এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সত্য সন্ধানী | ২০ ডিসেম্বর ২০১৫ ১২:৪৩690642
  • এই লেখাটা অনেক দিন ধরেই লিখব লিখব করছিলাম | মনে হচ্ছিল এটা লেখা দরকার | সব জিনিসেরই ভালো মন্দ আছে | তা বিচার করেই এগুনো দরকার |

    পুঁজিবাদ হলো ব্যক্তিমালিকানার কারবার | ব্যক্তি মালিকানা হলো পুঁজিবাদের মুখ্য বৈশিষ্ট্য | এই পুঁজিবাদের সুফল ও কুফল নিচে দেয়া হলো :

    ক] সুফল
    ১] জিনিসপত্রের গুণমান উন্নত হয়
    ২] জীবনযাত্রার মান উন্নত হয়
    ৩] নতুন সৃষ্টি সম্ভব হয় |
    ৪] অর্থনৈতিক উন্নতি হয় |
    ৫] দেশের অভ্যন্তরীণ পরিবেশ ভালো থাকে |

    খ] কুফল
    ১] শ্রমিকদের কম মজুরিতে বেশি খাটানো হয় |
    ২] জিনিসপত্রের দাম বাড়ে |
    ৩] মানুষ ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে |
    ৪] বাজারে যা পাওয়া যায় তাই বাধ্য হয়ে মানুষকে ব্যবহার করতে হয় , তার প্রয়োজন মেটে না |এটাই বাজার নিয়ন্ত্রনের মূল কথা |
    ৫] আর বাকিগুলো গুরুচন্ডালির গুরুরা ভালই জানেন |

    এখন এই সুফল আর কুফল গুলোকে গভীরভাবে স্টাডি করা যাক | এগুলো বিচ্ছিন্ন নয় | মার্ক্সবাদের মতে কোনো কিছুই বিচ্ছিন্ন নয় এই জগতে | তো এগুলোও বিচ্ছিন্ন নয় এই জগতে | এগুলো জুড়ে আছে একটি জিনিসের সঙ্গে আর সেই জিনিষটা হলো প্রতিযোগিতা | প্রতিযোগিতা হলো পুঁজিবাদের মূল কথা | এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই পণ্যের গুণমান বাড়ানো হয় আর মজুরি কমানো হয় | এই প্রতিযোগিতাই মানুষকে আত্মকেন্দ্রিক বানায় | এটাই জিনিসপত্রের দামও বাড়ায় | সুতরাং এটাই হলো হার্ট অফ কাপিটালিসম | এই প্রতিযোগিতা কখনো কখনো মনোপলি বা একচেটিয়া রূপ নেয় | যখন একজন প্রতিযোগী অন্য সবার চেয়ে ভীষণ শক্তিশালী হয়ে যায় সে আর বাকি দুর্বলদেরকে গ্রাস করে অর্থাৎ টেক ওভার করে | তখনি একচেটিয়া সৃষ্টি হয় | এখানেই অসুস্থ পুঁজিবাদের সৃষ্টি হয় | একপক্ষ একতরফাভাবে শোষিত হতে থাকে আর আরেক পক্ষ ক্রমাগত শোষণ করতে থাকে | এই অবস্থাটাকে বন্ধ করা যায় | সরকার যদি টেক ওভার বেআইনি করে দেয় , শুধুমাত্র তখনি একচেটিয়া বাজার সৃষ্টি হয় না |

    এখন এটা ভাবা দরকার সাম্যবাদের সঙ্গে এর কি পার্থক্য ? সাম্যবাদে উন্নয়ন হয় না কারণ প্রতিযোগিতা নেই | সেখানে সবই রাষ্ট্র করে | অতএব জনগনের কিছু করার নেই | সমাজ স্থিতিশীল | সেটা একটা বদ্ধ জলার সাথে তুলনা করা যেতে পারে | এদিকে জনসংখ্যা বাড়তে শুরু করে | বর্ধিত জনতাকে কাজ দেবার রাষ্ট্রের ক্ষমতা ছাড়িয়ে গেলে বেকারী শুরু হয় | বেকারীর হাত ধরে করাপশন শুরু হয় | তখনি সরকারী চাকরিতে ঢুকতে গেলে ঘুষ দেওয়া চালু হয় | পুঁজিবাদে বেকারী নেই কারণ কর্মসংস্থানের ক্ষমতা বেশি | ডিপ্রেসনের কথা আলাদা | এছাড়া সাম্যবাদে জনগনের আর্থিক অবস্থার উন্নতির সুযোগ নেই | টাটা বিড়লা হবার সুযোগ নেই | সবই রাষ্ট্রের হাতে | এই সুযোগ পুঁজিবাদে আছে |

    সব মিলিয়ে কোনটা ভালো ? সাম্যবাদ না পুঁজিবাদ ? পুঁজিবাদে দেশের উন্নতি হয়, জীবনযাত্রার উন্নতি হয় আর এই পৃথিবীতে সবকিছুরই একটা মূল্য আছে | সেই মূল্য হলো পুঁজিবাদের কুফল | ওই মূল্য দিলে তবেই উন্নয়ন সম্ভব হবে | নচেত নয় | সাম্যবাদে উন্নয়ন হয় না | এই বঙ্গেও হয় নি | ফলে সারা পৃথিবীর তুলনায় দেশ পিছিয়ে পরে | সেটাও আমার মতে ভালো নয় | স্থিতিশীলতা আর উন্নয়ন পরস্পর বিপরীত, তাই দুটি একসঙ্গে পাওয়া যায় না |

    আমার মতে উন্নয়নটাই ভালো | তার জন্য যে মূল্য দিতে হয় , সেটা কিছুটা কমিয়ে আনা যায় যদি রাষ্ট্র শ্রমিকদের জন্য সোশ্যাল সিকিউরিটি চালু করে |
  • ranjan roy | 24.96.178.54 | ২০ ডিসেম্বর ২০১৫ ১৩:৩৪690653
  • ১) বঙ্গে সাম্যবাদ ছিল না। যা ছিল তা হল একটি মিশ্র অর্থনীতির অনুসারী বামদলের সম্মিলিত সরকার। তারা আদৌ পুঁজিবাদের বিরোধিতা বা একচেটিয়া পুঁজির বিরোধিতা করেনি। ব্যক্তিমালিকানা নিষিদ্ধ করেনি। সরকার শিল্প পরিচালনা করে নি। বিভিন্ন ব্যক্তি পুঁজির প্রতিযোগিতা নিষিদ্ধ করেনি।

    ২) কাজেই বঙ্গের উদাহরণ দিয়ে সাম্যবাদের সুফল/কুফল কোনটাই ব্যাখ্যা করার চেষ্টা অনর্থক পন্ডশ্রম।
    আপনার প্রেমিসগুলোকে ঠিক করে সাজিয়ে নিন। তবে তো জমবে!
  • বাঃ | 132.177.222.69 | ২০ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৩690657
  • বিনিপয়সার পাথর এইবারে সত্যসন্ধানী হয়ে গেলেন?
  • potke | 126.202.88.75 | ২০ ডিসেম্বর ২০১৫ ১৫:২০690658
  • রায়্মশায়, প্যাচাল পাইরেন না, পেপার লিখনের আসে আরো।
  • ranjan roy | 24.99.153.248 | ২০ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৮690659
  • হক কথাঃ))))
  • robu | 11.39.38.44 | ২০ ডিসেম্বর ২০১৫ ১৫:৪০690660
  • সেই। সারল্য দেখে মুগ্ধ হতে পারেননা? নিদেন অবাক?
  • ranjan roy | 24.99.153.248 | ২০ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৯690661
  • সারল্য দেখে কুল কুল করে হাসি পাচ্ছে আর মাথার মধ্যে ছোটবেলায় পাড়ায় শোনা একটা সরল ছড়া মনে পড়ছে। অ্যাডমিনের থেকে ক্ষমা প্রার্থনা সহঃ

    পাঁচু পাঁচছাগলের মা,
    পাঁচু হেগে ছোঁচায় না।
    পাঁচুর পুকুর পাড়ে ঘর,
    পাঁচু -------------------------------।
  • সত্য সন্ধানী | ২০ ডিসেম্বর ২০১৫ ২১:০৫690662
  • রঞ্জনবাবু তাই যদি হবে তাহলে এই বঙ্গে বাম জমানায় শিল্প ছিল না কেন ? কেন কারখানাগুলোতে তালা পড়ে যাচ্ছিল ? কেন ছেলেমেয়েরা রাজ্য ছেড়ে বাইরে যাচ্ছিল চাকরির জন্য ? ইনফোসিসের মোট সংস্থা অব্দি পাততাড়ি গতবার তালে ছিল ?

    সারল্য দেখে অত হাসবেন না | আপনার মুর্খতা দেখে আমার কুল কুল করে হাসি পাচ্ছে |
  • সত্য সন্ধানী | ২০ ডিসেম্বর ২০১৫ ২১:০৬690663
  • সিপিএম আসলে উন্নয়ন বিরোধী একটি দল কিছুতেই তারা নিজের ভুল মানবে না |
  • সমবেত সঙ্গীত | 132.177.222.69 | ২০ ডিসেম্বর ২০১৫ ২১:২৩690643
  • পাগলা খাবি কী, ঝাঁঝেই তো মরে যাবি,
    পাগলা, খাবি কী?
  • Rana | 127.194.217.111 | ২০ ডিসেম্বর ২০১৫ ২২:০০690644
  • সাম্যবাদে উন্নয়ন না হলে চীন কি ঘোড়ার ঘাস কাটছে? না সোভিয়েত অনুন্নত দেশ ছিল? উন্নয়নশীল দেশ হিসাবে ভিয়েতনামের নামও খুব দ্রুত উঠে আসছে।

    আলোচনাটি নিতান্ত অগভীর এবং একদমই বিশ্লেষণধর্মী নয়। ব্যোমকেশ বাবুর আগের লেখাটিতে প্রথমে যেমন মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব একদমই আসে নি, তেমনি এ লেখাটিতে মিক্সড ইকোনমিকাল ধারণাও অদ্ভুত ভাবে অনুপস্থিত। কোনো দেশের অর্থনীতিই আজ পুরোপুরি সমাজতান্ত্রিক বা পুঁজিবাদী নয়। এমনকি সমাজতান্ত্রিক দেশগুলিতেও, কিছু এলাকা বাজার অর্থনীতি আর কিছু এলাকা সরকার দ্বারা পরিচালিত হয়।

    খুব সহজ উদাহরন, শিক্ষা, স্বাস্থ্য, প্রাক্‌তিক শক্তি, সামরিক এমন কতগুলি এলাকা বরাবরই সরকার নিয়ন্ত্রিত, আর ভোগ্যপণ্য, পরিবহন প্রভ্‌তি এলাকা বাজার নিয়ন্ত্রিত। তবে তাতে সরকার একটা ঊর্ধসীমা নিয়ন্ত্রকও রাখতে পারে।

    পশ্চিমবঙ্গের উদাহরন পরিষ্কার ভাবে রাজনৈতিক অসূয়া প্রসূত এবং মূল প্রতিপাদ্যের সাথে সম্পর্কবিহীন। পশ্চিমবঙ্গে সমাজতান্ত্রিক অর্থনীতি কোনোদিনই ছিল না।
  • ranjan roy | 24.96.2.231 | ২১ ডিসেম্বর ২০১৫ ০০:৩৪690645
  • রানা খুব ভাল করে গুছিয়ে বলে দিয়েছেন।

    ব্যোমকেশবাবু,
    আপনার তর্কটি সাইক্লিক বা চক্রীয় এবং অব্যাপ্তি দোষে দুষ্ট।
    আপনি একদিকে বঙ্গের উদাহরণ দিয়ে প্রমাণ করতে চান সাম্যবাদের দোষগুণ।
    আপনার আপাত প্রতিপাদ্য -- সাম্যবাদে উন্নয়ন হয় না, কিছু মানবিক দিক থাকলেও। আর পুঁজিবাদে কিছু অমানবিক দিক থাকলেও উন্নয়ন হয়, বিশেষতঃ শিল্পে।
    এদিকে বঙ্গে সিপিএম জমানায় শিল্প গড়ে ওঠেনি আপনার কথা মত। তাই প্রমাণ হল যে সাম্যবাদী দলের শাসনে শিল্প গড়ে ওঠেনা।ঃ(((
    অথচ একটি পিছিয়ে থাকা কৃষিপ্রধান পুঁজিবাদী দেশ রাশিয়া সোভিয়েত আমলে কিভাবে বিশ্বের দ্বিতীয় অগ্রগণ্য শিল্পোন্নত দেশ ও প্রযুক্তিগত আমেরিকার সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা অর্জন করল সেটা দেখেও দেখলেন না? চীনের কথা ছেড়েইদিলাম।
    মহাকাশ অভিযানে রাশিয়ার অগ্রগতি ভুলে গেলেন?
    কী সরল! কী সরল!
    ২) আর আপনার বস্তিবাসী, ঝি-রিকশাওয়াল নিয়ে সারল্যের আর একটি উদাহরণ আপনি নিজেই প্রকারান্তরে দিচ্ছেন।
    ছেলেমেয়ারা বঙ্গ ছেড়ে যেসব রাজ্যে পাড়ি দিচ্ছে সেখানে কি ঝি, রিকশাওয়ালা, মেকানিক, বস্তিবাসী উধাও হয়ে গেছে?
    সবচেয়ে বড় বস্তি তো মুম্বাইয়ের উপকন্ঠে ধারাভিতে-- যেখানে পুঁজিপতিদের গড়। লুরুতে পুণেতে কি সবাই নিজেদের কাজ নিজেদের কাজ করে? মুম্বাইতে? চেন্নাইতে? দিল্লিতে? রাজধানী দিল্লির স্লাম দেখেছেন? বাঙালী ড্রাইভার, মেকানিক, কাজের মাসিদের দেখেছেন?
    ৩) করাপ্শান! উদাহরণ চাইছিলেন না? বড়লোকেরা নাকি যুধিষ্ঠির? কাউকে ঠকায় না? তা আমি যে উদাহরণ গুলো দিলাম তার অসত্য বা পাল্টা উদাহরণ দিন তো!
    রাজ্যে কেন্দ্রে মন্ত্রীগুলো পর্য্যন্ত ঘুষ খাচ্ছে আর আপনার চোখ যত বস্তিবাসী ও কাজের মাসিদের দিকে? জেন্ডার প্রবলেম না সাইকিয়াট্রিস্ট কেস?
  • Manish | 127.200.84.47 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৭690646
  • Ranjan কাটান দাও। এত economics বই থেকে টুকে দিয়েছে।
  • Soumya | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৬690647
  • এঃ... বড্ড সরল হয়ে গেল। শুধু যোগ, বিয়োগ গুন, ভাগ। নিদেন একটা ভগ্নাংশ থাকলও চলত। লিস্টটা না দিলেই চলছিলনা?

    সিপিএম শাসিত বাংলা পুঁজিবাদ বিরোধী কবে ছিল, সেটা জানাবেন দয়া করে। যা ছিল, সেটা সুবিধাবাদী gerontocracy। তাঁর একমাত্র সেলিং পয়েন্ট দারিদ্র। উন্নতি তারা করতে যাবে কেন?
    আর রানা-- চিন, সোভিয়েত দেশ রাষ্ট্রীয় পুঁজিবাদের উদাহরণ- যেখানে পুঁজি শুধু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে- অনেকটা দেবত্র সম্পত্তি দখলকারী পুরোহিত ঠাকুরের মত।
  • বিবাদী | 116.208.37.173 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:৪১690648
  • এই লেখাটা কেমন যেন কেউ আধপাতা বলবিয়ারিং এর ওপর লিখে বলে দিল, "এই হল মেকানিক্যাল ইনজিনিয়ারিন্গের সবকিছু, মানে যা সবাই চারবছর ধরে পড়ে ও কেউকেউ সারা জীবন চর্চা করে। এবার সকলে আলোচনায় মগ্ন হও হে।" ভারি ভুলভাল ব্যাপার বটেক।
  • ranjan roy | 24.96.31.133 | ২১ ডিসেম্বর ২০১৫ ২১:২৯690649
  • সৌম্য,
    ঃ)))।
  • বীর বল | 11.39.36.79 | ২১ ডিসেম্বর ২০১৫ ২১:৩৭690650
  • এই টইগুলো একটা দারুণ উদ্দেশ্য সিদ্ধ করছে।
  • sm | 233.223.159.253 | ২২ ডিসেম্বর ২০১৫ ০০:০০690651
  • সৌম্যর পোস্ট কে বড় "ক"। বিশেষ করে এই লাইন টি তে,যা ছিল, সেটা সুবিধাবাদী gerontocracy। তাঁর একমাত্র সেলিং পয়েন্ট দারিদ্র। উন্নতি তারা করতে যাবে কেন?
    একমাত্র সেলিং পয়েন্ট দারিদ্র; লাখ কথার এক কথা!
  • ranjan roy | 24.96.114.115 | ২২ ডিসেম্বর ২০১৫ ০০:০৩690652
  • "এই টইগুলো একটা দারুণ উদ্দেশ্য সিদ্ধ করছে।"

    --- নিদারুণ!!!
  • মোঃ আরিফ হোসেন। | 237812.69.563412.195 | ০৭ আগস্ট ২০১৯ ২২:২৮690654
  • মানুষ ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠে- এই কথার মানে কি? কেউ বুঝিয়ে বললে খুশি হব।
  • কল্লোল | 237812.68.454512.192 | ১০ আগস্ট ২০১৯ ১৭:০৭690655
  • ১] জিনিসপত্রের গুণমান উন্নত হয়
    ৪] বাজারে যা পাওয়া যায় তাই বাধ্য হয়ে মানুষকে ব্যবহার করতে হয় , তার প্রয়োজন মেটে না
    ২)জীবনযাত্রার মান উন্নত হয়
    ১] শ্রমিকদের কম মজুরিতে বেশি খাটানো হয় ়
    ৩] মানুষ ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে ়
    ৩] নতুন সৃষ্টি সম্ভব হয়
    ??) স্পুতনিক, মহাকশে প্রথম মানুষ - সমাজতন্ত্রের সৃষ্টি
    ৪)অর্থনৈতিক উন্নতি হয় ়
    ১] শ্রমিকদের কম মজুরিতে বেশি খাটানো হয় ়
    ৫] দেশের অভ্যন্তরীণ পরিবেশ ভালো থাকে ়
    ৪] বাজারে যা পাওয়া যায় তাই বাধ্য হয়ে মানুষকে ব্যবহার করতে হয় , তার প্রয়োজন মেটে না ়
    হা হা হা
  • কল্লোল | 237812.68.454512.192 | ১০ আগস্ট ২০১৯ ১৭:১০690656
  • ১] জিনিসপত্রের গুণমান উন্নত হয়
    ৪] বাজারে যা পাওয়া যায় তাই বাধ্য হয়ে মানুষকে ব্যবহার করতে হয় , তার প্রয়োজন মেটে না
    ২)জীবনযাত্রার মান উন্নত হয়
    ১] শ্রমিকদের কম মজুরিতে বেশি খাটানো হয় ়
    ৩] মানুষ ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে ়
    ৩] নতুন সৃষ্টি সম্ভব হয়
    ??) স্পুতনিক, মহাকশে প্রথম মানুষ - সমাজতন্ত্রের সৃষ্টি
    ৪)অর্থনৈতিক উন্নতি হয় ়
    ১] শ্রমিকদের কম মজুরিতে বেশি খাটানো হয় ়
    ৫] দেশের অভ্যন্তরীণ পরিবেশ ভালো থাকে ়
    ৪] বাজারে যা পাওয়া যায় তাই বাধ্য হয়ে মানুষকে ব্যবহার করতে হয় , তার প্রয়োজন মেটে না ়
    হা হা হা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন