এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রিয় কবিতা

    Riju
    অন্যান্য | ১৮ জুলাই ২০০৬ | ৩৮১৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2601:247:4280:d10:ed3c:a60f:82fa:ed93 | ২৩ জুলাই ২০২০ ০৬:২০732429
  • সম্পর্ক
    - প্রণবেন্দু দাশগুপ্ত

    সবাই গুছিয়ে নেয়: মেধাবী, কি নিতান্ত অবোধ,
    অনন্তের ধ্যান চোখে তুলে নেয় মুহূর্তের মেকি--
    কিন্তু, যে লোকটা তার কোনওদিন বোঝেনি আমোদ,
    অজস্রের হাহাকারে তার কোনও স্বপ্ন ছিঁড়েছে কি?

    ছিল কি রাজার হালে? ঘর, ফুল, পাথর, অথবা
    আস্ত মানুষ যার ভাঁড়ারের কৌটো ভরে থাকে--
    কিন্তু বাহবা দিলে আসরের অন্ধকারে বোবা
    সে খোঁজে নিজের দুর্গ, চোখ ভাবে গাছের পাতাকে।

    কোথাও পৌঁছবে কি না, সে এখনও নিজেই জানে না--
    শব্দ ছাড়া কিছু নেই, শব্দে তার স্বোপার্জিত ক্ষমা,
    জয়, পরাজয়, গ্লানি, বাচালের উচ্ছ্বসিত ফেনা...
    সমস্ত ফুটিয়ে নেয়, অল্প আঁচে, একটি উপমা।।
  • | 2601:247:4280:d10:ed3c:a60f:82fa:ed93 | ২৩ জুলাই ২০২০ ০৬:২৩732430
  • তুলে দিলাম আবার
  • b | 14.139.196.11 | ২৫ আগস্ট ২০২০ ১৮:৩৪732548
  • Remorse For Any Death
    Borges
    _____________---

    Free of memory and of hope,
    limitless, abstract, almost future,
    the dead man is not a dead man: he is death.

    Like the God of the mystics,
    of Whom anything that could be said must be denied,
    the dead one, alien everywhere,
    is but the ruin and absence of the world.
    We rob him of everything,
    we leave him not so much as a color or syllable:
    here, the courtyard which his eyes no longer see,
    there, the sidewalk where his hope lay in wait.
    Even what we are thinking,
    he could be thinking;

    we have divvied up like thieves
    the booty of nights and days.
  • b | 14.139.196.11 | ২৭ সেপ্টেম্বর ২০২০ ০৯:২৬732834
  • lcm | 99.0.80.158 | ২৭ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৩

    • এই সেদিন পর্যন্ত ভেবেছি, সব ঠিক হয়ে যাবে।
      কবে কখন কেমন করে, কি ভাবে ঠিক হবে,
      এবং সত্যি সত্যি কি ঠিক হবে, এবং ঠিক না হলেই বা কি হবে,
      সে বিষয়ে অবশ্য কোনো চিন্তা করিনি
      কোনো ধারণাও ছিলো না।

      শুধু কোথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিলো,
      মনে মনে ধরে রেখেছিলাম,
      একদিন সব ঠিক হয়ে যাবে।

      আমলকি গাছের ভেতর থেকে কোনো কোনো রাতে
      যে রকম ঝিরিঝিরি বাতাস ও বাতাসের শব্দ আসে,
      যেভাবে লেবুপাতা ছিঁড়ে হাতে ঘষলে
      এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে,
      যেভাবে ঘুলঘুলির এলোমেলো বাসায়
      ডিমের ভেতর থেকে বেরিয়ে এসে
      চড়ুইয়ের ছানারা তাদের মাকে চিঁ-চিঁ করে ডাকে,
      যেভাবে ভুল ঠিকানার চিঠিও একদিন
      কোথাও না কোথাও, কারো না কারো কাছে পৌঁছে যায় যেভাবে

      একটা ক্ষীণ ভরসা ছিলো এই সেদিন পর্যন্ত,
      যেভাবে এইসব ঘটে, এই সব ঘটে যায়
      সেইভাবে একদিন সব ঠিকঠাক হবে।
      আমার কিছু করণীয় নেই, শুধু বসে থাকার অপেক্ষা।


      (সব ঠিক হয়ে যাবে - তারাপদ রায়)

  • | 2601:247:4280:d10:4c02:7496:31b6:4139 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৫:১২732850
  • পুরোনো শহরতলিতে

    তারাপদ রায়

     

    আবার ফিরে এলাম,

    আর একটু খোঁজ নিয়ে এলেই ভাল হত।

    বাড়ির সামনের দিকে

    একটা কয়লার দোকান ছিল

    কাঠকয়লাকেরোসিন – খুচরো কেনা বেচা,

    কেউ চিনতে পারল না

    দুজন রাস্তার লোক বলল,

    এদিকে কোনো কয়লার দোকান নেই

    গলির এপারে রাধানাথ দত্তের গ্যাসের দোকান

    সেখানে খোঁজখবর নিয়ে দেখুন।

     

    মনে আছে কয়লার দোকানের পিছনে ছিল বড় উঠোন,

    কয়েকটা আম কাঁঠাল গাছভাঙা বারান্দাঘর দোর।

    এখন তো কিছুই নেই,

    শুধু একটা নেমপ্লেট, ‘নাগরিক

    চারতলা বাড়িষোলটা ফ্ল্যাট,

    এরই মধ্যে কোনওটায় আমি ফিরে এসেছি।

    কিন্তু কয়তলায়কাদের ফ্ল্যাট?

    স্বর্গীয় রূপকবাবুর পদবিটা যেন কী ছিল,

    তাঁদের নতুন বাসাবাড়িতে এখন কে থাকে –

    কোনও খোঁজখবর রাখি না,

    শুধু মনে আছে তাঁর ভাইঝি টুলটুলি।

    না। সেই বাড়িটা জগৎসংসারে আর নেই,

    টুলটুলিকে কেউ চেনে না।

    পুরনো শহরতলির নতুন পাড়ায় বোকার মতো ঘুরি।

  • b | 14.139.196.12 | ০৪ জানুয়ারি ২০২১ ১৯:৪৯733466
  • ANTIDOTES TO FEAR OF DEATH
    by Rebecca Elson


    ( কবি ও জ্যোতির্বিজ্ঞানী, মাত্র ৩৯ বছর বয়সে মারা যান )


    Sometimes as an antidote
    To fear of death,
    I eat the stars.


    Those nights, lying on my back,
    I suck them from the quenching dark
    Til they are all, all inside me,
    Pepper hot and sharp.


    Sometimes, instead, I stir myself
    Into a universe still young,
    Still warm as blood:


    No outer space, just space,
    The light of all the not yet stars
    Drifting like a bright mist,
    And all of us, and everything
    Already there
    But unconstrained by form.


    And sometime it’s enough
    To lie down here on earth
    Beside our long ancestral bones:


    To walk across the cobble fields
    Of our discarded skulls,
    Each like a treasure, like a chrysalis,
    Thinking: whatever left these husks
    Flew off on bright wings.

  • b | 14.139.196.16 | ২৬ মে ২০২১ ১৩:০৯734463
  • পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে 


    দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, 


    দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে 


    ওঠেনি একটা তারাও আজ। 


    পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাচাকাছি 


    নিয়েছি আশ্রয় । আমি ভিতরে বাহিরে


    যেদিকে তাকাই , আমি স্বদেশে বিদেশে 


    যেখানে তাকাই------শুধু অন্ধকার, শুধু অন্ধকার 


    পিতামহ, আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি। 


    এই এক আশ্চর্য্য সময়। 


    যখন  আশ্চর্য্য বলে কোনো কিছু নেই।


    যখন নদীতে জল আছে কি না আছে


    যখন পাহাড়ে মেঘ আছে কি না আছে 


    কেউ তা জানে না।


    পিতামহ, আমি এক আশ্চর্য  সময়ে বেঁচে আছি। 


    যখন আকাশে আলো নেই,


    যখন মাটিতে আলো নেই 


    যখন সন্দেহ জাগে, পৃথিবীর  যাবতীয় আলোকিত ইচ্ছার উপরে


    রেখেছে নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিষাদ ---- এই ভয়।


    পিতামহ, তোমার আকাশ


    নীল ---- কতখানি নীল ছিল ? 


    আমার আকাশ নীল নয়। 


    পিতামহ, তোমার হৃদয় 


    নীল ---- কতখানি নীল ছিলো? 


    আমার হৃদয় নীল নয়। 


    আকাশের, হৃদয়ের যাবতীয় বিখ্যাত নীলিমা 


    আপাততঃ কোনো-এক স্থির অন্ধকারে শুয়ে আছে। 


    পিতামহ, আমি সেই ভয়ের দারুণ অন্ধকারে 


    দাঁড়িয়ে রয়েছি। পিতামহ 


    দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি,  রাত্রির আকাশে


    ওঠেনি একটাও তারা আজ। 


    মনে হয়, আমি এক অমোঘ মৃত্যুর কাছাকাছি


    নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে 


    যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে 


    যেখানে তাকাই ----শুধু অন্ধকার, শুধু অন্ধকার। 


    অন্ধকারে জেগে আছে মৌলিক নিষাদ , এই ভয়।


    *******************************************************


    নীরেন্দ্রনাথ চক্রবর্তী / ৩রা ভাদ্র, ১৩৬৭

  • lcm | ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৫738433
  • [নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে লিখেছিলেন চিরন্তন কুন্ডু ]
     
    বসে আছি হে
    --------------
    বিমানের সিঁড়ি দিয়ে নেমে আসবে তুমি -
    কতদিন তোমার বয়স বাড়ে না, চশমার পেছনে উজ্জ্বল দুটি চোখ
    কৌতূহলে তাকিয়ে থাকবে স্বাধীন দেশের দিকে,
    হারিয়ে যাওয়া জায়গা আর বদলে যাওয়া মানুষজনের দিকে -
    আমপাতা ফুল দিয়ে সাজানো তোরণের পর তোরণ পেরিয়ে আসবে
    শাঁখ আর উলুর হৈ হৈ -
    ছেঁড়া জামা ফাটা প্যান্ট বাচ্চা বুড়ো
    তালিমারা কাপড়ের বউঝিরা ভিড় করবে রাস্তায়,
    পথের ধুলোর ওপর তোমার ছায়া
    ছেলে বাড়ি ফিরছে,
    দেবতার হাসিতে ঝলমল করে উঠবে ঘরদুয়োর -
    ফাঁসির দড়ি থেকে নেমে এসে কতজন জড়িয়ে ধরবে তোমাকে,
    মাঠে জঙ্গলে বুকে গুলি নিয়ে ঘুমিয়েছে যারা
    গারদে দ্বীপান্তরে যাদের শরীর খসে গেছে
    দলে দলে এসে দাঁড়াবে -
    আমরাও যার যার হাত বাড়িয়ে ছুঁতে চাইব আগুন,
    দেখব অপেক্ষায় অপেক্ষায় কাঠ হয়ে যাওয়া এক দেশে
    হলুদ-সবুজ লতাপাতা ফুটে উঠছে। 
  • হজবরল | 104.244.72.123 | ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৩738434
  • জেনে রাখা ভালো 
    পূর্ণেন্দু পত্রী 

    জলের মাছের মতো অনায়াস হবে ভেবেছিলে 
    সব হাঁটাহাঁটি ?
    ভেবেছিলে ধোঁয়া, ধুলো, থুতু, কফ , পেঁজা তুলো হয়ে 
    উড়ে যাবে অন্য দিকে , তোমাকে ছাড়িয়ে ?
    ভেবেছিলে পাট-ভাঙা জামায় লাগবে না 
    পেট্রোলের , পাঁঠা-কাটা রক্তের বা নর্দমার দাগ ?
    ভেবেছিলে টিকটিকির মতো রয়ে যাবে 
    আজীবন মসৃণ দেয়ালে ?

    সময়ের কারখানায় কেবল তোমারই জন্য 
    তৈরি হচ্ছে লক্ষ লক্ষ সরু আলপিন 
    ব্লেড , ছুরি , ভোজালি , কাতান 
    এইটুকু জেনে রাখা ভালো।
  • হজবরল | 193.31.24.154 | ২৩ সেপ্টেম্বর ২০২২ ০১:৪২738485
  • খাবার 
    মৃদুল দাশগুপ্ত 
     
    দুদিকে কামড় লাগা যে ফল , কখনও তা গড়িয়ে যাবে না 
    পিছনের পথে আজ মোরগের পালক ছড়ানো 
    বলোনি স্বামীকে তবু ওষুধ খেয়েছ , কিন্তু শোনো -
    এতদিন পরে কেউ এভাবে কাঁদে না।
  • | ১৫ এপ্রিল ২০২৩ ১৩:৫৭740002
  • "মনকে খানিক যত্ন দিও।
    পিঁড়ি পেতে বসতে দিও,
    তালের পাখার বাতাস দিয়ে
    দুমুঠো ভাত সামনে দিও।
    ভয়াল প্রখর রৌদ্রে ঘুরে,
    মনের অনেক বয়স হল,
    ক্রমে ক্রমে চুল পাকলো,
    চামড়া কিছু কুঁচকে গেল।
    মনের মধ্যে মিটিমিটি
    অসন্তোষের ভিড় জমলো।
    সমস্ত ভিড় আলগা করে,
    মনকে খানিক বসতে দিও,
    জারুল গাছের ছায়া দিও
    দুঃসময়ে ও কোকিল ডাকে,
    পাখির কূজন শুনতে দিও।
    নাইতে দিও, গাইতে দিও
    আঁজলা ভরে ভরসা দিও
    আসনপিঁড়ি বসতে দিয়ে
    মনের মাথায় হাত বুলিয়ে
    তার কপালে চুমু দিও।
    মনের কি দোষ? এ ঘর ও ঘর
    সমস্ত দেশ ছুটোছুটি
    এক হয় ব্যস্ত, অন্যথাতে
    ভিড়ের মধ্যে লুটোপুটি।
    সেই সমস্ত বন্ধ করে
    মনকে কিছু শান্তি দিও,
    পিঁড়ি পেতে বসতে দিও
    এক ঘটি জল সামনে দিও।
    মনকে খানিক বসতে দিও।" 
     
    নতুন বছরে - অনুরাধা কুন্ডা 
  • b | 14.139.196.16 | ০৯ মে ২০২৩ ১৬:১৬740117
  • Musee Des Beux Arts
    W. H. Auden
    -------------------------------------
    About suffering they were never wrong,
    The old Masters: how well they understood
    Its human position: how it takes place
    While someone else is eating or opening a window or just walking dully along;
    How, when the aged are reverently, passionately waiting
    For the miraculous birth, there always must be
    Children who did not specially want it to happen, skating
    On a pond at the edge of the wood:
    They never forgot
    That even the dreadful martyrdom must run its course
    Anyhow in a corner, some untidy spot
    Where the dogs go on with their doggy life and the torturer's horse
    Scratches its innocent behind on a tree.
     
    In Breughel's Icarus, for instance: how everything turns away
    Quite leisurely from the disaster; the ploughman may
    Have heard the splash, the forsaken cry,
    But for him it was not an important failure; the sun shone
    As it had to on the white legs disappearing into the green
    Water, and the expensive delicate ship that must have seen
    Something amazing, a boy falling out of the sky,
    Had somewhere to get to and sailed calmly on.
  • b | 117.194.214.202 | ১৫ আগস্ট ২০২৩ ১২:১৪740516
  • প্রচ্ছন্ন স্বদেশ

     বিষ্ণু দে
    ---------
     চেয়েছি অনেকদিন 
    আজো তাকে খুঁজি সারাক্ষণ
     কখনো-বা পাশ দিয়ে কখনো আড়ালে 
    কখনো বা দেশান্তরে  কখনো-বা চোখোচোখি 

    কখনো-বা ডাকে কানে-কানে কাছাকাছি 
    নিশ্বাসের তাপে একাস্ত আপন ছন্দোময়
     বুঝি বা অলক তার কাঁপে  আমার কপালে 

    কখনো হাওয়ায় লাগে হাওয়া 

    তবু তাকে পাওয়া আজো হ’ল না নিঃশেষ 
    বাহুর নাগালে নেই অস্পষ্ট অধরা 
    অথচ সূর্যের মতো সত্য মাটি যেন ফসলের কাছে 
    পূর্ণিমা চাঁদের  মতো প্রত্যক্ষ অথচ 

    অতনু প্রবাহ তার 
    রক্তে তার পদধবনি জীবনের স্পন্দনে-স্পন্দনে

    স্বপ্নে  তার হাদয় সদাই শ্রাবণের তালদীঘি 

    উত্তরাধিকারে তার দীর্ঘ অঙ্গীকার প্রেরণা পৌরুষে 

    তবু তাকে খুঁজি সারাক্ষণ 
    খুঁজি সাধারণ্যে তাকে সাধারণে জনতায় চকিতে নিবিড়ে 
    দুর্গতির ব্যাপ্ত দায়ভাগে নিশ্চিন্ত আশ্বাসে 
    জনগণে জনসাধারণে দেশের মানুষে 
    যে যার আপন কাজে রচনায়-রচনায়

    মনে হয় দেখা বুঝি মেলে 
    সমুদ্রে-সমুদ্ধে দেখি আবেগ কল্লোলে 
    এই বুঝি আবির্ভাব 
    সাগর উত্থিতা উল্লাসে-উল্লাসে শপথে - শপথে 
    দীপ্ত মিলিত ভাষায় 
    লবণান্বুরাশিরাশি নিবদ্ধ ধারায় মেলে বনরাজিনীলা
     সভায় মিছিলে তোমাদের আমাদের ভিড়ে 
    সমুদ্র সেই সমুদ্রই নয় বুঝি আকস্মিক বান বুঝি 
    গান শুধু হঠাৎ জোয়ার 
    উল্লাস উদভ্রান্ত মরু ঠেলাঠেলি অন্ধ অহংকার 
    ক্ষমতার পাতাল সন্ধান প্রায় আত্ম অচেতন

    পালায় সে মেঘে মেঘে বজ্র ও বিদ্যুতে 
    আষাঢ়ের অশ্রুহীন হঠাৎ সন্তাপে 
    রেখে যায় ছায়া শুধু হাওয়া শুধু রেশ 
    আকাঙ্খায়- আকাঙ্খায় 

    সেই ছায়া দিনরাত খুঁজে ফিরি সেই হাওয়া
     রক্তে আঁকি সেই ছদ্মবেশ একান্ত আপন 
    তালীতমালের বনে  মৃত্যুবাঁধা রাজপথে 

    অস্পষ্ট আসন্ন তবু যেন-বা সে 
    দূরাদয়শ্চক্রনিভস্য তন্বী 
    প্রচ্ছন্ন স্বদেশ।।
     
     
  • b | 117.194.71.21 | ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫৮740920
  • The Vacation Over (~ Jay Hopler)
     
    The vacation over, see from the train 
    who remains on the beach playing, bathing in the waves; 
    their vacation isn't over yet:
    is this how it's going to be
     is this how it's going to be 
    to leave this life
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন