করে একটা দুটোর মধ্যেই চলে আসবে। তারপর গিয়ে তো বাকি সাজগোজ করানো! যে যে পারবেন, চলে আসুন না!
    ২৯৩ নং, লিটল ম্যাগপ্যাভিলিয়নের পাশেই। করুণাময়ী স্ট্যাণ্ডে ৯ নং গেট দিয়ে ঢুকলে সোজা রাস্তার শেষে, ৬ নং গেট দিয়ে ঢুকলেও তাই।

    গেলে অবশ্য আমার থেকে ভাল দিকনির্দেশ বানিয়ে দিতে পারবেন আপনারা :)



  • | 453412.159.896712.72 | ৩০ জানুয়ারি ২০১৯ ১০:৫১380769
  • একদম কর্ণারেরটা না তার আগেরটা?
  • R2H | 232312.172.891212.228 | ৩০ জানুয়ারি ২০১৯ ১০:৫৫380770
  • একদম কর্ণার

  • pi | 7845.29.450123.182 | ৩০ জানুয়ারি ২০১৯ ২২:২৫380771
  • ছোটাইদির পাঠানো।

    গল্প ওরাই লিখুক।!










  • i | 342323.191.2323.215 | ০১ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১১380772
  • গল্প তো অনেক, ছড়ানো ছেটানো গল্প সব-


    সময়টা ফেব্রুয়ারিই। ২২ বছর আগে। সোনার কেল্লার পাশের গলি-এপাশে দুধ জ্বাল দেওয়া হচ্ছে মস্ত কড়াইতে, ওপাশে লঙ্কা ভাজা চলছে-ট্যুরিস্ট, স্থানীয় লোকজন, রাত হয়েছে যদিও। ফোন বুথ থেকে বান্ধবীকে ফোন করেছিলাম-বইমেলা কেমন হচ্ছে? কলকাতার কী খবর? সে বলল-রবি ঘোষ নেই, আর বইমেলায় আগুন।

    ২২ বছর পরে ফেরা হ'ল বইমেলায়। প্রতিবছর বাড়ি আসি, কখনও বছরে একাধিকবারও। বইমেলার সময়টা থাকা হয় নি কোনবার।
    এবারে ঘটনাচক্রে আমার একটি বই ও বেরোবে, তার প্রোমো, এই টইতে আমার ম্যালা ছবি .... রুবির কালো চাদরটা ধার করব কি না ভাবছি।


    পর্শু প্রেস থেকে বই টই নিয়ে মেলায় ঢুকলাম মারিয়া, রৌহিন, শুভদীপ আর আমি। প্রেস ছাড়াও পেটি পেটি বই নেওয়ার ছিল আরো দু জায়গা থেকে। গাড়ি ভরে গেছে বই এ বইএ, ট্যাক্সি ডাকতে গেছেন রৌহিন, শুভদীপ, পাঁচিলের ওপর বই এর পেটিগুলি। বিল্লিটি গুটিগুটি আসে, পাঁচিলে ওঠে বই শোঁকে, খোলা পেটিতে ঢুকে যায়। ওকে না নিয়েই আমরা রওনা হয়ে যাই ট্যাক্সি এলে। তাই তো হয়। গত ২২ বছর তাই হয়েছে।


    কত বছর পরে জোড়াসাঁকো গেলাম সেদিন। পুরাতন সিঁড়ি, লাল মেঝে। দুই খোকাখুকী রবীন্দ্রনাথের নিচু খাটের তলায় হামাগুড়ি দিয়ে উঁকি মারছিল, কী খোঁজে ? বিশাল অঙ্গনে চন্দ্রমল্লিকা।
    এ ঘরে ও ঘরে ঘুরে বেড়াই-বৌঠানের ছাদ খুঁজি।
    রবীন্দ্রনাথের জন্মকক্ষর পাশে সিঁড়ির ধারে একটি ছবি আঁকা-তলায় জীবনস্মৃতি থেকে - সেই একটুখানি জ্যোৎস্নায় দাসীরা প্রদীপের সলিতা পাকাইতেছে-

    ঠাকুর, লেখা দাও, লেখা দাও-
  • | 670112.193.562323.138 | ০১ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৬380774
  • আর বই-মালিনী বই-মালিনী? তাকে দেখলি? আমার একটি বই-মালিনী আছে (সোসেন), আরো দুই একটি জুটেছে এখন।
  • pi | 4512.139.122323.129 | ০১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩১380775
  • ছোটাইদির বই এল, ছোটাইদি আর মারিয়ার কোলে।





  • :-( | 90056.160.011223.3 | ০১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৪380776
  • ব্যাক কভারে বিপুল দাসের বাক্যটা কমপ্লিট লাগছে? (গঠনগত সিনট্যাক্সের দিক থেকে বলছি)
  • pi | 4512.139.122323.129 | ০১ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২১380777














  • T | 342323.237.90090012.136 | ০১ ফেব্রুয়ারি ২০১৯ ২০:১১380778
  • স্বয়ং শাক্যজিত :)
  • aranya | 3478.160.342312.238 | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪৬380780
  • ভাল লাগছে ছবিগুলো দেখে।
    'পাড়াতুতো চাঁদ'-এর ব্যাক কভারে বিপুল দাশ-এর বাক্য-টায় সত্যিই গঠনগত ত্রুটি আছে, তবে এখন তো আর কিছু করা যাবে না :-( , পরের সংস্করণে বদলানো যেতে পারে
  • pi | 7845.15.892312.208 | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৫380781



















































  • pi | 785612.40.8934.154 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৭380782
  • রবিবার সাইটের চেনাজানা লোকজনের কিছু ছবি। আর ছোটাইদি, এককের বই ও নৈ:শব্দের পরিমার্জিত সংস্করণের আনুষ্ঠানিক প্রকাশের কিছু ছবি। ছবিগুল্য মোবাইলের পচা ছবি, দমদি ক্যামেরার ভাল ছবি যদ্দিন না দেয়, এই সই!













































  • pi | 785612.51.89.200 | ২৪ মার্চ ২০১৯ ১৭:২৩380783
  • জলপাইগুড়ি মেলায় এবারে গুরুচণ্ডা৯, স্টল নং ৬০! সৌজন্যে, আনাদের মণ্টুদা!
    নতুনভাবে প্রকাশিত হল, নতুন গল্প, সায়ন কর ভৌমিকের নতুন প্রচ্ছদ সহ বিপুল দাসের গল্পসংকলন, বর্ণসংকর। গুরুর অন্যান্য বইয়ের সংগে এটিও রয়েছে মেলায়।










  • pi | 785612.51.4523.12 | ২৪ মার্চ ২০১৯ ২০:৫৭380785




  • pi | 785612.51.6756.195 | ২৪ মার্চ ২০১৯ ২১:০৪380786
  • pi | 2345.110.564512.72 | ১৫ এপ্রিল ২০১৯ ১৪:০৬380787
  • কলেজস্কোয়ার বইপার্বণে গুরুর এবার একার স্টল, প্রথম।
    দু'বছর আগে দুর্বারের সংগে শেয়ার করা স্টল ছিল, পেয়েছিলাম দিব্যেন্দুদের মত বইপড়ুয়াদের, এবছর ও আলাপ হয়ে যাচ্ছে নতুন নতুন বইপোকাদের সংগে, এমন বহু পাঠক আসছেন, যাঁদের গুরুর প্রায় কোন বই নেওয়া বাকি নেই, নতুনের সন্ধান করে যান।
    তা, নতুন বইও আসছে বটে, কুমুদির গপ্পো, বুধবার দিল্লিতে আনুষ্ঠানিক উদবোধন।
    বর্ণসংকর নতুন গল্প সহ, নতুন মলাটে।
    সর্ষেদানা ছাপা চলছে নতুন করে, নতুনভাবে, নতুন ছবি দিয়ে৷
    কাশ্মীর, কারাগার, তক্কোগুলি, গোরা নকশাল, লাজবাব দিল্লির নতুন মুদ্রণ চলে এসেছে।
    আর শিজ্ঞিরি আসছে, হিরণ মিত্র, অদ্রীশ বিশ্বাস, বিষাণ বসুর কথোপকথন, রংং নাম্বার।
    এবং, মৈত্রীশ ঘটক, উদয়ন মুখার্জির গত পাঁচ বছরের মোদিনোমিক্সের বিশ্লেষণ।

    আর, আর, আর, গুরুর ম্যাগাজিন, আচ্ছে দিন।

    এছাড়াও পাইপলাইনে বহু নতুন প্রোজেক্ট।

    টিমগুরু জিন্দাবাদ! ৷ হাজার রকম কাজকম্ম, দত্তক, সবকিছু নিয়ে যাঁ্রা হাত বাড়িয়েছেন!



























  • pi | 7845.15.9003423.216 | ১৭ এপ্রিল ২০১৯ ১৭:০৩380788
  • দিল্লিমেলার আপডেট আসুক!
  • pi | 7845.15.123423.190 | ১৯ এপ্রিল ২০১৯ ০১:৪৯380789
  • দিল্লি বইমেলায়!




  • ফরিদা | 12.38.45.13 | ১৯ এপ্রিল ২০১৯ ০৯:৫১380790
  • গতকাল একটা সময়ে তিন ভদ্রলোক এলেন স্টলে। পাঞ্জাবি-পাজামায় বাঙালি চেহারা। আমি কিছু বলার আগেই সামনের জন পাশের জনকে বললেন শুনলাম -"এই যে, আমার এই বইটার কথা বলছিলাম" — দেখলাম সেটি "নিরুদ্দিষ্টের উপাখ্যান ও অন্যান্য গল্প"।

    আমি তো গাধা লেখকের ছবি দেখিনি, দেখলেও নামের সঙ্গে ছবি মিলিয়ে মনে রাখিনি। আমতা আমতা করে বললাম " আপনি, মানে আপনিই অমর মিত্র?"

    বলেই যোগ করলাম — "মাফ করবেন, আপনার চেহারার সঙ্গে তো পরিচয় নেই।" আপনার বইতে যদি একটা সই করে দেন। নেব। "।

    গুরুর বই তো নিজেও নিই। এইভাবে তাতে বোনাস পাব, ভাবিনি। আর সেই বোনাস আরও বাড়িয়ে দিয়ে লেখক অমর মিত্র পরিচয় করালেন বাকি দু'জনের সঙ্গে - একজন ভগীরথ মিশ্র র অন্যজন তপন বন্দ্যোপাধ্যায়।

    " গল্পপাঠ" এবার আসে নি। আহাম্মকের মতো হেসে নিজের অজ্ঞতা জাহির করলাম ফের চেহারা না চিনতে পারায়।

    ওনারা বলাবলি করছিলেন, নলিনী বেরার "আনন্দ" পাওয়ার খবর।

    কিছুক্ষণ পরে দেখি, উনিও, একা এলেন স্টলে। সিকির সঙ্গে কথা হচ্ছিল ওনার। তখনও আমার সিকিকে সে কথা বলা হয় নি।

    আমায় মাফ করবেন। আপনারাও।
  • ফরিদা | 12.38.45.13 | ১৯ এপ্রিল ২০১৯ ১০:১৩380791
  • "গাধা" শব্দটার পর একটা দাঁড়ি হবে।

    অনিচ্ছাকৃত যতিচিহ্নের ভুল মার্জনা করবেন।
  • pi | 236712.158.1234.161 | ০৫ অক্টোবর ২০১৯ ২২:২৪380792
  • হাবড়ার হিজলপুকুর পোস্ট অফিসের উল্টোদিকে প্রগতি সংঘ আর সবুজ সংঘের পুজোর মাঝের রাস্তায় থাকছে গুরুচণ্ডা৯-র বইয়ের স্টল। পুজোর কদিন সন্ধ্যেবেলা। থাকছে এনআরসি থেকে শুরু করে গুরুর সমস্ত বই ও পত্রিকা।

    বনগাঁ লাইনের যাঁরা গুরুর গ্রুপে আছেন হাবড়ার পুজো দেখতে গেলে অবশ্যই ঘুরে আসুন গুরুর স্টলে।




  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন