এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা

    Somen Dey
    গান | ২৪ এপ্রিল ২০১২ | ৪১৩৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 137.187.241.7 | ২৮ এপ্রিল ২০১২ ০৬:৪৫543388
  • উরুশ্চারণ নিয়ে :)


  • pi | 137.187.241.7 | ২৮ এপ্রিল ২০১২ ০৭:০৬543389
  • পথের প্রান্তেই বা কেমন লাগে ?
  • dukhe | 117.194.224.41 | ২৮ এপ্রিল ২০১২ ০৭:১২543390
  • পাই, জাতিস্মর আমার পছন্দের, অন্যটা তেমন নয়। তবে দুটো গানই দীর্ঘদিন আগে শোনা। আমি কিন্তু বলছি না সব সুমন/মহীন-উত্তর গানই ভীষণ নাগরিক। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে ঢেউয়ে কিংবা ডিঙা ভাসাও সাগরে সাথীরে এসব আমার খুব প্রিয়। আবার সুমনের এই শহর জানে আমার প্রথম সবকিছু নাগরিক গান হলেও আমাকে প্রবল টানে। কিন্তু সুমনের অক্ষম অনুকরণ তো কিছু কম নেই। আর আধুনিকতা মানে কিছু সুচিত্রা ভটচাজের উপন্যাস নয় যা গড়িয়াহাটে শুরু হয়ে শ্যামবাজারে শেষ হয়ে যাবে।
    ধরো এই রাত তোমার আমার - কী এমন লিরিক? কিন্তু তার সুর, শিসের ধ্বনি সব মিলিয়ে গানটা যেখানে যাচ্ছে সেটা দেখো। ওখানে বেশ মগজতোলপাড় দ্রঢ়িষ্ঠ লিরিক বসানো যাবে?
  • kc | 204.126.37.78 | ৩০ এপ্রিল ২০১২ ১৪:৪৬543391
  • টেস্ট
  • Jhiki | 229.83.85.197 | ৩০ এপ্রিল ২০১২ ১৫:১৭543392
  • ঐ সুরে "ইয়ে নয়ন ডরে ডরে' অনেক ভাল লিরিক। তইতো আমি হিন্দি গান শুনি ঃ
  • Π | 82.83.81.233 | ৩০ এপ্রিল ২০১২ ১৭:৫০543393
  • আরে !
  • ব্যাঙ | 132.167.211.32 | ৩০ এপ্রিল ২০১২ ১৮:০১543394
  • জীবনে প্রথমবার ছাপ্পা দেওয়ার আনন্দ অনুভব কচ্ছি।
  • dukhe | 212.54.74.119 | ৩০ এপ্রিল ২০১২ ১৮:০২543395
  • আহা, ও লিরিক ভালো তো ইসের বেওস্থা আছে বলে! দুখের মত ও রসে বঞ্চিতরা ওর মাহাত্ম্য কী বুঝবে?
  • ঝিকি | 229.83.85.197 | ০১ মে ২০১২ ০৮:২২543396
  • দুখের জন্য:

    ছু লেনে দো নাজুক হোঁটো কো,
    কুছ ঔর নহীঁ হ্যায় জাম হ্যায় ইয়ে।
    কুদরত নে যো হম কো বখশা হ্যায়
    বো সব সে হসীন ইনাম হ্যায় ইয়ে।
  • apu | 127.194.97.137 | ০১ মে ২০১২ ১২:৫৭543399
  • হ্যাঁ যাচ্ছে।ঃ))
  • apu | 127.194.97.137 | ০১ মে ২০১২ ১২:৫৭543398
  • ছাপ্পা দেওয়া যাবে?
  • প্পন | 122.133.206.20 | ০১ মে ২০১২ ১৩:০২543400
  • দেখি!
  • গান্ধী | 213.110.243.22 | ০১ মে ২০১২ ১৬:১৩543401
  • সর্বোচ্চ সীমার পরও লেখা যায় ??
  • পাগলু | 127.194.210.84 | ০৬ মে ২০১২ ২১:৩৯543402
  • রিতিকা সাহনী-র গান নিয়ে কেউ বিশেষঃ কিছু লিখলেন না, ওর নিজের বানানো বাঙলা গান কেউ শোনেননি? টোটাল গান কিন্তু অন্য লেভেলের ছিল।
    - পাগলু
  • রজত | 125.111.242.10 | ০৯ মার্চ ২০১৪ ১৯:১৯543403
  • মোদ্দা ব্যাপার হল... বাংলা-বাজারে সুমন এসেছিল বলে এই সুতোয় এতগুলো মত-মালা গাঁথা গেল...

    এটাই এই সুতোর অনিবার্য না-কথিত বাস্তবতা!!!
  • শ্রোতা | 69.160.210.3 | ১৫ জুলাই ২০১৫ ১৯:২১543404
  • তুললাম
  • সিকি | ১৫ জুলাই ২০১৫ ১৯:৫৪543405
  • "কী নিদারুণ খবর পেলো ভারতবাসী বেতারে" গানটা কোথাও পাওয়া যায়?
  • Rabaahuta | 132.172.70.220 | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১৭543406
  • এইখানে খুব ভালো আলোচনা হচ্ছিল।
  • pi | 57.29.213.102 | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৩:২২543407
  • লোকজন খুঁজছিল, তুলে দিলাম।
  • ঋক আর কিছুনা | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০৮543409
  • আমি একটা জিনিস খেয়াল করেছি , সব গানের আলাদা আলাদা টার্গেট জোন , মানে , আলু পাটের দালাল বা রিক্সা স্ট্যান্ডে নব্বই ' আমার স্বপ্ন যে সত্যি হলো আজ ' জাতীয় গান এখনো খুব চলে যে কোনো পুজো অনুষ্ঠানে , চন্দ্রবিন্দু চলে একটু উইটি লোকজন্রদের মাঝে , অফিস পার্টিতে অরিজিত কাঁপায় বা পুরোনো হিন্দি ।
    আর নিজের বাথ্রুম সং এর কন্টেন্ট খেয়াল করে দেখেছি হেমন্ত, চন্দ্রবিন্দু , সুমন ঘুরে শেষ করছি সেই রবীন্দ্রনাথে , হয়ত ছোটবেলা থেকে বেশী রবীন্দ্রসংগীত চলার ফল ।
  • /\ | 43.251.171.47 | ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৯740865
  • স্বপ্নাভ সায়ন্তনীর গান নিয়ে এই টইতে কথা হয়েছিল আজ হঠাৎ খুঁজতে গিয়ে পেয়ে গেলাম।
     
    সিন্ডেরেলা এখনও তেমনই ভালো লাগল।
     
     
    পল্লব কীর্তনীয়ার সেকেন্ড অ্যালবামটা পেলাম না- "শাওন" - গানটা আছে, কিন্তু পুরো অ্যালবামটা নেই ... শিলাজিতের দ্বিতীয় অ্যালবামটাও নেই, "আমরাও বেঁচে আছি" গানটা শুধু আছে। আরও কত গান অ্যালবামের কথা আর মনেই পড়ছে না। স্বাগত দে-র একটা অ্যালবামের শেষ গানটা ছিল কাজি কামাল নাসের-এর, সম্ভবত "ওরা যায় কারা" ...
  • /\ | 2402:3a80:1964:7c62:378:5634:1232:5476 | ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪২740869
  • https://youtube.com/@SougataKundu?si=_uxcLOQdums8z3OJ
     
    সৌগত কুণ্ডু। একা অ্যালবাম এর গানগুলো আছে দেখলাম। সব নেই অবশ্য। চাইলে দিয়ে দেন। আমায় সব অ্যালবামের সব গান পাঠিয়েছিলেন ড্রাইভে।
  • পুরোনো ভাটিয়ালি থেকে | 43.251.171.80 | ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৩740877
  • এই পোস্টগুলোর টইতে ব্যাকাপ রাখার কথা হয়েছিল, পুরোনো ভাটিয়ালিতে চোখে পড়ল। এখানেই থাক।
    =========================================================================
    • omnath | ২০ জুলাই ২০১১ ০০:৩৬ | 117.194.194.115
    • এভাবেও ফিরে আসা যায় - গানাটা আমার এত ভালো লাগত। নতুন রিমেক করে ওটার কেমন তেরোটা বাজিয়ে দিল। (ডিঃ প্রেমের গান প্রসঙ্গে না, গান প্রসঙ্গে এমনিই বললাম।)
    • omnath | ২০ জুলাই ২০১১ ০০:৪৫ | 117.194.194.115
    • জানিনা কে দিয়েছিল পলাশকে তার ডাকনাম (উত্তর আসবেনা তুমি আসবেই আমি জানি)- ও বেশ লাগত।
    • omnath | ২০ জুলাই ২০১১ ০০:৪৯ | 117.194.194.115
    • তবে, যত ক্লিশেই হোক, আমি নীলাঞ্জনা মেনশন করবই। কে না জানে সত্যি বলেই ক্লিশে .... ইত্যাদি।
    • omnath | ২০ জুলাই ২০১১ ০০:৫১ | 117.194.194.115
    • সুমনের আরেকটা

      মনে করে নাও এটাই আমার নাম
      জানি কোনোদিন ডাকবে না তুমি তবুও বলে দিলাম (সবুজের প্রতিশোধ, হৈমন্তি শুক্লার গলায়)
    • omnath | ২০ জুলাই ২০১১ ০০:৫৭ | 117.194.194.115
    • রূপঙ্কর
      তুমি কি এখনো, একা বিকেলে, আনমনে আমাকে ভাবো।
    • sda | ২০ জুলাই ২০১১ ০১:০৩ | 117.194.200.249
    • পরমা (চট্টোপাধ্যায় ?) এর অ্যালবামে অনিন্দ্যর লেখা "ফিরে যাও বৃষ্টি", "মেঘমল্লার" ।
    • omnath | ২০ জুলাই ২০১১ ০১:০২ | 117.194.194.115
    • পল্লব কীর্তনীয়াঃ
      শাওন মানে মেঘের স্বরলিপি

      আর,

      এই অস্তরাগের নীচে ক্লান্তি রেখে তোর গন্ধ নেবো কিছু আলতো হাতে
    • omnath | ২০ জুলাই ২০১১ ০১:০৮ | 117.194.194.115
    • প্যারেলালই যখন বললে, তাহলে তপন সিনহা-র

      ও লীনা / আর পারিনা / সারাদিন না দেখে তোকে / বড়ি মুশকিল হ্যায় ইয়ে জিনা।
    • pi | ২০ জুলাই ২০১১ ০১:১৫ | 72.83.103.132
    • ওমনাথ, ও লীনাটা আবার কোথায় ছিল ?
      লিঙ্ক দিস তো পারলে।

      চলো রীণা মনে পড়ে গ্যালো। ভালোই লাগতো।
    • omnath | ২০ জুলাই ২০১১ ০১:১৭ | 117.194.196.23
    • রূপঙ্কর ঃ
      বলতে দাও , আর পাহাড় মটি স্তুপ (সৈকত কুন্ডুর লেখায়) আর গুচ্ছ মৌঃভৌঃ।
    • omnath | ২০ জুলাই ২০১১ ০১:২২ | 117.194.196.23
    • ও লীনা আছে - তপনের গানে - "চলতি এ হীবন' অ্যালবামে। ২০০০ এ রিলিজ। সুর মধু মুখোপাধ্যায়।
      লিং কোথায় পাবো? লিখে দিতে পারি। সিকি রে কও আমারে ক্যাসেট টু mp3 টিউটোরিয়াল দিতে। তাইলে শোনানো যাবে।
    • omnath | ২০ জুলাই ২০১১ ০১:২৬ | 117.194.196.23
    • তুমি বৃষ্টি হয়ে এলে - রূপঙ্করের পপুলার, আর ভালোটা অঞ্জন দত্তের সিনেমায়।
    • pi | ২০ জুলাই ২০১১ ০১:২৬ | 72.83.103.132
    • ওমনাথ, ও চাঁদ কি রূপঙ্করের নিজের লেখা ?
    • pi | ২০ জুলাই ২০১১ ০১:২৮ | 72.83.103.132
    • কিন্তু ওমনাথ x= প্রেম বল্লি না !
    • pi | ২০ জুলাই ২০১১ ০১:২৮ | 72.83.103.132
    • ইন ফ্যাক্ট, একটাও শিলাজিত নেই !!
    • omnath | ২০ জুলাই ২০১১ ০১:৩৭ | 117.194.196.23
    • ও চাঁদ লিখেছে কিংশুক চট্টো। বারাসতের ছেলে।

      শিলাজিতের গান ঠিক আমার প্রিয় নয়। কিছু গান ইন্টারেস্টিং লাগে। নতুনত্ব। অন্যরকম। এক্সপেরিমেন্টাল।

      ঠিক এখনই, স্বাধীনতা, কার জন্যে, যা পাখি, লাল মাটির সরানে, ফিসফিস পুরোটা, রিমঝিম, মধুছন্দাদি ইত্যাদি। কিন্তু, সেসব তো ঠিক প্রেমের গান নয়।
    • Somnath | ২০ জুলাই ২০১১ ০২:৪৭ | 117.194.196.23
    • এতই যখন বললাম, শঙ্খ ব্যানার্জীর "তোমাকে তোমাকে চাই' ও বলে যাই।

      কাজী কামাল নাসের - সুপর্ণা এখনো কেন তুমি এলে না।

      রূপম ইসলাম - কমলো মেঘেদের ওজন, আমি তোমার চোখের কালো চাই, চলো আজ দেখব তোমার বাড়ি, সেদিনও ছিল দুপুর এমন।

      শ্রীকান্ত আচার্য - শোনো আমি চোখ বুজে আজ রাতে শুধু তার কথাই বলতে চাই, আর, আমার কোনো নাম দিও না (দুটোই সৈকত কুন্ডুর লেখা)

      রূপঙ্করের "কতদূরে যেতে পারে' আর "কিছু কিছু কথা পিছু ডাকে' ঠিক খানদাকি প্রেমের গান নয় বলে চেপে গেলাম। তবে ভূমির "অমন তাকিও না" বাদ দেওয়া যাবে না। যেখানে টুনির মা এসে গেছে।

      LRB-র 'চলো বদলে যাই" আর মাইলসের "ফিরিয়ে দাও" কে লিস্টের বাইরে রাখা যাবে না, কর্তব্যের খাতিরে নথিভুক্ত করলাম। একইভাবে লোপামুদ্রার বেনীমাধব (সত্যি বলেই ....)

      আর লিস্টি যখন করলামই,

      অঞ্জন - জয়িতা, রুবিনা রূপারেল, ঝগড়া, ঘর, কাঞ্চন, মেরি অ্যান, দুটো মানুষ, তুমি আসবে বলে, রঞ্জনা, ২৪৪১১৩৯

      নচিকেতা - পৌলমী, শতাব্দী, এ মন ব্যাকুল যখন তখন, রাজশ্রী-১,২,৩,৪,৫ তুমি আসবে বলে, তোকে নিয়ে ঘর বাঁধবো

      সুমন - কাঙালপনা, আমি যাকে ভালোবাসি, আমার প্রেমের গান, তোমাকে দেখছি, এক মুহূর্তে,

      শুভমিতা, শ্রেয়া, শম্পা কুন্ডু, নীপবিথি, প্রতুল প্রেমের গানের লিস্টে থাকল না।
    • pi | ২০ জুলাই ২০১১ ১৫:১৪ | 72.83.103.132
    • সিকি, ওমনাথকে একটা ক্যাসেট টু এম্পিথ্রি টিউটোরিয়াল দিয়ে দিয়ো খন !
      নইলে ওর লিস্টির ১ থেকে ৫ এ তো পুরো ট্যান যাচ্ছি।
    • siki | ২০ জুলাই ২০১১ ১৫:৪২ | 123.242.248.130
    • ঃ ))

      ওমনাথ কী সব গান শোনে মাইরি! একটারও নাম শুনি নি, টোটাল ট্যান খেয়ে গেছিলাম। ওমনাথ, লিখে দেব বাড়ি গিয়ে, এখন ঘুম্পাচ্ছে।
    • siki | ২০ জুলাই ২০১১ ১৫:৫১ | 123.242.248.130
    • অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া
      এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া
      মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর
      গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর
      ছেঁড়া তালপাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া
      এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া

      কাল-কেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি
      বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি
      ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে
      আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে

      জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে
      মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখবো বলে
      বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে
      কখনো গাঙুর, কখনো কোপাই, কপোতাক্ষর গানে
      গাঙর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি
      কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি
      স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই
      মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই

      তোমাকে চেয়েছি, ছিলাম যখন অনেক জন্ম আগে
      তথাগত তাঁর নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে
      তাঁরই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা
      আমিও কাঙাল হলাম, আরেক কাঙালের পেতে দেখা
      নতজানু হয়ে ছিলাম তখনো, এখনো যেমন আছি
      মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি
      ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই
      বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই

      আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার
      আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার
      দুঃখ পেয়েছ যতবার জেনো আমায় পেয়েছো তুমি
      আমিই তোমার পুরুষ, আমিই তোমার জন্মভূমি
      যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা
      কতো সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা
      বার বার আসি আমরা দুজন, বার বার ফিরে যাই
      আবার আসবো, আবার বলবো শুধু তোমাকেই চাই
    • Somnath | ২১ জুলাই ২০১১ ০০:০২ | 117.194.203.72
    • Date :20 Jul 2011 -- 02:47 AM এর পরে,
      দুটো গান মাথা থেকে বেরিয়ে গেছিল। সৌগত-র 'আমার গানের প্রথম চরণ তোমায় খুঁজে যাবে' আর "পূর্ণিমা'।

      এটা নিয়ে কিছু বলি। প্রথম ক্যাসেটটা পাই এক বন্ধুর থেকে। অ্যালবামটির নাম - "একা"। সব গানের কথা সৈকত কুন্ডু, সুর সৈকত ও সৌগত, সঙ্গিতায়োজন অমিত বন্ধ্যোপাধ্যায়, শব্দযন্ত্রী অজিতপ্রসাদ (স্টুডিও ওম) সাগরিকা (Popular 31165 Streo) ডিজাইন - সাইবার ওয়ার্কস। (এত সব লেখার কারন, কেউ যদি কোনোভাবে ক্যাসেটটি বা গানগুলি যোগাড় করে দিতে পারেন, চিরকৃতজ্ঞ থাকিব, যাহা আদেশ খাওয়াইবো, ইত্যাদি।)

      তো সেই প্রথম সৈকত কুন্ডু র নাম শোনা আর গানগুলো, এত ভালো কথা আর এত সুন্দর সুরে গান , নতুন বাংলা গান, বহুবহুদিন শুনি নি বলে যাকে বলে মন্ত্রমুগ্‌ধ। ছবি দেখে সৌগত ও সৈকত কে দুভাই বলেই মনে হয়েছে। ক্যাসেটটা সেই অনুজপ্রতিম বন্ধু আমার আরেক ক্যালানে কে শুনতে দিয়ে শেষে হারিয়ে ফেলল, আমি গানগুলো রেকর্ড করে নেওয়ার আগেই। সে এক প্রচন্ড লস। যাকে বলে অতুলনীয়। তার কত পরে লোপা, শ্রীকান্ত, রূপঙ্কর, মনোময়, শমীক, নীপনিথি, ইত্যাদি লোকে পুজোর গানের ক্যাসেটে সৈকত কুন্ডুর লেখা গান গাইছে। ঐ - যাও পাখি, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, আজ শ্রাবণের আকাশ ইত্যাদি।

      সিকি মন থেকে লিখল দেখে আমি ও টুকে দেবার লোভ সামলাতে পারছি না, কারন আপনারা বেশিরাই এই গান শোনেননি গ্র্যান্টি।

      আমার গানের প্রথম চরণ তোমায় খুঁজে যাবে
      যত দুরেই থাকবে তুমি যে রূপেই যে ভাবে
      খুঁজবে তোমায় হরিণী রোদ পূর্ণিমা চন্দন
      সবুজ পাতায় হলুদ পাতায় পাগল হওয়া মন
      এই মাটি ধান কপাল ছুঁলে তোমায় ফিরে পাবে
      আমার গানের প্রথম চরণ তোমায় খুঁজে যাবে
      তোমার থেকেই শুরু আমার সকল বর্ণমালা
      যার কোনো শেষ হয় না তাতেই চরণ রেখে চলা
      আমায় গানের প্রান্তে তুমি পোঁছে দেবে কবে
      আমার গানের প্রথম চরণ তোমায় খুঁজে যাবে

      (এবার এটা প্রেমের গান না অন্য কিছু তা নিয়ে তর্ক করলে খেলব না)

      তো, পূর্নিমা গানটা লেখার কিছু নেই, কারণ ঐ অপূর্ব সুর লিখে বোঝানোর নয়। বরং অন্য একটা গানের কথা লিখি। এই ক্যাসেটের শেষ গান। প্রথমবার শুনে স্তব্ধ-গর্বিত হয়েছিলাম এই গান বাংলা ভাষায় লেখা হয়েছে গাওয়া হয়েছে - এই শ্লাঘায়

      প্রতিদিন খবর আনে খবর কাগজ সুপ্রভাতে
      প্রতিদিন মরছে মানুষ কাশ্মীরে কি জেহানাবাদে
      সচিত্র বর্ণমালায় থমকে থাকা স্বপ্নের লাশ
      প্রতিদিন নতুন খবর রোমাঞ্চিত চায়ের গেলাস
      কাটা গলা কাটা মাথা পাকস্থলী এফোঁড় ওফোঁড়
      রক্তের ফিনকি লেগে শুকনো ভাতের থালার ওপর
      ধড়হীন মুন্ডমালার সমবেত অট্টাহাসি
      আজকের টাটকা খবর দিন ফুরোলেই কালকে বাসী
      বলো বলো কী যায় আসে, কী যায় আসে তোমার আমার
      রাজনীতি মারবে যাদের তারা তো লাশ সংখ্যা গোনার
      অনন্ত সংখ্যা দ্যাখো দুলছে চেনা আঙুলগুলি
      উদাসীন আকাশ দ্যাখে গণদাহের দীপাবলী
      দ্যাখো দ্যাখো ভালোমানুষ নিছক দ্যাখায় কীই বা ক্ষতি
      উলঙ্গ চাঁদও দ্যাখে ছিন্ন হওয়া গর্ভবতী
      সচিত্র খবর দ্যাখো শিউড়ে উঠছে গোপন সুখে
      অশ্লীল রক্ত লেগে তোমার আমার সবার মুখে
      মৃত ওই গর্ভ আবার যন্ত্রণা পেয়ে উঠবে হেসে
      ছড়াবে বিষের নেশা মায়ের স্তনবৃন্তে মিশে
      নিরক্ত চাঁদের নীচে জন্ম নেব তুই ও আমি
      প্রতিটি শবের দেহ আমার নতুন জন্মভূমি
    • pi | ২১ জুলাই ২০১১ ০০:১৮ | 128.231.22.142
    • এর জন্যই আপাতত ওমনাথের খাওয়া পাওনা রইলো।
      এগুলো esnips এও নেই ? আমার এখানে esnips এর সার্চ কেন কাজ করছেনা কেজানে !
    • Somnath | ২১ জুলাই ২০১১ ০০:৫৫ | 117.194.201.81
    • আচ্ছা আচ্ছা কাজী কামাল নাসের, সুপর্ণা -- লিখেই দিচ্ছি
      ==============================

      সেই কোন পাঁচটায় দাঁড়াবার কথা তবু আজো তুমি যথারীতি লেট
      পথ চেয়ে একা একা শেষ করে ফেললাম কয়েক প্যাকেট সিগারেট
      কবে থেকে প্ল্যান করে অনেক কষ্ট করে কেটেছি টিকিট অ্যাডভান্স
      এমনি বেয়াক্কেলে সব মাটি করে দিলে আর ফিরে পাব কি এ চান্স?
      ওরিয়েন্টের মুখে ভিড় ফাঁকা হয়ে গেল বোম্বে-টা হয়ে গেল রিলীজ
      দূখে এবং রাগে বড় অসহায় লাগে হাত পা করছে নিশপিশ

      সুপর্ণা এখনো কেন তুমি এলেনা

      এমন দারুন ছবি না দেখার আফশোসে মনটা করছে আনচান
      এখন পর্দা জুড়ে হয়তো নাচছে সুরে হাম্মা হাম্মা রহমান ...... (রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা)
      হলের অন্ধকারে নির্জনে কেঁদে মরে দেওয়াল ঘেঁষা দুটো সীট
      নাক কান মলা খাই আর যেন না দাঁড়াই এই ছিঁড়ে ফেলছি টিকিট ...... (রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা)
      চলন্ত সাইকেল একটা বখাটে ছেলে চলে গেল দিতে দিতে শিস
      তার সুখী মুখ দেখে হিংসায় থেকে থেকে জীবনটা মনে হয় বিষ

      সুপর্ণা এখনো কেন তুমি এলেনা

      ক্ষতি যা হবার ছিল সবই তো হয়েই গেল কিছু আর নেই তো করার
      সিনেমা না দেখা হোক আরো দেরি হয় হোক তবু তুমি এসো একবার ...... (রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা)
      এখনো আসতে যদি দূঃখে বরফ নদী আবার গলত জেনো ঠিক
      এব্যাপারে ভুল নেই চোখ দুটো তোমাকেই দেখত চেয়ে অনিমিখ ...... (রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা রাবাপ্পা)
      চৌরঙ্গীর বুকে যে কোনো হোটেলে ঢুকে দুজনে খেতাম চিলিফিস
      কেবিনের নির্জনে একান্তে মনে মনে নিভৃতের নিতাম হদিশ

      সুপর্ণা এখনো কেন তুমি এলেনা

      (রঞ্জনা ঘরাণার সার্থক উত্তরসূরী বলব না কি এই গানকে?)
      আমার কথা বলি, কাজি কামাল নাসের বহু দিন থেকে বাংলা গান নিয়ে পরীক্ষা নিরিক্ষা করছেন। প্রথম অ্যালবাম বেরোয় প্যান মিউজিক থেকে 'ছোট্ট খবর' পল্লব কীর্তনীয়ার প্রথম ক্যাসেট এর সাথে সাথে। ইন ফ্যাক্ট পল্লবের ক্যসেটটাতেই এর গানের অ্যাড শুনি প্রথম। সেই অ্যাডের গোটা তিন গান বেশ পছন্দ হয়ে কিনতে গেছিলাম অথচ পাইনি ওর অ্যালবাম। ফলে দ্বিতীয় অ্যালবাম 'কেমন আছেন' বেরোবার সঙ্গে সঙ্গে কিনি। তাতেই ছিল সূপর্ণা। কাজি কামাল নাসের আমার মতে সুমনের পরের একমাত্র নিখুত ছন্দে গান লেখা লোক। ওর গানগুলো কবিতা বা ছড়া হিসেবে পড়লেও কোথাও ছন্দ কাটে নি কখনো। সৈকত কুন্ডু এব্যাপারে সর্বশেষ। কারণ এরা ছাড়া একমাত্র কিংশুক মোটামুটি ঠিক ছন্দে লিখলেও নিখুঁত নয়। ছোট্ট খবর অ্যালবামটা অবশেষে পেলাম আমার কলিগ ও মাসকাটে রুমমেট এর সংগ্রহ থেকে। ৪০ টাকা দিয়ে ক্যাসেট থেকে mp3 করে রেখেছি। কিন্তু সেই তিনটে গান ছাড়া ঐ অ্যালমের আর কোনোটাই তেমন দাগ কাটেনি। তার পরেও আরো দুটো ক্যাসেট বেরোয় ওঁর 'অন্য গল্প বলে," "আর ইচ্ছে ফিরুক'।
      http://www.4shared.com/account/dir/vwIsuVg1/_online.html#dir=14683815

      কাজী কামাল নাসের এর অন্যতম ভালো কাজ হল ২০০০ এর শতাব্দী বরণের সময় HMV যখন 'আগামী পৃথিবী শোনো বের করল, তখন সাগরিকা থেকে "অন্য গানের সীমানায়" বের করা। সব কথা ও সুর ছিল ওঁর নিজের। HMV র থেকে ঢের ভালো হয়েছিল সাগরিকার গানগুলো।
      এর মধ্যে শেষ গানটা অনবদ্য ও অসাধারণ। নেহাত প্রেমের গান নয় বলে লিস্টি করিনি। ঃ-)

      বলে রাখা ভালো রূপঙ্কর ও স্বাগত -র কিছু ভালো গান এই কাজী কামাল নাসের এর লেখা ও সুর করা।

      অন্য গানের সীমানায় - গানসূচী
      ================
      রাত শেষে ভোর এসে ছুঁয়ে দিল আমায় ভালোবেসে - শ্রীকান্ত
      নতুন শতক ডাকছে আয় অন্য গানের সীমানায় - লোপামুদ্রা
      আগামীর দিন আগামির রাত - রূপঙ্কর ও স্বাগত
      দেখব তোমায় আবার - শম্পা কুন্ডু
      মিলেনিয়ামের ধুমধাড়াক্কা - শিলাজিৎ
      শতক গিয়ে শতক আসে - লোপামুদ্রা
      আদ্যিকালের এই প্রিথিবী - শ্রীকান্ত ও ইন্দ্রনীল
      একুশ শতক হোক একুশের মতো - শ্রীকান্ত
      ডাকছে নতুক শতক - ইন্দ্রনীল
      এসো নতুন শতাব্দী - শ্রেয়া, শ্রীতমা, অনিন্দিতা, শ্রীজয়ী ( বাচ্চারা )
    • omnath | ২১ জুলাই ২০১১ ০১:০৪ | 117.194.195.4
    • ভুল বোঝা এড়াতে - "অন্য গল্প বলে" আর 'ইচ্ছে ফিরুক" দুটি অতীব উৎকৃষ্ট অ্যালবাম। হায় সে সব গান কেউই ডিজিটালে নিয়ে আসার ব্যথা নেয় নি বলে ইসনিপ্স এব্যপারে নীরব। 
    • pi | ২১ জুলাই ২০১১ ০১:২৫ | 128.231.22.142
    • ওমনাথ, স্বপ্নাভ-সায়ন্তনীর গান শুনেছিস ?
    • Somnath | ২১ জুলাই ২০১১ ০১:৪০ | 117.194.195.4
    • সিন্ডেরেলা শুনেছি রেডিওতে। ওদেরই বোধহয়। ক্যাসেটটা পাই নি অনেক খুঁজেও। এদিকে অনুশ্রী-বিপুল-এর সব গান ইসনিপ্সে তুলে দিয়েছে। রঞ্জনপ্রসাদ সেদিন পার্কস্ট্রীট প্ল্যানেট M এ একটা যুবকের হাতে প্রায় জোর করে নিজের অ্যালবাম তাক থেকে নামিয়ে ধরিয়ে দিয়ে বলে গেল - শুনে দ্যাখো, আমি জানতে চাই আজকের ছেলেদের আমার এই গান কেমন লাগে। জানিও। আমি বয়স্ক লোকটাকে দেখে বিশেষ না বুঝে সিডিটা উল্টে দেখে ছোকরাকে জিগালাম - অ্যাঁ? ইনিই কি রঞ্জনপ্রসাদ? সে বলল, কি জানি তাই তো মনে হচ্ছে এখন !! ওর কলেজের সিনিয়র হিসেবে মা সহ ঐ দোকানেই আলাপ ওর ভদ্রলোকের সাথে, মনে হল। কি আজব, কাউন্টার থেকে কিনে দিল না সিডিটা, শুধু তাক থেকে নামিয়ে হাতে গুজে দিল। ওদিকে আমি দাঁড়িয়ে আছি কারণ রঞ্জনা আমি আর আসব না সিনেমার গান বাজাচ্ছে দোকানটায় আর আমি প্রথমবার শুনছি।
    • pi | ২১ জুলাই ২০১১ ০১:৪৬ | 128.231.22.142
    • এই যে ওদের গান। আমার কয়েকটা ভালো লেগেছিল।
      কয়েকটা ভালো হতে হতেও কেটে গ্যালো বলে মনে হল।
      তবে খুব ভালো করে শুনিনি। একবার মাত্র কান বুলোনো।
    http://www.muzigle.com/artist/swapnava-raychaudhuri/songs_composed
    • omnath | ২১ জুলাই ২০১১ ০২:০০ | 117.194.195.4
    • হ্যাঁ আমিও ওখান থেকে আবার সিন্ডেরেলা শুনলাম। একই রকম ভালো লাগল। কিন্তু সেভ করতে চাই যে !! ঃ-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন