এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এল এই সি এজেন্ট , ফেসবুক জোক এবং আমরা

    Dibyendu Singha Roy লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৯ জুলাই ২০১৮ | ২৪০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dibyendu Singha Roy | ২৯ জুলাই ২০১৮ ১২:৩২377171
  • ফেসবুকে একটা জোক আজকাল খুবই দেখা যায় যা আমাকে আহত করে। সেই পরিপ্রেক্ষিতে এই পোস্ট।
    আমার বাবা একজন এল আই সি এজেন্ট। প্রায় ৩৭ বছরের পুরোনো এজেন্সি। আজ অবধি কোনোদিন তাকে এলআইসি করার জন্য নিজের সম্মান বিকিয়ে পায়ে পড়তে দেখিনি কারোর। বরং লোকে তাকে বাজারে বেশ সম্মানীয় ব্যক্তি হিসাবেই দেখে। বাবার বয়স ৬৪। ৫০-৫৫ বছরের বাবার পরিচিত লোকেদের বাবার সামনে সিগারেট লুকাতে দেখেছি। এল আই সি একটা ব্যবসা এবং যারা এজেন্ট তারা এই ব্যবসার সাথে জড়িত। ব্যবসার প্রসার করতে চাইলে প্রচার দরকার। বাবা এককালে ক্লায়েন্টদের নতুন বছরে ক্যালেন্ডার ডাইরি দিতেন। তাদের অনেকের ২০ বছরের পলিসি ম্যাচিওর হয়ে যেতে একসাথে থোক টাকা পেয়েছেন কিন্তু কোনোদিন সঠিক সেভিংস প্ল্যান দেওয়ার জন্য বাবাকে ধন্যবাদ দিতে দেখিনি । বরং পলিসি ম্যাচিওর হলে বাবার ইনকাম কমে যেত তবু প্রতিটা ম্যাচিওর পলিসির সাথে আত্মতৃপ্ত হতে দেখেছি বাবাকে।
    যে সমস্ত পেজ এই ধরণের ছবি ছারে হয়তো দেখাযাবে তাদের অ্যাডমিন একবার বিমানে চাপলে ফেসবুকে ১৫ খানা ফটো পোস্ট করেন। আমার অনেক বন্ধুকে দেখেছি এই জোক শেয়ার করতে। এরাই রেস্তোরায় গিয়ে আধখাওয়া প্লেটের ছবি দেয়, হানিমুনে গেলে লেপ তোষক সমেত কণ্ঠলগ্ন বৌ বা বরকে নিয়ে হোটেলের এ সি ঘরের ছবি দিতে ভোলেনা। নির্লজ্য আত্মপ্রচারের যুগে তাদের কি এসব বলা মানায় ? জীবিকার জন্য মানুষকে ছোট করা কি ঠিক ?
    বেশি টাকা ইনকামের অনেক সুযোগ ছিল রোজভ্যালি , সারদা, এম পি এস এর এজেন্ট হয়ে। বাবা বলতো ওগুলো একদিন উঠে যাবে। যারা এজেন্ট নন ক্লায়েন্ট, তারা বেশি লাভের লোভে পান্জি স্কীমে টাকা রেখেছেন, ঠকেছেন। এমনকি একটা এলআইসি যখন করা হয় প্রথম প্রিমিয়ামে এজেন্টদের লভ্যাংশ পরবর্তী প্রিমিয়ামের তুলনায় বেশি থাকে, ক্লায়েন্টদের সেখানথেকেও ভাগ চাইতে দেখেছি।
    বাবা একটা লাইলনের ঝোলা আর হারকিউলিস সাইকেল নিয়ে সকাল বেলায় বেরিয়ে যেতেন প্রিমিয়ামের তাগাদায়। ফিরে এসে অনেকসময় গুম হয়ে বসে পড়তেন। আমরা বড় হয়ে জেনেছি কেউ হয়তো বলেছে আজ হবেনা হাত জোড়া আছে অথবা এখন কেন উঠোনে ঝাঁট, চৌকাঠে জল পড়েনি। ঠিক ভিখারিকে মানুষ যেভাবে ফেরায়।
    আসলে আমাদের অনুভূতি দিন দিন বড্ডো স্থূল হয়ে যাচ্ছে। মানুষ দুভাবে বড় হয় এক অন্যকে ছোট করে দুই নিজেকে এমন একটা উচ্চতায় নিয়েগিয়ে যেখান থেকে অন্যরা তাকে নিজেথেকেই স্বীকার করবে। আমরা সহজ সরল প্রথম পথ বেছে নিয়েছি। এখন আমাদের মোটা অনুভূতিতে এই সব জোক তাই খুব আনন্দ দেয়।
    বাবা এখন পুরোপুরি সুস্থ নন তবুও আগের মতোই পরিশ্রমী। নিজের অনেক ইচ্ছা আকাঙ্খা অপূর্ণ রেখে কষ্ট করে দুই ছেলেকে বড় করেছেন। আমরা এখন সংসারের কিছুটা ভার নিয়েছি। ৬৪ বছরের সাধারণ একজন এলআইসি এজেন্টের থেকে আয় কিছুটা বেশিই করি তবু যখন অফিসে বসের সামনে সব কথাতেই ইয়েস স্যার ইয়েস স্যার করতে হয় ক্লায়েন্টের অন্যায্য দায়বিদাওয়া হাসি মুখে মেনে নিতে হয় তখন ভাবি সারাজীবন চেষ্টা করেও বাবার মতো মাথা উঁচু করে চলা মানুষ হতে পারবো না।

  • r2h | 232312.171.4567.244 | ২৯ জুলাই ২০১৮ ১৩:৩৭377172
  • এই ছবিটা আমিও দেখেছি ফেসবুকে; অনেকটা এরকমই মনে হয়েছিল। বীমার এজেন্টদের নিয়ে হাসি ঠাট্টা একটা চালু জিনিস - কিন্তু আমাদের আশেপাশে অনেকেই এই পেশায় আছেন, তাঁদের খারাপ লাগবে কিনা আমরা ভাবিনা।

    অবশ্য সব পেশা নিয়েই টুকটাক হাসি ঠাট্টা চলে, অনেকেই সেগুলো সহজভাবে নেনও, নিজেরাও অংশ নেন; তবে খারাপ লাগার উপাদানও যথেষ্ট আছে।

    এই প্রসঙ্গে দুটো মনে পড়লো, আমাদের বাড়িতে দুটো গল্প খুব হতো; মুক্তিযুদ্ধের সময় আগরতলা/ ত্রিপুরা ক্রিটিকেল স্ট্র্যাটেজিক জায়গা ছিল, দু চারটে বোমাও পড়েছে, আমাদের বাড়িতেও একটা স্প্লিন্টার সযত্নে রাখা ছিল। তো, বলা হতো পাকিস্তান সেনাবাহিনী নাকি জরিপ বিভাগের তৈরী ত্রিপুরার সব ম্যাপ হস্তগত করে নিয়েছিল এবং ব্যাপক আক্রমণের ছক কষেছিল। কিন্তু সেসব ম্যাপ এতই ভুলভাল, যে সেগুলো কাজে লাগাতে গিয়ে ওরা পুরো ঘেঁটে যায়। আমার বাবা জরিপ বিভাগের কর্মী ছিল, আর ওদের ব্যাচটাই পূর্ণাঙ্গ ম্যাপ বানানো ইত্যাদি কাজগুলি করেছিল।
    আর খাওয়ার টেবিলে একটা জোক কমন ছিল, স্বর্গ আর নরকের মধ্যে সীমানা নিয়ে গোলমাল, কিন্তু স্বর্গের লোকজন মামলা করতে পারেনা। কারন সব উকিলই যে নরকে। আমার কাকা তৎকালীন খ্যাতনামা ক্রিমিনাল জাস্টিসের উকিলঃ)

    কিন্তু সেসব অন্য কথা। ব্যাপক হারে একটা পেশা নিয়ে তামাশা সমর্থনযোগ্য কিছু নয়। আমাদের দু'দশকের বীমার এজেন্ট সুনীলদা বলেন, এলাইসির এজেন্টরাই একমাত্র এমন পেশাদার যাঁরা সর্বদা ক্লায়েন্টের সমৃদ্ধি, সুস্থ্তা ও দীর্ঘজীবন কামনা করেন; হুট করে মরে গেলে যে পেআউট দিতে হবে! ভেবেচিন্তে মনে হলো ঠিকই তো!
  • DP | 2345.110.564512.24 | ২৯ জুলাই ২০১৮ ১৫:৫৬377173
  • ব্যক্তিগতভাবে এই জোকটার মধ্যে খারাপ কিছু খুঁজে পেলাম না। বীমার এজেন্সিও আর পাঁচটা পেশার মতই একটা পেশা এবং আর পাঁচটা পেশার মতই তাদের নিয়ে জোকও চালু আছে। টিনটিনের অনেকগুলো কমিক্সই বীমার এজেন্ট জুলিয়ানকে ছাড়া অসম্পূর্নই থেকে যেত। একইরকম জোক উকিল, শিক্ষক, ট্যাক্সি ড্রাইভার, অটোওয়ালা, ইত্যাদী সকলকে নিয়েই আছে। এই যুক্তি মানলে তাদের নিয়েও কোন জোক বানানো যাবেনা! আর কাউকে নিয়ে জোক বানানো মানেই তাকে ছোট করা নয়, তাহলে পরিচিত মহলে হাসি ঠাট্টাও উঠে যেত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন