এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কলকাতা ঘুরতে এসে

    anaamika
    অন্যান্য | ০৩ আগস্ট ২০১৩ | ১১৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নিমো | 103.115.84.195 | ০৩ আগস্ট ২০১৩ ১২:৩৮617017
  • আবার একটা নতুন নাম!
  • anaamika | 134.125.51.213 | ০৩ আগস্ট ২০১৩ ১৩:১১617018
  • কলকাতা শহরটা যে এত পাল্টে গেছে কে জানত? সবে মিনিবাস থেকে নেমেছে কি নামেনি হঠাৎ করেই ছুটে এলো কয়েকটা শব্দ আবে কানে অন্ধ নাকি?

    ভুরু কুঁচকে ভাবে মহেশ্বর কানে অন্ধ কি বস্তু। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে কিন্তু কানে কালা চোখে অন্ধ এমনটাই চিরকাল শুনে এসেছেন। কিন্তু কানে অন্ধ না বাপু এমন কথা কোনকালে শোনেননি। এহে মানে বইটা আনলে তো হত তাহলে তো এমন হাতড়ে মরতে হত না মানে খুঁজতে। নতুন নতুন বাংলা ভাষায় এলে অব্শ্য মানে খোঁজা বেকার।

    যাগগে যাগ। এসেই যখন পড়েছেন তখন নতুন একটা মানেবই কিনেই নিয়ে যাবেন এখন। কি গরম বাপু। বৃষ্টি হচ্ছে বটে কিন্তু গরম কমছে আর কই। এদিকে দিন দিন ভুঁড়িটার যা হাল হচ্ছে চলতে - ফিরতে হাঁফ ধরে যায়। ফিরে গিয়ে অশ্বিনীকে দিয়ে প্রেশারটা চেক করাতে হবে। উফ একেবারে গলদঘর্ম হয়ে যাচ্ছেন।

    কিন্তু জগাটা গেল কোথায়? এখানেই তো মিট করার কথা ছিল। রাস্তা গুলিয়ে ফেলেনি তো? চিন্তিত হয়ে একটু এদিক-ওদিক দেখে একটা ছাওয়াওয়ালা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছেন কি ওমনি দোকানদার তেড়েফুঁড়ে বলে উঠল দাদা দোকানটা ছেড়ে দাঁড়ান। অগত্যা কি আর করেন সরে এসে অন্য একটা বন্ধ দোকানের সামনে এসে দাঁড়াতেই ব্যাটা দোকানদার এসে হাজির। গোরুর জাবরের মত মুখ নেড়েই চলেছে। ইশারায় যে ছাই কি বলল কিছু বুঝতে না পেরে একটু ভ্যাবলার মত চেয়ে থেকে আন্দাজে সরে দাঁড়ালেন। এদিকে লোকটার আর জাবর কাটা শেষ হয়না। দেখতে দেখতেই নিজের গালটাই ব্যাথা হয়ে গেল। কিন্তু জগা গেল কই?

    (অতপর)
  • annamika | 134.125.51.213 | ০৩ আগস্ট ২০১৩ ১৫:২৪617019
  • বাপরে কি ভিড়! দমটা আটকে যাচ্ছিল। হাওড়া স্টেশনে কি ভিড়। ভিড় কাটিয়ে বেরোতে যাবে খপাৎ করে একেবারে টিটির হাতে। দাদা টিকিটটা?

    কি কাল এলো ভাবা যায়। কার্গোর এ পকেট ও পকেট হাতড়ে টিকিট পাওয়া গেল। অতএব মুক্তি টিটির হাত থেকে। সোজা ট্যাক্সিস্ট্যান্ড। সব ডাকাত এক একটা। এইটুকু যেতেই এত্ত ভাড়া। কি আর করা যস্মিন দেশে যথেচ্ছাচার।

    দাদা নির্ঘাত গোসা করবে। কি করে যে ম্যানেজ করা যায়। সাথে অবশ্য একটা মুঠোফোন এনেছে দাদাকে গিফট দেবে বলে। আজকাল হল গিফট দেবার কাল। দাদা পেয়ে নিশ্চয় রাগ-টাগ গলে জল হয়ে যাবে।

    আরে ভাই ক্যা হুয়া? ট্যাস্কি আগে কিঁউ নেই যাতা?

    বাবুজী সামনে জুলুস নিকলা হ্যায়।

    হয়ে গেল সাড়ে সর্বনাশ।

    (অতএব)
  • ranjan roy | 24.99.240.178 | ০৪ আগস্ট ২০১৩ ০০:৫৪617020
  • ফির ক্যা হুয়া? ঝুমকা গিরা রে?
    সঙ্গে আছি।
  • annamika | 134.125.50.27 | ০৬ আগস্ট ২০১৩ ১৩:৪৩617021
  • বাবু এটুকু রাস্তা হেঁটে চলে যান।

    মুন্ডু চিবোতে চিবোতে অগত্যা নামে। ভাড়াটা মিটিয়ে মস্ত ট্রলী ব্যাগটা নিয়ে হাঁটতে থাকে।

    উফ কি সব বেআক্কেলে লোক রে বাবা। কি সব ভক্তির পরাকাষ্ঠা। দাদার বাজার বটে।

    আরে ঐ দেখো উদো নাকি দেখে না নাকি চোখে? ও দাদা, দাদাগো!

    আরে জগা এই কি আসার সময় হল তোর? জানিস আমি কখন থেকে....

    আরে জানি জানি তুমি অনেকক্ষন ধরে অপেক্ষা করছো। কিন্তু দেরিটাতো হল তোমার জন্য?

    আমার জন্য?

    হ্যাঁ তোমার জন্য। কি বাজার তোমার গো। ট্যাক্সিওয়ালা বলে জুলুশ বেরিয়েছে বাবু। উঁকি দিয়ে দেখি জুলুশ না, এ যে সব তারকেশ্বর যাচ্ছে রাস্তা জুড়ে খালি ব্যোম ব্যোম ভোলে ব্যোম তারক ব্যোম/ভোলে বাবা পার করে গা বলতে বলতে। গাড়ি যে এগোবে তার জো নেই। আর কি সব ড্রেস দিয়েছে একেবারে চক্কাস।

    জুল জুল করে উদাসীন চোখে তাকায় ভোলে।

    (অতএব)
  • anaamika | 134.125.50.27 | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৩২617022
  • আর বলিস নে ভক্তির পরাকাস্টাই বটে রে। রোজ এতো এতো দুধ আর জল মাথায় এসে পড়ছে যে আমার ঠান্ডা লেগে গেছে। একটু যে ঘুমোবো তার জো নেই। একটু যে জিরোবো তারও জো নেই।

    ও দাদা সব কথা কি দাঁড়িয়ে সারতে চাও নাকি? চলো কাছাকাছি কোথাও একটু বসি।

    আঁতকে ওঠে মহেশ্বর। না না আর কোথাও বসব না। একবার বসে আমার বিস্তর চেতনা হয়েছে।

    কেন? কেউ কিছু বলেছে নাকি?

    আর বলিস নে। তোর আসতে দেরি দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাদুটো টনটনিয়ে ওঠায় ঐ সামনের দোকানটার বেঞ্চিতে বসেছি কি বসিনি ব্যাটা বলে কিনা কি ব্যাপার মহাই তহন থেহে দেহিছি একবার ই দুকান একবার উ দুকান করসেন। বলি মতলবটা কি? চুরি-চাকারি করার ইস্সা আসে নাকি?

    এমন অপমান আমি জন্মে হইনি জগা। ঘোর কলি। বুঝলি কিনা ঘোর কলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন