এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী মানস নন্দী | 213.110.242.7 | ০৭ মার্চ ২০১৭ ১৮:২৫728389
  • সমাজ গঠনমূলক গান শুনুন :: মোরা এক মহান সমাজ সংরচনা করি
    *****************************
    গান শিরোনাম : মোরা এক মহান সমাজ সংরচনা করি
    কথা ও সুর : শ্রী মানস নন্দী
    রচনা কাল : ১লা-অগাস্ট -২০১৫ সকাল ১১:৩০ ঘটিকা
    রচনা স্থান : কলকাতা
    দুই মনের মধ্যে তীব্র আসক্তি
    একজন অন্যজনকে ব্যতিত জীবন ব্যর্থ
    - মোরা এই ভাবনা এই কর্ম এই সংকীর্ণতা ত্যাগ করি
    নিজের মনটাকে সবার মনের সাথে মিলিত করে
    একটা বৃহত মন তৈরী করি
    শুদ্ধা ভক্তিতে প্রতিষ্ঠিত হই
    আসক্তি চাই না ভক্তি চাই
    মোরা এক মহান সমাজ সংরচনা করি
    সবার যত সমস্যা সব কিছু নিজের
    সমস্যা ভেবে সমাধান করি সম্মিলিত হয়ে
    মোরা এক মহান সমাজ সংরচনা করি
    নেশা ভাং এর প্রতি তীব্র আসক্তি
    নেশা দ্রব্য দেখলে বা নেশার কথা শুনলে
    ঘন ঘন নেশা করার ইচ্ছা জাগে
    - মোরা এই ভাবনা এই কর্ম এই সংকীর্ণতা ত্যাগ করি
    রূপসজ্জা আর অঙ্গরাগ নিয়ে সারাদিন কাটানো
    বেশভূষা এর প্রতি আসক্তি
    পর নিন্দা পর চর্চা করে কালক্ষেপ
    - মোরা এই ভাবনা এই কর্ম এই সংকীর্ণতা ত্যাগ করি
    নিজের মনটাকে সবার মনের সাথে মিলিত করে
    একটা বৃহত মন তৈরী করি
    শুদ্ধা ভক্তিতে প্রতিষ্ঠিত হই
    আসক্তি চাই না ভক্তি চাই
    মোরা এক মহান সমাজ সংরচনা করি
    সবার যত সমস্যা সব কিছু নিজের
    সমস্যা ভেবে সমাধান করি সম্মিলিত হয়ে
    মোরা এক মহান সমাজ সংরচনা করি
    https://soundcloud.com/swati-nandi/mora-ek-mohan-somaj
  • Ekak | 53.224.129.61 | ০৭ মার্চ ২০১৭ ১৮:৫৩728390
  • বাহ্ শুনে ফেললুম । এর পরের গানটি "তোমার নিজের গুনে ভালোবাসো " ও শুনলুম । মানস নন্দী (ধ্যানমগ্ন ) বাবু তো পুরো গুছিয়ে খেলছেন !! অনেক শুভেচ্ছা সেইসঙ্গে আর্জি এইযে , গানের বাণী একটু সহজ সরল রাখুন । জ্ঞানের কথাগুলো বিভিন্ন আলাদা গানে ছড়িয়ে দিন । বেশি বেশি জ্ঞান একটাই গানে থাকলে লোকে শুনে চট করে মনে রাখতে পারে না ।
  • sinfaut | 123.193.135.60 | ০৭ মার্চ ২০১৭ ২০:১১728391
  • গান খুব ভালো লাগলো। আরো শুনতে চাই, শুধু একটা অনুরোধ লাইনগুলো একটু ছোটো হলে ভালো হতো, অতো বড় লাইন চট করে মাথায় বসাতে পারিনা। আশা করি নিরাশ করবেন না।
  • cm | 127.247.98.26 | ০৭ মার্চ ২০১৭ ২০:২২728392
  • বৃহৎ মনের ব্যাপারটা বেশ লাগল, ব্যক্তির গননশক্তির সীমাবদ্ধতা এবং সেটা পার হওয়ার কথা বলা হচ্ছে।
  • dc | 132.174.82.235 | ০৭ মার্চ ২০১৭ ২০:৪৫728393
  • নানা, গানটা ঠিক জমলো না। রোদ্দুর রায়ের ধারেকাছেও যায়নি। মহান দার্শনিক শ্রী মানস নন্দী (ধ্যানমগ্ন) কে অনুরোধ করছি কয়েকটা মোক্ষ ঘরানার ডেমো ভিডিও দেখে নিন। এই বাজারে কিন্তু কম্পিটিশানের অভাব নেই দাদা, নিজের লেভেল সর্বদাই আরো, আরো উঁচুতে নিয়ে যেতে হবে। এমন একটা গান গান যাতে ভক্তরা বুঝতে পারে, রোদুর রায়কে টক্কর দেবার লোক এসে গেছে।
  • de | 192.57.104.94 | ০৭ মার্চ ২০১৭ ২২:৪৩728394
  • http://www.anandabazar.com/national/mohan-bhagwat-to-get-d-litt-for-promoting-cow-related-products-1.575491?ref=hm-editorschoice

    "গোবর এবং গোমূত্র-অর্থনীতি নিয়ে কাজ করে ডি-লিট পেতে চলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুরের মহারাষ্ট্র অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স ইউনিভার্সিটি বৃহস্পতিবার তাঁকে এই সম্মান দেবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।"
  • dc | 167.50.2.142 | ০৭ মার্চ ২০১৭ ২২:৫০728395
  • এসব পাতি ডিলিট ফিলিট না দিয়ে একেবারে নোবেল দেওয়ার দাবী জানালাম। নোবেল ইন এন্টায়ার অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স।
  • pi | 57.29.132.25 | ১০ মার্চ ২০১৭ ১০:৩০728396
  • কী কী নেশা ত্যাগ করতে হবে প্রভুপাদ ?
  • S | 60.242.147.97 | ১০ মার্চ ২০১৭ ১১:৫৬728397
  • এইটাতো মিস হয়ে গেসলো। মশারী যে শতরুর থেকে সুরক্ষা প্রদান করে সেটা জানা গেল।
  • শ্রী মানস নন্দী | 213.110.242.22 | ২৭ মার্চ ২০১৭ ০৮:৪৩728399
  • গ্রামীণ অর্থনীতিতে অনেক বিনামূল্যে প্রথার বিলোপ ও মূল্য বৃদ্ধি
    - মহান দার্শনিক শ্রী মানস নন্দী
    গ্রামের সুবিধা বাদী মানুষ অন্যদের সহজ সরল বানিয়ে সুবিধা ভোগ করে। তাই অনেক সুবিধা গ্রামের মানুষ বিনামূল্যে অন্যের কাছ থেকে পেয়ে থাকে। যথা -
    ১) জমির মালিক পুকুরের মালিকের কাছ থেকে বিনামূল্যে রবি শস্য চাষের জন্য বিনামূল্যে জল সেচ করে থাকে
    ২) ঘাট সরার জন্য যাদের পুকুরের অংশ নেই তারা অন্যের পুকুরে ঘাট সরে বিনামূল্যে। যথা - স্নান করা, বাসন ধোয়া, গরু বাছুরকে জল দেওয়া, জামা কাপড় ধোয়া।
    ৩) যাদের ধান ঝাড়ার খামার নেই তারা অন্যের খামারে বিনামূল্যে ধান ঝাড়ে ইত্যাদি।
    ৪) অন্যের জায়গায় গুল ঘুঁটে কাপড় শুকুতে দেওয়া ইত্যাদি বিনামূল্যে পেয়ে থাকে।
    ৫) অন্যের বাড়ির সাইকেল ইত্যাদি বিনামূল্যে ব্যবহার করে থাকে
    ৬) অন্যের গাছের আম, জাম, পেয়ারা ইত্যাদি ফল বিনামূল্যে পেড়ে খেয়ে থাকে
    ৭) অন্যের গাছের সজনে ডাটা, আমড়া, নিম পাতা ইত্যাদি বিনামূল্যে ভোগ করে থাকে
    ৮) বিভিন্ন চাষের শ্রম মূল্য কম
    ৯) চাষীদের দ্বারা উৎপাদিত ফসলের দাম কম
    ইত্যাদি
    এই ভাবে চলার জন্য গ্রামীণ অর্থনীতিতে মানুষের আয় বৃদ্ধি না পাওয়ায় জন্য তাদের জীবন যাত্রার মান অত্যন্ত কম হয়ে থাকে। তাই উপরে উল্লিখিত ক্ষেত্রে (এই লিস্ট টা সম্পূর্ণ নয় ) বিনামূল্যে প্রথার বিলোপ এবংসস্তা শ্রম ও ফসলের দাম প্রতি বছর নির্দিষ্ট হারে বাড়ানোর দরকার আছে।
    অথচ মুদির দোকান, সাব মার্সিবল পাম্প, ট্রাক্টর, রাসায়নিক সারের দোকান, কাপড়ের দোকান ইত্যাদি থেকে মানুষ উপযুক্ত মূল্য দিয়ে ভোগ করে।
    - মহান দার্শনিক শ্রী মানস নন্দী
  • শ্রী মানস নন্দী | 59.203.248.32 | ০৫ এপ্রিল ২০১৭ ২১:০৯728400
  • <3 সারা পৃথিবীর জেল (সংশোধনাগার) প্রথার দরকার আমূল সংস্কার। <3

    --- সংস্কারক মহান দার্শনিক শ্রী মানস নন্দী।

    বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে যে জেল (সংশোধনাগার) প্রথা চালু আছে তাতে নিম্ন লিখিত ত্রুটি আছে :-

    ১) যাদের জেল সাজা হয় তাদের ২৪ ঘন্টা প্রতি দিন নির্দিষ্ট সময়কালের জন্য গভর্নমেন্টের জেল বা সংশোধনাগারে কাটাতে হয়। এর ফলে জেলের কয়েদির পরিবারের সাপোর্ট বা সহায়তা কমে যায়। অনেক সময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোকটির জেল হওয়াতে তার পরিবারের নিদারুন আর্থিক কষ্ট সহ্য করতে হয় এবং তাদের অসহায় হয়ে ভয়ে ও হতাশায় দিন কাটাতে হয়।

    ২) জেলগুলোতে অনেক অপরাধী এক সাথে থাকায় সেখানে অসৎসঙ্গ বেড়ে যায়। তাই অপরাধীরা নিজেদের মধ্যে দল পাকিয়ে আরো খারাপ হয়ে যায়।

    ৩) জেল ব্যবস্থা চালাতে গিয়ে গভর্নমেন্টের রাজস্ব খরচ বেশি হয়। গরিব দেশগুলোতে এই ব্যবস্থা গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়ায়। তাই এই ব্যবস্থা অবিলম্বে বন্ধ করা দরকার।

    ৪) পুলিশ বিভাগ ঘুষ নিয়ে ধনী অপরাধীদের কেশাগ্র স্পর্শ করে না।

    ইত্যাদি

    সারা পৃথিবীর এইরূপ ত্রুটিপূর্ণ জেল (সংশোধনাগার) ব্যবস্থা থেকে মুক্তি পেতে গেলে মহান দার্শনিক শ্রী মানস নন্দী কর্তৃক সংশোধিত শাস্তি প্রথার অনুকরণ ও অনুসরণ একান্ত প্রয়োজন :-

    কোনো অপরাধ হলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফ.আই.আর) এর মাধ্যমে অভিযোগকারী থানায় জানাবেন। পুলিশ ও গোয়েন্দা বিভাগ telepathist দের সাহায্যে ওই অপরাধের সঙ্গে যুক্ত পুরো দলটাকে তদন্ত করে ধরে নিয়ে গিয়ে আদালতে তুলবেন বিচারের জন্য। উপযুক্ত তথ্য ও প্রমান অনুযায়ী বিচারক নির্দিষ্ট কয়েক মাস-বছরের জন্য শাস্তি দেবেন অপরাধীকে। স্মরণে রাখতে হবে যে :

    শাস্তি যেন কোনো মতেই ভালবাসা থেকে ছাপিয়ে না যায়। যাকে তুমি ভালোবাসো না তাকে তুমি শাস্তি দিতে পারনা। শাস্তি সব সময় সংশোধনের জন্যই দেওয়া উচিত। কিছু শাস্তি যেমন অঙ্গহানি, মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়।

    কোনো ভাবেই শ্রী মানস নন্দী-র এই পদ্ধতিতে থাকবে না কোনো জেল (সংশোধনাগার)। অপরাধীরা নিজেদের যোগ্যতা অনুসারে কোনো কর্মে যুক্ত হবে এবং নিজের পরিবারের সাথে থাকবে। তবে তারা একদল telepathist দের নিরীক্ষনে ২৪ ঘন্টা থাকবে। মহান দার্শনিক শ্রী মানস নন্দী কর্তৃক সংশ্লেষিত আচরণবিধি অনুযায়ী তাদের বাড়িতে সংশোধন চালাবে telepathist দল এবং হাতে নাতে ধ্যান আসন প্রাণায়াম শেখাবে এক দল প্রশিক্ষক। আর তারা রোজগারের জন্য নিয়মিত কর্মস্থলে যাবে। যত তাড়া তাড়ি অপরাধী শুধরে যাবে তত তাড়া তাড়ি অপরাধীদের শাস্তি পদ্ধতি সম্পন্ন হবে।

    অপরাধীকে যদি প্রহার করার প্রয়োজন হয় তবে সে ব্যবস্থা থাকবে। অপরাধীর কাছে যাতে কোনো আগ্নেয় অস্ত্র, গোলা বারুদ না থাকে সেই দিকে নজর দিতে হবে।
  • শ্রী মানস নন্দী | 59.203.248.36 | ০৮ এপ্রিল ২০১৭ ১০:০৭728401
  • <3 দি মানস নন্দী স্কুল অফ থট সম্পর্কে আপনার মূল্যবান মতামত জমা দিন <3

    https://www.surveymonkey.com/r/CLZBBMC

    শ্রী মানস নন্দী -র মৌলিক চিন্তা সম্পর্কে আপনার মূল্যবান মতামত জমা দিন (উপরের লিংকে যান)
  • শ্রী মানস নন্দী | 213.110.242.20 | ১০ এপ্রিল ২০১৭ ১৯:১৪728402
  • <3 কর্ম সংস্থান বাড়ানোর সহজ উপায় <3
    মহান দার্শনিক শ্রী মানস নন্দী যে একজন ব্যবসা উদ্ভাবক, তার প্রমান পাওয়া যায় নিম্নলিখিত ব্যবসাগুলির উদ্ভাবনের জন্য।

    নিম্ন লিখিত নীতিগুলিকে কেন্দ্র করে কর্ম সংস্থান বাড়ানো যেতে পারে :

    প্রমাণিত, প্রয়োজনীয়, নিরাপত্তা, উন্নত কাজের পরিবেশ, পরিবেশ বান্ধব

    ১) জল পথ পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন: বর্তমানে যে ভাবে ঝুঁকিপূর্ণ নৌপরিবহন হচ্ছে সেই অনুন্নত পদ্ধতির পরিবর্তন দরকার। ব্র্যান্ডেড উন্নত নামজাদা জলপথ পরিবহন সংস্থার মাধ্যমে জল পথ পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন। লক্ষ্য রাখতে হবে যাতে, যাত্রী ভাড়া আয়ের সঙ্গে সামঞ্জস্য থাকে। যাতে করে সস্তায় পরিবহন হয়।

    ২) ট্যাক্সি পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন: বর্তমানে ব্র্যান্ডেড ট্যাক্সি কোম্পানি তাদের উন্নত পরিবহন ব্যবস্থা লাগা করেছে। কিন্তু নারী ও শিশুদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। প্রত্যেক ট্যাক্সিতে cctv ক্যামেরা বসাতে হবে যাতে যাত্রী সুরক্ষা হবে। এর মাধ্যমে ট্যাক্সির চালকের ব্যবহার নিয়ন্ত্রিত হবে।

    ৩) স্কুল পড়ুয়াদের পুলকার ব্যবস্থার উন্নতি সাধন: বর্তমানে এই সংক্রান্ত যে ব্যবস্থা আছে তাতে করে বাচ্চাদের নিরাপত্তা কম থাকছে। তার জন্য এই ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। নামজাদা ব্র্যান্ডেড পুলকার কোম্পানির মাধ্যমে ও গাড়িতে cctv নজরদারির মাধ্যমে এই ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। পেশাগত প্রশিক্ষণের সাথে সাথে ড্রাইভারদের নৈতিক ও আচার ব্যাবহারের সুন্দর ট্রেনিং দেওয়া হবে।

    ৪) পরিচারিকা ও নার্স ব্যবস্থার উন্নতি সাধন : নামজাদা ব্র্যান্ডেড কোম্পানির মাধ্যমে এই ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। পেশাগত প্রশিক্ষণের সাথে সাথে তাদের নৈতিক ও আচার ব্যাবহারের সুন্দর ট্রেনিং দেওয়া হবে। যৌন পল্লীগুলোতে পুলিশ রেইড এর মাধ্যমে নারী পাচারকারীদের চক্র ধরে যৌন ব্যবসা বন্ধ করলে অনেকে বেরোজগার হয়ে যাবে। তার জন্য তাদেরকে পরিচারিকা, রাঁধুনি ও আয়ার কাজ দিতে হবে এই সংস্থা গুলিতে।

    ৫) সার্বিক জ্ঞানের জন্য উন্নতি সাধন: ইন্টারনেট এর মাধ্যমে অনেক গুরুত্ত্ব পূর্ণ তথ্য জনগণ পাচ্ছে। তার দ্বারা জনগণ শিক্ষিত হচ্ছে। যার জন্য শোষণ বা ঠকানো কম হচ্ছে। এই ব্যবস্থা যাতে সমাজের সব স্তরে গ্রামে গঞ্জে শহরে পৌঁছতে পারে তার জন্য ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব ও ভালো সিগন্যাল যুক্ত ইন্টারনেট পরিষেবা লাগু করতে হবে।

    ৬) স্কুল পড়ুয়াদের নিরাপত্তা সংক্রান্ত উন্নতি সাধন: বর্তমানে ছাত্রীর অভিভাবিকারা (বিশেষ করে) দুশ্চিন্তায় থাকেন কারণ তাদেরকে মেয়েদের বিদ্যালয়ে, টিউশনতে, বিভিন্ন ক্লাসে নিয়ে যেতে ও নিয়ে আসতে হচ্ছে। তার জন্য তাদের সময়, অর্থ অপচয় হচ্ছে ও দুশ্চিন্তার কারণ হচ্ছে। তার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রশিক্ষণ প্রাপ্ত গুপ্তচর নিয়োগ করে এই ব্যবস্থার হাল ধরবে যাতে মেয়ের মায়েদের দিতে যেতে ও নিয়ে আসতে না হয়। তার জন্য যে খরচ হবে তা ছাত্রীদের টিউশন খরচের সঙ্গে চাড়িয়ে যুক্ত হয়ে যাবে।

    ৭) ঝুঁকি পূর্ণ কর্মক্ষেত্রে উন্নতি সাধন: বর্তমানে অনেক জীবিকা অসুরক্ষিত আছে। যেমন - নির্মাণ কর্মী, রং কর্মী, খনি কর্মী, কামার শালা ইত্যাদি কর্মের সঙ্গে যুক্ত শ্রমিকদের নিরাপত্তার উন্নতি সাধন করতে হবে।

    ৮) গাড়ি চালাতে গিয়ে যাতে রাত্রে ঘুমিয়ে না পরে: তার জন্য সমস্ত ড্রাইভারদের এই বিশেষ ট্রেনিং দিতে হবে। সব চালকদের এই ট্রেনিং দিতে হবে তার কারণ কার কখন রাত্রে কাজের যোগাযোগ আসবে কেউ আগে ভাগে বলতে পারে না। এই ব্যবস্থা চালু হলে দুর্ঘটনা কমে যাবে বা প্রায় হবে না বললেই চলে।

    ৯) আকর্ষণীয় মনোরম অথচ ঝুঁকি পূর্ণ ভ্রমণ সংক্রান্ত উন্নতি সাধন: মানুষ ভ্রমণ পিয়াসী। কিন্ত সমস্যা হচ্ছে পাহাড়ি দুর্গম পথে, অভয়ারণ্যে ও জলপথে ভ্রমণ ধস নামার কারণে, বন্য হিংস্র জন্তু জানোয়ারদের জন্য বা জল পথে দুর্ঘটনার এড়াতে নামজাদা ব্র্যান্ডেড কোম্পানির মাধ্যমে উন্নত ও সুরক্ষিত পরিবহন ব্যবস্থার প্রচলন করা দরকার।

    ১০) অনেক বিনামূল্যে প্রথার বিলোপ: এই সংক্রান্ত পোস্টটা দেখুন এই লিংক থেকে:

    https://sites.google.com/site/ekaoasima/#_Toc478311422

    ১১) গ্রামের প্রাইমারি স্কুল গুলোতে উন্নত পরিবেশ: গ্রামের প্রাইমারি স্কুল গুলোতে আলো বাতাস যথাযথ নয়। এছাড়া বেঞ্চ নেই। তার জন্য মেঝেতে বসে ঠান্ডায় অন্ধকার ঘরে ক্লাস নিতে হচ্ছে বাচ্চাদের। এতে প্রেরণা কম থাকে। তাই এই সমস্ত স্কুল গুলিতে লাইট, ফ্যান ও হাই-লো বেঞ্চের মাধ্যমে স্কুলের পড়ুয়াদের উন্নত ও স্বাস্থকর পরিবেশের মাধ্যমে প্রেরণা দিতে হবে।

    ১৩) সারা দেশে রাত পাহারা ব্যবস্থা করলে কয়েক কোটি কর্মসংস্থান হবে। এই সংক্রান্ত পোস্ট দেখুন এই লিংক থেকে :

    https://sites.google.com/site/ekaoasima/#_Toc414882566

    ১৪) চাষের উন্নত ও সুরক্ষিত পরিবেশ: ধান সহ ফসলে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে অস্বাস্থ্যকর কীটনাশক শ্বাস এর সঙ্গে ও হাতে পায়ের মাধ্যমে স্বাস্থ্যের ক্ষতি হয়। খালি পায়ে জমি নিড়ানো করতে গিয়ে, শামুকের খোলে পা কেটে যায়, সাপের কামড়ের ভয় থাকে, হাজা চুলকানি হয়। এই সব যাতে না হয় তার জন্য উন্নত পণ্য ব্যবহার প্রয়োজন।

    ১৫) গ্রামের রাস্তা ঘাট, বিদ্যুৎ, পুকুরের ওয়াল গার্ড উন্নতি করণ দরকার।

    ১৬) রেল পরিষেবা যাত্রী সুরক্ষা উন্নতি করণ: রাত্রিকালীন রেল পরিবহন এর সময় যাত্রী সুরক্ষার জন্য পাহারাদার বাড়ানো।

    ১৭) জমিতে জল সেচ ব্যবস্থার উন্নতি সাধন: বরফ গলা জলে পুষ্ট নদীগুলোর মাধ্যমে জমিতে জল সেচ ব্যবস্থার লাগু করতে হলে ক্যানেলের মাধ্যমে জমিতে সেচের যোগান দিতে হবে। এর জন্য নদীর নাব্যতা কমে গেলে বন্দরগুলোকে নদীর তীর থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিকটবর্তী সমুদ্রের উপকূলগুলিতে স্থানান্তর করতে হবে।

    ১৮) দৈনিক ট্রেনের মাধ্যমে যাত্রী পরিবহন সংক্রান্ত উন্নতি সাধন: যারা দৈনিক ট্রেনের মাধ্যমে অফিস স্কুল কলেজ যাতায়াত করে তাদের অনেকেই হতাশ হয়ে যান ট্রেনের বিপুল ভিড় দেখে। অনেক দুর্ঘটনা ঘটে প্রতি বছর। এর জন্য Double Decker ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। এর জন্য টেকনিকাল যা উন্নতিসাধন দরকার তা করার দরকার আছে।

    ১৯) বাথরুম, টয়লেট এর জল ঠান্ডা করার ব্যবসা: গ্রীষ্ম প্রধান দেশে ছাদের ট্যাংকের জল খুব উত্তপ্ত হয়ে যায়। এতে প্রধানত বাথরুম, টয়লেট করতে খুবই কষ্ট হয়। তার জন্য বাথরুম টয়লেটের জল ঠান্ডা করার যন্ত্র বের করে ব্যবসার প্রয়োজন আছে।

    ২০) সোলার সিস্টেম প্যানেলের হরাইজন্টাল সজ্জাবিন্যাস : বর্তমানে সোলার সিস্টেম প্যানেল গুলো হরাইজন্টাল ভাবে বিন্যস্ত থাকে যার জন্য জায়গা বেশি লাগে বলে বহুতলগুলিতে সব ফ্ল্যাটের মালিকরা তা ব্যবহার করতে উৎসাহিত হয় না। এর জন্য সোলার প্যানেল গুলোকে ভার্টিকাল ভাবে স্ট্যাক ওয়াইস এমন ভাবে সাজাতে হবে যাতে কম জায়গায় সোলার সিস্টেম বসানো যায়। এই পদ্ধতি কার্যকর করতে হলে নিম্ন লিখিত পদ্ধতি চেষ্টা করা যেতে পারে। যথা -
    i) সবচেয়ে উপরের প্যানেল থেকে উদ্ভূত ইলেকট্রিক -এর সাহায্যে আলোর বাল্ব জ্বালিয়ে অন্যান্য প্যানেল গুলোতে আলো প্রদান করতে হবে
    ii) আলোর প্রতিফলন কে কাজে লাগিয়ে অন্যান্য প্যানেল গুলোতে আলো প্রদান

    ইত্যাদি

    বিঃ দ্রঃ - উপরের ব্যবস্থা চালু করতে গিয়ে যাতে কেউ বেরোজগার না হয় তার জন্য তাদের প্রয়োজনে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করতে হবে।
  • avi | 57.11.13.28 | ১১ এপ্রিল ২০১৭ ০৮:০৬728403
  • সামারি: ভালো ভাবে ভালো ভালো কাজ করতে হবে।
  • শ্রী মানস নন্দী | 213.110.242.5 | ০৩ জুন ২০১৭ ১৫:৪১728404
  • <3 স্ত্রীকে পূর্ণ যৌন তৃপ্ত করার বৈজ্ঞানিক পদ্ধতি (শুধু মাত্র দাম্পত্য প্রেম সম্পর্কিত) - মহান দার্শনিক শ্রী মানস নন্দী <3

    যাতে প্রতিটি স্ত্রী যৌন মিলনে পূর্ণ তৃপ্তি পায় তার জন্য তার স্বামীকে প্রথমে যত বেশিক্ষন সম্ভব এক হাতে স্ত্রীর যেকোনো স্তন মৈথুন করতে থাকে এবং অন্য হাতের আঙ্গুল দিয়ে গুদটাকে মৈথুন করতে থাকে যতক্ষণ না স্ত্রীর প্রথম বারের যৌন রস বের হয়। এই পদ্ধতিটি কার্যকর করতে হলে স্বামীকে যৌন সুখ নেওয়া উচিত নয় কারণ যৌন সুখ নিলে তার শীঘ্র পতন হয়। এই ভাবে দণ্ড (penis) না ঢুকিয়ে দুই স্তন মৈথুন (একের পর এক ) ও গুদ মৈথুন যতক্ষণ বেশি সম্ভব (নিজে রতি সুখ না নিয়ে) করা যায় ততটাই দাম্পত্যের জন্য মঙ্গল। শেষে স্বামীকে কন্ডোমের মাধ্যমে নিজে যৌন সুখ নেওয়ার জন্য দণ্ড (penis) ঢুকিয়ে বীর্যপাত করে দেওয়া উচিত। এই পদ্ধতিতে ৫ মিনিট লাগে স্ত্রীকে যৌন পূর্ণ তৃপ্তি দিতে। উপরিউল্লিখিত পদ্ধতির সঙ্গে স্তন গুলোকে (একের পর এক ) মুখ লাগিয়ে শিশুর মত চুষতে হবে।এর সঙ্গে স্বামী ও স্ত্রী দুজনকে কুচিন্তা পরিত্যাগ করতে হবে। অন্য তৃতীয় বা তার অধিক জনকে দেখে ঠাপ খাওয়া চলবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন