এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট শেষ -- কে কি বল্লেন

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০০৯ | ১৫১১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 122.167.17.117 | ২৭ মে ২০০৯ ২২:১৮410326
  • আজিজুলের মাথাটা খারাপ হয়ে গ্যাছে, নিঘ্‌ঘাৎ। যা খুসী তাই লিখেছে।

    আর পার্থ বাবুও এটা কি লিখলেন ? এতো কলমচি রংগন চক্কোত্তির নকল। খালি বেম্মোদাটা নেই।
  • d | 117.195.43.173 | ২৭ মে ২০০৯ ২২:৪১410327
  • উরিম্মা! আজিজুলের লেখাটা তো কনস্পিরেসি থিয়োরির ঠাউদ্দা!
    :)))))))
  • shyamal | 24.119.10.202 | ২৭ মে ২০০৯ ২৩:৫৩410328
  • আজিজুল যা লিখেছেন তা তো আমরা আগেই জানতাম। তিনি শুধু মুখোশ খুলে দিয়েছেন। প্রথমত: বদমাশ NGO গুলো। তোদের গ্রামে যাবার দরকার কি? যা করার আমাদের কাডরের হাতে ছেড়ে দে। সব কাজ হয়ে যাবে।
    তারপরে সাম্রাজ্যবাদী আমেরিকা যে তৃণমূল আর কংগ্রেসকে মদত দিচ্ছে তা তো জানাই ছিল। শুধু গত ৩২ বছর অন্য কাজে ব্যস্ত ছিল বলে মদতটা ভাল হয়নি। নয়তো ওরা মুখে বলে যে এফ বি আই আমেরিকার আভ্যন্তরীন চুরি, জোচ্চুরি সমাধান করে। আসলে তো "" বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে""। এরা নানাভাবে আমাদের মধ্যে লুকিয়ে আছে।
    যেমন সেদিন দেখলাম এক রিক্সাওয়ালা ক্যালভিন ক্লাইনের টী শার্ট পরে ঘুরছে। একটু ছেঁড়া হলেও ওতেই বোঝা গেল ও এফ বি আইয়ের সাথে কাজ করছে। এখন একদম নিশ্চিত। দেখলাম রিক্‌শার সামনে তৃণমূলের পতাকা।

    তা ছাড়া এফ বি আই এখন গোপনে ওয়াশিং মেশিন বিক্রি করে মানুষের মন জয় করতে চাইছে। এ যে সি আই এর আয়েন্দে, কাস্ত্রো, চে, লুমুম্বা, স্যান্ডিনিস্টার পেছনে লাগার চেয়েও ভয়ংকর ! বুদ্ধি করে নামটা ঘুরিয়ে আই এফ বি করলেই কি আমাকে বা আজিজুলদাকে ঠকানো যায় !
  • Samik | 122.162.236.13 | ২৮ মে ২০০৯ ০০:২৩410329
  • ক'প্যাকেট বিড়ি আর ইসবগুল খেয়ে যে এই লেখা নামল, আজিজুলই জানেন, আর জানে আমেরিকা।
  • Keshto | 59.93.246.48 | ২৮ মে ২০০৯ ০০:৫০410330
  • মাইরি, আপনাদের নিয়ে পারি না। সুমনকে নিয়ে এত তঞ্চকতা কিসের? সুমন তো জিতেছে, বাম অঞ্চলেই জিতেছে। তা জেতাটাকে দেখলেন না, শুধু শুধু।

    সুমনের জয়কে উৎসর্গ করে

    জেতে যে, সে নাগরিক কবিয়াল
    হারে যারা, চোখে জল ঘড়িয়াল

    গালি পাড়ে - আগ ছাপ লাঠিয়াল
    হুয়া ধুয়া কেত্তন - সে শিয়াল।

    মুক্তির পেট্‌কাটি চাঁদিয়াল
    খবর পাঠায় যারা ছিটিয়াল।
  • Arpan | 122.252.231.12 | ২৮ মে ২০০৯ ০০:৫০410331
  • এই পার্থ চাটুজ্যে কি সেই পোমো ইতিহাসবিদ!!??

    আমি মাক্কালি ভেবেছিলাম বঙ্গদেশের বিরোধী দলনেতা।
  • arjo | 168.26.215.13 | ২৮ মে ২০০৯ ০১:০০410332
  • আচ্ছা আজকাল কি সিপিএমের বিরুদ্ধে কনস্পিরেসি করছে?
  • pinaki | 67.43.246.22 | ২৮ মে ২০০৯ ০৩:৩৭410333
  • এই আজিজুলের মত লোকেদের জন্যে সেন্সিটিভ মানুষ আজকাল বামপন্থাকে ঘেন্না করতে শিখেছে। একটা তিয়েন আন মেনের মত ঘটনাকেও মুখ ফুটে নিন্দে করার মুরোদ নেই। যেহেতু সেটা বামপন্থী সরকার ঘটিয়েছে।

  • d | 117.195.36.220 | ২৮ মে ২০০৯ ০৭:০৭410334
  • অ্যাঁ! ইনি তিনি নন? ইনি আসলে উনি?
    আমিও তো বিরোধী দলনেতা পার্থ চাটুজ্যেই ভেবেছিলাম!
  • Ishan | 173.26.17.106 | ২৮ মে ২০০৯ ০৯:২৮410337
  • ইনিই তিনি। :)
  • h | 203.99.212.224 | ২৯ মে ২০০৯ ১২:৪১410338
  • পার্থ বাবু/আশীষ বাবু/দীপেশ বাবু মাঝে মাঝেই বেশ বাজে লেখেন, আবার মাঝে মাঝে ব্রিলিয়ান্ট। পুরো ছলনাময়ী পুং। তবে রাজনীতির দিক থেকে দেখলে গোটা ওভ্রে টাকেই কোচ্চেন করা যায়, কিন্তু তবু শেখার থাকে।
  • shyamal | 67.60.248.108 | ৩১ মে ২০০৯ ০১:১৫410339
  • অনেক দেরীতে হলেও শমীকের রসালো দিল্লির ভোটের কাহিনী পড়লাম। আমি যা শুনেছি, শীলা দীক্ষিত নাকি দিল্লিতে অসম্ভব জনপ্রিয়। সেজন্য দিল্লিতে এন ডি এর বোধ হয় কিছু করা মুশকিল ছিল। আর পে কমিশন রিপোর্টটা এমন পবিত্র গরু যে এন ডি এ এলেও ওটা বদলানোর সাহস হতনা। এটা কিন্তু নেহাতই সমাপতন যে ভোট আর পে কমিশন রিপোর্ট প্রায় একসঙ্গে হয়েছে।

    আর ঐ প্রেসিডেন্টস হাউসে একমিনিট লোডশেডিং হলেও ডিজাস্টার ঘোষণা পড়ে একটা স্বপ্ন দেখতে ইচ্ছে হল। এরকম হবেনা কি কোনদিন, যেদিন দেখব টালিগঞ্জে দশ মিনিট লোডশেডিং হওয়ায় আপনি রাজ্য সরকারের একটি হটলাইনে ফোন করলেন। (যেখানে কল সেন্টারে একশো কর্মী আছে যাতে আপনার কল সঙ্গে সঙ্গে নেওয়া হবে)। আপনি বললেন, আমাদের এখানে লোডশেডিং হয়েছে শিগ্গিরি ঠিক করুন। ওদিক থেকে কর্মি বললেন, আমরা খুবই লজ্জিত। পাঁচ মিনিটে বিদ্যুত এসে যাবে। এবং এসে গেলোও।
    খবরের কাগজে পড়লেন সাত দিন বাদে, যে ঐ দিন লোডশেডিং হওয়ায় এস ই বির ছয় জন আর সি ই এস সির চারজন কর্তার চাকরী গেছে। ওনারা গড়িয়াহাটে বেডকাভার বিক্রির স্টল দিচ্ছেন।
  • kd | 72.229.130.144 | ৩১ মে ২০০৯ ০৪:৪০410340
  • শ্যামল, আপনার স্বপ্ন একদিন সত্যি হ'লেও হ'তে পারে। কলকাতা টেলিফোনের আগেকার দিনের সার্ভিস মনে আছে? আপনার ফোনের স্বাস্থ্যের জন্যে পাড়ার লাইনম্যানের সঙ্গে মাসিক ব্যবস্থা রাখতে হ'তো - এখন লাইন খারাপ হয় তো খুব কমই আর হ'লেও কি একটা ৪-ডিজিট নম্বর ডায়াল করতে হয় - সাধারণত: দুতিন ঘন্টার মধ্যে ঠিক হয় - তারপর আপিস থেকে ফোন করে কনফার্ম করে ঠিক হয়েছে কিনা - কোন কারণে (বড় প্রবলেম হ'লে) দেরী হ'লেও ফোন করলে জানায় কারণ কী এবং কত দেরী হওয়ার আশংকা করছে। তাই ভাবি, এটা যখন হয়েছে, ওটাই হ'তে আর ক'দিন।

    তবে দেশে ততদিন কিছু হবে না যতদিন না দেশের মানুষ দেশকে নিজের ভাবতে শিখবে। সকলেই ভাবে সব সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের - এনারা নিজেদের দায়িত্ব মেটান অবরোধ করে, বন্ধ করে, ট্রাম বাস পুড়িয়ে।

    একটা উদাহরণ দি। আমাদের পাড়ায় দুতিনটে অ্যাক্সিডেন্ট হওয়ার পর লোকে পেল্লায় চেঁচামেচি করে ট্র্যাফিক লাইট বসালো। কী লাভ হ'লো জানিনা - লাইট নিজের মতো পালটায়, লোকে নিজের ইচ্ছে মতো গাড়ি চালায়। এর পরের অ্যাক্সিডেন্টের পর কী ডিম্যান্ড হবে কে জানে (হয়তো ২৪-ঘন্টা সার্জেন্ট পোস্টিং)। আমি সাজেস্ট করেছিলুম পাড়ার ক্লাবের ছেলেরা যদি ভলান্টিয়ার হয়ে কিছুদিন মোড়ে দাঁড়ায় এবং ভায়োলেটারদের 'নিজেদের' আইনমতো শাস্তি দেয়, একমাসের মধ্যেই হয়তো তাহ'লে........ না::: এটা স্বপ্নই।
  • arjo | 24.42.203.194 | ৩১ মে ২০০৯ ০৮:৩০410341
  • শমীকের লেখাটা চোখে পড়ছে না। আমি এই আজই দেখলাম, তাও শ্যামল বাবু বলার পরে।
  • d | 117.195.32.102 | ৩১ মে ২০০৯ ০৯:০৩410342
  • "কূটকচা৯' আপডেটের খবর ঝুলে ছিল তো রবি থেকে মঙ্গল অবধি। মিসিয়েছ আর কি।
  • Samik | 122.162.236.144 | ৩১ মে ২০০৯ ১১:০২410343
  • কলকাতা টেলিফোনের আরেকটা গল্প বলি। বাবার বিএসেনেলের মোবাইল। গত বছর আমি এই সময়ে ডেনমার্কে ছিলাম। এদিকে বাবা কিছুতেই আমাকে লাইনে ধরতে পারে না। (আমি ওখানে একটা ডেনিশ সিমকার্ড পেয়েছিলাম, সেই নাম্বারে)। প্রথমে ভেবেছিল টেম্পোরারি গোলযোগ হবে। এক সপ্তাহ যাবার পরে ভাবল বোধ হয় আইএসডি অ্যাক্টিভেট করা নেই। তারপরে চুঁচুড়ায় বিএসেনেলের আপিসে গিয়ে কথা বলতেই তাঁরা বললেন একটা লিখিত দরখাস্ত দিন।

    বল্লে বিশ্বাস করবে না অ্যাপ্লিকেশন দেবার পরদিন কলকাতা টেলিফোনের লোক গিয়ে খুঁজে বের করেছিল সেই ফল্ট উলুবেড়িয়া না বাগনানের দিকে কোন রাউটারে, তারা সেইটাকে ঠিক করে তিনবার তিন অফিস থেকে, একবার চুঁচড়ো অফিস, একবার কলকাতা হেড অফিস, একবার কাস্টমার কেয়ার সেন্টার ... তিন জায়গা থেকে আমাকে ফোন করে জানায় যে আমার বাবা কমপ্লেন লজ করেছিলেন, সেই বেসিসে তারা লাইন ঠিক করে দিয়েছেন, আমি তাদের কথা শুনতে পাচ্ছি কিনা। তারপর তারা বাবাকেও ফোন করে জানায় যে আপনি এবার ট্রাই করুন, লাইনে ফল্ট ছিল, আমরা ঠিক করে দিয়েছি।

    জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে। ভাবা যায়! তবে স্থানমাহাত্ম্য তো আছেই। কলকাতাতেও বিএসেনেল, গাজিয়াবাদেও বিএসেনেল। আকাশে আর পাতালে।
  • Partho | 59.93.211.22 | ৩১ মে ২০০৯ ২৩:৩৭410344
  • গত ২৪এ মে প্রতিদিন-রোববার এ ব্রাত্য বসুর লেখা 'মার্জনা করবেন' থেকে কিছু অংশ তুলে দিচ্ছি-
    আমাকে মার্জনা করবেন - কিন্তু যেদিন বামফ্রন্টের পক্ষে দাঁড়ালেন প্রথিতযশা শিক্ষিত বুদ্ধিজীবী সুবোধ সরকার, অনিন্দিতা সর্বধিকারী, অরিন্দম শীল, চন্দন সেনের মতো জ্ঞানীগুণী, আর বামফ্রন্টের বিপক্ষে দাঁড়ালেন অকিঞ্চিতকর, কোনও কাজ করতে না পারা অপর্ণা সেন, শাঁওলী মিত্র, বিভাস চক্রবর্তী, জয় গোস্বামী, শুভাপ্রসন্ন, কৌশিক সেন, নচিকেতা এবং, মার্জনা করবেন, আমার মতো তুচ্ছরা- সেদিনই বামফ্রন্টের নিয়তি এ রাজ্যে নির্ধারিত হয়ে গিয়েছিল । আমাকে মার্জনা করবেন - কিন্তু যেদিন ভাড়াটে কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল 'সুশীলবাবু','সুশীলবাবু' বলে যাঁরা বিরোধিতা করছেন তাঁদের পিছনে,ব্যক্তিগত কুৎসা খেউড় করা হয়েছিল , হাতে 'গনশক্তি' এনে আক্রমণ করা হয়েছিল শুভাপ্রসন্ন থেকে সবাইকে, বলা হয়েছিল 'তৃণমূলের দালাল' - সেদিনই জেনে রাখবেন এ রাজ্যে বামফ্রন্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল । ...... আমাকে মার্জনা করবেন - কিন্তু যেদিন বিরোধিতা করতে গিয়ে মিছিল থেকে এসইউসিআই-এর সভা থেকে পিডিএস-এর সভা থেকে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সভায় গিয়ে দাঁড়িয়ে নন্দীগ্রামের গুলিচালনা আর তাপসী মালিকের হত্যার নিন্দা করলাম, আর তার পরদিন কিছু মানুষ এসে জানালেন, তোমার দু-দুটো থিয়েটার বন্ধ করে দিচ্ছি, কাল থেকে তোমাকে চিনি না, পরিচালক হিসেবে তোমার নাম বিজ্ঞাপন থেকে বাদ দিচ্ছি, সে দিনই, আজ্ঞে হ্যাঁ, সেদিনই এ রাজ্যে বামফ্রন্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ..... আর আমি তাই চাইব, দু'হাজার এগারো পর্যন্ত আমার সরকার, আমার রাজাবাহাদুর আমাকে, আমাদের আরও আক্রমণ করুন , আরও কুৎসা করুন, আরও খেউড় করুন, সিন্দুক থেকে যত পুরনো দলিল-দস্তাবেজ আছে সব বার করুন, ভাড়াটেদের হাতে তুলে দিন , তাঁরা দিকে দিকে ঘেউ ঘেউ করুন, প্লিজ এগারো সাল অবধি চালান,মেগালোম্যানিয়াক মন্ত্রী থেকে শুরু করে তাঁর যত আমচা চামচা আছে সবাইকে পথে নামান, পারলে ধরে মারুন, প্লিজ - বৃদ্ধদের বা বয়স্কদের দিয়ে শুরু করুন। .... এসবই কিন্তু এগারো সালের মধ্যেই করবেন স্যার, নইলে ঐ দম্ভ আর ঔদ্ধত্যমিশ্রিত চক্‌চকে রক্তিম গালে ব্যালটের দগদগে থাপ্পড় মারব কীভাবে বলুন?
    পরিশেষে বিরোধী জোটের জন্য একটাই কথা। আপনারা জেনে রাখুন, আপনারা এ রাজ্যে যত না জিতেছেন, তার থেকে সিপিএম হেরেছে অনেক বেশি। হেরেছে ঔদ্ধত্য, অহঙ্কার,মেগালোম্যানিয়া,অসাড় স্নায়ুহীনতা, হৃদয়হীন দম্ভ, কুৎসা,খেউড়, ধর্ষণ,হত্যা,গুলি,জমির দালালি আর সাংস্কৃতিক ক্ষেত্রে মিডিওকার চাটুকার ভুঁইফোড়েরা এবং জিতেছে মানুষ।এক্ষেত্রে বিরোধী জোট একটি প্রতীকমাত্র । আমি এবং আমরা চাইব, যে দম বন্ধ করা অবস্থার মধ্যে রাজ্যের মানুষ বাঁচছেন,বেঁচেছেন, সে অবস্থার পরিবর্তন ঘটান। সহনশীল হোন, মুক্তমনা হোন, দেখুন সবাই যেন প্রাণ ভরে নিশ্বাস নিতে পারে। যোগ্যতার সমাদর হোক তিনি যদি বিরোধীও হন। অন্যর কথা, বিরোধী কন্ঠও কান পেতে শুনুন,তার কথার গুরুত্ব দিন, তবেই পরিবর্তন আসবে। নইলে যে ভাবে এঁদের ডাস্টবিনে পচা জন্‌জালের মত মানুষ ছুড়ে ফেলে দিলেন, কাল তা আপনাদেরও দিতে পারেন। সেই দিনটা কিন্তু মাথায় রাখবেন। সেই দিনের সেই অমোঘ নিয়তির কথা আজকের এই জয়ের উল্লাস যেন ভুলিয়ে না দেয়।
  • dd | 122.167.5.164 | ০৩ জুন ২০০৯ ২১:২৮410345
  • সন্তোষ কুমার ঘোষ। দ্যাখো কান্ড, এর কথা ভুলেই গেছিলাম।
    ওরকম আত্মগর্বী,ধুর্ত্ত,সখের পাগল, সবজান্তা দুটি হয় না। এইবারের ইলেকশনে দাঁড়িয়ে এঁয়ার জামানত জব্দ হলে খুব খুসী হতাম।

  • ranjan roy | 122.168.35.243 | ০৪ জুন ২০০৯ ২০:৪২410346
  • অরিজিৎকে,
    ঠিক বলেছো। আমি চেক করে দেখলাম তাড়াহুড়োয় ভুল করেছি।
    NE চ্যানেল মার্তন্ড সিংয়ের। জিটিভি'র ২৪ঘন্টা, সারাভারত জুড়ে।
    বাকি আমার বক্তব্য প্লে-উইন নিয়ে এবং চ্যানেলের আন্ডার-স্ট্যান্ডিং নিয়ে, ঠিক আছে।

    আরও বলছি --যদ্দিন পর্য্যন্ত শিশির বাজোরিয়ার মত লোকেরা আলিমুদ্দিনে নিয়মিত ভাবে গুরুত্ব পাবেন, বা তাঁর মাধ্যমে বড়কত্তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে( উনি নির্বাচনী প্রচারেও কোথাও কোথাও গিয়েছিলেন), তদ্দিন সি পি এম এর ভোল-পাল্টানোর কোন সদিচ্ছা আছে বিশ্বাস হবে না।
  • rabaahuta | 172.136.192.1 | ১৩ মে ২০১৪ ২২:২০410348
  • 'যেদিন বামফ্রন্টের পক্ষে দাঁড়ালেন প্রথিতযশা শিক্ষিত বুদ্ধিজীবী সুবোধ সরকার, অনিন্দিতা সর্বধিকারী, অরিন্দম শীল, চন্দন সেনের মতো জ্ঞানীগুণী,' লিখছেন ব্রাত্য বসু। কি খোরাকঃ)
  • T | 24.139.128.15 | ১৩ মে ২০১৪ ২২:২৪410349
  • হুতোদা, লাস্ট প্যারাটা দেখো।
  • rabaahuta | 172.136.192.1 | ১৩ মে ২০১৪ ২২:২৮410350
  • দেখেছি তো- ওগুলি উন্নততর খোরাকঃ(
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৪ ২০:৩১410351
  • সত্যিই তাই।

    'হেরেছে ঔদ্ধত্য, অহঙ্কার,মেগালোম্যানিয়া,অসাড় স্নায়ুহীনতা, হৃদয়হীন দম্ভ, কুৎসা,খেউড়, ধর্ষণ,হত্যা,গুলি,জমির দালালি আর সাংস্কৃতিক ক্ষেত্রে মিডিওকার চাটুকার ভুঁইফোড়েরা ' -- এবং এর পরবর্তী বাক্যগুলো, তৃণমূল হারলেও অ্যায ইট ইজ চালিয়ে দেওয়া যাবে ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন