এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.59.31.64 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৬72284
  • আজ (শুক্রবার ১৯ তারিখ)IISCতে বিকাল ৫টায়। এটা ওখানকার ছাত্রদের উদ্যোগ। মূলত SFI ও অন্যান্য বাম ছাত্র সংগঠন।

    রবিবার (২১ তারিখ) যাদবপুরের প্রাক্তনীর ডাকে সকাল ১০টায় টাউন হলে।
    যার পক্ষে যেখানে থাকা সম্ভব সেখানে চলে আসুন/আসো।আসিস। আমি দুটোতেই যাচ্ছি।
  • aranya | 154.160.98.31 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৯72285
  • ক্যাম্পাসে সশস্ত্র বহিরাগত-রা (মাওবাদী ?) ছিল, বলেছেন পুলিশ কমিশনার। সেই সব মারাত্মক অস্ত্রে (গিটার ?) সজ্জিত হিংস্র বহিরাগত-দের মোকাবিলা করার জন্য সিপি নিরস্ত্র পুলিশ ফোর্স পাঠালেন,কারণ ইউনি-র মধ্যে অস্ত্র সহ পুলিশ পাঠাবেন না।
    শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, ছাত্রদের প্রতি সিপি-র এই সংবেদনশীল ব্যবহারে আমরা মুগ্ধ, আপ্লুত।
    তবে পুলিশ-দের দিক থেকে দেখলে, খুবই অ-সংবেদনশীল ব্যবহার করলেন, তাদের বাহিনীর প্রধান। সশস্ত্র মাওবাদীদের সামনা করতে পাঠালেন, পুরো খালি হাতে
  • he he | 132.177.212.28 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৪72286
  • জয় মা ক্লাস বয়কট পুজো অবধি টেনে দাও। কালী পুজোয় বাজি পাঠিয়ে আবার ক্লাস করা যাবে।
  • he he | 132.177.212.28 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৮72287
  • লুরু তে বিপ্লব রবিবার কেন। আজ ক্লাস কামাই করেও কত করা যেত। নাকি বিপ্লব এর জন্য নিজেদের স্বার্থত্যাগ করা যাবে না।হে হে।
  • কল্লোল | 111.59.31.64 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৫72288
  • হে হে।
    বাংলা পড়তে অসুবিধ হয় বুঝি?
    ১)আজ (শুক্রবার ১৯ তারিখ)IISCতে বিকাল ৫টায়। এটা ওখানকার ছাত্রদের উদ্যোগ। মূলত ঈ ও অন্যান্য বাম ছাত্র সংগঠন।
    ২) রবিবার (২১ তারিখ) যাদবপুরের প্রাক্তনীর ডাকে সকাল ১০টায় টাউন হলে।
    যার পক্ষে যেখানে থাকা সম্ভব সেখানে চলে আসুন/আসো।আসিস। আমি দুটোতেই যাচ্ছি।

    এগুলো কোন ভাষায় লিখলে পড়তে পারবেন? জানাবেন একটু।
  • he he | 132.177.212.28 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৬72289
  • ২ Toi অফ বিসনেস আওয়ার্স । আমার প্রশ্ন বিপ্লব টা বিসনেস আওয়ার্স এ হচ্ছে না কেন।মনে হয় আপনার বাংলা বুজতে একটু অসুবিধা হয়। নাকি আমরা বিপ্লবী কিন্তু নিজেদের স্বার্থ রেখে। ফ্রাইডে ইভনিং বা সানডে মর্নিং এর ওই বিপ্লব এর ইমপ্যাক্ট সাধারণ মানুসের কাছে কি। চা বিড়ির আড্ডা ছাড়া।
  • lcm | 60.242.74.27 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৯72291
  • সেটাই তো, পুলিশি অত্যাচারের প্রতিবাদ অবশ্যই দরকার। কিন্তু এই সঙ্গে ছাত্রদের একটু জ্ঞান দিয়ে দেবেন তো, রাত দেড়টা অবধি আপিসে আটকে রাখা ছাড়া অন্য কোনো ভাবে আন্দোলন করা যায় কি না তা নিয়ে ভাবতে। নইলে আবার এমন হলে, আবার পুলিশ আসতেই পারে - আবার মারপিট হতেই পারে।

    মানে রাত্তিরে ঘেরাও হয়ে থাকলে এমনি গেরস্থ লোকই তো পিলিশ ডাকবে।
  • anirban | 172.238.29.100 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৯72290
  • এই যেমন বিসনেস আওয়ার্সে রাজাবাজার সায়েন্স কলেজে টি এম সি পি বহিরাগতদের নিয়ে গিয়ে শিক্ষার পরিবেশ বজায় রেখে এল।
  • lcm | 60.242.74.27 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:১০72292
  • মানে রি রাতভোর ঘেরাও, চেঁচামেঁচি, পুলিশ - এই সব তো ক্লিশে হয়ে গেল। অন্য কিছু নাই।
  • he he | 132.177.212.28 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:২০72293
  • এটাও ঠিক কাউকে রাত ২ টো অবধি ঘেরাও করে রাখলে পুলিশ ডাকা টা তার মৌলিক অধিকার এর মধ্যে পরে। আমার সঙ্গে হলে আমিও তাই করতাম।
  • he he | 132.177.212.28 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৬72294
  • বাম ছাত্তর রা আমাদের নাম নিয়েছে। ওরে পচা আমরা তো জাতে উঠে গেলুম রে। চল আজ বেরাচান্পা কলেজ এ মচ্ছব করে আসি।
  • | 183.17.193.253 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩০72295
  • বেড়াচাঁপা কলেজে শংকুবাবুকেও সঙ্গে নেবেন।
  • | 24.97.131.29 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩৯72296
  • রাজাবাজার সায়েন্স কলেজের কেস, এতদিন ষন্ডা পন্ডা যে সব কলেজে প্রিন্সি পেটানো তাপ্পর কি বলে গিয়ে বিজিনেস হাওয়ার নষ্ট ইঃ ইঃ করছিল সেসব খবর তো সাদা কালিতে সাদা ফন্টে ছাপা হচ্ছে।

    ঐ জন্য হেহে অ্যান্ড কোং দেখতে পাচ্ছে না।
  • . | 59.207.248.195 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৪72297
  • কিন্তু এই বহিরাগত রা কারা? তারা নকুদের বর্নিত অমুকদা বা দি নন তো? যারা সত্যি সত্যিই মাতঙ্গনী ইত্যাদি নামে মাওবাদী সংগঠ্ন চালায় তাহলে তো পুলিশের দাবি সঠিক। এদেরকেও গ্রেপ্তার করা হোক।
  • anirban | 172.238.29.100 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৫72298
  • আর পুলিশের লাইট নিভিয়ে বেধড়ক ক্যালানো, মেয়েদের গায়ে হাত, পরেরদিন ভিসি আর পুলিশের মিথ্যে বলাটাও কি মৌলিক অধিকারের মধ্যে পড়ছে?
  • | 24.97.131.29 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৮72299
  • পুলিশের সাথে টিশার্ট পরা ওরা কারা? একই সাথে ওদেরও জনসমক্ষে পরিচয় দেওয়া ও গ্রেপ্তার করার দাবী জানাচ্ছেন না কেন বোরখাঢাকা নেটসৈনিকেরা??
  • anirban | 172.238.29.100 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০৩72328
  • তালিবান-দের দলে প্রবীরের ভবিষ্যত আছে। পুলিশেও।
  • anirban | 172.238.29.100 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২১72301
  • শঙ্কুদেব রাজাবাজার সায়েন্স কলেজে কী করছিল? ও তো ওখানকার ছাত্র নয়। ওকেও তাহলে গ্রেপ্তার করা হোক।
  • ঈশান | 183.17.193.253 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২২72302
  • শংকু তো যাদবপুরেও গিয়েছিলেন। :-)
  • lcm | 118.91.116.131 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৩72303
  • শাস্তি হওয়া উচিত যাদবপুর থানার, কলকাতা পুঃকঃ ... --- আটকে রাখা লোকেদের ছাড়াতে যাওয়া মানে নিরস্ত্র মানুষের ওপর লাঠিচার্জ বা হাজতে পুরে দেওয়া নয়।
    পুলিসের অ্যাট্রোসিটির প্রতিবাদ হওয়া উচিত। পুলিশের প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারপ্রাপ্ত মন্ত্রককে চাপ দেওয়া উচিত।
    কিন্তু, মধ্যরাতে আটক থাকা অব্স্থায় পুলিশ ডাকার জন্যে শিক্ষকদের সমালোচনা করে লাভ নাই।
  • | 24.97.131.29 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৮72304
  • 'শিক্ষকদের' নয়। বাকীরা তো অস্বীকার করছেন যে তাঁরা পুলিশ ডাকতে চেয়েছিলেন। ঐটে হোল অ্যান্ড সোল ভিসির সিদ্ধান্ত বলে অন্যদের দাবী।
  • lcm | 118.91.116.131 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩০72305
  • যার সিদ্ধান্তই হোক। মাঝ রাতে বাড়ি যেতে পারছে না, আটকে রেখেছে - এরকম পরিস্থিতিতে পুলিশ ডাকবে, কেউ না কেউ ডাকবে। সারারাত বসে থাকতে নাও রাজি হতে পারে সবাই।
    এখন পুলিশের কাজ এসে কিছু মানুষকে হাজতে পুরে দেওয়া নয়। ঘেরাওটা মিটিয়ে সবাওকে বাড়ি পাঠিয়ে দেওয়া - সেটা পুলিশ ঠিকভাবে করে নি।
  • anirban | 172.238.29.100 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩৩72306
  • আর ভি সি স্টুডেন্টদের সঙ্গে কোনো আলোচনাই করতে চায় নি। আগে আলোচনা শুরু করলে হয়তো মাঝরাত অবধি গড়াতো না। ছাত্রছাত্রীরা বলছেন -- ভিসি বলেছেন স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করলে তাঁর ডিগনিটি কমে যায়।

    আরও দেখলাম ন্যাকের টীমের লোকজনকে ট্যাবলেট ঘুষ দিয়েছিলেন। অ্যাকাডেমিক মান নির্ধারক কমিটির মেম্বারদের ঘুষ দিতে যাওয়া গুরুতর অপরাধ - শুধু এই জন্যেই ওঁর চাকরি যাওয়া উচিত।
  • ঈশান | 183.17.193.253 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩৫72307
  • যেকোনো প্রশাসনিক কর্তারই প্রথমে আলোচনায় যাওয়া উচিত। পুলিশে নয়। যে ভিসি ছাত্রদের সঙ্গে কথা বলতেই ডিগনিটিতে লাগে বলছেন, তিনি তো পুলিশ ডাকবেনই। তা, তিনি এবার কর্পোরেট কর্তা হন গিয়ে, ডিগনিটি থাকবে।
  • lcm | 118.91.116.131 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩৬72308
  • এ গুলো ওভাবে বোঝা যাবে না।
    ভিসি, প্রোভিসি, হেডডিপ-দের আপিসের সামনে আন্দোলনের নামে বিশ্রি কাঁচা খিস্তিও হয় - সুতরাং কে কি বলেছে এখন বলা মুশকিল। মারমুখী ছাত্র্র দল ও সাংঘাতিক, পুলিশের মতন নয় - কিন্তু কম যায় না।
  • lcm | 60.242.74.27 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৩72329
  • যে দুটি মেয়ের ছবি দিয়েছে তারা ডিফেমেশন সুইট ফাইল করতে পারে।
  • lcm | 60.242.74.27 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৪72330
  • আটারলি ডিসগাস্টিং !
  • ঈশান | 214.54.36.245 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৬72332
  • আরে ধুর। পোস্টার করেছে ভালই করেছে। মনের মধ্যে চেপে রাখার চেয়ে বেরিয়ে আসাই তো ভালো।
  • | 24.97.126.153 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৬72331
  • হ্যাঁ এই মেয়েগুলো যদি উদ্যোগ নিয়ে কেস করে তাহলে খানিক গালে থাপ্পড় পড়বে প্রবীরের
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন