এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফিফেল কাস্ত্রো- নির্মোহ দৃষ্টিতে

    বিপ
    অন্যান্য | ২৮ নভেম্বর ২০১৬ | ৭০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 183.67.5.178 | ২৮ নভেম্বর ২০১৬ ১১:৩৩727886
  • কমিনিউজম এবং ধর্ম, দুটোই দাঁড়িয়ে রূপকথা এবং তার অলীক সত্যের প্রচারের ওপরে। গুচ্ছ গুচ্ছ মিথ্যে জনগণকে খাইয়ে তৈরী হয় কমিনিউস্ট বা ধর্মীয় প্রফেটদের বিগার দ্যান লাইফ চরিত্র।

    আমি কিউবাতে যায় নি-যাওয়ার ইচ্ছা এখনো আছে ষোলআনা, বিশেষত ক্যারিবিয়ান দীপপুঞ্জ আমার প্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। আগে আমেরিকা থেকে কিউবা যাওয়া সহজ ছিল না। ইদানিং ওবামা-রাউল চুক্তির দৌলতে এখান থেকে সরাসরি হাভানা যাওয়া যাচ্ছে। তবে আমার চেনাশোনা যেসব টুরিস্ট কিউবাতে গেছে, তাদের কাছ থেকে যা শুনেছি- হাভানাতে খাবারের শর্টেজ আছে এমনকি টুরিস্টদের জন্যও। তবে বেশ্যাদের রমরমা। মাত্র দশ ডলারেও শুতে রাজী হয়ে যায় যেকোন মেয়ে। কারন সবার বাড়িতেই খাবার দাবার থেকে বেসিক জিনিসের টানাটানি। কিউবান ইমিগ্রান্টদের কথা ছেড়ে দিলাম-তারা ত কাস্ট্রোর ওপর এমনিতেই খাপ্পা তাদের জীবন এবং পরিবার ধ্বংসের জন্য।

    এবং মনে রাখবেন, আমি অন্যদের কথা বলছি না। বলছি ফিদেল কাস্ত্রোর মেয়ে আলিনা ফার্নান্ডেজের কথা। যিনি ৩৭ বছর বয়সে কিউবা থেকে স্পেনে পালান (১৯৯৪)। সেখান থেকে মিয়ামিতে । এখন মিয়ামিতে এক্সাইল কিউবান রেডিও শো হোস্ট করেন। উনি লিখেছেন উনার বাবার লেগ্যাসি - Castro's Daughter: An Exile's Memoir of Cuba।

    এলিনার লেখা থেকে যে ফিদেলকে পাওয়া যায় তা অনেক বিশ্বাসযোগ্য। বাবা সম্মন্ধে খারাপ কথা কোন মেয়েই বলবে না। এলিনাও বলেন নি। শুধু তার লেখায় যে ফিদেলকে পাওয়া যায় -সেই ফিদেল কোন বাবা না- একজন আদর্শবাদি নেতা। গোটা লেখাটাই একজন কন্যা তার পিতাকে খুঁজছেন, কিন্ত ফিরে পাচ্ছেন এক নেতাকে।

    লেখাটি খুবই বিশ্বাযোগ্য যখন দেখি কাস্ত্রো তার মেয়েকে ফেমিনিজমের শিক্ষা দিচ্ছেন এই ভাবে -তোমার মায়ের মত হয়ো না। সি ইজ টু নাইস ট্যু মি। ডোন্ট বি সো নাইস ট্যু এ ম্যান!

    এলিনার লেখা থেকে পরিস্কার ফিদেল কমিনিউস্ট আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেন নি। প্রেসিডেন্টের কন্যা বা স্ত্রী-কোন আলাদা সুবিধা পায় নি হাভানাতে। এখন কমিনিজম রাষ্ট্রের জন্য একটি ব্যর্থ রাজনৈতিক আদর্শ-সেটি অন্য প্রশ্ন।

    এবার আসা যাক ফিদেলকে নিয়ে গড়ে ওঠা মিথ প্রসঙ্গে। সত্যিই কি কিউবাতে চিকিৎসাব্যবস্থা এত ভাল?

    দুদিককার বক্তব্য শুনে যেটা পরিস্কার-কিউবা অনেক বেশী ডাক্তার তৈরী করতে সমর্থ হয়েছে-কিন্ত দেশে না আছে মেডিসিন, না আছে আধুনিক মেডিক্যাল ফেসিলিটি। অত্যাধুনিক ফেসিলিটি একমাত্র আছে টুরিস্ট এবং নেতাদের জন্য। সেটা ডলার কামানোর ধান্দায়। একজন সাধারন লোকের পক্ষে এন্টিবায়োটিক পাওয়া দুস্কর। কিন্ত তাও কিউবার লাইফ এক্সপেক্টেন্সি আমেরিকার থেকে ভাল। কিন্ত সেই তথ্যও কমিনিউস্ট গুপি কি না, তাই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন [১] ।

    কিউবার খাদ্য সিকিউরিটি নিয়েও একই কথা। ৭০% খাদ্য আমদানি করতে হয়। কারন দেশের কৃষিকর্ম একদম প্রাচীন যুগের। এর একটা বড় কারন কিউবা সাসটেনেবল কৃষিতে বিশ্বাসী। কিন্ত সেটা করতে গিয়ে দেশটার খাদ্য উৎপাদন একদম তলানিতে। ইম্পোর্টই ভরসা। [২]

    ফিদেলের আগে কিউবা অনুন্নত ছিল এগুলো রূপকথা। কমিনিউস্ট বিপ্লবের আগে [৩]

    ১) কিউবার সাক্ষরতার হার ছিল ৭৮%
    ২)পার ক্যাপিটা ইনকাম ছিল উত্তর আমেরিকার মধ্যে পঞ্চম
    ৩) লাইফ এক্সপেক্টেন্সিতে তৃতীয়
    ৪) গাড়ী এবং টেলিফোন ওনারশিপে আমেরিকা, কানাডার পরেই ছিল কিউবা

    মোদ্দা কথা কিউবা নিয়ে বলতে উঠলে, বাঙালী বামেরা উচ্ছাসিত হয়ে ওঠেন। যদিও বাস্তব এটাই প্রাণের ঝুঁকি নিয়ে প্রতি মাসে কিউবানরা বোটে করে ফ্লোরিডাতে পালাচ্ছে। অন্যদিকে আমেরিকার কজন কিউবা কোন দেশ সেটা জানে কি না সন্দেহ। আর যদি বাম বাঙালীর প্রশ্ন তোলেন, তারাও ডলারের লোভে আমেরিকান এম্নাসীতেই লাইন দিয়ে থাকেন-কিউবাতে পড়াশোনা করতে গেছেন, এমন বাম বাঙালীর সন্ধান কেউ দিতে পারবে বলে মনে হয় না। কারন কিউবাতে সবা্র ইনকাম ওই মাসে ২০ ডলার বা ১৫০০ টাকার কাছাকাছি। ওইকটা টাকার জন্য কোন বাম বাঙালী এখনো কিউবার ছাত্র হওয়ার দৌড়ে নাম লেখান নি-যদিও তারা ফিদেল এবং তার অলীক কিউবা নিয়ে ফেসবুক গরম করে থাকেন। তবে কি না অর্থ মর্হাঘ্য বস্তু-তা আদর্শবাদিদের ও ছাড়ে না।

    [১]http://www.nationalreview.com/article/432680/myth-cuban-health-care
    [২]https://www.wfp.org/countries/cuba
    [৩]http://www.nationalreview.com/corner/442483/cuba-castro
  • a | 59.199.14.92 | ২৮ নভেম্বর ২০১৬ ১১:৫০727897
  • সুধু সুযোগের অপেক্ষায় ছিলেন।
    ঊইকেন্ডের ঝোকে খালি নামের বানান ভুল হয়ে গেছে
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৬ ১২:৪২727908
  • আইআইটি আর মেড়ো অ্যাঙ্গেলদুটো বাদ গেছে এবারে।
  • কিক্কড় সিং | 233.191.60.157 | ২৮ নভেম্বর ২০১৬ ১৩:৪৮727910
  • নির্মোহ ব না হলে খেলবো না।
  • PT | 213.110.242.8 | ২৮ নভেম্বর ২০১৬ ২৩:২১727911
  • "বাঙালী বাম" মানে এখন কারা?
  • Ekak | 53.224.129.52 | ২৯ নভেম্বর ২০১৬ ০৭:২৬727913
  • ধুর বাল এসব নিয়ে এতো খোঁচাবার চেষ্টা কেন তাই বুঝিনা । ফিদেল তো ডিক্টেটর এ সবাই জানে । লেলী জনতা ছাড়া কারো দায় নেই ফিদেল কে মহান জনগণতান্ত্রিক নেতা প্রমান করার । গ্রেট লিডার এন্ড ডিক্টেটর । মিটে গ্যালো । ওসব অত্যাচারের বর্ণনা তুলে এনে কী প্রমান হচ্ছে । এর চেও অনেক বেশি অত্যাচার করেছে । ডিক্টেটরশীপ এ স্বাভাবিক । অদ্ভুত আবালমার্কা কান্নাকাটি যত ।
  • PT | 213.110.242.7 | ২৯ নভেম্বর ২০১৬ ০৮:৩৭727914
  • আলিমুদ্দিন থেকে ছাপানো এই কাগজটাতে কিসব হাবিজাবি লিখেছেঃ
    If the blockade really were to be dismantled, it would not only be a vindication of Cuba’s remarkable record of social justice at home and solidarity abroad, backed by the growing confidence of an independent Latin America. It would also be a boon for millions around the world who would benefit from a Cuba unshackled – and a demonstration of what can be achieved when people are put before corporate profit.
    `https://www.theguardian.com/commentisfree/2014/dec/03/cuba-global-medical-record-shames-us-blockade-ebola
  • Du | 57.184.54.93 | ২৯ নভেম্বর ২০১৬ ১০:০৭727915
  • ভুলে ছোটডি এর বদলে পি আর এইচ লেখা কি সম্ভব আদৌ?
  • Bhagidaar | 34.49.119.28 | ২৯ নভেম্বর ২০১৬ ১০:১৩727887
  • kiborDe to D এর পাশেই F
  • সিকি | ২৯ নভেম্বর ২০১৬ ১১:২৫727888
  • ph নয়, f দিয়েই ফ লেখা যায়।
  • de | 69.185.236.51 | ২৯ নভেম্বর ২০১৬ ১২:৫৬727889
  • আমি আবার চম্মা ছাড়া সকালে পড়েছি ফিফেল ফাস্ত্রো -ঃ)
  • দেব | 135.22.193.148 | ২৯ নভেম্বর ২০১৬ ১৩:৪৩727890
  • আমি এতক্ষণে খেয়াল করলাম - 'ফিফেল' :)। যাকগে ও টাইপো হয়। এটা থাকুক - https://newleftreview.org/II/88/emily-morris-unexpected-cuba। আধঘন্টা গুগলিয়ে ওগড়ানো ক্ল্যাপট্র্যাপ নয়, এট্টু পড়াশোনা করে লেখা।
  • PT | 213.110.242.20 | ৩০ নভেম্বর ২০১৬ ০৮:২৪727892
  • একজন বাঙালী বামকে পাওয়া গেলঃ
  • দ্রি | 119.163.234.2 | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:১৬727893
  • ওয়েস্টার্ন মিডিয়ায় কাস্ত্রোর ফিউনেরালে কোন কোন দেশের নেতা যান নি সেই হিসেব ফলাও করে লেখা আছে।

    কিন্তু স্পুৎনিকনিউজে পেলাম, প্রায় এক মিলিয়ান কিউবান এই ফিউনেরাল অ্যাটেন্ড করেছে। এই কথাটা, ফর সাম রিজন, ওয়েস্টার্ন মিডিয়া রিপোর্ট করতে ভুলে গেছে।

    https://sputniknews.com/latam/201611301047992866-castro-ceremony-havana/

    পয়সা দিয়ে জনা পঞ্চাশ ডেমোস্ট্রেটারকে ফিট করে দেওয়া যায়। কিন্তু এক মিলিয়ান লোক পয়সা দিয়ে আনা সম্ভব নয়।
  • sg | 24.139.196.6 | ৩০ নভেম্বর ২০১৬ ২২:০০727894
  • আরো বাঙ্গালী বাম
  • PT | 213.110.242.20 | ৩০ নভেম্বর ২০১৬ ২৩:১৯727895
  • শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়াল?
    "কমিনিউজম এবং ধর্ম, দুটোই দাঁড়িয়ে রূপকথা এবং তার অলীক সত্যের প্রচারের ওপরে"?
  • Bip | 75.210.82.114 | ০১ ডিসেম্বর ২০১৬ ০১:২২727896
  • If you dont attend Fidele funeral, you will be doomed in Cuba..In a communist country people are treated as animal and reduced to animal..
  • Robu | 52.110.172.130 | ০১ ডিসেম্বর ২০১৬ ০৩:১৪727898
  • ঠিকই। অ্যানিমাল ফার্মে তো অরওয়েলবাবু এটাই দেখিয়েছেন।
  • Du | 182.58.105.239 | ০১ ডিসেম্বর ২০১৬ ০৫:১১727899
  • ঘুরে আসুন কিউবাটা। ইচ্ছে পুরণ হবে না এমন দেশে তো আপনি থাকেন না। ঘুরেই আসুন
  • Atoz | 161.141.85.8 | ০১ ডিসেম্বর ২০১৬ ০৬:১১727900
  • "বিপ্লব দীর্ঘজীবী হোক" বলে যদি আদর করে রেখে দেয়? সেই ভেবেই হয়তো উনি ---
    ঃ-)
  • PT | 213.110.242.21 | ০১ ডিসেম্বর ২০১৬ ০৮:০৭727901
  • দোষ বিপর নয়। আমরা ভারতীয় হিসেবে শিশু-মারা ও বাঙালী হিসেবে তদুপরি শিশু-বেচা জাতির প্রতিনিধি। যেখানে কিউবা শিশুমৃত্যুর হার কমিয়ে প্রায় বিশ্ব রেকর্ড করেছে সেখানে আমারা ছেলে বেচছি আড়াই লাখে আর ফরসা হলে আরো দশ হাজার। মেয়ে হলে সস্তায়-এক লাখে আর কালো হলে আরো সস্তায়- ৭০/৮০ হাজারে। আমাদের কাছে ইহাই সত্য ও বাস্তব। সেক্ষেত্রে আমেরিকার পদলেহন না করে, সব রকমের এম্বার্গো মাথায় নিয়ে যে দেশটা শুধু স্বাস্থেই বিশ্বকে চমকে দেয়, সেটা আমাদের কাছে আলীক সত্য বলেই মনে হওয়াটা স্বাভাবিক। আর আমাদের শিশুরা গণতন্ত্র ও বাকস্বাধীনতার ডায়েটে বড় হয়ে-যে কয়েকটি বেঁচে-বর্তে থাকে-কিকরে শিশুর জীবন বাঁচানো যায় বুঝে উঠতে পারে না!!!

    ##Infant mortality (deaths/1,000 live births) - Longitudinal Data - the 2015 Revision
    Cuba 1950/55: 80.69 --- ২০১০/১৫ঃ 5.5
    India 1950/55: 186.18 --- ২০১০/১৫ঃ 41.36
    ##"Around 50,000 mothers and 1.3 million newborns die every year in the country during or immediately after delivery,"
    http://edition.cnn.com/2015/08/31/asia/india-child-deaths/index.html
    ##One child under the age of five years dies every two minutes in India due to pneumonia and diarrhoea.
    http://www.dnaindia.com/health/report-a-child-dies-every-2-min-of-pneumonia-diarrhoea-in-india-2273854
  • ranjan roy | 24.97.240.153 | ০১ ডিসেম্বর ২০১৬ ০৯:০১727902
  • যেহেতু এইটইয়ে নির্মোহ কথাটি আছে, তাই প্রশ্নঃ
    আমরা ফিদেল- বন্দনা ও ফিদেল- ভর্ত্সনার দুই মেরুর বাইরে বেরিয়ে একটু ফিদেল প্রবর্তিত রাজনৈতিক ব্যব্স্থা ( একদলীয় শাসন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ইত্যাদি) বা অর্থনৈতিক এক্সপেরিমেন্ট ও সেগুলোর নাগরিকদের জীবনে ফলশ্রুতি-- এগুলো নিয়ে একটি তথ্যভিত্তিক আলোচনায় আসতে পারি কি?
    যদিও প্রেক্ষিত মনে রাখতে হবে। যেমন ছোট্ট একটি দ্বীপপুঞ্জ আর বিশাল ভারত উপমহাদেশ; মার্কিনি এমবার্গো এবং ভারতের দুই শিবিরের মাঝে কবাডি খেলার সুবিধে; মূলতঃ একই জনগোষ্ঠী ও ভাষা এবং ধর্ম।
    এছাড়া কমুনিস্ট পার্টির নেতৃত্ব ছাড়া বিপ্লবের বিরল উদাহরণ।
  • কিক্কড় সিং | 131.241.218.132 | ০১ ডিসেম্বর ২০১৬ ১০:১৬727903
  • আর আফ্রিকার কথা ভুলে যাবেন না। সন্দেহ থাকলে "কিউবা, আফ্রিকা, রেভোলিউশন" ডকুমেন্টারিটা দেখে নিতে পারেন। বিবিসি-এর। (এটা বিপের জন্যে)।
  • ছোটোলোক | 198.155.168.109 | ০১ ডিসেম্বর ২০১৬ ১১:২৩727904
  • কাস্ত্রো আসবার আগে কিউবা ছিল ক্যাসিনো ও প্রসটিটিউশনের জায়গা। বড়লোক দেশ ছিল না। লোকে ফুর্তি করতে ওখানে যেত। তখনো অন্য কোন ইনডাস্ট্রি ছিল না। লোকজন গরীব ছিল। কাস্ত্রো এসে এগুলো বন্ধ করে। শিক্ষা চিকিৎসা এসমস্ত সকলের জন্য করে দেয়। বছরে দুবার জামা কাপড় সরকার থেকে দিত।
    যাদের সঙ্গে মিশে এগুলো বলছি তারা সবাই উচ্চ শিক্ষিত। কিউবায় অসম্ভব ভালো ভালো ব্যালে শিল্পী তৈরী হয়। বিপ কি এসব জানতেন?
  • ছোটোলোক | 198.155.168.109 | ০১ ডিসেম্বর ২০১৬ ১১:৩১727905
  • পৃথিবীর একমাত্র দেশ যেখানে নারী পুরুষ সাদা কালো সকলের সমান অধিকার। কাগজে কলমে তো বটেই বাস্তবেও।
    তুলনা করা চলে না অন্য কোন দেশের সঙ্গে।
  • Manish | 24.99.215.139 | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:১৮727906
  • bip,

    cuba sports এ কত উন্নত জানেন। বিশেষ করে boxing এ।
  • PT | 213.110.242.8 | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:১১727907
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন