এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  পড়াবই  বই পছন্দসই

  • বিংশ শতকের বাংলার ‘হার স্টোরি’

    জয়া মিত্র
    পড়াবই | বই পছন্দসই | ২০ জুন ২০২১ | ২৫০৬ বার পঠিত
  • একেবারে আধুনিক উপন্যাসের লক্ষণে গল্পের সঙ্গে গাঁথা আছে রান্নাবাড়ার খুঁটিনাটি, রাজনৈতিক খবরাখবর। পুরুষের চোখে দেখা ইতিহাসের ভাঁজ খুলে তার ভেতর থেকে মেয়েদের ইতিহাসের টুকরোগুলো সযত্নে আলাদা করে দেখা। পড়লেন জয়া মিত্র



    ‘History’-কে ভেঙে তার মধ্যে থেকে ‘Herstory’, পুরুষকথিত, পুরুষের চোখে দেখা ইতিহাসের ভাঁজ খুলে তার ভেতর থেকে মেয়েদের ইতিহাসের টুকরোগুলো সযত্নে আলাদা করে দেখা। ইতিহাসকে এই নতুন দৃষ্টিতে অনুসন্ধান, আরও বহু অধিকার-প্রচেষ্টার মতোই, শুরু হয়েছিল আফ্রো-আমেরিকান মেয়েলেখকদের হাতে। স্বভূমি থেকে নিজের সংস্কৃতি থেকে উপড়ে আনা, ক্রীতদাস জীবনের লাঞ্ছনার দীর্ঘ কাহিনি আর তা থেকে বেরোবার জন্য, পালিয়ে বাঁচার মুক্তি-আকাঙ্ক্ষাই হয়তো এঁদের নিরন্তর প্রেরিত করেছে আত্ম-অনুসন্ধানে। শেকড়ের খোঁজে। নিজের ইতিহাস খুঁজতে গিয়ে পুরোনো উপাদানগুলোকে নতুন আলোয় আবার পরীক্ষা করে দেখা—সেই অনুসন্ধান থেকেই এই ‘হার স্টোরি’র উপাখ্যান। সাহিত্যে সে কাজ শুরু হয়েছে তাও প্রায় চার দশক হল। আজকে সমগ্র সাংস্কৃতিক বিশ্বেই সেই প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে। বাংলাও ব্যতিক্রম নয়।

    বেদনার যে নিজস্ব অনুভব, তার অভাবে সেই খুলে দেওয়া পথে এসেছে আরও কিছু কিছু ব্যাখ্যান। পিতৃতান্ত্রিক দৃষ্টিতে ব্যক্তি, পরিবার, সমাজের ভাষ্য রচনার বিপরীতে পিতৃতান্ত্রিকতার বিরোধী হতে গিয়ে সত্তর-আশি-নব্বইয়ের দশক থেকে বিশেষত গল্প-উপন্যাস রচনায় দেখা দিল সহজ এক ‘পুরুষবিরোধিতা’র ঝোঁক। পাঠকসাধারণের মধ্যে কিছুটা জনপ্রিয়তাও পেয়েছিল তা। একটা বড়ো কারণ হয়তো এই যে ওই রচনা ও ভাবনার বাদী স্বর রয়ে গেল ‘বিরোধিতা’ই। তার মধ্যে নাটকীয়তা কিছু বেশি থাকে, ঝাঁঝ থাকে। পিতৃতান্ত্রিকতা আর পুরুষ যে এক নয়, সেই বাস্তবতা কিছুটা অস্পষ্ট হয়েই রইল। গত শতকের নব্বইয়ের দশক থেকে বাংলায় সেই ‘আমরা লাঞ্ছিত, পুরুষ ভিলেন’ গল্প-উপন্যাসের সংখ্যা কম নয়। তার পেছনে আন্তর্জাতিক কিছু ক্ষমতার খেলাও আছে, যা এই লেখনের বিষয় নয়।

    সরাসরি পিতৃতান্ত্রিক দৃষ্টির লেখা আর ‘মেয়েরা লাঞ্ছিত’ লেখা যা ক্রমশ মেয়েদের সেই মুক্তির ভাবনায় চলে যায় যাকে পুরুষতন্ত্রও ‘মুক্ত জীবন’ বলে দেখিয়েছে, তার বাইরে একটি তৃতীয় ধারাও আছে, সৌভাগ্যবশত। সেটি অনেকখানি সচেতন ভাবনার ফসল। সেটি অতখানি সরলীকরণে আস্থাবান নয়। এই অপেক্ষাকৃত পরিণত চিন্তাধারা নারীপুরুষের মিলিত সমাজকেই দেখে, এর দৃষ্টির স্থিতিটি ভিন্ন-পুরুষের দেখা না দেখে এই সাহিত্য সমাজের ইতিহাসকে দেখে মেয়েদের স্থিতিবিন্দু থেকে। একেবারে সমকালীন বাংলা গদ্যে গৌরী ধর্মপাল, অনিতা অগ্নিহোত্রীর মতো আরও কয়েকজনের লেখায় এই ধারাটি যথেষ্ট পরিণত হয়ে কিছু পাঠকের তৃষ্ণা মেটাচ্ছে। পূর্ণা চৌধুরীর ‘পূর্ণলক্ষ্মীর একাল-সেকাল’ নামের ছোটো উপন্যাসে এই দৃষ্টিবিন্দুটির সচেতন প্রকাশ পাওয়া গেল।



    মিটিং অ্যাট দ্য স্টেয়ারকেস। শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর


    বিংশ শতাব্দীর শুরুতে দার্জিলিং-এ বসবাসকারী আধা মেমসাহেব মা আর অত্যন্ত উদারমনস্ক শিক্ষিত অভিজাত বাবার সন্তান পূর্ণলক্ষ্মী ঢাকায় জেঠিমা জ্যাঠামশায়ের সংসারে লালিত। জ্যাঠামশায়ের ব্যবস্থাপনায় পূর্ণলক্ষ্মীর বিয়ে হয় একান্নবর্তী এক অভিজাত পরিবারে যাঁদের পুত্র কলকাতায় আইন পড়ে, মেসে থাকে ও উপেন বোনার্জির বক্তৃতা শুনতে যায়। ‘১৯১৪ সালের ঢাকা শহরে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে’ (পৃষ্ঠা ১০)। কয়েক বছর পরে স্বামীর সঙ্গে কলকাতায় এসে নাগরিকতায় স্থিত হওয়া, লেখাপড়ার ঝোঁকে বাধা না-পাওয়া বধূ বিরাট সংসার সামলেও অবসর জোগাড় করেন দৈনিক খবরের কাগজ থেকে রাজনৈতিক আন্দোলনের খবর পড়বার। আলোড়িত হবার। একদিকে খুড়শাশুড়ির ছায়ায় অন্যদিকে শহরের উদ্দাম স্রোতে বহমান দেওরদের টানাপোড়েনে গাঁথা সংসার। সেই প্রকাণ্ড দুই মহলা বাড়িতে আঁশ নিরিমিষ দুই হেঁসেলে ঊনকোটি রান্না—কর্তার রাত্রিভোজের লুচি আর ক্ষীর থেকে বাড়ির ‘গিন্নি’দের জন্য বিখ্যাত ‘আলু বেগুন বড়ি দিয়ে বোয়ালমাছের ঝোল তাতে আদাবাটা আর টাটকা কাঁচালঙ্কা। পাথরের ‘জামবাটি’তে ঢেলে সারারাত ছাদে রেখে সকালবেলা সেই জমাট ঝোল দিয়ে খাওয়ার জাউভাত’ (পৃষ্ঠা ১৫)। বাড়িভরতি দেওরদের গতায়াত দিয়ে ত্রিশের দশকের নগর কলকাতাকেও বেশ দেখা যায়। ১৯৩৩-এ দেওরদের একজন সাহেব মারতে গিয়ে শহিদ, আর-একজন ১৯৩৪-এ রেকর্ডের গানে পাগল। কমলা ঝরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে গান শোনার আশায়। থিয়েটারপাড়ায় দেখা যায় তাকে। কলকাতায় ১৯৪০-৪২ সাল। সশস্ত্র বিপ্লবের স্বপ্ন-দেখা বাঙালি। গুপ্ত স্বদেশিভাবনার বিরাট উকিল। অভিজাততম পরিবারের মহিলাদের যোগদান। তখনও ‘জপে বসা হিন্দু-বিধবার গায়ে হাত’ দিত না সাহেবিরাজের পুলিশ। পূর্ণলক্ষ্মী ভরা সংসার সামলাচ্ছেন। কালে কালে নয় ছেলেমেয়ের জননী। বয়স্কা। তাঁর চোখ দিয়ে সময় দেখাচ্ছেন আধুনিক ভাবনার সচেতন লেখিকা।

    একেবারে আধুনিক উপন্যাসের লক্ষণে গল্পের সঙ্গে সমান তালে গাঁথা আছে রান্নাবাড়ার খুঁটিনাটি, দেশের রাজনৈতিক খবরাখবর। দেওয়া আছে সালতারিখের হদিস। আছে প্রবাদ, ছড়া, খনার বচন, ব্রতকথা। প্রবাদের ছড়াগুলিতে হয়তো প্রায়ই এক-দুটো বিচ্যুতি কিন্তু সেসবে খুব একটা আসে যায় না। আবহাওয়াটি তৈরি হয়ে ওঠে। সময় যায়। মা, খুড়শাশুড়ি জ্যাঠামশাইকে নিয়ে পূর্ববর্তী এক প্রজন্মের পর নিজের সন্তানদের তৃতীয় প্রজন্ম পার করেন লেখক পূর্ণা চৌধুরী। চুয়াল্লিশ বছর বয়সের নবম সন্তানের পাশাপাশি দেখা দেয় চতুর্থ প্রজন্ম—দৌহিত্রী। বয়সের শ্লথতায় ক্লান্তিকালে যার কাছে ইতিহাস রেখে যান পূর্ণলক্ষ্মী। সত্তর দশক আসে। যায়। ‘লাহিড়ীবাড়ি’তে মেম বউ আসে, ইতুপুজোও চলতেই থাকে, যে ইতুর মন্ত্রে ধরা আছে সাধারণ বাঙালি মেয়ের সব সাধ আর সব ভাবনা। ফাঁকে ফাঁকে গাঁথা থাকে বেয়াল্লিশের আগস্ট আন্দোলন, রবীন্দ্রনাথের মৃত্যু, গান্ধির মহত্ত্ব। সব গুছিয়ে রেখে পরিপূর্ণ সংসারের মাঝখান থেকে পরিণত বয়সেই চলে যান পূর্ণলক্ষ্মী। কোনো কোনো পাঠকের মনে পড়ে যেতে পারে বাংলার একটি ইতিহাস তৈরি করা উপন্যাসের শেষে ভরা সংসারের মাঝ থেকে ভ্রমরকাঠের পালঙ্কে শুয়ে চলে যাওয়া এক মধ্যবয়সিনীর কথা, যার নাম ছিল সুবর্ণলতা!

    অত্যন্ত স্মার্ট নির্মেদ লেখনীর একশো তেতাল্লিশ পৃষ্ঠায় বিংশ শতাব্দীর আধুনিক ইতিহাসের লেখন—প্রথম বিশ্বযুদ্ধ থেকে সত্তরের দশক এক মেয়ে থেকে মধ্যবয়সিনী হয়ে ওঠা মানবীর ঘরের ভেতর থেকে দেখা। বড্ড কি দ্রুত দেখা ওপর ওপর থেকে? আধুনিকতার প্রবল উত্থানের এক অতি ঘটনাবহুল শতককে একবারে তরতর করে পড়ে ফেলার মাপে আঁটাতে গেলে একটু দ্রুতি তো হবেই। এই সুপারসোনিক স্পিডের যুগে যখন ছ-ঘণ্টায় পৃথিবী এপারওপার করা যায়! চমৎকার ঝরঝরে ভাষা। চমৎকার এডিটিং। যাকে এককথায় বলে ‘আনপুটডাউনেবল’। সুন্দর মলাট, ভালো কাগজ, চমৎকার ছাপা। তবে মুদ্রণপ্রমাদের ব্যাপারে পরের সংস্করণে প্রকাশক নিশ্চয়ই আর-একটু সতর্ক হবেন।




    পূর্ণলক্ষ্মীর একাল-সেকাল
    পূর্ণা চৌধুরী
    ধানসিড়ি
    মুদ্রিত মূল্য : ২০০ টাকা
    প্রাপ্তিস্থান: কলেজস্ট্রিটে দে'জ, দে বুক স্টোর(দীপুদা)


    বাড়িতে বসে বইটি পেতে হোয়াটসঅ্যাপে বা ফোনে অর্ডার করুন +919330308043 নম্বরে।


    গ্রাফিক্স: মনোনীতা কাঁড়ার
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • পড়াবই | ২০ জুন ২০২১ | ২৫০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.202 | ২৩ জুন ২০২১ ১১:৫৬495226
  • বিষয়টা দেখে আর গগন ঠাকুর দেখে চোখ আটকালো। গুরুচন্ডালিতে আজকাল পেশাদারী মানের ভালো রিভিউ হয়। সিনিয়র রা লেখা দ্যান , সেটা আমার ভালো ই লাগে, প্রতিভাবান কিসোর কিসোরী আর পোশায় না :-))) 


    পাঠ অভিজ্ঞতা নামক একটা বোকা বোকা জিনিস হয়েছে, সেটাও বিরক্ত লাগে। 


    তবে কোনো লেখাকে কেউ , তাঁকে যত সম্মান ই করি না কেন,  স্মার্ট , নির্মেদ , তার পরে তরতরে , জলের মত ইত্যাদি বললেই সেই আলোচিত লেখা আমার আর পড়তে ইচ্ছে করে না। স্মার্টনেসের চোটে জগত যেহেতু অন্ধকার। আমি বিভিন্ন ধরণের ল্যাদানে গদ্যের পক্ষে আজকাল, শুধু ফিকশনে না, সর্বত্র , পৃথিবীর সবকিছুকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বা ব্যাপক বুদ্ধিমান গ্রাফিক ইত্যাদি  বিজ্ঞাপণ টাইপ হতে হবে এরকম কোন নিয়ম থাকার কথা না:-) 


    তবু ধানসিঁড়ির বই, কলেজ স্ট্রীটে এঁদের মত প্রকাশক তো বেশি নেই,  প্রচুর কাজ করেন, ওঁদের কাজ ও বাছাই ভালো লাগে, শুধু সেই কারণেই হয়্তো সুযোগ হলে পড়বো। বা অন্তত নেড়ে দেখবো। 

  • Siddhartha Mukherjee | ০১ জুলাই ২০২১ ১৩:৩৭495508
  • অনবদ্য ! 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন