এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • মৌলবাদকে গুরুত্ব দিন

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০৪ নভেম্বর ২০১৫ | ৩১২৭ বার পঠিত
  • এটা মূলত শাক্যর http://www.guruchandali.com/blog/2015/11/02/1446457988574.html এই লেখাটির একটি প্রত্যুত্তর। ওখানে লিখলেও হত, কিন্তু একটা আলাদা লেখা হিসেবেই থাক। লেখাটির শিরোনাম এইভাবে দেওয়া যেত, 'কেন মুসলিম মৌলবাদকেও গুরুত্ব দেওয়া উচিত', কিন্তু সেটা ঠিক পছন্দ হলনা। মুসলিম মৌলবাদকে হঠাৎ আলাদা করে বেশি গুরুত্ব দিতে যাব কেন? তার যতটুকু পাওনা গুরুত্ব, সেটাই সে পাক। বেশিও না কমও না। তাই শিরোনামটা অন্যরকমই থাক। যদিও, আগেই বলেছি, এটা শাক্যর লেখারই উত্তর।

    শাক্যর লেখা, বস্তুত এর অনেকদিন আগে পড়া আজিজুল হকের একটা লেখার কথা মনে করিয়ে দেয়। হুবহু মনে নেই, হাতের কাছে তো নেইই। এইটুকু আবছা মনে আছে, সেখানে আজিজুল হক বলেছিলেন, ইসলামের লড়াইয়ে সাম্রাজ্যবাদ বিরোধিতা একটা বড়ো অংশ। সম্ভবত তার পাশে দাঁড়াতেও বলেছিলেন ( না বলে থাকলে আজিজুলের কাছে অগ্রিম মাপ)। পাশে দাঁড়াতে বলুন বা না বলুন, সাম্রাজ্যবাদ বিরোধিতার দৃষ্টিকোণটি সেখানে ছিল। আজিজুলের নামটি এখানে উল্লেখযোগ্য, কারণ আজিজুল সেকেন্ড সিসিই করুন আর সিপিএম, একজন বামপন্থী বলেই পরিচিত, এবং সে পরিচয় নিয়ে খুব তর্ক বোধহয় নেই। আজ আজিজুলের অবস্থান কী জানিনা, কিন্তু শাক্যর লেখা, ওই পুরাতন লেখাটির লিগ্যাসিই বহন করছে।

    এই ধরণের আর্গুমেন্টের, মূলত দুটি অংশ।
    ১। ইসলামী মৌলবাদ আসলে সাম্রাজ্যবাদ বিরোধিতার অংশ। এটা খুব গোদা বামপন্থী কয়েনেজ। একটু পোমো মোড়ক দিলে এইভাবে বলা যায়, ইসলামী ভাষ্য পশ্চিমী সভ্যতার বয়ানের প্রতিস্পর্ধী একটি অস্তিত্ব। আধুনিকতার একপেশে ভাষ্যের বিরুদ্ধে সে একটি জেহাদ, ইত্যাদি।

    ২। ভারতীয় দৃষ্টিভঙ্গী থেকে দেখলে, ইসলামী মৌলবাদ একটি প্রতিক্রিয়া। ভারত রাষ্ট্র হিসেবে এই উপমাহাদেশে কেন্দ্র, অতএব, হিন্দু মৌলবাদও আদপে কেন্দ্রীয় অবস্থানে, এবং অন্যান্য মৌলবাদগুলি তার স্যাটেলাইট। হিন্দুত্ব কারণ, এবং ইসলামী মৌলবাদের বাড়বাড়ন্ত তার ফলাফল।

    এই দুটো আর্গুমেন্টেরই, বলাবাহুল্য, ফাঁক ফোকর প্রচুর। প্রথমত, খুব গোদা ভাষায়, ইসলামী মৌলবাদকে সাম্রাজ্যবাদ বিরোধী বলা যায় কিনাই সন্দেহ। পশ্চিমী ভাষ্যের প্রতিস্পর্ধী বলা তো দূরস্থান। একমাত্র ইরান এবং প্যালেস্তাইনে এই মডেল খানিক চললেও চলতে পারে। ইরান, যতই ফিল্ম মেকারদের জেলে পুরুক, আমেরিকা এবং পশ্চিমকে তারা শয়তান মনে করে, গোড়া থেকেই। এবং খোমেইনির উত্থান পশ্চিমকে, এবং একাধারে বামপন্থীদের কচুকাটা করার অঙ্গীকার নিয়ে। প্যালেস্তাইনের গপ্পোটাও সবারই জানা। সেখানে জেহাদ আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে। কিন্তু এইটুকু বাদ দিলে, বাকি সর্বত্র ক্রুর থেকে ক্রুরতর মৌলবাদে জন্ম হয়েছে পশ্চিমের মদতে এবং স্থানীয় কন্ঠকে দমিয়ে দেবার উদ্দেশ্যে। এদিকে ইন্দোনেশিয়া। মাঝখানে তালিবান, ওদিকে সৌদি আরব, প্রতিটি মৌলবাদী শক্তিরই উত্থান মার্কিনী এবং আন্তর্জাতিক বহুজাতিকগুলির মদতে এবং তাদের স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে। ইরাককে টুকরো করার কথা আর বললামই না। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী এই কান্ডের জন্য ক্ষমা চেয়েছেন সেদিন। তালিবান, আইসিস এদের উত্থানের জন্য এখনও কেউ চাননি, কিন্তু ও অর চাইবার কী আছে, সবই ওপেন সিক্রেট। কোথাও সোভিয়েতকে ঠেকানোর জন্য, কোথাও বেখটেল থেকে বোয়িং পর্যন্ত নানা বহুজাতিকের স্বার্থরক্ষা করার জন্য এই শক্তিগুলির উত্থান। এরা কেউ পশ্চিম-বিরোধী নয়। বরং সৌদির মতো শক্তিগুলি এখনও বন্ধু। তেলের স্বার্থে মৌলবাদ পশ্চিমের সন্তান। কেউ স্বীকৃত, কেউ জারজ।

    ফলে মৌলবাদের পশ্চিম বিরোধিতা, আদতে একটি গল্পকথা। কিছু র‌্যাডিকালদের স্বকপোলকল্পনা। এই প্রতিটি মৌলবাদী শক্তির উত্থানেরই একটি নিজস্ব গতিপথ আছে। এর শুরু পশ্চিমী মদতে। এর শুরু গণতন্ত্রের কন্ঠরোধে। এবং তার সহজলভ্য হাতিয়ার ধর্ম ছাড়া আর কীইবা হতে পারে?

    এ তো গেল প্রথমাংশ। ভারতীয় উপমহাদেশের ইসলামী মৌলবাদও একেবারেই এই অক্ষের বাইরে নয়। বরং এই একই কক্ষপথের অংশ। তালিবানের সঙ্গে পাকিস্তানী জঙ্গীবাদ অনেক বেশি জড়িয়ে, যতটা সে জড়িয়ে আছে কাশ্মীরের সঙ্গে। একই ভাবে বাংলাদেশের মৌলবাদ বাবরির চেয়ে অনেক বেশি জড়িয়ে সেদেশে জামাতের মুক্তিযুদ্ধবিরোধী এবং পাকপন্থী কার্যকলাপের সঙ্গে। এই কক্ষপথটিকে অস্বীকার করার মানে হল, বস্তুত একটি কল্পলোকের হায়ারার্কি নির্মাণ, যেখানে ভারত বসে আছে মহাবিশ্বের কেন্দ্রে, এবং বাকি সবাই তার চারদিকে আবর্তন করছে। এরকম অদ্ভুত একটি প্রস্তাবনা বহুকাল আগেই কোপার্নিকাস বাতিল করেছেন, নতুন করে বাতিল করার কিছু নেই।

    বলাবাহুল্য ভারতবর্ষের হিন্দুবাদী মৌলবাদী কাজকর্মেরও একটি নিজস্ব কক্ষপথ আছে। সেও তার নির্দিষ্ট ঘরানায় বেড়ে উঠেছে, এবং উঠছে। এ নিয়ে শাক্য ১০০% ঠিক, যে হিন্দুত্বের মৌলবাদ ইসলামী মৌলবাদের কেয়ার করেন। ভারতের মাটিতে ইসলামী মৌলবাদ থাক বা না থাক, হিন্দু মৌলবাদই আগ্রাসী শক্তি হিসেবে সামনে আসছে এবং আসবে। ইসলামী মৌলবাদের সেই জায়গা নেবার ক্ষমতা নেই। কিন্তু সমস্যা হল, মৌলবাদ, এই মুহূর্তে ঠিক আর রাজনৈতিক সীমানা মেনে চলছেনা। মৌলবাদেরও গ্লোবালাইজেশন হয়েছে, নিঃসন্দেহে। ভারতের মৌলবাদকে দেখা প্রয়োজন সামগ্রিক উপমহাদেশের প্রেক্ষিতে। এবং উপমহাদেশকে দেখা প্রয়োজন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে। সেটা দেখলেই বোঝা যাবে, বিশ্বের কেন্দ্র আলো করে হিন্দুত্বের মৌলবাদ বসে নেই। বরং গ্লোবাল দুনিয়ায় একই বৃন্তে দুটি কুসুম হয়ে এই দুটি মৌলবাদ একে অপরকে অক্সিজেন জোগাচ্ছে। ভারতে দাঙ্গা হলে মন্দির পুড়ছে পাকিস্তান-বাংলাদেশে। আইসিস কারো মুন্ডু কাটলে জবাবে দিল্লির কোনো হতভাগ্যের প্রাণ যাচ্ছে গরু খাবার অপরাধে। এই গ্লোবল দুনিয়ায় সবাই হাত-ধরাধরি করেই বাঁচছে, মৌলবাদও। দেশের বিচার করে আর "এই দেশে এইটি গুরুত্বপূর্ণ, ওই দেশে ওইটি" বলা যায়না। যেমন বলা যায়না সচল একটি বিদেশী সাইট, যেমন বলা যায়না, ফেসবুক একটি মার্কিন জমিদারি। আমরা সবাই এখন পাশাপাশি বাঁচছি। মরছেন আমাদের বন্ধুরাই।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০৪ নভেম্বর ২০১৫ | ৩১২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • robu | 11.39.37.17 (*) | ০৬ নভেম্বর ২০১৫ ০৪:০১66506
  • এই বইটা পড়তে চাই। প্রদোষে প্রাকৃতজন। কোথায় পাই?
  • kc | 72.215.55.3 (*) | ০৬ নভেম্বর ২০১৫ ০৪:১২66507
  • পাঠিয়ে দেব।
  • sosen | 177.96.57.100 (*) | ০৬ নভেম্বর ২০১৫ ০৪:৪২66508
  • আমাকেও।
  • robu | 11.39.37.17 (*) | ০৭ নভেম্বর ২০১৫ ০৩:৫০66511
  • এটা আগেই পড়েছি ঃ-) তখন থেকেই তো পড়তে চেয়েছিলাম ঃ-)
  • Arpan | 125.118.136.183 (*) | ০৭ নভেম্বর ২০১৫ ১১:৩০66512
  • aranya | 83.197.98.233 (*) | ০৮ নভেম্বর ২০১৫ ০৩:০৪66513
  • 'হয়তো সত্যিই আশা ছেড়ে দেওয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা। হয়তো সত্যিই মুক্তচিন্তার জন্য সম্ভ্রম তো দূর, ন্যূনতম নিরাপত্তাটুকুও আর নেই কোথাও। হয়তো সত্যিই সর্বার্থে স্বাধীন মানবজাতি এক অলীক ধারণামাত্র। কিন্তু প্রতিরোধ আর স্বপ্নও তো মানুষেরই ইতিহাসে আছে। দেরি যথেষ্টই হয়ে গিয়েছে। তবুও, যাদের প্রাণ চলে যায়নি এখনও, তারা যদি উঠে না দাঁড়াই আজ, এই বেঁচে থাকাও মৃত্যুরই শামিল তবে।'

    - শ্রীজাত

    http://www.anandabazar.com/editorial/%E0%A6%9C-%E0%A6%87%E0%A7%9F-%E0%A6%B0-%E0%A6%96-%E0%A6%B9%E0%A6%9A-%E0%A6%9B-%E0%A6%AD%E0%A7%9F-%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A3-1.233613
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন