এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রাজা হাতি ওড়াচ্ছেন 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০১ মার্চ ২০২৪ | ৪৮৬ বার পঠিত
  • রাজারা হাতি পুষতেন, আর এই যুবরাজ জামনগরে একটা আস্ত হাতির হাসপাতাল বানিয়েছেন। হাসপাতালের নাম ভ্যান্তারা। হাতি ছাড়াও, সেখানে লেপার্ড, কুমীর, সব মিলিয়ে খান চল্লিশ প্রজাতির চিকিৎসা হয়। তাদের জন্য বিশেষ অক্সিজেন থেরাপির ব্যবস্থা আছে। অত্যাধুনিক এমআরআই-টেমআরআই হয়। হাসপাতালটা খুব বড়ো নয়, মাত্র তিন হাজার একর। কত বড় যদি বুঝতে না পারেন, তো বলে দেওয়া যাক, এতে ১২ খানা লালকেল্লা ঢুকে যাবে। ন্যানোর জন্য সিঙ্গুরে যা জমি নেওয়া হয়েছিল, তার তিনগুণ। সবই রাজার ব্যাটার। শাজাহান যদি ​​​​​​​এত ​​​​​​​গরম ​​​​​​​দেখাতে ​​​​​​​পারতেন, ​​​​​​​তো ​​​​​​​এক ​​​​​​​লপ্তে, ​​​​​​​মনে ​​​​​​​হয় ​​​​​​​খানকুড়ি ​​​​​​​তাজমহল ​​​​​​​হয়ে ​​​​​​​যেত। 

    তা, এবার তাঁর বিয়ে। টাকা তো উড়বেই। তাই গান গাইতে দলবল নিয়ে মার্কিন মুলুক থেকে চার্টার প্লেনে উড়ে আসছেন গায়িকা রিহানা, যিনি সবচেয়ে বড় মার্কিন অনুষ্ঠান সুপারবোলে গান গেয়েছেন। শোনা যায় অ্যাপিয়ারেন্স ফিই ১৫-২০ কোটি টাকা। প্লেন, হোটেল জিনিসপত্র আনা-নেওয়া, তার খরচা কে জানে। থাকছেন বিল গেটস, মার্ক জুকারবার্গ, হিলারি ক্লিন্টন, গৌতম আদানি। বলিউড থেকে কিছু খুচরো নাচিয়েও ধরে আনা হচ্ছে, শাহরুক, সলমন, এইসব। এছাড়াও রামমন্দির যাত্রায় যাঁরা ভালো করে নেচেছেন, তাঁরাও লাস্ট বেঞ্চে বসতে পাবেন। এই অর্যব গোস্বামী-টোস্বামী আর কি। সবাই মিলে জঙ্গলের কস্টিউম পরে হাতির হাসপাতাল দেখতে যাবেন।  

    রাজা একজন গুজরাতি। কদিন আগেই তিনি গুজরাতি সম্মেলনে জনিয়েছেন, তিনি স্রেফ গুজরাতের উন্নতি করবেন। পয়সা পান কোথা থেকে? সর্বভারতীয় ব্যাংক থেকে যখন খুশি নিয়ে নেন। যেমন নেন আম্বানি। যেমন নেন অন্য জাতভাইরা। নীরব, ললিত, মেহুল। তারপর আর শোধ দেননা। কেউ বিলেতে চলে যান, কাউকে এমনিই দিতে হয়না। রাজার টাকা, রাজাই আবার ফেরত দেবে কি? আপনি ব্যাংক থেকে ধার নিতে গেলে পঞ্চাশটা ঝকমারি, টাকা দিতে না পারলে বাড়িতে পেয়াদা পাঠিয়ে দেয়. কিন্তু রাজাদের অন্য ব্যাপার। আপনি যে ফ্যাফ্যা পার্টি হয়ে জন্মেছেন, সে তো আর ওঁদের দোষ না। দোষটা আপনার জন্মের। কেউ তো রাজার ব্যাটা হতে বারণ করেনি। 

    তাই আপনি আগামী এক হপ্তা, বুড়ো আঙুল চুষতে চুষতে রাজার বিয়ের গপ্পো শুনবেন। রূপকথা যেমন হয়। মাঝেমধ্যে বলবেন, বাঙালিদের এরকম রাজা হবার ক্ষমতা নেই। কিন্তু একে কদাচ পুকুরচুরি বলবেননা। কারণ, এরকমই তো হবার কথা। তিনশো টাকা চুরি করলে গণপিটুনি, আর তিনলক্ষ কোটি টাকা নিয়ে নিলে ওটাই আইন। পাড়ার ছেলে পয়সা ওড়ালে ফুটানি, আর রাজারা হাতি ওড়ালে পুষ্পক রথ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2401:4900:3140:b4bb:74d0:61f0:e82e:121a | ০১ মার্চ ২০২৪ ০৯:০৩528934
  • কেউ আম্বানির চাটে , কেউ শাহজানানের চাটে। এটুকুই যা পার্থক্য! 
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:b3ac:3b1a:41e0:f287 | ০১ মার্চ ২০২৪ ১০:০৯528936
  • তবে টাকা মেরে বিদেশে যাওয়াটা বাঙালিও পারে। বিনয় মিশ্র একজন পথিকৃৎ বাঙালির মধ্যে।
  • aranya | 2601:84:4600:5410:f8f8:eb15:995:8091 | ০১ মার্চ ২০২৪ ২১:৩৪528955
  • জামনগরের কাছে কি জঙ্গল আছে? হাতিদের কোথা থেকে আনা হয়, এবং কিভাবে? 
  • r2h | 192.139.20.199 | ০১ মার্চ ২০২৪ ২২:০৬528956
  • হাতির হাসপাতাল ব্যাপারটা ইন্টারেস্টিং তো। এটা নিয়ে জানতাম না। তিন হাজার একরে কল কারখানা হোটেল রিসর্টে এইসবের বদলে এই হাতির হাসপাতাল হওয়ায় আশা করা যায় বন জঙ্গল গাছপালা থেকে যাবে। সাধারনত বড় ব্যবসায়ীরা শহর বন্দরে বেশি মন দেন।
    আমার ইন ফ্যাক্ট অনেকদিনই মনে হত, কত বড়লোক আছে পৃথিবীতে, একটা বিশাল বড় জায়গা কিনে যদি একটা জঙ্গল বানিয়ে ফেলে তাহলে কেমন হয়।
    কেমনে ব্যাটা পেরেছে সেটা জানতে।

    এর মধ্যে অন্য কোন মতলব থাকতেই পারে, আবার অনেক টাকা হয়ে গেছে এবার একটু হাতি হোক- এমনও হতে পারে। সে যাই হোক, তিন হাজার একর জুড়ে হাতির হাসপাতাল একটা চমৎকার ব্যাপার।
    আমার বাওবাব বাগান হলো না সে না হোক, কিন্তু আম্বানির পোলার হাতির হাসপাতাল হোক।

    অরণ্যদা, আগে এদিক ওদিক পড়েছিলাম পোষা হাতি, যাদের ভালো দেখভাল হয় না- তাদের গুজরাটের কোথায় একটা নিয়ে যাওয়া হচ্ছে। ত্রিপুরা থেকেও বোধহয় কিছু গেল। এই বনতারার ব্যাপারটা জানতাম না, এখন সৈকতদার লেখা পড়ে বুঝলাম এই হল ব্যাপার।

    রাজার বিয়ে প্রসঙ্গে মনে হল, চার্লস ডায়ানার বিয়েতে সানন্দায় প্রচ্ছদকাহিনী হল, কারা সব গেছিলেনও সাংবাদিকেরা, তারপর অ্যান্ড্রু সারা নিয়েও একপ্রস্থ।
    আর তারও আগে অরণ্যদেব আর ডায়ানার বিয়ে, সোনাবেলায় জেড পাথরের কুটির, সলোমন আর নেফারতিতি ডলফিন, হইহই ব্যাপার।
  • aranya | 2601:84:4600:5410:f8f8:eb15:995:8091 | ০১ মার্চ ২০২৪ ২২:১৫528957
  • আম্বানি-দের এই ছেলেটা শুনেছি সত্যি ই জীবজন্তু ভালবাসে। মানুষের হাসপাতাল হলে হয়ত আরও ভাল হত, কিন্তু আমি খুশী যে পশু দের জন্য এমন একটা হাসপাতাল হয়েছে। 
    বড়লোকেরা বিবিধ ভাবে টাকা ওড়ায়, কিছু টাকা যদি পশু হাসপাতালের জন্য খরচ হয়, সেটা ভাল, অন্তত মন্দের ভাল :-)
  • :|: | 174.251.162.96 | ০১ মার্চ ২০২৪ ২২:১৭528958
  • তা ছোটো বৌমা মানে আমাদের পাপ্পুর কাকীমারও তো এসব বিষয়ে আগ্রহ আছে। ওনাকে কি চেয়ার দেবা উচিৎ নহে? 
  • aranya | 2601:84:4600:5410:f8f8:eb15:995:8091 | ০১ মার্চ ২০২৪ ২২:২৬528960
  • শুধু হাতি নয় , ' হাতি ছাড়াও, সেখানে লেপার্ড, কুমীর, সব মিলিয়ে খান চল্লিশ প্রজাতির চিকিৎসা হয়'
     
    - দারুণ ব্যাপার। পাপ্পুর কাকীমা মেনকা কি এমন কিছু বানিয়েছেন ?
  • দীমু | 182.69.178.190 | ০১ মার্চ ২০২৪ ২২:৪৭528962
  • জীবে প্রেম করে যেইজন , সেইজন সেবিছে উনিজি
  • | ০১ মার্চ ২০২৪ ২৩:২৫528964
  • একক | ০২ মার্চ ২০২৪ ০২:০২528968
  • ইন্ডিয়াতে প্রায় দেড়শো সরকারি চিড়িয়াখানা আচে। ভেট ডাক্তার অপ্রতুল। নিয়োগ হয়না।  হলেও দেশি ভেট রা গরুর বাচ্চা বিয়োনোর বেশি অভিজ্ঞ নন। ট্রেনিং শুন্য। 
     
    এমতাবস্থায়,  এতোগুলো চিড়িয়াখানার ভেট সারভিস টেন্ডার কী বিপুল অঙ্কের কোন ধারণা আচে??  
     
    আর,  বেয়াক্কেলে ইনব্রিডিং এর ফলে বিলিতি পেট দের হাজারটা কনজেনিট্যাল ইস্যু ও তার চিকিৎসা সেই খুচরো বাজার তো রইলো ই। এই মূহুর্তে পেট মার্কেট বিশাল আপরাইজিং। 
     
    সফল ব্যাবসায়ীরা ব্যাবসা মাথায় রেখেই যা করার করে। এটা ছাতুবাবুর বুলবুলি ওড়ানো নয়। বিলিয়ন ডলার তুলে আনবে।  
  • r2h | 192.139.20.199 | ০২ মার্চ ২০২৪ ০৩:১৬528969
  • সেটা হলেও মন্দ না, যদিও বড়লোকি পশুপালন বা জমিদারের বিবাহযোগ্যা বেড়াল অন্যরকম ব্যাপার, মহেশ কালাপাহাড় আদরিনীদের তেমন উপকার হবে না।
    পোষ্য ব্যাপারটাও কেমন পাল্টে গেল। আগে বেড়ালছানারা ড্রেনের ধার থেকে এসে নিজেরাই পুষ্যি হত, আর কুকুরছানারা পথের ধার থেকে। আজকাল তো বিশেষ করে কুকুরদের জাতিভেদ খুবই প্রখর।
    সে যাই হোক।

    আমি ভাবছি হাতির হাসপাতালের পাশেই নাকি তৈল শোধনাগার আছে, ঐসব বিষয়ে কিছু ধামাচাপার ব্যাপার আছে কিনা।
  • Arindam Basu | ০২ মার্চ ২০২৪ ০৩:৪২528970
  • একক, "আর,  বেয়াক্কেলে ইনব্রিডিং এর ফলে বিলিতি পেট দের হাজারটা কনজেনিট্যাল ইস্যু ও তার চিকিৎসা সেই খুচরো বাজার তো রইলো ই। এই মূহুর্তে পেট মার্কেট বিশাল আপরাইজিং। 
     
    সফল ব্যাবসায়ীরা ব্যাবসা মাথায় রেখেই যা করার করে। এটা ছাতুবাবুর বুলবুলি ওড়ানো নয়। বিলিয়ন ডলার তুলে আনবে।  "
     
    চমতকার লিখেছেন।
    তবে ছাতুবাবুদের রেহাই দেবার কিছু নেই। এদের দেখানো পথেই তো চলা। 
    ২০২৪ এ দাঁড়িয়ে,  তিন বছর ধরে শুধু পশু বাজারের সূত্রে আর মানুষের লোভ আর ব্যবসার সূত্রে ভয়ঙ্কর অতিমারির পরেও যে মানুষের চৈতন্য হয়নি,  এর থেকে মর্মান্তিক আর একটা জিনিসই হয়। 
    ষষ্ঠ অবলুপ্তি! 
  • lcm | ০২ মার্চ ২০২৪ ০৪:৫১528971
  • যাহ! গুজরাটে হাতি, তবে যে বইতে পড়েছিলাম ভারতে একমাত্র সিংহ আছে গুজরাটের গির অরণ্যে। অবশ্য এখন একজনই গুজরাটি সিংহ, তিনি তো গুজরাটে থাকেন না।
  • :|: | 174.251.162.96 | ০২ মার্চ ২০২৪ ০৫:১৫528973
  • "হাতি ছাড়াও, সেখানে লেপার্ড, কুমীর, সব মিলিয়ে খান চল্লিশ প্রজাতির চিকিৎসা হয়" -- ব্যাপারটা শুদ্ধ শাকাহারীদের মধ্যে সীমিত রাখলেই ভালো হতো। যাগ্গে সিংহদের থেকে শিক্ষা ​​​​​​​নিয়ে হাতি নামকরণ বিষয়ে সতর্ক নিশ্চয়ই। প্লাস মেল ফিমেল ওয়ার্ড-ও নিশ্চয়ই ঠিকঠাক মেইন্টেন করা হবে। সময় মতো আরও উপদেশ দিয়ে যাবো। ফিরি। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন