এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.242.23 | ০৬ মে ২০২১ ০৮:২৫105568
  • করোনাকালিন খাওয়ার জোগান আর ডোলকেন্দ্রিক ভোটের রাজনীতির ফারাক করতে না পারার মত অমানবিক শিক্ষিত অতিচালাক লোকের অভাব নেই দেখছি।

  • বিবেক | 65.49.2.172 | ০৬ মে ২০২১ ০৮:৩০105569
  • মাস্টারমশাই আইটি সেলের কাছে নিজেকে বিকিয়ে দিলে এরকম ভংকর পরিণতি হয়। 

  • সকাল সকাল | 2620:7:6001::171 | ০৬ মে ২০২১ ০৮:৩৩105570
  • সকাল সকাল হতেই শুরু হয়ে গেছে, - অতিমানবিক, অশিক্ষিত, অতিচালাক -- খ্যামটার আড়াল থেকে গালি নিক্ষেপ --- এরপর লোকের কাছে আবার কাঁচা শুনবে -- আবার আমায় গাল দিল বলে নাকিকান্না কাঁদতে বসবে 

  • PT | 203.110.242.23 | ০৬ মে ২০২১ ০৮:৪১105572
  • খোলা নর্দমারা এক্কেবারে দল বেঁধে হাজির!!

  • ব্যা | 72.52.87.174 | ০৬ মে ২০২১ ০৮:৪১105571
  • ও কিছু না। আমাদের মাস্টারমোশাই আইটি সেলের থেকে কতো ইনকাম করে জানো তো? স্যার এর অনুগত চেলারা গালি হজম করার জন্য আলাদা ক্লাসে ভর্তি হয়। দেখছোনা এর চামড়া কতো মোটা? 

  • IIT | 2a0b:f4c0:16c:14::1 | ০৬ মে ২০২১ ০৮:৪৫105573
  • নিজেকে ঢাকা নর্দমা প্রমাণ করতে সদাব্যস্ত অদ্বিতীয় অধ্যাপকের অভাব একেবারেই নেই।

  • ঢক্কন | 65.49.2.172 | ০৬ মে ২০২১ ০৮:৪৯105574
  • ওর ঢাকনা খুলে গেলো যে। এবার কি ওকে আইটি সেলের লোকেরা পাত্তা দেবে? নাকি ডবল খাটুনি খাটাবে?  

  • PT | 203.110.242.23 | ০৬ মে ২০২১ ০৮:৫৭105575
  • করোনাকালিন খাওয়ার জোগান আর ডোলকেন্দ্রিক ভোটের রাজনীতির ফারাক করতে না পারার মত অমানবিক শিক্ষিত অতিচালাক লোকের অভাব নেই দেখছি।

  • মানবিক | 74.82.60.193 | ০৬ মে ২০২১ ০৯:০৩105576
  • পোস্ট রিপিট করলে কি আইটিসেল থেকে পয়সা দেবে? অতিচালাক মাস্টারমোশায়েরা ভেবে দেখুক।  

  • PT | 203.110.242.23 | ০৬ মে ২০২১ ০৯:১২105577
  • "বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১০২ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হল ৯ লক্ষ ১৬হাজার ৬৩৫। পাশাপাশি, গত কয়েক দিনের মতোই কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি।এর জেরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ছাপিয়ে গিয়েছে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির মতো জেলায় দৈনিক সংক্রমিতের সংখ্যা নশো ছাপিয়ে গিয়েছে। নদিয়া এবং পশ্চিম বর্ধমানেও আক্রান্তের সংখ্যা নশোর কাছাকাছি।

    মঙ্গলবারের মতো বুধবারও রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৩ জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ২৭ এবং কলকাতায় ২৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যে করোনায় প্রাণ হারালেন মোট ১১ হাজার ৮৪৭ জন।"

    আমি জানি যে এখানে যারা উল্লাসের সঙ্গে নর্দমার পাঁক ও দুর্গন্ধ ছড়াচ্ছে তাদের খাওয়ার চিন্তা নেই। কিন্তু যারা আগামী ১৫ দিন লোকাল ট্রেনে করে শহরে কাজ করতে আসতে পারবে না গ্রামে-গঞ্জে ৫ টাকার ডিমভাত, ভোটের ঢপ না হলে তাদের বাঁচিয়ে রাখতে পারে।

    আপাততঃ এত বিভৎস মজা নাই বা করলেন। পিটিকে দুরমুশ করার সময় তো পালিয়ে যাচ্ছে না।

  • নর্দমা | 65.49.2.90 | ০৬ মে ২০২১ ০৯:১৭105578
  • এই উপদেশ কি মাস্টারমোশাই নিজের প্রভুদের দেবেনা? শুধু উস্কানিমূলক পোস্ট করে পরোক্ষে দাংগায় মদত দেবে? কটা টাকার জন্য বিভৎস মজা করেই যাবে? নাহয় ​​​​​​​একবার ​​​​​​​নর্দমায় ​​​​​​​পড়েই ​​​​​​​গেছে, তাই ​​​​​​​বলে ​​​​​​​কি পাঁক ​​​​​​​থেকে ​​​​​​​মুক্তি ​​​​​​​পাওয়ার ইচ্ছেটাও ​​​​​​​চলে গেছে? এতো ​​​টাকার ​​​​​​​লোভ? ​​​​​​​

  • ক্যাঁৎক্যাঁৎ | 2a0b:f4c0:16c:14::1 | ০৬ মে ২০২১ ০৯:৫৯105582
  • পাঁকবাবু ভিক্ষান্ন টিক্ষান্ন বলার বীভৎস মজা থেকে বেরোলেন এও অনেক। তবে পাঁককে দুরমুশ করে লাভ তেমন হয় না।

  • লেবু | 2405:8100:8000:5ca1::5f7:c1b8 | ০৬ মে ২০২১ ১০:০৫105583
  • ওরে তন্ময়, ওরে পাগল রে - তুই এই বছরের পর বছর ধরে লেবু কচলে যাচ্ছিস, এই নিয়ে লোকজন যে তোকে এত আওয়াজ মারে, দেখলে পালিয়ে যায় - ঐ আসছে মমতাফোবিক সুইডিশফ্যান লাল্লু - ওরে এসব বন্ধ কর, একটু রেস্ট নে রে, একটু রেস্ট নে, বয়েস তো হচ্ছে - - বরং, এই নে, এটা শোন --

  • PT | 203.110.242.23 | ০৬ মে ২০২১ ১০:১১105586
  • ইনি কোনকালে বিহারে ক্ষমতা দখল করলে তখন ওঁর গপ্প শুনব। লালুর হাত না ধরলে উনি কতদিন ভেসে থাকবেন সেটাও দেখার।

  • আইটিসেল | 64.62.219.96 | ০৬ মে ২০২১ ১০:১৩105590
  • পাঁক মাস্টারের গল্প শুনতে চাই।  

  • হরি হরি | 2405:8100:8000:5ca1::350:f786 | ০৬ মে ২০২১ ১০:১৮105591
  • টইয়ের বিষয়ঃ ভোটোত্তর মারামারি দেখিয়ে রাষ্ট্রপতি শাসন জারির আশঙ্কা


    পাঁকমাস্টারঃ আমার জেলায় মা ক্যান্টিন খোলা হয়নি কেন?


    অতিচালাক বিষয়ে বাংলা প্রবাদটা মনে পড়ে যায়।

  • PM | 118.179.121.122 | ০৬ মে ২০২১ ১০:২০105592
  • পিটি কি চ্যাট বট এর সাথে সংলাপ চালাচ্ছেন ?:)

  • PT | 203.110.242.23 | ০৬ মে ২০২১ ১০:৩০105593
  • এই নর্দমাবাবুরা যাকেই জাপটে ধরেছে তিনিই গেছেন।

    চারুবাবু, কিষেণজী ইত্যাদির তালিকা দীর্ঘ। তারপর ৩৪ বছরের নকল বামে ক্লান্ত হয়ে মাণিককে আঁকড়ে ধরেছিলেন এনারা। মাণিক জমি না নিয়ে, শিল্পায়ান না করেই ক্ষমতাচ্যুত হয়েছেন ত্রিপুরায়।

    এবার দীপংকর গুরুঠাকুর হয়েছেন। ইনি একহাতে লালু আর অন্যহাতে কংগ্রেসকে ধরে ভেসে উঠেছেন সবে। সম্ভব্তঃ পব-র একলব্য শিষ্যদের অতি-উল্লাসে অকালেই ইনি বিনাশ হবেন। বাবাসকল সুসির মত আসল বামের অবস্থা দেখুন পবতে!! তিনোর স্নেহচ্ছায়ায় কিছুদিন ভেসে ছিল। তারপর?

    বাকি রইল কেরালা। ভাষাটা জানেনা বলে বা দূরত্বের কারণে পব-র পথহারা বা আসল বামেরা এখনো বিজয়নকে জাপটে ধরেনি। কেরালা হয়ত শেষপর্যন্ত বেঁচে যাবে।

    পিটিকে তুই-তুকারি করে, দেগে দিয়ে, খিস্তি করে কি আর এই সব সর্বনাশ এড়ানো যাবে?

  • চ্যাটবট | 2405:8100:8000:5ca1::59c:582e | ০৬ মে ২০২১ ১০:৩৭105594
  • পাঁকমাস্টার ও সহশিল্পীবৃন্দের অতিচালাক খ্যামটায় কি কি সর্বনাশ এড়ানো গেছে/যাচ্ছে/যাবে জানতে মুঞ্চায়।

  • খিস্তিমাস্টার | 74.82.60.195 | ০৬ মে ২০২১ ১০:৩৮105595
  • সকাল থেকে কতো কামালেন মাস্টারমোশাই? আপনার জন্য নাকি স্পেশাল রেট? মালব্যদা বলছিল আইটিসেলে  ভদ্দরনোক দাঙ্গাবাজদের আলাদা কদর দেয়   

  • hmm | 2a03:e600:100::57 | ০৬ মে ২০২১ ১০:৪১105596
  • আসল বামেরা দীপংকরকে জড়িয়ে ধরেনি বলেই শূন্য সিটে পৌঁছতে পেরেছে?

  • র২হ | 49.206.13.250 | ০৬ মে ২০২১ ১২:০৫105597
  • ত্রিপুরা ভেবে লাভ নেই, বিজেপি বেশিদিন থাকবে না। তৃণমূলের উত্থান না হলে বাম ফিরবে। তবে অধুনা বিজেপির কয়েকজন হেভিওয়েট তৃণর সঙ্গে কথাবার্তা বলছেন শুনতে পাই।

  • PT | 203.110.242.15 | ০৬ মে ২০২১ ১২:৪৬105598
  • "তৃণমূলের উত্থান না হলে বাম ফিরবে।"
    সত্যি বলতে কি বহুদিন বাদে একটি সঠিক রাজনৈতিক বক্তব্য শুনলাম।
    ধন্যবাদ।

  • sm | 2402:3a80:a72:7f2e:0:6c:7869:1b01 | ০৬ মে ২০২১ ১২:৫৭105599
  • বামেদের ফান্ডিং টা কে করে বলুন তো,পিটি?

  • PT | 203.110.242.15 | ০৬ মে ২০২১ ১৩:০২105600
  • sm
    বলতে পারব না। আমার সঙ্গে ওদের কারো কোনো যোগাযোগ নেই। আপনি আনলে জানান। ঋদ্ধ হই।

  • জানু | 74.82.60.194 | ০৬ মে ২০২১ ১৩:০৭105601
  • শুধু আইটিসেলের সাথে মাস্টারমোশায়ের যোগাযোগ আছে। আর কোথাও থেকে টাকা পায়না। 

  • সিএস | 49.37.3.62 | ০৬ মে ২০২১ ১৩:৩২105603
  • দীপঙ্করবাবু পই পই করে বলেছিল, ওরে সবজান্তা বারফাট্টাই দেখিয়ে বিজেমূল বিজেমূল করে ছাগলামিটা করিস না। তা কে শোনে কার কথা, পণ্ডিতগুলো নিজের নাকের বাইরে আর কিছু দেখে না, সে নাকও আবার মাঝে মধ্যেই কাটার ইচ্ছে। বারণ করেছিল বলে খানিক থুতুও ছেটালো এদিক ওদিকে, এখন নিজের থুতু মেখেই মাটিতে হামাগুড়ি দিচ্ছে।

  • র২হ | 49.206.13.250 | ০৬ মে ২০২১ ১৩:৩৭105604
  • হ্যাঁ, মানে একাধিক শক্তিশালী দল থাকলে লড়াই কঠিন, না থাকলে সোজা, বিজেপির বেলুন ত্রিপুরায় চুপসে গেছে, এই সময়ে বিকল্প আছে বাম। তৃণমূল এলে একটু চাপ হবে, এই তো।

  • manimoy sengupta | ০৬ মে ২০২১ ১৬:১৯105613
  • হয়েছে, হয়েছে। এবার ক্ষামা দিন। 


    ঝগড়াঝাঁটি মাত করে বৌকে নিয়ে ঘর করুনগে। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন