এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব কে নিয়ে একটি নির্মোহ ব

    Bawbabu
    অন্যান্য | ১৮ ফেব্রুয়ারি ২০১২ | ৭৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bawbaabu | 129.116.155.244 | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৭:১৭530448
  • এটা একটি মেটা-নির্মোহ । ব এর বন্ধুরা যখন ক্লাসে বসে থাকে বোঝায় যায় না কে কার ইয়ার। ছ যখন বেচারা চোখে চ র দিকে তাকায়, তখন তার বেল্টের পেছন দিকে গোজা খুদে তলোয়ার দেখাই যায় না। চ প্রত্যুত্তরে তার লম্বা মুখে কড়ে আঙ্গুল ঢুকিয়ে নোংরা ইশারা করে। খ এক হাতে ভিক্ষের বাটি অন্য হাতে রুপোর চামচ নিয়ে পাশের বেনি্‌চর গ কে বৈরাগ্যের জ্ঞান দেয়। ঢ্যাঙ্গা গ ইম্প্রেস্‌ড হবার ভান করে ঘাড় ঘুরিয়ে ছোট্ট মুখ হাঁ করে সব গেলে । আসলে কেউ কারুর না, এটা ব জানে বা জানতো। যেমন ক, ব হবার ভান করে এখন প্রথম রো তে বসে, ঐ ব্যাটাই ক্লাস শেষ হলে পাগড়ি বেধে যাবে গুরুর ঠেকে। সেখানে ওর দুশো হাজারটা ক্লোনের পিঠে চড়ে মজা লুটবে।

    বা এই যে জ, ড র পাড়ার ছেলে , এখন রহিশ হয়েছে। ধুতির কোচা হাতে নিয়ে স্ট্রেট পৌছবে সমুদ্রে। বাথ্রুমের কাছে তাই সে ল কে খোজে । ল ই একমাত্র ঢেউ দিয়ে সমুদ্র বানাতে পারে। সে বানাক, কিন্তু কথা হল সবাই কোথাও না কোথাও যেতে চাই। সব্বাই, এমনকি ধ। এককলে বামপন্থার বাম্পার তাড়নাই বাম হাতেই বিপ্লবী স্যলুট দিতো। এখন সে হাত বেকে বেকে কাস্তে। দয়াময়ি ন তকে সঙ্গে করে স্বাস্থের জন্য ক্যলিফোর্নিয়া নিয়ে যাবে কথা দিয়েছে। ওদিকে যেই যাবে, ওমনি এআরপোর্টে বড় দি ণ এর সাথে দেখা। ণ স্লিম চেহারার ট্রাদিশনল মেয়ে। নতুন বরের সামনে নাকে নথ এটে মুখ নিচু করে দাঁড়িয়ে। হাতে একটা সোনার প দিয়ে গরম তাড়াচ্ছে । প মুগ্‌ধ হয়ে ণ এর নথ দেখে। প কি তাহলে থ কে ভুলে গেলো? সে বেচারা কখন থেকে রাস্তায়। শেষে বাধ্য হয়ে পাশের মিষ্টির দোকান থেকে একটা সুগন্ধি ম চুরি করে আনে। তাতে এককিত্বের ডেসিবেল বেড়ে যায় । সে শব্দে ভয় পাই ফ নামক একটি বেকার যুবক ফ। পাচ মাথার মোড়ে ডান হাত বেকিয়ে সিগ্গির ছাই ফেলে । অপেক্ষা করে কখন একটা ব্যপক দেখতে স এসে তার যৌবনের ভোল পাল্টে দেবে। নারভাস হাত দেশ্লাই দিয়ে ধরাবে। স যখন আসে, একটা ক্ষনস্থায়ী শব্দ হয় যাতে কারুর ঘুম ভাঙ্গে না । বুদ্‌ঢা আন্তেল ঢ আর লজ্জাবতি উয়ো একে অপরের সাথে আর একটু গারহো হয়ে শোই।
  • bawbaabu | 129.116.155.244 | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৭:১৮530449
  • উপরে কিছুটা ফালতু ভ্যানতারা কিছুটা সমাজ-চিত্র। আসলে এটা ব এর গল্প। ব এখনো ক্লাসরুমে। বলে রাখা ভাল ঝ ধ ক র সবাই ব হতে চেয়েছিল। অন্যদিকে ব কিছুই হতে চাইনি, রোদ্দুর বাদলা কিছু না। নাল। ফাই। কোন বংকিম কেতা নেই ব এর । সোজা সাপ্টা , কঠোরভাবে লিনিয়ার, একটা সমবাহী ত্রিভুজ হল ব । ব-র একটাই প্রেম ছিলো- ই। ক্রিপ্টোগ্রাফির কনফারেন্সে দেখা। কোরিয়ান চাইনিজ দেখতে । ব আর ই কলেজ স্ট্রীট যায়। তারপর মেলায়। সেখানে আরো ব আরো অনেক ই। দেখে ই-র আহ্লাদ সীমা ছাড়িয়ে যায়। আর ব ই কে ছেড়ে হোস্টেল ফিরে আসে। ভিড় পছন্দ নয় ব-এর বিশেষ করে নিজের ভিড়। ব থোড়ি ক হতে চাই। এই সুযোগে ঘ্যম চ্যাক রথের ছাদে জয়-পতকা উড়িয়ে চলে আসে ট। ই সেই রথে উঠে চলে যায়।

    সেই থেকে ব একা। ব তাক থেকে আস্তে আস্তে ই র সব ছবি হটিয়ে দেয়। মাঝে মাঝে অনলাইন ই-র সাথে দেখা হয়ে যায়। তাতে ই র মন ভরে না। ব বলে কিছু একটা হলেই হল। ই আর দেশে আসে না।

    আজকাল ইউকেন্ড কাটিয়ে ই ,ওর স্বামী ঈ, আর ছেলেপুলে ও ঔ উ, যখন বদ খট রাস্তা ধরে ডাউন্টাউন ফেরে , তখন ইল্ড সাইনেই গাড়ি থমকে দাড়াই। ঔ চীৎকার করে ' লো, বিহোল্ড, আনকেল ব ইজ টেকিং আ ন্যাপ'। ই জানে ব চিরকাল এভবেই শোই, উপুড় হয়ে। ঘুমের গভীরতম স্তরেও বেস লেভেল থেকে এক ডিগ্রী ওপরে তার মুখের অবস্থান। ভুড়ির তীক্ষ্ণ ভর্টেক্স দিয়ে বাস্তব জমিন যাস্ট একটু ছুয়ে যাওয়, ব্যস। ঈ বিষ্ময় প্রকশ করে বলে সত্যি এরকম দেখতে একটা মানুষ হতে পারে? অন্য প্রেমিক/প্রেমিকারা আকাশে ফুলে চাদে নিজ নিজ প্রেমিকা/প্রেমিক খোজে। । আর ই ফি রোব্বার বম্বে স্পাইস এন্ড কারির বাফে তে তীর্থ করে আসে। মোটা মোটা নান পরোটায় ছোট্টো ছোট্টো চোখের জল ফেলে।

  • bawbaabu | 129.116.155.244 | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৭:১৯530450
  • ব-র জন্ম কল্কাতায়, ডাক নাম বাবু। ব এর আগে কোন পেটুক , ল্যাডোশ বাঙ্গালী ছিল না। এখন তো কাতারে কাতারে ওয়ানাবি ব। শোনা যায় ল্যাদের চোটে একদিন সে তার নাম থেকে সমস্ত হায়ার অর্ডার টার্ম ছেটে ফেলে দেয়। টিকোলো নাকের নিচেই বিশাল ভুড়ির শুরু। কিন্তু এখনকর ছেলেদের দের মত ভূষি মাল দিয়ে ভরা না। একটা শার্প এঙ্গুলার লুক ছিল বরং। ব এই অবস্থায় নিজেকে শেপ করতে অনেক সময় নেই । এ বি সি ডি রা যখন মারনাস্ত্র নিয়ে ক্যাম্পাসে হামলা চালায়, ব এর বন্ধুরা, ক , খ, তখন ঐ পেটে বাসা বাঁধে। পেটে কারপেট বোম্বিং করেও তখন এদের বের করা যায় না। এমন ব আর কে অছে?
    সবচে মজা হত ই এলে। ব এর সেক্সি পেটে ঢুকে গিয়ে লাফাতে থাকত। এটা একটা খেলা বা নেশা । এসবে ব কখনোই আউট হত না। ভুড়ির শক্তি খানিকটা বেড়ে যেত শুধু।

    ব-র মত কোন মানুষ হতে পারে? বাংলা দেশে অন্তত না। নির্মোহলজির নোবেল প্রাইজের তালিকায় ব -এর নাম বারবার আসে। ইংরেজদের দেশের অনামী এক্সের সাথে কিছুটা তুলনা আসতে পারে। ব কে নিয়ে আন্ডারগ্রাউন্দ কাল্ট তৈরি হতেই থাকে। শোনা যায়, যিবনানন্দ থেকে চন্দ্রিল , বিপ্লব পাল থেকে সত্যজিত অনেকেই এই ব-কাল্ট সোসাইটির গুপ্ত মেম্বার। অনেক সময় সাম্মানিক অর্থে ব কে সুপ্রা-কন্সাস্নেস উপাধিতে ভূষিত করা হয়। সব সৃষ্টি ব এর পেট থেকেই, আবার ব -ই সবার থেকে বিছিন্ন, এরকম সন্দেহ করে আতেল সম্প্রদায়। ব -র সঠিক সময়কাল নিয়ে ঐতিহাসিকরা ধন্দে পড়ে যান, চারুলতায় যেমন ব-এর অনেক গুপ্ত রেফারেন্স পাওয়া যায়, তেমনি বি: পা: সমগ্রের র গুটিকয়েক বিতর্কমূলক প্রবন্ধেও আমরা তাকে কিছুটা করে পাই।

    ব নিয়ে কারুর কিছু জানা থাকলে এখানে পেট খুলে লিখুন। ব এর নিজের পেটের অবস্থা ইদানীং খুব একটা ভাল না। ভেতরে তখন থেকে একটা কি লাফাচ্ছে। ব কে বুঝতে হবে, ওটা ই র খিদে, না ই নিজে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন