এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি - পার্ট টু

    siki
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১১ | ২৮৯৬৮ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • GHANADA | 223.223.140.255 | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৭512278
  • কান্তিদা,
    আপনি আমার বয়োজ্যেষ্ঠ। এঁদের সন্মান দিতে আমাদের সংস্কৃতি শিখিয়েছে। তাই আমার প্রণাম জানিয়েছি।
    বাকীদের জন্য,
    আমি লিখছি, এর মধ্যে যে যার মত করে বলুক। আমার কোনো আপত্তি নেই।
    ডকুমেন্টশনের কথা বলা হয়েছে দেখলাম। হ্যাঁ! ডকুমেন্টশন আছে। পাঞ্জাবের হোশিয়ারপুরে ভৃগুর ( এই ভৃগু একটি ছদ্মনাম, এরা আসলে ঐ ঘটকর্পর, শঙ্কুর বংশধর) বংশের লোকেরা আছে। বহরমপুর , মুর্শিদাবাদেও আছে। এনাদের কাছে ৩২৬ রকম ছক আছে। পৃথিবীর কোনো ব্যক্তি এর বাইরে নেই। সেই ছকগুলো থেকেই গবেষণা এখনও চলেছে। মুশকিল হলো, এঁদের কোনো খবরই মুষ্টিমেয় কিছু লোক ছাড়া আর কেউ রাখেন না। তথাকথিত জ্যোতিষীরাও রাখেন না। সাধারণ লোকেদের কথা বাদই দিলাম।
    পরের পোষ্টে আমি সূর্য্য নিয়ে লিখবো। এর মধ্যে আপনারা যার যার খুশি মত বলুন। আমার কিছু মারলেও আপত্তি নেই। আজকাল তো কত লোকই বাপের মারছে। তাতে কার কি এসে যায়? সংস্কৃতির অবক্ষয় ছাড়া!!!!!!!
    ঋদ্ধি কথাটা সংস্কৃত। ব্যকরণ অনুযায়ী এটা স্ত্রী লিঙ্গ। বুৎপত্তি- ঋধ-ধে-ক্তি। এই শব্দটার অনেক অর্থ আছে। একটা অর্থই শুধু বললাম- ভাঙ। মান ( ক্লীব লিঙ্গ) = অহঙ্কার।( অন্যান্য অর্থও আছে)। ভাঙ খেয়ে একটু অহংকার হয় বইকি।
    এরা সরবে নিজেদের কাজ করে চলুন।
    ডিসক্লেমার:- এটা কারও প্রতি ব্যক্তিগত আক্রমণ নয়

  • siki | 123.242.248.130 | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৪১512279
  • ১৮ ডিসেম্বর, ৯টা ৫৭ এ এম-এ রূপঙ্করবাবুর প্রশ্নের লিস্টি পেলাম।

    ১) জ্যোতিষ শাস্ত্র অবৈজ্ঞানিক ( বুজরুকি ইত্যাদি বিশেষণ অনেক পরে টইতে এসেছে) একথা বলার মূলে কিছু (বা অনেক) মানুষের অভিজ্ঞতা, যে জ্যোতিষীদের প্রেডিকশন মেলেনা।

    ২) তার উত্তরে আমি বললুম, বহু ক্ষেত্রে ডাক্তারদের ডায়াগনোসিসও মেলেনা (সার্জারি, ইমিউনাইজেশন ইত্যাদি নয়) তাবলে কি সেটাও তাহলে অবৈজ্ঞানিক?

    ৩) একটা ধাপ্পাবাজ লোক আমার নিজের এবং পরিবারের আশ্চর্য রকমের ঘটনাবলী দীর্ঘ সময় ধরে মিলিয়ে দিচ্ছে ( সে গল্প ডিটেলে বলেছি, আর সম্ভব নয়)। মিলিয়ে দেয়াই যদি ক্রাইটেরিয়ন হয়, তবে তার কাআর্যকলাপ কি বৈজ্ঞানিক? সে লোকটি কিন্তু জ্যোতিষী নয়।

    --------

    আমার ধারণা, এতক্ষণ ধরে আমি এবং অন্যান্য লোকজন এই প্রশ্নগুলো নিয়েই লিখে গেছি, যথাসাধ্য উত্তর দিয়ে গেছি। এর পরেও যদি বলেন আমি এড়িয়ে গেছি, তা হলে আমি নাচার।

    তিন নং নিয়ে আমি কোনো বক্তব্য রাখি নি। কেউ কিছু মিলিয়ে দিয়েছে একাধিকবার, এটার সাক্ষী আপনি, আর কেউ নয়, এটা নিতান্তই অ্যানেকডোটাল এভিডেন্স। মিলিয়ে দেবার কেসগুলোকে একত্র করুন, কোনো স্বীকৃত জার্নালে ছাপান, লজিকাল এক্সপ্ল্যানেশনসহ, রেকগনিশন জোগাড় করুন, পাবলিক ডোমেইনে লজিকাল এক্সপ্ল্যানেশন এনে দিন, মেনে নেব।

    খরচায় না পোষালে, ঐ কে যেন বললেন, ডক্টর আব্রাহাম থোম্মা কোভুরের ফাউন্ডেশনে প্রেজেন্ট করতে পারেন সেই "ধাপ্পাবাজ'কে, যদি রিপিটেটিভলি সেই লোক বা আপনি কোভুর ফাউন্ডেশনের সামনে এই রকমের মিলিয়ে দেবার ঘটনা ঘটাতে পারেন, এক বিশাল অঙ্কের টাকা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি টাকায় ইন্টারেস্টেড না হন, আমাকে দিয়ে দেবেন (মজা করলাম, মাপ করবেন), আমি খুব ইন্টারেস্টেড।

    যতক্ষণ না সেটা পাবলিকলি স্বীকৃত ঘটনা হচ্ছে, আই রিপিট, প্রপার লজিকাল এক্সপ্ল্যানেশনসহ, ততক্ষণ সেটা মেনে নিতে আমি অপারগ। যদি বলেন এর কোনো লজিকাল এক্সপ্ল্যানেশন পাওয়া যায় নি, তা হলে আমি বলব, এটা কাকতালীয়। নিতান্তই কো-ইনসিডেন্স। ঠিক যেভাবে আমি বলতে পারি আগামী ষোলই জুন দিল্লির টেম্পারেচার কত হবে, বা মেয়ের স্কুলে জানুয়ারি মাসের অ্যানুয়াল ফাংশন সত্যিই সকাল আটটায় শুরু হবে না পৌনে দশটায় শুরু হবে, ঠিক সেই রকম মিলিয়ে দেবার গল্পই থাকবে।

    আমার পোস্ট শেষ এই সুতোয়।
  • siki | 123.242.248.130 | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৪৪512280
  • ল্লেপ্পচা।

    নতুন টই খুলে দিলাম।
  • fevi | 217.162.214.78 | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৪৫512281
  • এতো বাওয়ালির কী আছে বুঝছি না। জ্যোতীষবাদীদের খোলা পাতায় চ্যালেন্‌জ করছি -

    ১) হাতে পাথর পরে ঠিক কীভাবে উপকার হয় বোঝান। ডায়াগ্রাম সহ।

    ২) যে কোনো লোকের প্রামাণ্য তথ্য কে ডাটাবেস করে, কী পদ্ধতিতে ভাগ্য গনণা করেন বুঝিয়ে দিন।
  • pi | 172.69.134.26 | ২৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:১০729779
  • এসব কুসংস্কার নিয়ে নিয়ে আর টই ছিল কিনা মনে নেই। এটা শুনতে গিয়ে কিছু খটকা লাগল।
    ডাঁটা শুকিয়ে যাওয়ার সংগে মালা বাড়ার কি? সুতো বেরিয়ে আসার সুযোগ পায়? আর যে মায়াগুলো দেওয়া হয়, সেগুলো দিয়েই ডেমো দিলে আর ভাল হত মনে হয়।

    https://thedoctorsdialogue.com/superstition-on-jaundice/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন