এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • করোনার দিনগুলিতে গান্ধী

    π লেখকের গ্রাহক হোন
    ০২ অক্টোবর ২০২০ | ১১৭৩ বার পঠিত
  • করোনার সময় গান্ধী থাকলে কি করতেন এনিয়ে ল্যান্সেটে একটা ভাল প্রবন্ধ প্রকাশিত হয়েছিল।


    ডাঃ অভয় বাংগ এর লেখা।  


    সেই পদ্মশ্রযিডাঃ বাংগ, যাঁর শিশু ও মায়ের মৃত্যু কমানোর ফেনোমেনাল কাজ আছে, প্রত্যন্ত অতিদরিদ্র আদিবাসী  অধ্যুষিত অঞ্চলে, স্ত্রী ডাঃ রাণী বাংগ এর সংগে,  যে কাজ দেশেবিদেশে হু, হপকিন্স ইউনিসেফ ল্যান্সেট থেকে শুরু করে বহু জায়গায় বহুপ্রশংসিত পুরস্কৃত, স্বীকৃত, দেশেও যে মডেল সরকারি পলিসিতে গৃহীত।  ২০০৫ সালে টাইম ম্যাগাজিনের গ্লোবাল হেলথ হিরো ছিলেন।


    আরো প্রচুর কাজ আছে। কাজ বলতে একেবারে বড় স্কেলে বহু মানুষকে ইম্প্যাক্ট করার মত কাজ। আর সেইসব মানুষ মূলতঃ প্রান্তিক, মূলনিবাসী।


     এখন ওঁর বক্তৃতা চলছে, আইসিএমআর এর গান্ধীজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে।   গান্ধী এবং স্বাস্থ্য নিয়ে।  সেটাই বিষয় হলেও,  শুধু স্বাস্থ্য নিয়ে বলছেন না। এই কোভিড সময়ে গান্ধী থাকলে সার্বিকভাবেকী করতেন,  সেই নিয়েই বলছেন।


    বললেন, সবার আগে কোভিড নিয়ে ভয়,  প্যানিক তাড়াতেন। ডেথ রেট অনেক কম, বয়স্ক,  কোমর্ডিটি ছাড়া তেমন দুশ্চিন্তা করতে বারণ করতেন। 


    নিজেই অসুস্থের সেবার জন্য এগিয়ে যেতেন।দেশের প্রান্ত থেকে প্রান্তে। বিবিধ ব্যবস্থা নিতেন, নিজের হাতে। 


    'ন্যাচারাল পাওয়ার অব হিলিং ' এ জোর দিতেন। এই অগস্টের সেরোসারভেলেন্স দেখিয়ে দিয়েছে কতটা ছড়িয়েছে, যারা অসুস্থই হন নি বা নিজেরাই সুস্থ হয়ে উঠেছেন। কীভাবে বেশিরভাগ মানুষ সেটা 


    ভেন্টিলেটরের থেকে বেশি ভাল ভেন্টিলেশনের ব্যবস্থা করতেন।  ভাল হাইজিন, স্যানিটেশনের উপর বেশি জোর দিতেন, প্রচুর দামি হাস্পাতাল কেন্দ্রিক মডেল থেকে বেরিয়ে।


    সেই স্বাস্থ্য মডেলকে প্রোজেক্ট করতেন,  যা গ্রাম কেন্দ্রিক,  খুব লো কস্ট, শুধু কোভিড না, অন্য রোগের জন্যেও, যা এখন কোভিডের কারণে অবহেলিত।


    'আরোগ্য স্বরাজ' আনতেন।  


    মাইগ্রান্ট শ্রমিকদের এরকম দুরবস্থা হতে দিতেন না।  গান্ধী নিজে গিয়ে গিয়ে এঁদের সবার সেবাশুশ্রূষা যত্ন আত্তি করতেন। খাবার,  জল, ওষুধ দেওয়া ছাড়াও আশা দিতেন।


    হয়তো  মাইগ্রান্টদের সংগে নিজেই হাঁটতেন দিনের পর দিন। হয়তো এটাই হত ঐতিহাসিক দ্বিতীয় ডান্ডি মার্চ। 


    সব ধর্ম বর্ণের মধ্যে এরকম বিভেদ ঘটাতে দিতেন না।  এই তবলিগি ইস্যুতে সাম্প্রদায়িক বিষ ছড়াতে দিতেন না।


    তথাকথিত অচ্ছুত, ট্রাইবাল,  মুস্লিম, ক্রিশ্চান সবার মধ্যে যেতেন, অবিশ্বাস দূর করার চেষ্টা করতেন।


      পথে পথে ঘুরতেন। 


    প্রতিবেশীদের মধ্যেও এই কোভিডের কারণে যে অবিশ্বাস, অসহযোগিতার পরিবেশ তৈরি হল, হতে দিতেন না।


    কোভিড কন্ট্রোল নিয়ে যা যা ভুল হত, স্বীকার করতেন।  সবার সামনে। চৌরিচৌরার মতন। 


    বলতেন, কোভিড নিয়েই থাকতে হবে, বেশিরভাগই আসিম্পটোমেটিক, এটা আগে বলা হয়নি, সেই ভুল স্বীকার করতেন।


    লোকাল ইকনমি, লোকাল কন্সাম্পশন,  লোকাল সম্পর্কে জোর দিতেন। ওয়াশিংটন, বেজিং, দিল্লির আওতার বাইরে। লোকালাইজড লাভিং কেয়ারিং ইকনমি। গ্রামীণ স্বরাজ। 


    কন্সাম্পশন কমাতে বলতেন। নিড আর গ্রিডের মধ্যে পার্থক্য করতে বলতেন। ওয়ার্ল্ড নিড পূরণের জন্য যথেষ্ট,  গ্রিডের জন্য নয়, এই মেসেজ আবার দিতেন।


    গ্লোবাল ওয়ার্মিংং ও এর সংগেই জড়িত, বোঝাতেন।


    এই প্যানডেমিকের মত পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে এই গ্রিডের ভূমিকা বোঝাতেন।


    স্বরাজ ইজ নট রুল অফ দ্য সেল্ফ বাট রুল অন দ্য সেল্ফ।


    এইসব।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন