এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • debalina | 60.24.91.146 | ২৭ আগস্ট ২০১৭ ১৫:৪০368194
  • ঝড় উঠেছে। হ্যারিকেন হার্ভি। কখনো ঘূর্ণিঝড়ের মেঘ লক্ষ্য করেছেন? খুব তাড়াতাড়ি পালিয়ে যেতে থাকে, যেন কেউ তাড়া করেছে। ঘূর্ণির চোখের যত কাছে থাকবেন, ততটাই তাড়াতাড়ি সরবে। এতো জানা কথা। ছবি, ভিডিও, সবেতেই তাই দেখায়। তবে হার্ভি আমার দেখা পঞ্চম ঘূর্ণিঝড়।

    ক্যাটরিনা প্রথম। লুসিয়ানা বিশ্ববিদ্যালয়তে সবে পড়তে ঢুকেছি। এক হপ্তা কেটেছে। ক্লাস শুরুর দু দিন আগে নিউ অর্লিন্সের ইস্কনের মন্দিরে গিয়ে জন্মাষ্টমী বা ওরকমই কিছু একটা অনুষ্ঠানে পেট পুরে ঘিয়ের লুচি আর সিমাইয়ের পায়েস খেয়ে এসেছি। কানাঘুষোয় প্রণবদা কে বলতে শুনলাম, ঝড় আসছে নাকি। কেউ কেউ বললো "ধুর, ওসব কিছু না, বৃষ্টি ফিষ্টি হবে। " কেউ কেউ বললো "দেখেছিস কিরকম ভয় দেখাচ্ছে সিটি থেকে ? বলছে পারলে বাড়ি ঘর ছেড়ে যেতে! যা জায়গা, চুরি হয়ে যাবে তো সব! সবে একটা টিভি কিনেছি ৫৬"!" সেই রাতে বুঝতে পারিনি। দু দিন পর শুনলাম প্রণবদারা ফ্যামিলি সুদ্ধু বাটন রুজ এসেছেন। সাথে ঝড় ও এসেছে। দেড় ঘন্টার রাস্তা ১২ ঘন্টা লেগেছে। ওনারা পৌঁছনোর পরপরই ক্যাটরিনা আছড়ে পরে ক্রিসেন্ট সিটিতে। তারপর বাকিটা ইতিহাস। প্রণবদা আর মালাদি রোজ একবার করে চেষ্টা করতেন মেটারিতে ওনাদের বাড়ি ফিরে যেতে। রোজ পুলিশের কাছে ফোন করতেন। রাস্তা খুলেছে? পুলিশ আর প্রশাসন তখন ব্যস্ত, আই-১০ এর ওপর বসে থাকা মানুষজনকে বাসে তুলতে, হেলিকপ্টারে করে হাসপাতাল থেকে এয়ারলিফট করে রুগীদের মারাভিচ বাস্কেটবল স্টেডিয়ামে স্টেজিং ত্রিয়াজে রাখতে। ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের ছাদের থেকে প্রথম বর্ষের তাতিয়ানাকে বাঁচাতে।

    তাতিয়ানা চেক রিপাবলিক থেকে সবে এসেছিলো ইন্টারন্যাশনাল ইকোনমিক্স পড়তে। ভাবতেও পারেনি হেলিকপ্টারে কোমরে দড়ি বেঁধে আকাশে ভাসবে। মেকশিফট নোঙ্গরখানায় থালা নিয়ে এক হাতা গরম ওটস খাবে। আমিও ভাবতে পারিনি, বিধস্ত আর ভয়ার্ত মানুষের গায়ের গন্ধ কিরকম হয়। পিট্ মারাভিচে গেছিলাম ভলান্টিয়ার করতে। পারিনি। অসুস্থ মানুষের সান্তনা দেয়ার কাজ পড়েছিল। ভাবতে পারেন? যাদের সব গেছে, শুধু প্রাণ আছে, তও কিছুক্ষনের জন্য হয়তো, তাদের সান্তনা দেবার জন্য লোক খুঁজছে সরকার? আমি পারিনি। কি বলবো? সব ঠিক হয়ে যাবে? ভয়ের গন্ধ কমে যাবে ওদের গা থেকে? মাথায়, গায়ে হাত বুলোতে বুলোতে আমি কেঁদে ভাসিয়েছি।

    পরের দিন তাতিয়ানার সাথে দেখা হয় একটা অন্য তাঁবুতে। আমাদের ঘরে তখন কারেন্ট নেই। তাই ঘরের বাইরেই কাটাই। তাতিয়ানাদের রেসকিউ করে তাঁবুতে নিয়ে আশা হয়েছে। ইমেইল চেক করতে গিয়ে জানতে পারি, কলেজ থেকে ভলান্টিয়ার চাইছে ঘরে এক্সট্রা বিছানা থাকলে হাউস গেস্ট (স্টুডেন্ট) নেয়ার জন্য। প্রতি পরিবারে একটা। আমাদের বিছানা ছিলনা। তবে তপনদার বাড়িতে ছিল। প্রণবদাদের বাদ দিলেও একটা ঘর ফাঁকা। তাতিয়ানা চলে আসে ওই বাড়িতে। স্নান করে উঠে সেই যে বিছানায় শুলো, টানা একদিন ঘুমালো।

    ইতিমধ্যে প্রণবদাদের এক সপ্তাহ পর পারমিশন দেয়া হলো ফিরে যাওয়ার। ৫৬" টিভি চুরি যায়নি। ঘরে জল উঠেছিল ৮৪", সব শেষ করে দিয়ে চলে গেছিলো স্টর্ম সার্জ। টিভিতে যাদের দেখেছেন, সেই হাইওয়েতে বসে থাকা কালো মানুষগুলিকে, মনে পরে? তাদের বাসে করে সরকার হিউস্টন নিয়ে এসেছিলো। সরকারি আবাসনে সরকারের পয়সায় থাকেন তারা। তাদের এই শহরে রেহাবিলিটেট করেছিল। কিছু মানুষ এই কলেজ স্টেশনেও এসেছিলো। তাদের গল্প আজকে আমার প্রতিবেশিনীর কাছে শুনলাম। উনি হাই স্কুল টিচার। সেই সর্বহারা বাড়ির বাচ্চাদের বুকে আগলে মনের কষ্ট বুঝে পড়িয়েছেন।

    মাসতিনেক পর নিউ ইয়ার্স ইভে আরেকটা পার্টিতে নিউ অর্লিন্স যাই। বাঙালিরাই উদ্যোগ নিয়ে করে। হয়তো বিভীষিকা ভোলার জন্য। যাদের বাড়ি ঘর জলে চলে গেছিলো, তারা তখন ভাড়া বাড়িতে। প্রচন্ড কুয়াশায় রাত্তিরে ফিরতে পারিনি, থেকে যাই প্রণবদাদের ফ্ল্যাটে। পরদিন সকালে লেভির ধারে ঘুরতে যাই। বিশ্বাস করতে পারবেন কিনা জানিনা, ওই ভয়ের গন্ধটা আবার পাই। একটা বিএমডব্লু ভাঙাচোরা তছনছ অবস্থায় পরে আছে। সুইমিং পুলে বাড়ির ভগ্নাংশ।আর বাড়ির বাইরে একটা মোটা X, তাতে চারটে খোপে লেখা। কজন মৃত, জীবিত, কুকুর মরেছে কিনা। ভাবতে পারেন? কুকুরেরও খোঁজ রাখে! আমার এক বন্ধু তার ডিঙি নৌকা নিয়ে এই সার্চ টিমে ভলান্টিয়ার করেছিল শুনেছিলাম।

    প্রণবদাদের বাড়ি ইন্সুরেন্স সারিয়েছিলো। তার পরেও $৫০,০০০ পকেট থেকে গেছে। সরকার কিছু সাহায্য করেছিল, $১৫,০০০ মতো। পরবর্তীকালে, মানে বছর ২ পর যখন ওই বাড়িতে গেছি, একটু ভয় করেছে। X এর ওপর ততদিনে রঙের প্রলেপ পরে গেছিলো। ওই X এ কোনো DOA ছিলোনা। সার্চ এন্ড রেসকিউ ৫৬" টিভিকে ধর্তব্যে ধরে না।
  • debalina | 60.24.91.146 | ২৭ আগস্ট ২০১৭ ১৫:৪৩368195
  • [url=

    [url=

    [url=

    [url=
  • debalina | 60.24.91.146 | ২৭ আগস্ট ২০১৭ ১৫:৪৪368196
  • [url=
  • debalina | 60.24.91.146 | ২৭ আগস্ট ২০১৭ ১৫:৫১368197
  • debalina | 60.24.91.146 | ২৭ আগস্ট ২০১৭ ১৫:৫৩368198






  • aranya | 83.197.98.233 | ২৮ আগস্ট ২০১৭ ০৬:৫১368199
  • ভাল লাগল
  • i | 147.157.8.253 | ২৮ আগস্ট ২০১৭ ০৬:৫৭368200
  • বাড়ির গায়ে X চিহ্ন , খোপে খোপে ডিটেইল্স ... আর শেষ ছবিটায় লাল দিয়ে লেখা ওয়ান ডগ ডেড...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন