এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sandip Datta | ২৮ এপ্রিল ২০২১ ১২:২১105236
  • চাইবো শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষান্তে সুনিশ্চিত কাজের অধিকার যা কেবল সমাজতান্ত্রিক পরিকাঠামো তেই সম্ভব, অথচ, দেশের মানুষ যাদের জনগণ বলে অভিহিত করা হয়েছে তারা মানবেন্দ্রনাথ রায়, ভগৎ সিং এর সোসালিষ্ট দৃষ্টিভঙ্গি, সুভাষচন্দ্র বসু র বিশ্বযুদ্ধের আবহে সামরিক অভ্যুত্থান, বামপন্থার সশস্ত্র বিপ্লব বা জনগণতান্ত্রিক বিপ্লবের তত্ত্ব কে সমর্থন না করে বুর্জোয়া গণতন্ত্রের নিবার্চনের সুযোগেও বামশক্তিকে শক্তিশালী বিপক্ষের আসনে প্রতিষ্ঠিত করা থেকে উদাসীন থেকেছে। এই লেখকের তাত্ত্বিক স্বমাজ ও


    জ্ঞান বিশ্লেষণ করে আত্মপ্রসাদ ও আত্মপ্রচার কে হাতিয়ার করেছে। আমরা ভিয়েতনাম এর মত বাইসাইকেল চালিয়ে পেট্রোল ডিজেল জ্বালানী সঞ্চয় করতে পারবো না, কিউবার মত কৃষি ভিত্তিক সরল জীবনযাপন করে হ চি মিনের জন্মদিন উপলক্ষ্যে ২ঘন্টা অতিরিক্ত স্বেচ্ছাশ্রম দান ক


    কে গণতান্ত্রিক অধিকার খর্ব বলে অভিহিত করবো , পড়শী তো ছেড়েই দিলাম সহোদর ভ্রাতা পরিবারের আর্থিক সঙ্কটে পাশে দাঁড়ানোর বিষয়েও উদাসীন থাকবো। এই আত্মসর্বস্ব সমাজে একনায়ত্ব ধর্ম নামক আফিং সর্বস্বত্ব গ্রাস করবেই করবে, কোনো শা .... ঠেকাতে পারবে না, আত্মসর্বস্ব বুদ্ধিজীবী রা তো নয় ই

  • Sandip Datta | ২৮ এপ্রিল ২০২১ ১২:২৩105237
  • হিটলারের জুজু দেখিয়ে কি হবে, হিটলার আমাদের মানসিকতায় , রক্তে, অভ্যাসে

  • Ardhendu Bandyopadhyay | 157.40.225.146 | ২৮ এপ্রিল ২০২১ ১৪:২৭105241
  • সন্দীপবাবু আপনি আমার লেখাতে সময় ব্যয় করে যে মন্তব্য করেছেন ​​​​​​​সে-জন্য ​​​​​​​আপনাকে ​​​​​​​আন্তরিক ​​​​​​​ধন্যবাদ ​​​​​​​জানাই । আজও অনেকের ​​​​​​​মনে ​​​​​​​কিছু ​​​​​​​সংশয় ​​​​​​​রয়েই ​​​​​​​গেছে ​​​​​​​, আমারও 

    1.  "...বামশক্তিকে শক্তিশালী বিপক্ষের আসনে প্রতিষ্ঠিত করা থেকে উদাসীন থেকেছে"- কেন ?
    2. "...আত্মসর্বস্ব সমাজে ..."- কেন এই সমাজ এরকমই হয়ে আছে প্রায় চিরটাকাল ?

    আশা করি একদিন নিশ্চয় আবার সব সমাজতান্ত্রিক ​​​​​​​পরিকাঠামোতে সম্ভব হবে তার আগে পরিকাঠামোটি তো নিজে সম্ভব হয়ে উঠুক তারপরে না'হয় সম্ভবনাময় হবে উঠবে।  

  • Ramit Chatterjee | ২৮ এপ্রিল ২০২১ ১৭:২৩105242
  • একটা কথা এখানে বলার থাকে। আপনি আমার সাথে একমত হতেও পারেন নাও হতে পারেন, ভালোও লাগতে পারে , খারাপও লাগতে পারে কিন্তু সত্যিটা হলো ভারতের সব মানুষ এখনও ভোটাধিকার পাওয়ার যোগ্য নন। আমি কাউকে ছোটো করতে চাইছি না কিন্তু প্রত্যেকে এখনো ভোট নামক গুরুভারটির সঠিক মূল্য তো বোঝেন ই না তা প্রয়োগ করা তো পরের কথা। যে মানুষ নিজেই অপরের প্রতি সহনশীল নয়, সে বৃহত্তর স্বার্থের কথা ভেবেও দেখে না কোনদিন সে সবদিক বুঝে ভোট দেবে এটা মানতে হবে ? ভারতে সব জায়গায় গণতন্ত্রের পরিবেশ ই নেই। এখনো ভয়ের সামন্ততন্ত্র চলছে।

  • সব মানুষ | 165.225.8.83 | ২৮ এপ্রিল ২০২১ ১৭:৫৭105243
  • কিন্তু এথেন্সও তো সেরকম ভাবত! সেই মডেলটাই গ্রহনযোগ্য বলছেন? 


    এই যেমন আমার বউ ও আমার সম্পর্কে এরকমই ভাবে! সেটা কি ঠিক? 

  • Ramit Chatterjee | ২৮ এপ্রিল ২০২১ ১৯:৫২105249
  • আপনি তাহলে বন্দুক দেখিয়ে গ্রাম কে গ্রাম ভোট লুঠ করার এই সিস্টেম টাকে গণতন্ত্র বলছেন। তাহলে বলবো এথেন্স এর সিস্টেম অন্তত এর থেকে বেটার ছিল। এথেন্স এর কথা যদিও আমি তুলিনি। 


    এক ভোটার আমাকে বললো সে ভোট দিতে গিয়ে নাকি নিচের দিক দেখে এক নির্দল বা অচেনা দলের প্রার্থী কে ভোট দিয়ে এসেছে। আমি বললাম সে কি , কেন ? উনি খুব কাজের মানুষ বুঝি ? সে জানাল তা আমি দেখলাম একে তেমন কেউ ভোট দেবে না, এই বোতাম টায় হাত দিলে করোনা ভাইরাস থাকার চান্স কম। তো   আমার  আর কিছু বলার নেই।

  • চণ্ডাল | 2409:4070:4396:af35:c9fa:afe7:79f3:5ca9 | ২৮ এপ্রিল ২০২১ ২০:৫০105252
  • হিটলারের যুদ্ধ করার সাহস ছিলো। আমাদের হিটালারদের মুখে বিষ্টা ঘষে দিলেও যুদ্ধ করবে না।

  • Aa | 2409:4060:117:5fe2:ff09:3a00:184e:1010 | ২৮ এপ্রিল ২০২১ ২১:০১105253
  • রমিত বাবু,


    আপনি যখনই একটা কিছু criteria দেবেন ভোটাধিকার এর জন্য, সেটাকে misuse করবে  শাসক। একমাত্র উপায় প্রতিটি মানুষকে যথার্থ শিক্ষিত করে তোলা, logically চিন্তা যাতে করতে পারে (সেটার বড়ই অভাব বলা বাহুল্য)। সেরকম শিক্ষা সাধারণ মানুষকে কোনোদিন এই সমাজব্যবস্থা দিতে চাইবে না।

  • আজিজুল | 2a0b:f4c2::1 | ২৯ এপ্রিল ২০২১ ০৭:৪৫105263
  • আমরা হিটলারের বুকের উপর বসে হিটলারের গোঁফ উপড়ে ফেলব।

  • santoshbanerjee | 43.239.80.197 | ২৯ এপ্রিল ২০২১ ২০:২২105273
  • এখনো যারা এদেশে গণতন্ত্র নামক বস্তু টি আছে বলে মনে করে তাদের শত কোটি প্রণাম করি তাদের অসীম স্বপ্ন বিশ্বাস এবং  আশার মনোভাবের জন্য !!ওই গণতন্ত্র নামক বস্তু টা অদৌ নেই , থাকলেও আছে কতিপয় কর্পোরেট , ক্ষমতা ভোগী বাঞ্চোৎ কালোবাজারি কিছু লোক রাজনৈতিক ভাবে চরিত্র হীন  নেতা এবং সেলেব্রিটি দের জন্য(( ক্রিকেটার এবং  বলিউডি নৌটঙ্গী দের কথা হচ্ছে )) !!ওরাই ভোগ করছে গণতন্ত্রের মজা !!ভারত কোনো দিনও স্বাধীন রাষ্ট্র হয় নি , হয়েছিল কিছু কংগ্রেসি টুপী মাথায় থাকা লোক তাদের পোষ্য দের জন্যই !! যে চেহারা এখন দেখি ওই লোম্বা গণতন্ত্রের যেভাবে দিনের পর দিন ধর্ষিতা হচ্ছে গণতন্ত্র , এর পর ""গণতন্ত্র""""সুপ্রিম কোর্ট """ এসবে বিশ্বাস রাখা যায় না আর !!বাম ডান অতি বাম , মধ্য পন্থী মানবতা পন্থী সবাই আনন্দে কাপড় তুলে নেত্য করুক আপত্তি নেই , কিন্তু ওই বস্তু টা নেই !!সুতরাং ।...আম জনতা গুজবে কান দেবেন না !!!!!!

  • Anirban | 2409:4060:2e88:afe4::f4b:b712 | ৩০ এপ্রিল ২০২১ ১৩:৪৯105291
  • পশ্চিমবঙ্গের বাম শাসনের ক্ষেত্রেও প্রথম বিশ বছরও প্রায় বিরোধীশূন্যই ছিল বোধহয়। ফলে সেই সব সময়ে ভোটের হুজ্জুতিও কম হত। এখন সংযুক্ত মোর্চার সিপিএম এইসব প্রচার চালাচ্ছে আর প্রমাণ করতে চাইছে যে পাড়ায় পাড়ায় কত গণতান্ত্রিক পরিবেশ তখন ছিল। এখনও এদের ঔদ্ধত্য দেখলে তার রেশ বোঝা যায়।

  • Aa | 2409:4060:381:afa7:a636:460a:7bc0:8681 | ৩০ এপ্রিল ২০২১ ২৩:৫০105308
  • তাই? বিরোধী শুন্য ছিলো?? নিচে ভোটের percentage গুলো দেখে নেবেন। কংগ্রেস আর বামেদের ভোট গায়ে গায়ে ছিলো। 


    https://www.ndtv.com/elections/previous-stats/state/west-bengal


    ঔদ্ধত্য? হ্যাঁ কিছুটা ছিল তো বটেই। তিনোমুল 5 বছর থাকার পর যা ঔদ্ধত্য দেখিয়েছে তার দশ ভাগের এক ভাগ দেখিয়েছে বাম, তাও টানা 20 বছর চালানোর পরে।


    সত্যি আর কত ইতিহাসের নামে গপ্পো কথা লিখবেন। মানুষ তো দেখছি আপনাদের গপ্পো গুলোই এখন শুনছে। RIP logic

  • Aa | 2409:4060:381:afa7:a636:460a:7bc0:8681 | ৩০ এপ্রিল ২০২১ ২৩:৫০105309
  • তাই? বিরোধী শুন্য ছিলো?? নিচে ভোটের percentage গুলো দেখে নেবেন। কংগ্রেস আর বামেদের ভোট গায়ে গায়ে ছিলো। 


    https://www.ndtv.com/elections/previous-stats/state/west-bengal


    ঔদ্ধত্য? হ্যাঁ কিছুটা ছিল তো বটেই। তিনোমুল 5 বছর থাকার পর যা ঔদ্ধত্য দেখিয়েছে তার দশ ভাগের এক ভাগ দেখিয়েছে বাম, তাও টানা 20 বছর চালানোর পরে।


    সত্যি আর কত ইতিহাসের নামে গপ্পো কথা লিখবেন। মানুষ তো দেখছি আপনাদের গপ্পো গুলোই এখন শুনছে। RIP logic

  • Aa | 2409:4060:381:afa7:a636:460a:7bc0:8681 | ৩০ এপ্রিল ২০২১ ২৩:৫০105310
  • তাই? বিরোধী শুন্য ছিলো?? নিচে ভোটের percentage গুলো দেখে নেবেন। কংগ্রেস আর বামেদের ভোট গায়ে গায়ে ছিলো। 


    https://www.ndtv.com/elections/previous-stats/state/west-bengal


    ঔদ্ধত্য? হ্যাঁ কিছুটা ছিল তো বটেই। তিনোমুল 5 বছর থাকার পর যা ঔদ্ধত্য দেখিয়েছে তার দশ ভাগের এক ভাগ দেখিয়েছে বাম, তাও টানা 20 বছর চালানোর পরে।


    সত্যি আর কত ইতিহাসের নামে গপ্পো কথা লিখবেন। মানুষ তো দেখছি আপনাদের গপ্পো গুলোই এখন শুনছে। RIP logic

  • Aa | 2409:4060:381:afa7:a636:460a:7bc0:8681 | ৩০ এপ্রিল ২০২১ ২৩:৫০105311
  • তাই? বিরোধী শুন্য ছিলো?? নিচে ভোটের percentage গুলো দেখে নেবেন। কংগ্রেস আর বামেদের ভোট গায়ে গায়ে ছিলো। 


    https://www.ndtv.com/elections/previous-stats/state/west-bengal


    ঔদ্ধত্য? হ্যাঁ কিছুটা ছিল তো বটেই। তিনোমুল 5 বছর থাকার পর যা ঔদ্ধত্য দেখিয়েছে তার দশ ভাগের এক ভাগ দেখিয়েছে বাম, তাও টানা 20 বছর চালানোর পরে।


    সত্যি আর কত ইতিহাসের নামে গপ্পো কথা লিখবেন। মানুষ তো দেখছি আপনাদের গপ্পো গুলোই এখন শুনছে। RIP logic

  • Aa | 2409:4060:381:afa7:a636:460a:7bc0:8681 | ৩০ এপ্রিল ২০২১ ২৩:৫০105312
  • তাই? বিরোধী শুন্য ছিলো?? নিচে ভোটের percentage গুলো দেখে নেবেন। কংগ্রেস আর বামেদের ভোট গায়ে গায়ে ছিলো। 


    https://www.ndtv.com/elections/previous-stats/state/west-bengal


    ঔদ্ধত্য? হ্যাঁ কিছুটা ছিল তো বটেই। তিনোমুল 5 বছর থাকার পর যা ঔদ্ধত্য দেখিয়েছে তার দশ ভাগের এক ভাগ দেখিয়েছে বাম, তাও টানা 20 বছর চালানোর পরে।


    সত্যি আর কত ইতিহাসের নামে গপ্পো কথা লিখবেন। মানুষ তো দেখছি আপনাদের গপ্পো গুলোই এখন শুনছে। RIP logic

  • Aa | 2409:4060:381:afa7:a636:460a:7bc0:8681 | ৩০ এপ্রিল ২০২১ ২৩:৫৩105314
  • ওহ গুরুতে কমেন্ট করতে গেলে হয় পোস্ট হয় না নয় পাঁচ বার পোস্ট হয়ে যায়

  • নাম নেই | 2601:205:c200:6cd0:19b6:8528:e65c:8568 | ০১ মে ২০২১ ১১:২৭105322
  • বিরোধীদের ব্যর্থতা
    oদলীয় বিচ্ছিন্নতা
    oবর্তমানের দুর্বলতম কংগ্রেস ব্যতীত অন্য কোনও জাতীয় দলের অভ্যুত্থান না হওয়া। 
    oআঞ্চলিকতার প্রাধান্যকেই যথেষ্ট মনে করা, যেমন- বাংলায় তৃণমূল, উত্তরপ্রদেশের সপা-বিএসপি, কেরালায় সিপিআইএম ইত্যাদি সকলেই নিজেদের রাজ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলেই নিশ্চিন্ত যেন। 
    oমোদির বিরুদ্ধে প্রতিপক্ষ মুখ নির্মাণ করতে না পারা। 
    oবিরোধীতার বিষয়কে গণ-আন্দোলনে রূপান্তরে ব্যর্থতা। 
    oজনগণের সঙ্গে সংযোগহীনতা।


    একটাই পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপুর্ণ ওটাই যাস্ট মিস করে গেলেন। 


    - পরিবারবাদ।

    এবার দেখা যাক সারা ভারতের অবস্থা।

    - সারা ভারতের পরিপ্রেক্ষিতে একটাই পরিবার - গান্ধী পরিবার। ভাগ্যিস রাহুল গান্ধীর বাচ্চা কাচ্চা নেই। তো কুছ পরোয়া নেহি - প্রিয়াংকা আর রবার্ট ভদ্রা তো আছেই। ওদের নেক্স্ট জেনারেশন কে দিয়ে চালিয়ে নেওয়া যাবেখন।

    - তো দেখা যাক কে কোথায় দাঁড়িয়ে: 

    বিহার: তেজস্বী(?) লাল্লু যাদব 

    ইউ পি: অখিলেশ মুলায়ম যাদব - মায়াবতী ও তার ভাইপো

    মহারাষ্ট্র - ঠাকরে - পাওয়ার - সুলে - আর পেছনে গান্ধী

    তেলেঙ্গানা - রেড্ডি পরিবার

    অন্ধ্র - নাইডু ও রেড্ডি পরিবার

    কর্ণাট্ক - গৌড়া পরিবার - ইয়েদুরাপ্পা পরিবার (?)

    তামিলনাড়ু - করুণানিধি ও মারন পরিবার। 

    পব - আগে এরকম দেখিনি - কিন্তু ইদানীং যা দেখছি etc.

    যতদিন না এই ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে - যা দেখছেন তা তো কিছুটা সহ্য করতে হবে ভাইটি। অথচ বাংলার কোনো ইন্ডিপেনডেন্ট কলামে (গুরুচন্ডালী সমেত) এই নিয়ে কোনো লেখা দেখলাম না।

  • নাম নেই | 2601:205:c200:6cd0:19b6:8528:e65c:8568 | ০১ মে ২০২১ ১১:৩৩105323
  • অথচ এই সাধারণ কথাটা সাধারণ লোকেরা আজকাল বেশ বুঝতে পারছে। একটাই শ্রেণী যারা ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না - তারা হলেন তথাকথিত বুদ্ধিজীবিরা।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন