এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • তাহলে, কি হেরে গেলেন নুসরত!

    বন মানুষ লেখকের গ্রাহক হোন
    ১৬ সেপ্টেম্বর ২০২১ | ১১৯১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • যাক্, অবশেষে জানা গেল। এ বার রাত্তিরে একটু ঘুম হবে। এতদিন নুসরতের সন্তানের বাবা কে ভাবতে ভাবতে চোখের তলায় কালি পড়ে গিয়েছিল। সিগারেটের পর সিগারেট। হাউজ ফিজিসিয়ানকে বলে কয়ে ঘুমের ওষুধও খাওয়া শুরু করেছিলাম। শুভশ্রীর সন্তান হওয়ার সময় এমনটা হয় নি। করিনার প্রথম সন্তান তৈমূরের নাম শুনে ভীষণ উদ্দীপনা ছিল, এতটাই উদ্দীপনা যে পানের পিক ফেলে ফেলে ফেসবুকের দেওয়াল রঙিন করে দিয়েছিলাম। সে এক দিন ছিল! কিন্তু নুসরতের বেলায় এতটাই টেনশন হচ্ছিল বলে বোঝানো যাবে না। নিজের সন্তানের বাবা হওয়ার সময় এত টেনশন ছিল না। আজ বিন্দাস, নুসরতের সন্তানের বাবার নাম জানলাম। বাবার নাম হিন্দু জেনে আরও খুশি হলাম। যাক পিতৃপরিচয়ে ছেলে বড় হবে। এ কম বড় কথা!

    যে দিন প্রথম শুনেছিলাম, বিজনেসম্যান নিখিল জৈনের সঙ্গে প্রেম করছে নুসরত, সে দিন থেকেই খটকা ছিল। হিঁদুর ছেলের সঙ্গে প্রেম! হোক না নিখিলের ধর্ম জৈন, বৃহত্তর হিন্দুত্বের পার্ট একটা। জানতাম সে বিয়ে টিকবে না। কী নাটক! ধুমধাম করে বিয়ে, শাখা সিঁদুর পরে সংসদে শপথ গ্রহণ। একদম লাল টুকটুকে বউ। রথের দড়ি টানায় শিহরত হয়েছিলাম। সেকুরা সে দিন গদগদ হয়েছিল বটে। ফেসবুকে পই পই করে বলেছিলাম, সব নাটক। মিলল তো! নিখিলকে কাটাতে নুসরত বলেই ফেললেন, বিয়েই হয়নি তাঁদের। ছ্যা ছ্যা লজ্জা লজ্জা।

    এর পর তো নাটকের ক্লাইমেক্স! জানা গেল নুসরত মা হতে চলেছেন। বাংলা সিরিয়ালের আদর্শ স্ক্রিপ্ট। প্রাক্তন স্বামী বলছেন, মা হওয়ার বিষয়ে তিনি অবগতই নন। গত ছয় মাস তার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাহলে? তাহলে? তাহলে? ‘বন্ধু’ যশই কি…. নাকি অন্য কেউ! সেলিব্রেটি বলে কথা...সারোগেসি নয় তো...কে জানে, এরা তো!...হিঁদুর মেয়ে হলে এতক্ষণে গঙ্গায় ঝাঁপ দিত...অন্তত কলসি-দড়ি তো ঝুটতই। এ রহস্য আর নেওয়া যাচ্ছিল না। বাবা কে এইটুকু জানতে সিরিয়ালে খুব জোর দু’সপ্তাহ টানত...আর এখনও তিন মাস! ফেসবুকে হন্যে হয়ে বাবা খুঁজেছি। শেষমেশ মানসিক অবসাদে চলে গিয়েছিলাম।

    যাক, আজ শান্তি! নুসরত এতদিনে একটা কাজের কাজ করেছে। বিতর্কটা কোথায় ছিল! একজন মুসলিম মেয়ে নিজের সন্তানের পিতৃপরিচয় গোপন করে গর্ভে লালন করছেন। কার ঔরসজাত সন্তান বলতে নারাজ তিনি। এ সমাজের রীতিনীতির তোয়াক্কা না করে দিনের পর দিন নিজেকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। বেপরোয়া বললে কম বলা হবে। কারোর কারোর কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। অক্সিজেন পাচ্ছিলেন সিঙ্গল মাদাররা। পুরুষশাসিত সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে হন হন করে এগিয়ে যাবে মানা যায় না। জানতাম, সে আঙুল একদিন ফুলে কলাগাছ হবেই!

    নুসরতের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিতর্কের পারদ আরও উপরে ওঠে। আশীর্বাদ করা তো দূরস্ত, সন্তানের বাবা খুঁজতে বিদ্রুপের বন্যা বইছিল ফেসবুকে। এ বার জানা গেল যশ দাশগুপ্তই তাঁর বাবা। শান্তি! পিতৃপরিচয়ে বড় করার পথে হাঁটলেন নুসরতও। ভয় ছিল, যদি নিজের পরিচয়ে সন্তানকে তুলে ধরতেন নুসরত! নিন্দুকেরা বলছেন, কফিনের শেষ পেরেকটুকু মারতে পারলেন না নুসরত। শুধু তো সন্তানেরই জানা উচিত ছিল তার বাবা কে? এতদিন যখন নিজের পরিচয়ে গর্ভে সন্তান লালন করতে পারলেন, ভূমিষ্ঠর পর কি পালন করতে পারতেন না! যশ নিজের সন্তানকে পেয়েছেন, এর থেকে তাঁর ব্যক্তিজীবনে আনন্দ আর কী হতে পারে! মায়ের পরিচয়ে সন্তান বড় হলে যশও দৃষ্টান্ত স্থাপন করতেন! অন্তত এই পুুরুষতান্ত্রিক সমাজে!

    ও সব আঁতেলদের কথা বাদ দিন। তবে, আজ যেন ফেসবুক একটু খাঁ খাঁ করছে। আর কোনও খবর নেই। একি মনের ভিতর কী যেন উঁকি মারছে? অ্যাঁ.. খাতায় কলমে শুধু বাবা.. কী... ডিএনএ পরীক্ষা!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ১৭ সেপ্টেম্বর ২০২১ ০৭:৩৪498237
  • নাটক শ্যাষ!?  বাঙালি অহন কী লইয়া থাকবো? :/ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন