এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কমলাকান্ত ও গরু পাচার

    Amit Chatterjee লেখকের গ্রাহক হোন
    ২২ অক্টোবর ২০২২ | ৬৯৬ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • কমলাকান্ত এবং গরু পাচার 

    অমিত চট্টোপাধ্যায়
     


    বিচারক- কমলাকান্তবাবু, আপনার নামে অভিযোগ আছে, যে গরু পাচারে আপনার গভীর ভূমিকা রয়েছে। 

    কমলাকান্ত- একেবারে ডাহা মিছে কথা হুজুর! গরু চার পা নিয়েই জন্মেছে, ওতে ঈশ্বরের ভূমিকা থাকতে পারে।পা-চারের ক্ষেত্রে আমার কোনও ভূমিকাই নেই। আমি ছোট থেকে দেখে এসেছি গরুর পা চার মানে চারটি পা। 

    বিচারক- সেই পাচারের কথা হচ্ছে না, এক দেশের গরু অন্য দেশে পাঠানো, সেই পাচারের কথা বলা হচ্ছে। 

    কমলাকান্ত: মাফ করবেন হুজুর আমি তো জানি যে কাউকে অন্য দেশে পাঠাতে গেলে পাসপোর্ট ও ভিসা লাগে এবং  সরকারি দপ্তরই তার ব্যবস্থা করে। তা সরকার আমাকে পাসপোর্ট ভিসা তৈরি করে অন্য দেশে গরু পাঠানোর দায়িত্ব দিয়েছে, এমন কাগজ তো এখনও হাতে পাইনি হুজুর! 

    বিচারক-  পাচার  মানে, গরুর দল রাতের অন্ধকারে জঙ্গল পেরিয়ে কাঁটাতার টপকে এদেশ থেকে বেআইনি ভাবে অন্য দেশে পাঠানো। এই পাচারের কথা বলছি। 

    কমলাকান্ত- মাপ করবেন হুজুর, আমি  রাতকানা মানুষ। রাতে চোখে ভালো দেখতে পাইনে তায় সন্ধ্যের পর একটু আফিমের নেশা করার অভ্যেস আছে। রাতের দিকে হাঁটতে গেলে আমার পা টলে। আপনার বিশ্বাস না হয় গাঁয়ের লোককে জিজ্ঞেস করে দেখুন, রাতে আমি চোখে কম দেখি কি না। এই তো সেদিন সন্ধ্যের দিকে ফুলির মা ভেবে পাশের বাড়ির বাসন্তীকে জড়িয়ে ধরেছিলুম। তা বাসন্তী জানত আমি রাতকানা তাই কিছু মনে করেনি। উল্টে আমার চোখে কম দেখার সুযোগে সে বেটি ফতুয়ার পকেট থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। রাতকানার সে যে কি দুগ্গতি! তা আমার মতো রাতকানা লোকের পক্ষে রাতের অন্ধকারে, একদল গরুকে পথ চিনে জঙ্গল পেরিয়ে, কাঁটাতার টপকে, পুলিশের চোখ এড়িয়ে, অন্য দেশে পাচার করা কি সম্ভব হুজুর ? 
    কেউ কি আমার নামে হুজুরের কাছে কোনো অভিযোগ দায়ের করেছে? যদি করে থাকে তো ওই ভুতো ই করবে। হিংসে বুঝলেন হুজুর হিংসে! আমার তারা মা কে সোনার হার নিবেদন দেখে, ভুতোও মাকে  সোনার হার চড়িয়েছিল, ওটা যে গিলটি করা, ধরে দিয়েছি, তাই এত হিংসে। জানে আমি হাঁপের রুগি, বুকে বাতাস কম যায়, তবু হিংসে করতে ছাড়বে না! 

    বিচারক- আহা! আপনি নিজে পাচার করেছেন সেকথা বলছিনা, লোকজন দিয়েও তো পাচার করাতে পারেন।

    কমলাকান্ত- সেদিন কি আর আছে হুজুর আবাগীর বেটাগুলো আজকাল কীসব ভাতাটাতা পেয়ে ধরা কে সরা জ্ঞান করছে! সব এক একটা নবাবপুত্তুর হয়ে উঠেছে। পয়সা দিয়েও ওদের দিয়ে কোনো কাজ করানো যায় না
    আগে একথালা পান্তা আর আলুর চোখা দিয়ে কত জমি চাষ করিয়েছি আর সেদিন বল্লেম নারকেল পাতা সুপারি পাতা পড়ে বাগানটা জঙ্গল হয়ে আছে একটু সাফ করে দিয়ে যা পয়সা তো দেবই উপরি পাতাও তোর। তবুও কুঁড়ের বাদশাগুলোর কাউকে রাজি করাতে পারলুম না!
    আর আপনি বলছেন আমার কথায় এদেশের গরু ঠেঙাতে ঠেঙাতে ওরা অন্যদেশে নিয়ে যাবে? আপনি নিজে একবার চেষ্টা করে দেখুন হুজুর, পারলে আমার নামে কুত্তা পুষবেন। তবে হুজুর যদি গরুর দেহাংশ পাচারে আমার ভূমিকা আছে কি না জানতে চান, তাহলে বলব তা কিঞ্চিৎ আছে। 

    বিচারক- মানে আপনি গরুর দেহাংশ পাচারেও যুক্ত! 

    কমলাকান্ত- তা একরকম বলতে পারেন হুজুর। আমি যেবার বাংলাদেশে বেড়াতে যাই ফেরার সময় আত্মীয়র বাড়ি থেকে একটা শিং-এর তৈরি যশোরের চিরুনি ভুল করে মালপত্রের সঙ্গে বাড়িতে নিয়ে আসি। তবে সেটা গরুর না মোষের সিংয়ের, তা আমার জানা নেই হুজুর। তবে সেটি অনিচ্ছাকৃত পাচারে আমার ভূমিকার কথা অস্বীকার করি কি করে হুজুর!

    বিচারক - (বিষম খেয়ে), অর্ডার অর্ডার! এই মামলা আজকের মতো এখানেই মুলতুবি করলাম। এর পরের ফেব্রুয়ারী মাসের ঊনত্রিশ তারিখে পরের শুনানির দিন ধার্য হল।
     
    ছবি -  রমিত চট্টোপাধ্যায়
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তমাল মুখার্জি | 202.142.106.23 | ২৪ অক্টোবর ২০২২ ০৮:৫৬513132
  • সাধু, সাধু। 
    বেশ ভালোই লেগেছে। সুচারু ভাবে রাজনীতি কে ছুঁয়ে গেছেন। আরো নতুন কিছুর অপেক্ষায় রইলাম। 
    আঁকা টাও মজাদার হয়েছে। কমলাকান্ত আরেকটু মোটা হলে বেশি মানাত।
  • Amit Chatterjee | ২৪ অক্টোবর ২০২২ ১৪:৪৩513145
  • আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আরো লেখা পোস্ট করার অনুপ্রেরণা পেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন