এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.141.85.8 | ০১ জুলাই ২০২০ ০৭:২১448606
  • অরণ্যদা, বাপ রে, পেত্নী ভর করেছিল? খুন করতো? ওই পা ভেঙে দেওয়া স্বামীটাকে সাবাড় করতে পেরেছিল?
    মনে হয় সিরিয়াল থেকে ঝড়েছে আইডিয়া, এখন তো সেই সারদামণি, রাসমণি ইত্যাদিদের আমলের সিরিয়ালের ছড়াছড়ি, "বাবা লরেন, তুমি এয়েচো?" এসব তো রীতিমতন মীম হয়ে গেছে। ঃ-)
  • aranya | 2601:84:4600:9ea0:154a:4547:c3d0:84f3 | ০১ জুলাই ২০২০ ০৭:১৩448604
  • এদিকে কাগজে পড়লাম সরিস্কায় এখন ২০ টা বাঘ, খুব ই আনন্দের কথা। এক সময় সব বাঘ মেরে ফেলেছিল পোচার-রা
  • aranya | 2601:84:4600:9ea0:154a:4547:c3d0:84f3 | ০১ জুলাই ২০২০ ০৭:১৩448605
  • এদিকে কাগজে পড়লাম সরিস্কায় এখন ২০ টা বাঘ, খুব ই আনন্দের কথা। এক সময় সব বাঘ মেরে ফেলেছিল পোচার-রা
  • aranya | 2601:84:4600:9ea0:154a:4547:c3d0:84f3 | ০১ জুলাই ২০২০ ০৭:১১448603
  • বাল্য বিবাহ, দেওর-এর প্রেমে পড়ায় বয়সে অনেক বড় স্বামী বৌ-এর পা ভেঙে দিল, বৌ-এর ওপর বোধায় এক পেত্নী ভর করল , বৌ অত্যাচারী পুরুষ-দের খুন করতে লাগল

    মেয়েদের ওপর অত্যাচার তো চিরকালীন, বর্তমানে-ও দেখানো যেত। তাতে ঐ ভাটের পিরিয়ড পিস-্টিস বলা যেত না আর কি
  • Atoz | 151.141.85.8 | ০১ জুলাই ২০২০ ০৬:৫৭448602
  • অরণ্যদা,
    জিনিসটা কী নিয়ে আসলে? ওই প্রাচীনকাল না দেখালে বর্তমানে দেখানো যেত না ঘটনাগুলো? নাকি এখন আর ঘটে না ওরকম কিছু জিনিস?
  • aranya | 2601:84:4600:9ea0:154a:4547:c3d0:84f3 | ০১ জুলাই ২০২০ ০৬:৫৬448601
  • সিনেমা যত খাজাই হোক, দেখতে বসলে সেশ না করে উঠি না, এ এক ভয়াবহ অভ্যেস ।
    বুলবুল -ও দেখে ফেল্লাম, হায়
  • গবু | 223.223.140.152 | ০১ জুলাই ২০২০ ০০:৫২448599
  • aka | 162.44.245.32 | ৩০ জুন ২০২০ ১৮:৩৬
    আজকের ভাষণের সামারি পাওয়া যাবে?

    অভিজ্ঞতা থেকে বললে এই উপাদানগুলো থাকবে:

    ১। ভাট
    ২। মিথ্যে কথা
    ৩। বাজে বকা
    ৪। ঢক্কানিনাদ

    আগে-পরে হতে পারে, মূল বক্তব্য এটাই হবে।

    কেউ কিছু যোগ বা বিয়োগ করলে ভালো হয়।

    আর জয়প্রকাশবাবুর বুলেট আসতে আসতে চীন আর পাকিস্তান মিলে কাশ্মীর আর অরুণাচল খেয়ে ফেলতে পারে, হাফপ্যানটুল গুলোকে পাঠিয়ে দিন এখন থেকে। ওনাদের ১৯৬২র অভিজ্ঞতা আছে দেখলাম, হোয়াটসআপ বিশ্ববিদ্যালয় তাই বলছেন। এর থেকে উইন-উইন আর কি হবে? যতদিন বর্ডারে থাকবে, লোকের মাথা কম খাবে, আর মরলে বা চোট খেলে বড় বড় বুলিটাও কমবে।
  • Ishan | ৩০ জুন ২০২০ ২০:৫৯448598
  • ভিডিও ডেমো নেই। একটা অডিও স্যাম্পল বানিয়েছিলাম। তোলা নেই কোথাও। খুঁজে দিচ্ছি।
  • b | 14.139.196.11 | ৩০ জুন ২০২০ ১৮:৫৬448597
  • কিন্তু ভিকিদির ছোটো ভাই বঙ্কিম সরাসরি ফতোয়া দিলেনঃ নিধুবাবুর গান অতি অশ্লীল। অথচ অশ্লীল বলতে যা বুঝি তা নিধুবাবুর গানে (অন্ততঃ এখন যেগুলো শুনি), নেই বললেই চলে।
  • aka | 162.44.245.32 | ৩০ জুন ২০২০ ১৮:৩৬448596
  • আজকের ভাষণের সামারি পাওয়া যাবে?
  • জয়প্রকাশ সারস্বত | 5.181.4.122 | ৩০ জুন ২০২০ ১৭:৪৪448595
  • আমেরিকা থেকে জরুরি ভিত্তিতে ভারতীয় আর্মির জন্য আসছে #2কোটি_বুলেট সহ নিন্মোক্ত অস্ত্র....
    https://www.financialexpress.com/defence/more-firepower-for-indian-army-to-buy-small-arms-for-special-forces-from-us-based-company/2007444/
    ⭕৭১৫ টি MK-48 লাইট মেশিন গান (LMG)
    ⭕১০৫০ টি FN Scar (H) 7.62×51অ্যাসল্ট রাইফেল
    ⭕১৪০০ টি FN Scar (L) অ্যাসল্ট রাইফেল
    ⭕অথবা HK-416 অ্যাসল্ট রাইফেল
    ⭕১১০ টি .৫০ ক‍্যালিবার এর ব্রাউনিং হেভী মেশিনগান 
    ⭕১০০ টি Barret M107 A1 50CAL অ্যান্টিমেটেরিয়াল স্নাইপার রাইফেল

  • dc | 103.195.203.90 | ৩০ জুন ২০২০ ১৬:১০448594
  • আজ চারটেতে আবার ভাষন ঃ-(
  • সিএস | 2405:201:8803:be5f:5da7:98ac:85d0:849e | ৩০ জুন ২০২০ ১১:৫১448591
  • কারা যেন নিধুবাবুর গানের সংকলন বার করেছিল, গত ক' বছরের মধ্যে। বিভাব পত্রিকা থেকে ?
  • সম্বিৎ | ৩০ জুন ২০২০ ১১:৪৭448590
  • এইটাই। নামটা ভুল লিখেছিলাম। রিপ্রিন্ট হয়েছে দেখে ভাল লাগল। তার মানে এই বইয়ের বিক্কিরি আছে।

    https://photos.app.goo.gl/LsncdjhBnn8MV9TH6

  • এলেবেলে | 202.142.71.68 | ৩০ জুন ২০২০ ১১:৩০448589
  • আচ্ছা আমার প্রশ্নের জবাব আমি নিজেই পেয়ে গেছি। বিরক্ত করার জন্য দুঃখিত।

  • এলেবেলে | 202.142.71.68 | ৩০ জুন ২০২০ ১১:২৩448587
  • আমার জিজ্ঞাসা গুরুর বইতে কি ISBN থাকে?

  • b | 14.139.196.11 | ৩০ জুন ২০২০ ১১:১৭448586
  • ঈশান 98.222.93.92 | ৩০ জুন ২০২০ ০৯:২১
    ভিডিও দিয়ে ডেমো দেওয়া যাবে?
  • সম্বিৎ | ৩০ জুন ২০২০ ০৯:৫৬448585
  • নিধু সম্বন্ধে একটা বইয়ের কথা বলে যাই। যদ্দুর মনে পড়ছে বাংলা গানে প্রথম পিএইচডি করেছিলেন অরুণ বসু। এই থিসিসের ওপর বই লেখেন "বাংলা কাব্যগীতির ধারা"। থিসিস ধরে ছেপে দেননি, পরের দিকে যেরকম রীতি হয়ে গেছে। বাংলা গানের বিবর্তন নিয়ে উৎসাহ থাকলে, এটি অবশ্যপাঠ্য। তবে বহুদিন আউট অফ প্রিন্ট। এই অরুণ বসুই ভাস্কর বসু ছদ্মনামে অনেক ভাল বাংলা গানও লিখেছেন।

  • Ishan | ৩০ জুন ২০২০ ০৯:২১448584
  • এলামই যখন, তখন টপ্পা নিয়েও দু-পয়সা দিয়ে যাই। টপ্পায় দানা, দানার উপরে অঞ্চলের প্রভাব, পাঞ্জাবের দানা বনাম বাংলার দানা, ইত্যাদি সব নিয়েই আলোচনা চোখে পড়ে, যে জিনিসটা ইদানিং আলোচিত হয়না, তা হল এর মাতাল করা লয়। বস্তুটা মূলত আট মাত্রর যৎ এ বাঁধা হত। অতি ধীর লয়, এমনি বাজালে মনে হবে বিলম্বিত চলছে। কিন্তু আসলে ওটাকে ২৪ মাত্রার তাল ভাবলে ভাল হয়। অথবা ৮ বার ব্লুজ। বাংলা টপ্পার মূল ভাবটাই এই ছন্দের সঙ্গে জড়িয়ে। পুরো আটমাত্রা ঘুরে এসে যখন 'তুমি প্রাণ' বা 'অনুগত জনে কেন' এর প্রাণ বা কেনর উপর ঝোঁক ফেলা হবে, তখন শ্রোতারা হায়হায় করে উঠবে, ছন্দ এবং লিরিকের যুগলবন্দীর জন্য। এই ছন্দটি কিন্তু বাংলার, এবং আনপ্যারালাল। নিধুবাবু যতবার 'প্রাণ' বলেছেন, তার অর্ধেক সময়ই ওই ছন্দ তাঁকে টেনে নিয়ে গেছে। এই ছন্দের কোনো চিহ্ন কিন্তু কোনো লোকসঙ্গীতে নেই। প্রায় সমকালীন লঘুসঙ্গীত ঠুংরি বা গজলেও নেই। এই ছন্দকে বাদ দিয়ে টপ্পাকে ভাবলে হবেনা।

    বস্তুত, আগেই লিখলাম, এই ছন্দের সঙ্গে ব্লুজের ছন্দের খুবই আনক্যানি মিল আছে। কেন বলতে পারবনা। কিন্তু যেকোনো টপ্পাকে ৮ টি বারের ব্লুজ হিসেবে অ্যারেঞ্জ এবং অ্যাকম্পানি করা যায়। দিব্য লাগে।
  • Ishan | ৩০ জুন ২০২০ ০৮:৫৯448583
  • যাহোক একটা খবর দিয়ে যাই। আমরা গুরুর ই-বই অ্যামাজনের কিন্ডল স্টোরে আর গুগলের স্টোরে রাখতে শুরু করে দিয়েছি। দুখানা বই দিয়ে শুরু হয়েছে। বাকি আরও অনেকগুলি ধীরে সুস্থে এসে যাবে।

    না, আমাজন এখনও আপিশিয়ালি বাংলা বই তুলতে দেয়না। ওই নিয়ে ফাইট এখনও বাকিই আছে। তবে কায়দা কানুন করে তোলা হল। আমাদের পুরোনো বন্ধু কনফুর উদ্যোগে এর আগে গুগল বুকে কিছুদিনের জন্য তোলা হয়েছিল। এবার পাকাপাকিভাবে নিজেদের উদ্যোগে। কনফুও অবশ্য এই ষড়যন্ত্রের অংশীদার। :-)

    যা হোক, এগুলিও সেই সস্তায় পুষ্টিকর। পার পিস ৪৯ টাকা দাম। আমেরিকায় ৯৯ সেন্ট। বিশদ এখানে গেলেই পাবেনঃ https://www.guruchandali.com/book.php?srch=Kindle
  • দীপাঞ্জন | ৩০ জুন ২০২০ ০৭:৩৬448582
  • "কাঁচা হাত ও ডেঁপোমির" -- বাংলা গান সম্পর্কে কিছুই জানতাম না, কুইক ইন্ট্রো হিসেবে আমার তো বেশ ভালো লাগলো |
  • Atoz | 151.141.85.8 | ৩০ জুন ২০২০ ০৫:০১448581
  • পিটি,
    অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই "জেনেছি জেনেছি তারা" ই খুঁজছিলাম। এই জিনিস দেখলে শুনলে সেদিন যারা রবীন্দ্রনাথের "তোমার আকাশ তোমার বাতাস" শুনে চটিতং হয়ে বলছিল "তোর বাপের আকাশ? এইটা আল্লার আকাশ ", তারা কী করবে তাই ভাবছি। মনে হয় ত্রিং ত্রিং করে লাফাবে। কালীকে কেউ বলছে আল্লা, কেউ বলছে বদর, কেউ বলছে গড---সেই নিয়ে অতকাল আগেই গান বেঁধে ফেলেছেন কোনো কবি, শুনলে ঐ রাগী ওরা রেগে চটে ক্ষেপে কী করবে ওরাই জানে। ঃ-)
  • সম্বিৎ | ৩০ জুন ২০২০ ০৪:৫১448580
  • ক্ষী ক্ষেলো! এই কাঁচা হাত ও ডেঁপোমির প্রমাণ আবার এখানে আনতে কে বলল!

  • বুঝভুম্বুল | ৩০ জুন ২০২০ ০১:৫০448579
  • ঠাকরে সায়েব জানিয়েছে, সমস্ত সরকারী নির্দেশিকায় মারাঠী ব্যবহার করতেই হবে, নইলে এক বছরের জন্য ইনক্রিমেন্ট আটকে দেয়া হবে।

  • lcm | 2600:1700:4540:5210:6054:c44d:cfc9:fcd0 | ২৯ জুন ২০২০ ২২:৪২448578
  • টপ্পা হিন্দী শব্দ, আদি অর্থ লম্ফ, তাহা হইতে রুঢার্থে সংক্ষেপ... অর্থাৎ ধ্রুপদ ও খেয়াল অপেক্ষা যে গান সংক্ষেপতর, তাহার নাম টপ্পা... উহার গতি দ্রুত ও প্রকৃতি হালকাবশতঃ... উহা ঈশ্বরবিষয়ক গানের উপযোগী নহে... উহা হাস্য, আনন্দ, প্রণয়, তামাশা, উল্লাস প্রভৃতি লঘুভাবউদ্দীপনবিষয়ে সম্যক উপযোগী... টপ্পায় কাব্যের একটি প্রাধান্য আছে...
    ("গীতসূত্রসার" - কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়)
  • সিএস | 2405:201:8803:be5f:48e0:d6e0:90aa:e0c5 | ২৯ জুন ২০২০ ২২:০২448577
  • নিধুবাবুর গানে দেখবেন প্রাণ শব্দটা বার বার ব্যবহৃত হয়। প্রেমগীতি হলে শব্দটিকে উল্টোদিকের মানুষ-্মানুষী হিসেবে পড়া যায় আর বিরহগীতি বা শোকগীতি হলে আত্মানুভূতি বা কথকটিই ঐ শব্দটি দ্বারা চিহ্নিত এরকম বলা যায়। নিধুবাবুর গান মনে হয় আদ্যন্ত মানবিক, কিছু আগের রামপ্রসাদের গানও মানবিক, সেও মূলতঃ নিজেকে নিয়েই কিন্তু শেষ পর্যন্ত সেই সব গানে একটা supplication থাকে যেটা দেবীর উদ্দেশ্যে। নিধুবাবুর গান রামপ্রসাদের থেকে আলাদা কারণ সেখানে supplication থাকলেও সেটি দেবীর উদ্দেশ্যে নয়, অন্য এক মানুষের জন্য অথবা যেন self reflexive হয়ে নিজেরই উদ্দেশ্যে। এরকম একটা বিচার আছে মনে হয় যে নিধুবাবুর গান, দুটি যুগের মাঝখানে উপস্থিত হয়ে - যে যুগটায় কলকাতা নগর হয়ে গড়ে উঠছে যার একদিকে আঠারো শতক আর অন্যদিকে উনিশ শতকের আলোকপ্রাপ্তি - ঐ সময়ের নাগরিকদের যৌথ মনোভাবের কথা হয়ত ধরে রেখেছিল, মানবিক আর আত্ম-প্রকাশক যা; একসময়ের প্রবল জনপ্রিয়তা হয়ত সেই জন্যই। উৎপলকুমার বসুর কবিতায় মোটামুটি এরকম পংক্তি ছিল "দ্বিবিধ অর্থ কারক রায়গুণাকর / অতি আধুনিক বলে ভ্রম হয়", আধুনিকতার কিছু চিহ্ন লক্ষ্মণ যদি ভারতচন্দ্রে পাওয়া গেলেও যেতে পারে বলে ভাবা যায়, সেরকম কিছু নিধুবাবুর গানে রয়ে গেছে বলে মনে করা যায়, যা অনেকটাই নগরসভ্যতা বা নাগরিক সংস্কৃতির সাথে যুক্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত