সদা মিথ্যা কথা বলিবে ।..কখনো কাহাকেও সত্যি কথা বলিবে না ।..বলিলে গেঁড়ে বাঁশ !!বৌ কে চটাইবে না ।..তা হইলে উকিল মোকদ্দমা ইত্যাদির প্যাঁচে পড়িয়া মরিবে !! ছেলে বৌমা মেয়ে কাউ কে বিশ্বাস করিবে না ।...সব ধান্দাবাজ !! পাড়ার অল্প বয়সী মেয়ে দের ।..এমনকি নিজের নাতনির সাথেও সাবধানেকথা বলিবে।..উহারা নিউ নরমাল যুগের প্রাণী !!যখন দেখিবে পায়খানা করিতে পেচ্ছাব পাইয়াছে বা পেচ্ছাব করিতে পায়খানা হইয়া যাইতেছে ।..বুঝিবে সময় আসন্ন !! বিপদ কালে ভগবান কে না ডাকিয়া ডাক্তার বাবু কে স্মরণ করিতে করিতে পটল তুলিবে ।..কারণ উহারা ভগবানের মতোই অদৃশ্য এবং অদ্ভুত প্রাণী !!ইতি -কাছা খোলা হালা পাগলা এক নিতাই গৌড় মুনিষ !! ... ...
রাস্তায় নেই তৃণমূল, খোঁচা বিজেপির বন্ধের বিরোধিতায় এ বার কার্যত রাস্তায় নেই তৃণমূল। তা নিয়ে শাসকদলের মিছিল, সমাবেশও তেমন দেখা যায়নি। তৃণমূলের নেতাদের অনেকে জানিয়েছেন, যে সব কারণে বন্ধ ডাকা হয়েছে, সে সব কারণ তাঁরাও সমর্থন করেন। কিন্তু বন্ধ নয়। তৃণমূলের কয়েক জন নেতার বক্তব্য, ভোট-কাটাকুটির অঙ্কে এগিয়ে থাকতে বাম-কংগ্রেস জোটকে আরও শক্তিশালী করতে চাইছে পুরোটা পড়ুনসব ব্যস্ত কাচিয়ে কুচিয়ে নিতে ।..সময় যে নেই ।..ওরে তাড়াতাড়ি আরো এলোমেলো করে দে মা ।.লুটে পুটে খাই !! ... ...
বাৎসরিক ক্রিয়া কর্ম !!ওটা না হলে তো গয়া র পিন্ডি টা চটকানো যাবে না !! শত্রূ শক্তিমান ।..রাষ্ট্র ক্ষমতা তার নিপীড়ন ।..কলাকৌশল ।।.ছল চাতুরী এসব দিয়ে প্রতিবার এই ধরনের বন্ধ কে দমন করেছে ।..করবে ।..ঐতিহাসিক সত্য ।..তবুও ওই ভোঁতা অস্ত্র প্রয়োগ ??কিসসু হবে না চাঁদু ।..বুকটা চিতিয়ে রাস্তায় নামো দাদারা ।..সঙ্গে নাও আমাদের ।..বুড়ো ।..জওয়ান ।..বৌ ।..বাচ্চা ।..রুগী ।..সুস্থ ।..সবাইকে ।..গুলি টা ধেয়ে আসুক বুকে ।..সেভাবেই নামা যাক না ।..মিছিলে জনসংখ্যা বাড়িয়ে ।..আর দোকান ।..অফিস ।..কারখানা বছরে একদিন বন্ধ করে কিস্সু হবে না গো !!!২৬ নভেম্বর ভারত বনধের সমর্থনে হাওড়ায় মিছিল বামেদের, পাল্টা সরব তৃণমূল, বিজেপি আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ... ...