এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ২৫ ডিসেম্বর ২০২২ ১৮:৩৬512853
  • ইন্দ্রাণী
    আপনর  এবারের কোলকাতা প্রবাস কতদিন?
  • Bratin Das | ২৫ ডিসেম্বর ২০২২ ১১:৫১512852
  • ধুর বাবা আগে বলবে তো। আমি অবশ্য   20/12 থেকে কলকাতায় .
     
    ওই দিন দেখা হচ্ছে তাহলে 
  • ইন্দ্রাণী | ২৫ ডিসেম্বর ২০২২ ১০:৩৬512851
  • ব্রতীন,
    পয়লা ডিসেম্বর রাত থেকে আমি কলকাতায়।
  • Bratin Das | ২৪ ডিসেম্বর ২০২২ ২৩:৫৩512850
  • ব্রেশ ব্রেশ এখন তো কলকাতায় আছি। অবশ্যই  যাবো। 
     
    ইন্দ্রাণী  দি তুমি কি কলকাতায় আসছো ওই সময়ে?
  • যদুবাবু | ২৪ ডিসেম্বর ২০২২ ২২:৫৫512849
  • দাবি+= ১
  • র২হ | 2601:c6:c87f:c858:b1bd:cc20:cce:d39d | ২৪ ডিসেম্বর ২০২২ ২২:৪৮512848
  • অনুষ্ঠানের ভালো ভিডিও রেকর্ডিঙের দাবি জানালাম। মিস করবো। 
  • dc | 2401:4900:231d:9753:3025:d9a1:e579:6e2c | ২৪ ডিসেম্বর ২০২২ ২০:৩৭512847
  • সব্বাইকে মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার! 
  • Guruchandali | ২৪ ডিসেম্বর ২০২২ ২০:২৭512846


  • টাইটানিকের নাকি পঁচিশ বছর হল আজ। সেটা আশ্চর্য কিছু না। যেটা অবাক কান্ড, সেটা হল, ওই জাহাজের ডেকে নায়ক-নায়িকার প্রেমের গান দেখে-শুনে গত শতকে যারা কান এবং চোখ পচিয়ে ফেলার সুযোগ অবধি পায়নি, তারাও কেউ-কেউ আজ পঁচিশ বছর। যারা সোভিয়েত, বার্লিনের দেয়াল, বাবরি মসজিদ, তিয়েন-আন-মেন স্কোয়ার কিচ্ছু দেখেনি, তারাও বেশ প্রাজ্ঞ এবং বিজ্ঞ এখন। চাকরি-বাকরি-সংসার করে। এমনকি, ভাবুন, যারা এমনকি বামফ্রন্ট সরকার অবধি দেখেনি, তারাও কদিন বাদে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে।
    ফলে আশ্চর্যের কিছু নেই, যে, বইমেলায় গুরুর স্টলে যে তাজা-তরুণরা সদলবলে এসে মাঝে-মধ্যেই বলে যায়, গুরুর লেখা পড়েই তো বড় হলাম, তারাও বানিয়ে কিছু বলেনা। টাইটানিকের চেয়ে বছর সাতের ছোটো মনে হয় গুরু, তাতেই বা কম বয়স কী হল। লেখালিখির একটা চলন, ধরণ, ঘরানা, বা ঘরানার অভাব, যাই বলুননা কেন, গুরু তার স্বাক্ষর হিসেবেই রেখে গেছে দীর্ঘদিন। আমাদের অজান্তেই, একটা আস্ত প্রজন্ম, যারা পড়াশুনো করে, বেড়ে উঠেছে, গুরু পড়ে-টড়েই। এবং অবাক কান্ড, পুরোটাই আমাদের অনবধানে। 
    কী এই গুরুর চলন? গুরুর লেখালিখি কেমন? কেমন লেখেন তার লেখকরা? এইসব নিয়েই বলবেন জয় গোস্বামী এবং অমর মিত্র। সব বই নিয়ে তো বলা সম্ভব না। অল্প কিছু নিয়েই বলবেন, যা তাঁদের পছন্দ। দেখতে এবং শুনতে হলে চলে আসুন। প্রবেশ, বলাবাহুল্য, অবাধ। 

    পুঃ এই অনুষ্ঠানেই প্রকাশ হবে ইন্দ্রাণীর বই 'চার রঙের উপপাদ্য'। আমাদের ইচ্ছা ছিল প্রতিভা সরকারের 'গুণিন ও বেলেহাঁস' প্রকাশেরও। কিন্তু সে বই এখনও তৈরি নয়। কিন্তু তাঁর অন্য লেখা নিয়ে তো আলোচনা হবেই।
     
     
  • &/ | 151.141.85.8 | ২৪ ডিসেম্বর ২০২২ ০৪:১১512842
  • সারা দেশে ধর্ম অধর্ম শ্রমনীতি অর্থ্নীতি এসবে গন্ডগোল করে যত না ক্ষতি করতে পারবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি স্কুল সিস্টেমকে মর্কট বানিয়ে ফেলা। এতে একেবারে গোড়ায় কোপ মেরে দেওয়া হচ্ছে। অথচ এই জায়্গাটা নিয়ে সবাই প্রায় চুপ। হয়তো ভাবছে নিজেদের সন্তানদের তো সরিয়ে নিচ্ছি, অন্যেরা গোল্লায় গেলে যাক।
    নিজেদের অভাবিত সৌভাগ্যের কথা ভাবছি ঐ আশি নব্বইয়ের মরূদ্যানে অন্ততঃ প্রায় ফ্রীতে লেখাপড়াটুকু সম্ভব হয়েছিল। সেই সময়ের আগে কংগ্রেস আমলে শোনা যায় টোকাটুকির যুগ ছিল আর পরে যা হয়েছে তা তো দেখাই যাচ্ছে।
  • &/ | 151.141.85.8 | ২৪ ডিসেম্বর ২০২২ ০৪:০৩512841
  • হুঁ, তফাৎটা প্রধানতঃ হয়েছে প্রাইভেট ও সরকারী (বা সরকারপোষিত) স্কুলগুলোর মধ্যে। শিক্ষিত মধ্যবিত্ত প্রায় সকলেই সন্তানদের প্রাইভেটে সরিয়ে নিয়েছেন। (এখন তো মনে হয় স্কুলে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হবার ব্যাপারটাই লোপ পেয়েছে, প্রাইভেটে বাবামায়ের ইন্টারভ্যু হয় আর সরকারিতে লটারি। আর এই জামাজুতো, সাইকেল টাইকেল দেবার ব্যাপারগুলো ব্লক অফিস বা ওরকম কোনো জায়্গা থেকে হবার কথা না? সরকারি স্কুলে এখন ওসবের জন্যই নাকি ছাত্র আসে, অন্যদিন আসে না। সরকারিতে ক্লাস এইট পর্যন্ত মিডডে মিল দেওয়া হয়, তাই ক্লাস এইট পর্যন্ত মিড্ডে মিলের জন্য ছাত্র আসে। পড়াশোনা ব্যাপারটা গৌণ হয়ে গেছে। এসব ফেবু থেকেই শুনলাম, স্কুলটিচাররা লিখেছেন নানা গ্রুপে )
  • হজবরল | 213.164.206.124 | ২৪ ডিসেম্বর ২০২২ ০২:৫০512840
  • প্রশ্নটা ঠিকঠাক ফ্রেম করা হয়নি। শিক্ষা যৌথ তালিকাভুক্ত বিষয়। ভারতে সরকারী স্কুল সিস্টেম বলে কিছু হয়না। তার বদলে নানা রকম বোর্ড হয়। কেন্দ্রীয় সরকারের স্কুলগুলো সিবিএসই বোর্ডের আওতায়। কিন্তু অনেক বেসরকারি শিক্ষিত মধ্যবিত্তের প্রাইভেট স্কুলও সিবিএসই বোর্ডের আওতায়। আর আছে রাজ্য সরকারগুলোর নিজস্ব বোর্ডগুলো, সেখানে অবিজেপি শাসিত রাজ্যে বিজেপির কোনো ভূমিকা নেই। এসবের বাইরে আবার আছে ICSE.
  • aranya | 2601:84:4600:5410:157e:8615:2f04:6064 | ২৪ ডিসেম্বর ২০২২ ০২:৪৪512839
  • বাজারের নিয়ম, তবে সরকার ও হয়ত চায়, প্রাইভেট সেক্টর ফ্লারিশ করুক, সরকারী প্রতিষ্ঠানের বদলে - যেটা সরকারী ​​​​​​​হাসপাতালের ​​​​​​​ক্ষেত্রেও ​​​​​​​দেখা ​​​​​​​যাচ্ছে 
     
  • &/ | 151.141.85.8 | ২৪ ডিসেম্বর ২০২২ ০২:৪১512838
  • স্পেস থেকে এলে সত্যি জেরার মুখে পড়তে হয়। এলিয়েন হলে এরিয়া ফিফটি ওয়ানে নিয়ে যায়, সেখানে রাখে। কী খেতে দেয় কেজানে! পরিচর্যাই বা করে কীভাবে? ঃ-)
  • একক | ২৪ ডিসেম্বর ২০২২ ০২:৩৫512837
  • স্পেন কে দুবার করে স্পেস পড়লুম।  মাথায় অনেক্কিছু খেলে গ্যালো। তাপ্পর দেখি ব্যাটা স্পেন ঃ/
  • লঙ্গর | 94.16.116.81 | ২৪ ডিসেম্বর ২০২২ ০২:৩৩512836
  • ভারতে না পবতে?
  • &/ | 151.141.85.8 | ২৪ ডিসেম্বর ২০২২ ০২:২৭512835
  • অরণ্যদা, একটা প্রশ্ন করতে চাই আপনাকে। ভারতে সরকারী স্কুল সিস্টেমের লঙ্গরখানাইজেশন, পরিণামে শিক্ষিত মধ্যবিত্তের প্রাইভেট স্কুলে সন্তান সরিয়ে নেওয়া---এটা কি পুরোনো জোট সরকার থাকলে হত না? বিজেপিরই প্ল্যান? নাকি অন্যেরা থাকলেও হতই, বাজারেরই নিয়মে?
  • aranya | 2601:84:4600:5410:157e:8615:2f04:6064 | ২৪ ডিসেম্বর ২০২২ ০১:৫৯512834
  • 'বইনরে। বড় মারছে আমার আজাদরে। আমি কইলাম বাবা কারো নাম বল নাই তো? সে কইল, না মা, কই নাই। কিন্তু মা যদি আরো মারে? ভয় লাগে যদি কইয়া ফেলি? আমি কইলাম, বাবা, যখন মারবো, তুমি শক্ত হইয়া সহ্য কইরো।" '
     
    - অমন মা-রই অমন ছেলে হয়। বীর জননীর বীর সন্তান 
  • কি সব্বোনাশ | 185.130.47.58 | ২৪ ডিসেম্বর ২০২২ ০১:৩২512833
  • স্পেন থেকে USA এসেও জেরার মুখে পড়তে হচ্ছে ? সাদা প্রভুদের কি দিনকালটাই না পড়ল রে বাপ
  • দিলীপ দাস | 2409:4060:e89:9d73:f148:62ee:7eb1:77dc | ২৩ ডিসেম্বর ২০২২ ০৮:১১512832
  • শেষ হল ২৮ তম আন্তর্জাতিক চলচিত্র উৎসব।
    সেরা ছবির পুরষ্কার পেল স্পেনের " UPON ENTRY " ও বাংলাদেশ এর " কুরা পাখির শূন্যে উড়া " আর ভারতীয় বিভাগে  বাংলা ছবি " ছাদ " ।
    কাল দেখলাম " UPON ENTRY " । স্পেন থেকে USA আসে দম্পতি । সেখানে জেরার মুখে পড়তে হয় । ১ ঘণ্টা ১৫ মিনিটের ছবি ।
    বাংলাদেশের " কুরা পাখির শূন্যে উড়া " তে জলযন্ত্রনার গল্প আমাদের দেশেও । 
     
  • র২হ | 2601:c6:c87f:c858:c037:dcbe:f63a:3391 | ২৩ ডিসেম্বর ২০২২ ০৬:১৫512831
  • একাত্তরের দিনগুলি পড়ছি আবার অনেক বছর পর।
     
    "আজাদের মা জিগ্যেস করলেন, রুমীর কোন খবর করতে পারলেন বইন?

    আপা, এখনো কোনদিকে কোন সুরাহাই করতে পারছি না। পাগলাপীর বাবা ভরসা দিয়েছেন উনি রুমীকে বের করে এনে দেবেন। আপা, আপনি যাবেন ওঁর কাছে? খুব ক্ষমতাবান পীর উনি। ক্যান্টনমেন্ট থেকে বড় বড় জেনারেলরা পর্যন্ত ওর কাছে আসে।

    না বইন, আমার পীর সাহেব আছেন জুরাইনে, আমি গেছি তেনার কাছে। আল্লায় দিলে আজাদ আমার ছাড়া পায়া যাইব। আমি রমনা থানায় আজাদের লগে দেখা করছি।

    আমার হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে চলে এল। আজাদের সঙ্গে দেখা করতে দিয়েছে।

    না বইন। অরা দেখা করতে দেয় নাই। রাইতে রমনা থানায় আইনা রাখে, আমাদের চিনা এক লোক সিপাইরে ঘুষ-মুষ দিয়া কেমন কইরা জানি বন্দোবস্ত করছিল, রাইতে লুকাইয়া জানালার বাইরে দাঁড়ায় কথা বলছি।

    কি কথা বললেন? কেমন আছে আজাদ?

    বইনরে। বড় মারছে আমার আজাদরে। আমি কইলাম বাবা কারো নাম বল নাই তো? সে কইল, না মা, কই নাই। কিন্তু মা যদি আরো মারে? ভয় লাগে যদি কইয়া ফেলি? আমি কইলাম, বাবা, যখন মারবো, তুমি শক্ত হইয়া সহ্য কইরো।"
  • :|: | 174.251.162.15 | ২৩ ডিসেম্বর ২০২২ ০৫:২২512830
  • বাইশে ডিসেম্বর ৬টা বারোয় খোঁজ করেছিলেন। আসি তো! কুসুমে কুসুমে না হলেও, চরণ চিহ্ন রেখে যাই। আপনি যখন আসেন তখন বেশীরভাগ দিন চলে যাই বলে মাধবীলতার বারান্দায় আর দেখা হয়না। আশা আছে বাওবাব বাগানে একদিন দেখা নিশ্চয়ই হবে। 
    দৈবাদিষ্ট পড়ছি। মহাভারত কত শত বছর ধরে যে লেখা হয়েই চলেছে হয়েই চলেছে সেটা ভাবলেই আশ্চর্য লাগে! 
    তবে কৃপীর মতো গুরুপত্নীরা শুধুই শাক পাতার তরকারী যে রাঁধেন এমননা। আমিষ পদ নেই তাতো বলেননি কোথাও। 
    আচ্ছা, আজ আসি গিয়ে। ভালো থাকবেন -- নমস্কার নেবেন। 
  • হতভাগ্য দর্শক | 2601:247:4280:d10:b979:c959:210e:7497 | ২৩ ডিসেম্বর ২০২২ ০১:৪৪512829
  • মনের আনন্দে দেখে আসুন।অ্যাডাল্ট কন্টেন্ট নেই।এক বড় বাটি পপকর্ন কিনে নেবেন।তিনঘন্টা কুড়ি মিনিট ধরে দাঁতের/মনের ব্যায়াম করতে হবে ঃ-) @আভাটার দর্শক 
  • @kc | 117.194.208.54 | ২২ ডিসেম্বর ২০২২ ১৫:৪৭512828
  • ধন্যবাদ .
  • @আভাতার দর্শক | 103.76.82.228 | ২২ ডিসেম্বর ২০২২ ১৫:৩৫512826
  • Avatar 2,  ১১ বছরের বাচ্চাকে নিয়ে দেখা যাবে? অ্যাডাল্ট কনটেন্ট কেমন?
  • ন্যূনতম বয়ঃসীমা | 88.208.215.64 | ২২ ডিসেম্বর ২০২২ ১৩:৩৫512824
  • প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রস্তাব ফেরাল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সংসদে জানিয়ে দিলেন, সম্মতির ভিত্তিতে তৈরি যৌন সম্পর্কে ন্যূনতম বয়ঃসীমা কমানোর কথা ভাবছে না কেন্দ্র। গত সপ্তাহেই প্রধান বিচারপতি পকসো আইনে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কের ক্ষেত্রে ন্যূনতম বয়ঃসীমা ১৮ থেকে ১৬ বছর করা যায় কি না, তা ভেবে দেখতে বলেছিলেন সংসদকে।
     
    সিপিএমের সাংসদ বিনয় বিশ্বমের লিখিত প্রশ্নের জবাবে সংসদে এ কথা জানিয়ে দেন স্মৃতি। বিনয়ের প্রশ্ন ছিল, কেন্দ্রীয় সরকার কি এ ক্ষেত্রে ন্যূনতম বয়ঃসীমা ১৮ থেকে ১৬ বছর করার কথা ভাবছে? স্মৃতি উত্তর দেন, ‘‘প্রশ্নই ওঠে না।’’ তিনি জানান, ২০১২-এর পকসো আইনের উদ্দেশ্যই হল শিশুদের যৌন নির্যাতন থেকে বাঁচানো। সেখানে শিশুর সংজ্ঞাও স্পষ্ট বলা আছে। ১৮ বছরের কম বয়সি হলেই তাকে শিশু বলা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত