এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 174.251.161.118 | ১২ মে ২০২৪ ০৬:১৪524147
  • কিন্তু এই খেলা পুরুষ তন্ত্র বা বড়োলোকদেশ তন্ত্র সব দিকেই কোয়ালি করে। তবু কেন কাব্যে উপেক্ষিতা থেকে গেলো সেইটা এক রহস্য বটে! 
  • &/ | 151.141.85.8 | ১২ মে ২০২৪ ০৬:১৩524146
  • আইস হকি টকি যেসব আছে উইন্টার অলিম্পিকের জন্য, ওগুলো তো একেবারেই যাকে বলে নেশন-স্পেসিফিক, যারা ওরকম বরফ টরফওয়ালা দেশের, তারাই ...
  • &/ | 151.141.85.8 | ১২ মে ২০২৪ ০৬:১১524145
  • অলিম্পিক, বিশ্বকাপ ইত্যাদির খেলাগুলো দেখলেন চতুর্মাত্রিক? সবই তো --- বুঝতেই পারছেন ---
  • :|: | 174.251.161.118 | ১২ মে ২০২৪ ০৬:০৯524144
  • ইয়েস চুকিৎকিত -- এইটি জগৎ সেরা খেলা। এটির অলিম্পিক, বিশ্বকাপ আরও যা যা সম্ভব সব প্রতিযোগিতায় থাকা উচিৎ। কিন্তু হায় সেরার মূল্যায়ন কবেই বা সঠিক হয়েছে! :(
  • অরিন | 119.224.61.73 | ১২ মে ২০২৪ ০৬:০৫524143
  • হ্যাঁ, এক্কা দোক্কাই তো বলে। 
  • &/ | 151.141.85.8 | ১২ মে ২০২৪ ০৫:৩৩524142
  • এই এক্কা দোক্কা নাকি এত প্রাচীন যে হরপ্পা-মহেঞ্জোদাড়োতেও এর এভিডেন্স পাওয়া গেছে। এক্কাদোক্কার ঘর কাটা আর ওরকম ঘুঁটি।
  • &/ | 151.141.85.8 | ১২ মে ২০২৪ ০৫:৩১524141
  • এক্কা দোক্কা তো! এই চৌকো চৌকো খোপে এক পায়ে লাফিয়ে লাফিয়ে ঘুঁটি সরিয়ে সরিয়ে...
  • অরিন | 119.224.61.73 | ১২ মে ২০২৪ ০৫:০৫524139
  • "বাংলায় আ-কার ই-কার ও-কার ইত্যাদিগুলো তো জড়ানো, ইংরেজীর মতন আলগা তো নয়, অক্ষর সাজিয়ে শব্দ তৈরীর খেলা বাংলায় তৈরী করা কঠিন।"
     
    প্রচুর টাইল লাগবে। এবং তাদের স্কোরিং ও ঐভাবে করতে হবে আর কি। 
  • অরিন | 119.224.61.73 | ১২ মে ২০২৪ ০৫:০৩524138
  • যদুবাবু, এই হচ্ছে হপস্কচ, 
    আমি বাংলায় জানতাম চুকিৎকিৎ। 
    বিলেত, অজি, কিউয়িদেশে কমনওয়েলথে হপস্কচই তো বলে, ম্যারিক্যানরা হয়ত অন্য কোন নামে জানে। 
    হাতে স্কচ নিয়ে চুকিৎকিৎ খেললে আপনাকে রোনাল্ড ফিশার প্রাণভরে আশীর্বাদ অরবেন, ;-)
  • &/ | 151.141.85.8 | ১২ মে ২০২৪ ০৪:৫৪524137
  • অরোরা দেখলেন যদুবাবু?
  • যদুবাবু | ১২ মে ২০২৪ ০৪:৫২524136
  • এই তো, আমিও বলতে যাচ্ছিলাম খেলা নিয়ে একটা ক্যালিডো চাই। :) 

    আচ্ছা হপস্কচ কির'ম খেলা? এক স্কচের গ্লাস থেকে পরেরটায় হপ করে যাওয়া হলে আমি খুবি দড়। যদিচ, স্কচ আমার তেমন প্রিয় না। আমি কিঞ্চিৎ রাইচরণ। :) 

    @দ-দিঃ ঠিকই বলেছো। আমি জ্ঞানপাপী। কিন্তু, না, এইবার ... এইবার ... ঠিক করতেই হবে। 
     
  • &/ | 151.141.85.8 | ১২ মে ২০২৪ ০৪:৪৫524135
  • বাংলায় আ-কার ই-কার ও-কার ইত্যাদিগুলো তো জড়ানো, ইংরেজীর মতন আলগা তো নয়, অক্ষর সাজিয়ে শব্দ তৈরীর খেলা বাংলায় তৈরী করা কঠিন।
  • অরিন | 119.224.61.73 | ১২ মে ২০২৪ ০৩:৪৩524134
  • ব্রতীন যেমন তুখোড় দাবাড়ু, অনেকদিন ব্রতীনের পোস্ট দেখি না। তেমনি আরো দুটো খেলা আমার খুব প্রিয়, go/gomuko/baduk আর scrabble । মাঝেমধ্যেই মনে হত, বাংলায় scrabble হলে বেশ হয়। আমি এখনো দেখিনি। আপনারা কেউ জানেন?
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১২ মে ২০২৪ ০২:১৯524133
  • বাঘবন্দী এবং 'ষোলগুটি মঙ্গলবাটা' কাছাকাছি খেলা। কোন একটি ক‍্যালিডোতে লেখার ইচ্ছে আছে।
  • &/ | 151.141.85.8 | ১২ মে ২০২৪ ০২:১৫524132
  • হারিয়ে যাওয়া খেলাগুলো ( মাঠে ছোটাছুটি খেলা বা উঠোনে বসে বসে খেলা সবই) নিয়ে বইপত্র কিছু লিখে ফেলা দরকার। তাহলে এইসবের কিছু রেকর্ড রয়ে যাবে। স্মৃতি ভদ্র যেমন নানা জানা-অজানা রন্ধনশৈলী নিয়ে অপূর্ব সুন্দর জীবনচিত্র বুনেছেন, সেইরকম জোরালো কলম নিয়ে কেউ এসে যদি মাঠসবুজের খেলুড়িরা ধরণের কিছু লিখতেন, তাহলে খেলাগুলোর কথা কোথাও রয়ে যেত। অনেক পরে, বলা যায় না, অনেক দূর ভবিষ্যতের শিশুরা মঙ্গলগ্রহের  সেটলমেন্টে হয়তো সেইসব খেলার কোনো কোনোটা খেলত। ঃ-)
  • অরিন | 119.224.61.73 | ১২ মে ২০২৪ ০২:১৩524131
  • হ্যাঁ, ঘুঁটি ক্যাপচার, তবে একটা বাঘকে আটকানোর ব্যাপার, একদল ক্যাপচার করতে চাইবে, একদল ডিফেণ্ড করবে।
    এই নাম দিয়ে উত্তমের একটা সিনেমাও হয়েছিল। 
  • &/ | 151.141.85.8 | ১২ মে ২০২৪ ০২:০৩524130
  • আরে ওই সমাজের নানা জিনিস নিয়ে শিশুদের খেলা বা ছড়া বলা নিয়ে একটা গোটা লেখাই ছিল গুরুচন্ডালিতেই কোথাও। সেই যে 'এলাটিং বেলাটিং সই লো, রাজামশাই একটি বালিকা চাইল' খেলা, তারপরে 'দামোদরের হাড়িকুড়ি' ছড়া , 'ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা' ছড়া, 'ওপেন্টি বাইস্কো' ছড়া
  • &/ | 151.141.85.8 | ১২ মে ২০২৪ ০১:৫৯524129
  • বাঘবন্দী কি ছককাটা বোর্ডে গুটির উপর দিয়ে জাম্প দিয়ে পেরিয়ে গেলে গুটি খাওয়া হল-সেই খেলাটা?
  • অরিন | 119.224.61.73 | ১২ মে ২০২৪ ০১:৪৭524128
  • অ্যাণ্ডর, "সেই কোন সোনালি সবুজ অতীতে হারিয়ে গেছে ওইসব খেলা। নতুন শিশুরা খেলল না কেন ওসব? সেইসব মাঠগুলোই হারিয়ে গেল, খেলবে কোথায় নতুনরা"
     
    শুধু মাঠ বলে নয়, প্রচুর বাড়ির খেলাও হারিয়ে গেছে, যেমন হপ স্কচ। আমার ছোট শিশুদের খেলাগুলো দেখতে ভারি ভাল লাগে। কয়েকদিন আগে কি একটা প্রসঙ্গে আমার মেয়ে গল্প করছিল ও যখন খুব ছোট, ধরুণ চার পাঁচ বছরের মেয়ে, কলকাতায় গেছে, সমবয়সী বন্ধুদের সঙ্গে যা বুঝলাম কুমীর ডাঙা খেলছিল। এদের এখানেও কুমীর ডাঙার মতন খেলা আছে, কিন্তু অন্য রকমের। যে দেশের জলে কুমীরের ভয় নেই, সে দেশের শিশু কুমীর ডাঙা বুঝবে না। 
    যেমন ringa ringa roses, লণ্ডন প্লেগের গল্প শিশুদের খেলায় প্রতিফলিত। 
    হয়ত কোন এক সময় আমাদের একনকার জীবনযাত্রাও এইভাবে আসবে। 
    যেমন মোনোপলি, :-), বা settlers of catan, বা মাইনক্র্যাফট। 
    কে কে "গো" খেলেন? 
    কে কে বাঘবন্দী খেলেছেন?
  • অরিন | 119.224.61.73 | ১২ মে ২০২৪ ০১:৩৬524127
  • "আমরা গোল্লা ই বলতাম। তবে ছুটোছুটি তো আছেই, গোল্লাছুট ও পুরো নাম হতে পারে।"
     
    ওটা গোল্লাছুটই বলে ডিসি যেমন লিখলেন। আমার পাঞ্জাবী বন্ধুরা বলত গোল্লাসুট। সে এক দারুণ ইন্টারেস্টিং খেলা। আমাদের চত্বরে একটা বটগাছ ছিল, তাতে লাল শান বাঁধানো সেইখানে বড় করে চক দিয়ে গোল্লা এঁকে তাকে গিয়ে ছুঁতে হবে, যেমন আপনি লিখলেন। 
    আমি যে গুরুদ্বারের কথা লিখছি সে প্রাইভেট গুরুদ্বার, lansdowne road এলাকায় । ওরকম হয়ত কলকাতায় আরো আছে। পরে এরা সবাই কলকাতা ছেড়ে চলে গেল, জায়গাটাও বিক্রি হয়ে গেল। এখন সেখানে একটা আবাসন হয়েছে। 
    এমনিতে ভবানীপুর থেকে পণ্ডিতিয়া অবধি বেশ কয়েকটা গুরুদ্বার আমি জানি। সব থেকে বড় যেটা, গুরু সিং সভা, পিজির কাছে। ওখানে আগে বলবন্ত সিংহ নামে এক ভদ্রলোক দুধ চা বিক্রি করতেন তাঁর "ধাবা" থেকূ, সাংঘাতিক ভাল কাটতি ছিল। 
  • kk | 172.58.241.244 | ১২ মে ২০২৪ ০০:৪৯524126
  • অ্যান্ডর,
    না না, ভয়ের কিছু নেই। তুমি প্রথমে কিক-বক্সিং এও ভর্তি হয়ে দেখতে পারো। এতে প্রথম দিকে শুধু পাঞ্চিং ব্যাগ দিয়ে প্র‌্যাক্টিস করাবে। আরো সেফ উপায়ও আছে। একটা পাঞ্চিং ব্যাগ আর ভালো এক জোড়া বক্সিং গ্লাভ্স কেনো। নিজের বাড়িতে কোথাও ব্যাগটা ঝুলিয়ে রাখো। ইউটিউব থেকে পাঞ্চিং ওয়ার্ক-আউট ভিডিও দেখে নিজে নিজে করো। কোনো প্রতিপক্ষ নেই, কিছু না। এতে অনেক ক্যালোরি বার্নিং ফুলবডি ওয়ার্ক-আউট হবে। আস্তে আস্তে পায়ের কাজ, রিফ্লেক্স, ঘুষির নিয়ম গুলো অভ্যেস হয়ে গেলে তখন কোনো ক্লাবে ভর্তি হতে পারো। খুব আনন্দ পাবে দেখবে।
  • &/ | 151.141.85.8 | ১২ মে ২০২৪ ০০:৩২524125
  • বড়বেলায় আর সেভাবে খেলা হয় নি ওই হাঁটাহাঁটি ছাড়া। আর হয়তো সামান্য যোগাসন। এখন কেকের বক্সিং শুনে ইচ্ছে করছে বক্সিং এ ভর্তি হয়ে যেতে। (আমার বহুকাল পর্যন্ত ধারণা ছিল বক্সিং এ রক্তারক্তি হয়ে যায়, খেলাটা অনেকটা রোমান আমলের গ্ল্যাডিয়েটরদের মতন। পরে সাহস করে খোঁজ নিয়ে দেখি, ব্যাপারটা ঠিক তা নয় ঃ-))
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ মে ২০২৪ ০০:০৬524124
  • সবার এত খেলাধুলো দেখে আমার মোটামুটি মুখ লোকানোর ইচ্ছে করছে। ব্যাডমিন্টন আর ছাদ-ক্রিকেট ছাড়া কিচ্ছুটি খেলিনি। অবশ্য হাঁটাহাঁটি টা মাঝে মাঝে হয়। কাছেই একটা সুন্দর জায়গা আছে হাঁটতে চলে যাই। টাইম বেশি থাকলে কোনো কোনো দিন দমদম পার্ক বা সল্টলেক থেকে হেঁটে আসি, দিব্যি লাগে।
  • dc | 2402:e280:2141:1e8:1541:a649:e0e5:9f07 | ১১ মে ২০২৪ ২৩:১৬524123
  • আচ্ছা ফিট থাকা নিয়ে এতো কথা যখন হচ্ছেই তখন একটা গান শুনুন :-)
     
     
     
  • অরিত্র | 103.77.139.197 | ১১ মে ২০২৪ ২৩:১১524122
  • আমরা গোল্লা ই বলতাম। তবে ছুটোছুটি তো আছেই, গোল্লাছুট ও পুরো নাম হতে পারে।
  • dc | 2402:e280:2141:1e8:1541:a649:e0e5:9f07 | ১১ মে ২০২৪ ২৩:০৭524121
  • এটাই গোল্লাছুট না? এটা তো আমিও খেলেছি, তবে খুব ছোটবেলায়। 
  • অরিত্র | 103.77.139.197 | ১১ মে ২০২৪ ২৩:০৪524120
  • &/ অনেক গুলো অন্যরকম খেলার নাম বললেন। এর মধ্যে ওই জেলেমাছ আমি মনে হয় খেলেছি। তবে একটা খেলা আমাদের স্কুলে খেলা হত, আমি খেলেছি, নাম ছিল "গোল্লা"। আমি আর কোথাও এটা কেউ খেলেছে বলে জানি না। বেসিক্যালি দুটো দল থাকতো মাঠে। মাঠের একদিকে একটা গোলাকার জায়গা থাকতো (কুমির ডাঙ্গার ডাঙ্গার মতন) সেখান একটা টিম এর তার বাইরে একটা টিম। মাঠের অন্য প্রান্তে একটা গোল/টার্গেট থাকতো (কোনো দেওয়াল বা লম্বা লাইন বা হয়তো একটা বড় গাছ)। গোল্লার মধ্যের টিমকে বাইরে বেরিয়ে ওই টার্গেট ছুঁতে হবে, একজন পারলেই হবে, আর অন্য টিম তাদের গোল্লার বাইরে পেলেই ছুঁয়ে আউট করে দেবে। গোল্লার মধ্যে টিমের একজন (বা তাকে ধরে বাইরে থাকা কেউ বা একটা চেইন) যদি বাইরের দলের কাউকে ছুঁয়ে দেয় তাহলে সেও আউট। অনেকটা ফুটবল বা রাগবির মতন, পাশ কাটিয়ে যেতে হত, কিন্তু বল নেই। ফিডিক্যাল ফিটনেস আর জোরে দৌড়োনোর ক্ষমতা দরকার ভালো খেলতে গেলে।
  • | ১১ মে ২০২৪ ২৩:০১524119
  • যদুবাবুকে বলার যে বাবুমশাআই  জিন্দেগী বড়ি হোনি চাহিয়ে,  লম্বি নেহি। দীর্ঘ জীবন নিয়ে কী করব যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় আর উঠতে বসতে কোঁকাতে হয়! 
     
    হ্যাঁ কেকে তখন আমাকে একটা ডায়েট চার্টের সাজেশান দিয়েছিল। গুরুর আরো অনেককেই দিয়েছিল।
  • যদুবাবু | ১১ মে ২০২৪ ২২:৫৫524118
  • আমি মনে হয় এইরকম - 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত