এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব

  • ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে

    r2h
    বাকিসব | | ২২ জানুয়ারি ২০২৪ | ২৭৪৩ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • ২২শে জানুয়ারি ২০২৪-উত্তর ভারত নিয়ে কী ভাবছেন সবাই?
    ৬ই ডিসেম্বর ১৯৯২ তে শুরু হওয়া একটি বৃত্ত সম্পূর্ন হবে ২২শে জানুয়ারী ২০২৪।
    তার মধ্যে গোধরা, গ্রাহাম স্টুয়ার্ট্স স্টেইন, বিলকিস বানো, গৌরী লঙ্কেশ, ম্যাঙ্গালোরের শ্রীরাম সেনে, হাথরাস, উন্নাও, বাবু বজরঙ্গী, দারা সিং, কুস্তি ফেডারেশন ৩৭৭, ন্যায় সংহিতা, আদানী, ইডি, এথিক্স কমিটি, আখলাক হত্যা... কত কী যে হয়ে গেল মনে রাখা মুশকিল। বড় বড় ঘটনা কিন্তু বৃহত্তর চিত্রে যেন কিছুই না।

    অনেক কিছু মনে হত এরকম আবার হয় নাকি, সেসবও আর তত আশ্চর্য মনে হয় না, আরও মনে হবে না। ন্যায় ব্যবস্থা একটি পবিত্র গাভী ছিল, বাবরি মসজিদ, বিলকিস বানোর কেস, বিচারপতিদের অবসরের পরের পার্কস দেখার পরেও যাঁদের সেই ব্যবস্থার প্রতি পূর্ণ ভরসা আছে তাঁদের আশাবাদ এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা প্রশংসনীয়।
    কিন্তু ২২শে জানুয়ারির উত্তর ভারত - যেখানে একটি মন্দির উদ্বোধনের জন্য সারা দেশে ছুটিছাটা, রাষ্ট্রপতি বলছেন এ ভারতের চিরন্তন আত্মার বহিঃপ্রকাশ...

    এই ভারতের পথ কোন দিকে? কী ভাবছেন সবাই? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • স্টক মার্কেট | 165.225.8.111 | ২৩ জানুয়ারি ২০২৪ ১৯:৪৫742016
  • চীনের বাজার ছেড়ে ভারতের বাজারে ঢুকছে টাকা। 
     
    আমেরিকায় শেয়ার বাজার চড়ছে, ট্রাম্প আসবে বলে। 
  • | ২৩ জানুয়ারি ২০২৪ ২০:০৪742017
  • হুঁ সে ত দেখছিই।  ২০০৮ এর মত টানা দৌড়াচ্ছে। আমার ভয় এবারে কে দাঁও মেরে পালায়। 
  • dc | 2402:e280:2141:1e8:3063:317c:38d3:4204 | ২৩ জানুয়ারি ২০২৪ ২১:১০742018
  • "আর একটা ট্রেন্ড দেখি - ভেবে নেওয়া বিজেপি আরেসেস মানেই অশিক্ষিত বানান ভুল করা মুরাদ টাকলা"
     
    এরকম বোধায় খুব একটা কেউ ভাবে বলে মনে হয়না। যোগেন্দ্র যাদব আর অন্যান্য সেফোলজিস্টরা অনেকবার দেখিয়েছেন, বিজেপির সাপোর্টের মূল বেস হলো শহর বা আধা শহরগুলো, আর মধ্যবিত্তরা। এখন বরং বিজেপি তাদের বেস অনেক এক্সপ্যান্ড করেছে, আদিবাসী, ওবিসিরাও ভোট দিচ্ছেন, কিন্তু আগে মোটামুটি পড়ালিখা মধ্যবিত্তরাই বেশী করে ভোট দিত। 
  • অভিভূষণ মজুমদার | 2001:4490:880:662b::1 | ২৩ জানুয়ারি ২০২৪ ২১:১১742019
  • নয়া নাৎসী আর এস এস এবং বিজেপি ভারতীয় গনতন্ত্রের অন্তর্জলী যাত্রার এক নৃশংসতার বর্বরতার পথে নিয়ে যেতে চাইছে। এদের সহযোগী তথাকথিত সুশীল বুদ্ধিজীবী, মূলধারার বাণিজ্যিক মিডিয়া, বিচার বিভাগ থেকে নরম সাম্প্রদায়িক বিরোধী রাজনৈতিক দলের অবস্থান সহজ করে দিচ্ছে।
  • | ২৩ জানুয়ারি ২০২৪ ২২:০০742020
  • হুতশর এটা আর্মচেয়ার ফেসবুক দেখে অবজার্ভেশান সম্ভবত। wink
    হ্যাঁ বাবিরি ভাঙার পরেও কিছু  শিক্ষিত মধ্যবিত্তই  লাফিয়ে উঠেছিল।  এখনো ওই মুরাদ টাকলা আর লকড প্রোফাইলধারি(ণী)  পোস্টে পোস্টে হা হা দিয়ে বেড়ানো আইটিসেল শিক্ষিতই। কেন গুরুর রেসিডেন্ড চাড্ডি স্প্যামারটিও তথাকথিত উচ্চশিক্ষিতই।  এবারে শিক্ষা এদের  কোনরকম ন্যুয়ান্স বোঝার ক্ষমতা ত দেয়ই নি সিদেসাধা বাংলায় একের বেশী প্যারাগ্রাফ পড়ে মানে বোঝার ক্ষমতাও দেয় নি। তো সে আর কি কিরা যাবে! বেশ কিছু বছর ধরেই গাদা নম্বর পাওয়া লোকজন খুব কিছু না শিখেই গাদা নম্বর পায়। 
  • | ২৩ জানুয়ারি ২০২৪ ২২:০০742021
  • *হুতোর
    বাবরি
  • r2h | 192.139.20.199 | ২৩ জানুয়ারি ২০২৪ ২২:১৫742022
    •  | ২৩ জানুয়ারি ২০২৪ ২২:০০
    • ...আর্মচেয়ার ফেসবুক দেখে অবজার্ভেশান সম্ভবত।
     
    হ্যাঁ, সেটা ঠিকঃ)
  • r2h | 192.139.20.199 | ২৩ জানুয়ারি ২০২৪ ২২:৫৩742023
  • তো, ব্যাপারটা আদৌ ধর্ম, আলোকপ্রাপ্তি, কিছুই না, রাজনৈতিক, বাণিজ্যিক, জাতীয়তাবাদী (এরা রাষ্ট্রবাদী বলে, ব্যাপারটা বোধয় আলাদাও, ভারতীয় জাতীয়তাবাদ নামক সোনার পাথরবাটিটিতে বহুত্ববাদের ব্যাপার আছে, আর রাষ্ট্রবাদে বীর, রৌদ্র, ও বিভৎস রস বেশি, জাতীয়তাবাদ, যথা অবন ঠাকুরের ভারতমাতা করুণ, বাত্সল্য ইত্যাদি রস), আর তার সঙ্গে পরিমান মত বিদ্বেষ ও ঘৃণা।
    তো, সে মন্দিরে দেব নাই বলে লাভ কিছু নেই, মন্দিরে দেব যে নাই সে সবাই জানে, লোকে জিৎকে দেখতেই যাচ্ছে (এই মজাটা ফেসবুকে কারো পোস্টে পেলাম, অভিজিৎ হতে পারে)।

    এবার এসবের থেকে বেরনোর রাস্তা কী?
    কে জানে।
    সহজে হবে না। রাম মন্দির একটা বড় ধাপ - এরকম হতে পারে সেই সত্যি প্রতিষ্ঠিত হলো। মোগল শাসক এবং মুসলমান নাগরিককে এক করে দেওয়া গেল মোটামুটি, 'ওরা' বহিরাগত, ভারতীয় সংস্কৃতির একাত্ম অংশ না, এট প্রতিষ্ঠা হয়ে গেল। এই প্রতিষ্ঠিত 'সত্য' বলবো না, কিন্তু ঘটনাক্রম কোনদিন ভারতের ইতিহাস থেকে মুছবে না।

    বিরুদ্ধ রাজনৈতিক দলগুলির হারানোর তেমন কিছু বাকি নেই। একেবারে সৎ তাত্ত্বিক জায়গা থেকে প্রচার ও মুভমেন্ট যদি কেউ করতে পারে...

    যাদবপুরে শুনলাম ভালো প্রতিবাদ হয়েছে। ফেসবুকে যদিও। আবাপতে দেখলাম না, আর কোন বড় কাগজ কভার করেছে কিনা জানি না।
  • hmmm | 185.220.101.84 | ২৩ জানুয়ারি ২০২৪ ২৩:১৮742024
  • May be an image of 2 people, bed and text that says ""ঘাবড়াবেন না মোহন বাবু.. ও মন্দিরে দেব নাই...""
  • Arindam Basu | ২৩ জানুয়ারি ২০২৪ ২৩:৩৯742026
  • "আমেরিকায় শেয়ার বাজার চড়ছে, ট্রাম্প আসবে বলে।" 
     
    ওদের লালাল্যাণ্ড, তো ভারতের রামলালাল্যাণ্ড।
    ঠিকই আছে।
  • Arindam Basu | ২৩ জানুয়ারি ২০২৪ ২৩:৫৩742027
  • সাংঘাতিক কিছু না হলে ভারতের রাজনৈতিক অবস্থান এইভাবেই সরতে থাকবে। দেশটি এখনই ইলেকটোরাল অটোক্রেসি এবং flawed democracy বলে বিবেচিত হয়, এর পর ডেমোক্রেসির তকমাটিও খোয়া যাবে। 
     
    ভারত অনেক অর্থেই হিন্দু ইরাণ বা আফগানিস্তান হয়ে গেছে। 
  • Arindam Basu | ২৪ জানুয়ারি ২০২৪ ০০:০৯742028
  • "এই প্রতিষ্ঠিত 'সত্য' বলবো না, কিন্তু ঘটনাক্রম কোনদিন ভারতের ইতিহাস থেকে মুছবে না।"
    ঘটনাক্রম মুছে যাওয়া না মুছে যাওয়া কে স্থির করে? 
    সরযূ নদীর তীরে ভারতের এক সময়কার এক জমানার স্থাপত্যকীর্তি ছিল, সে কি এখন ইতিহাস, না সেই ইতিহাসের বিস্মরণ হবে। যেভাবে জালিয়ানওয়ালাবাগের ইতিহাস ভুলিয়ে তাকে টুরিস্ট স্পট করা হয়েছে। 
    তা সে তালিবানরাও বামিয়ানের বুদ্ধের মূর্তি উড়িয়ে নতুন ইতিহাস লিখবে ভেবেছিল। 
  • দীমু | 182.69.177.150 | ২৪ জানুয়ারি ২০২৪ ০১:০৯742029
  • সিনেমাটা আমিও মনে করার চেষ্টা করছি। পিয়ানিস্ট বা লাইফ ইজ বিউটিফুল হতে পারে।
  • Arindam Basu | ২৪ জানুয়ারি ২০২৪ ০১:৩৪742030
  • লাইফ ইজ বিউটিফুল, সে অন্য রকমের অত্যন্ত মর্মস্পর্শী গল্প  আমি প্রথমে লাইফ ইজ বিউটিফুলের কথাই ভাবছিলাম। 
  • r2h | 192.139.20.199 | ২৪ জানুয়ারি ২০২৪ ০১:৫৭742031
  • সবই পরিবর্তনশীল, রক্তমাখা অস্ত্র হাতে রক্তআঁখি ইভেঞ্চুয়ালি শিশুপাঠ্য কাহিনীতে মুখ ঢাকে। কিন্তু সেসব হতে হতে অনেক দাঙ্গা হাঙ্গামা খুন জখম রক্তপাত হয়ে যায়।

    সেই জিনিসটা কতদিন চলবে সেটাই চিন্তা।

    "কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে,
    বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে"
  • r2h | 192.139.20.199 | ২৪ জানুয়ারি ২০২৪ ০২:০৬742032
  • রামমন্দির ব্যাপারটা পুরো বাধ্যতামূলক মেনস্ট্রিম অলরেডি।
    ক্লায়েন্ট কোঙের লুরু সেন্টার হেডের সঙ্গে মিটিং ছিল। মিটিঙে ঢুকেই সে একগাল হেসে বললো, অযোধ্যা টেলিকাস্ট দেখলে?
    দেখিনি এবং এই বিষয়ে আমার কোন উৎসাহ নেই জেনে একেবারে আকাশ থেকে পড়লো - "ও, সবাই তো দেখছে"!
    তাকে ধুরো চাড্ডি বলে গাল, বা ভারতের বহুত্ববাদ বিষয়ে লেকচার কিছুই দেওয়া যায় না।

    এবং নাম থেকে যতটুকু ধর্মপরিচয় বোঝা যায়, ভদ্রলোকের রামভক্ত হওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। বিষয়টা নিতান্তই মেনস্ট্রিম, 'রাষ্ট্রবাদী'।
  • দীমু | 182.69.177.150 | ২৪ জানুয়ারি ২০২৪ ০২:১৪742033
  • হ্যাঁ মেনস্ট্রিম তো। সেজন্যই আগের বছর আদিপুরুষ , এবছর উদ্বোধন আর সামনের বছর রণবীরের রামায়ণ আসছে। মানে যাতে লোকে ব্যাপারটা ভুলে না যায়।
  • দীমু | 182.69.177.150 | ২৪ জানুয়ারি ২০২৪ ০২:১৭742034
  • ১৯৮৭ তে রামানন্দ সাগরের রামায়ণের পরেই কি বিজেপির ব্যাপারটা মেনস্ট্রিমে আনতে সুবিধা হয়েছিল?
  • ইন্দ্রাণী | ২৪ জানুয়ারি ২০২৪ ০২:৩০742035
  • r2h এর ২৩শে জানুয়ারির ২২ঃ৫৩র পোস্টের প্রেক্ষিতেঃ
    যাদব্পুরের খবর এই সময় ও আনন্দবাজারের ২৩শে জানুয়ারির ছাপা কাগজে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম পাতায়, ইংরেজি কাগজ টেলিগ্ৰাফের ১০ পাতায় প্রকাশিত।
    অন্যান্য কাগজেও থাকার সম্ভাবনা যথেষ্ট। সেসব পড়ে ওঠার সময় পাই নি , তাই বিশদ দিতে পারলাম না।
  • Arindam Basu | ২৪ জানুয়ারি ২০২৪ ০২:৩৬742036
  • আমার মনে হয় এখানে একটা অপটিক্সের ব্যাপার আছে। পুরোটাই কেমন যেন সেটে সাজানো একটা অভিনয়। আপনাদের হয়ত মনে থাকতে পারে একসময় রামানন্দ সাগরের পরিচালনায় টিভিতে রামায়ণ দেখাত, এবং সেই সময় বহু লোক টিভির সামনে মালা, ধুপ দীপ নিয়ে বসে রীতিমতন পুজো করত, হাত জোড় করে দেখত। কালকেও নবীন পট্টনায়কের একটি ছবি দেখলাম, ভদ্রলোক হাত জোড় করে রামলালার উদ্বোধন দেখছেন। এই রামায়ণ দেখানোর সঙ্গে যে বাবরি মসজিদ ভাঙার যোগসূত্র তৈরী হয়নি তাই বা কে জানে। 
    এও তাই।
    এমনকি রামলালা বলে যে মূর্তিটি কোঁদা হয়েছে, কেমন যেন মাস্টার রাজু কাটিং অবয়ব। 
     
  • | ২৪ জানুয়ারি ২০২৪ ১১:০৪742046
  • এইটে নিয়ে ভাটে আমি ডিসি বড়েস ইত্যাদি আলোচনা করেছিলাম। রামানন্দ সাগরের রামায়ণ টিভিতে হওয়া আডবাণীর রথযাত্রার পালে বিরাট হাওয়া দিয়েছিল। পথ করে দিয়েছিলও বলা যায়। আর রাজীব গান্ধীর ঐতিহাসিক ভুল মসজিদের তালা খোলা। সেটার কোনও  ঠিকঠাক রেজোলিউশানে না আনা এইগুলো ভুল তো বটেই অন্যায়ও। 
     
    এরকম এক একটা স্টেজড ড্রামা এরা করেই যায় ১৬ তে ইউপি নির্বাচনের আগে ডিমনি। বেশ কিছু লোক লাইনে দাঁড়িয়ে থেকে মরে গেল। এখন কিন্তু আর দেখবেন না ডিমনির কোনও কৃতিত্ব দাবী করছে কোথাও। ডিমনি ব্যোপারটাই যেন হয় নি এমন একটা ভাব। প্রতিটা নির্বাচনের আগে একটুও বেগতিক দেখলেই একটা করে স্টেজড ড্রামা নামায়। 
  • dc | 2402:e280:2141:1e8:3063:317c:38d3:4204 | ২৪ জানুয়ারি ২০২৪ ১১:১৩742049
  • হ্যাঁ, রামানন্দ সাগরের রামায়ন আর মহাভারত এই হাওয়া তোলার একটা পদক্ষেপ ছিল। আমার ছোটবেলার নানান ট্রমাটিক স্মৃতিগুলোর একটা হলো, রোববার পাড়ার ঘরে ঘরে টিভিতে রামায়ন শুরু হচ্ছে আর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। রামায়নের থিম সং শুনলেই মনটা  বিতৃষ্ণায় ভরে যেতো আর ভাবতাম এই বিংশ শতাব্দীতে লোকজন কিকরে এসব দেখছে! হায়, তখন ছোট ছিলাম, জানতাম না রিগ্রেসানের আরও অনেক বাকি আছে laugh 
  • dc | 2402:e280:2141:1e8:3063:317c:38d3:4204 | ২৪ জানুয়ারি ২০২৪ ১১:২০742051
  • আমি যখন ইস্কুলে পড়তাম বা তার পরেও যখন কলেজে সবে পড়তে শুরু করেছি, তখন ভাবতাম আমাদের জেনারেশানের বড়ো হওয়ার সাথে সাথে জাতপাত উঠে যাবে, আমাদের জেনারেশানের কেউ আর ধর্ম নিয়ে ভাববে না, পুজো ইত্যাদি আস্তে আস্তে উঠে যাবে। 
     
    দ্য ইনোসেন্স অফ ইয়ুথ! :-)
  • দীমু | 182.69.177.150 | ২৪ জানুয়ারি ২০২৪ ১৩:৪৫742058
  • উরি সফল হবার পর থেকেই বলিউডের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রোজেক্ট নামানো চলছে। কিছু ফ্লপ করে , কিছু রমরমিয়ে চলে। আদিপুরুষ ,  তেজস ফ্লপ করে গেল এবার ফাইটার বাজারে নামছে। বলিউড প্রোজেক্টের পাশাপাশি কোভিড ভ্যাকসিনের সময় থেকে বিশ্বগুরু , মাঝে মাঝে পাক অধিকৃত কাশ্মীর , বাংলাদেশ , কানাডা , মালদ্বীপ , ভারতের নাম পরিবর্তন ইত্যাদি কাল্পনিক ন্যারেটিভ নিয়ে ৩৬৫ দিনের মধ্যে ৩৫০ দিন মিডিয়া আর আইটিসেলের মাতিয়ে রাখা।
  • ২২ | 2405:8100:8000:5ca1::276:8cd | ২৪ জানুয়ারি ২০২৪ ১৪:০৩742059
  • রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে--
    গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
         তব করুণারুণরাগে   নিদ্রিত ভারত জাগে
                       তব চরণে নত মাথা।
     
     
    হয়ত একদিন বুদ্ধও বামিয়ানে ফিরবেন।
  • r2h | 192.139.20.199 | ২৪ জানুয়ারি ২০২৪ ১৮:৫৯742065
  • ইন্দ্রাণীদি, ও আচ্ছা, থ্যাংকিউ, পরে খুঁজে আমিও পেলাম। (@২৪ জানুয়ারি ২০২৪ ০২:৩০)
     
  • hu | 72.241.81.21 | ২৪ জানুয়ারি ২০২৪ ২০:০১742069
  • আমার সাথে মাসখানেক আগেই এক ভদ্রমহিলার কথা হচ্ছিল। বেশ কৃতি ফিজিসিস্ট। জন্মসূত্রে উত্তর ভারতীয়। খুবই কনজারভেটিভ পরিবেশে মানুষ হয়েছেন। ছোট বেলার টিভি সিরিজের কথা উঠতে উনি মহাভারতের কথা বললেন। উনি এটা শুনে খুব আশ্চর্য হলেন যে আমরা ছোট বেলায় রামায়ণ মহাভারত পড়েছি। উনি বা ওনার বন্ধুরা কেউই পড়েনি। টিভিতে দেখেছে। দ্রৌপদীর বস্ত্রহরণের এপিসোডে দ্রৌপদীর প্রশ্নগুলোতে উনি খুব ইম্প্রেসড হয়েছিলেন জানালেন। তো টিভি সিরিজের এমন ফলাফলও হয়েছিল। 
     
    বিজেপির নানা অপকীর্তির মধ্যে একটা হল রামায়ণ মহাভারতের মত এপিক ও বেদ, উপনিষদকে শিক্ষিত যুক্তিবাদী মানুষের অপর করে দেওয়া। এই বইগুলোর কথা উঠলেই এমন একটা রিগ্রেসিভ বাতাবরণ তৈরী হচ্ছে যে এই দূরত্বটা স্বাভাবিক। বেদ পড়িনি। উপনিষদ কিছুটা পড়েছি অতুলচন্দ্র সেনের অনুবাদে। এ আদৌ কোনো ধর্মগ্রন্থ নয়। আরেসেস আমার উপনিষদ পড়ার আনন্দ কেড়ে নেবে এটা হতে দেওয়া যায় না। মহাভারত তো ব্লাসফেমাস সব ঘটনায় ভর্তি। যুদ্ধের শেষে বিষ্ণুর অবতার কৃষ্ণকে অভিশাপ দিচ্ছে এক মানুষ। আরেসেস প্রতিষ্ঠা করতে চাইছে বইগুলো ওদের সম্পত্তি। সেটা হতে দেওয়া যায় না। 
  • r2h | 192.139.20.199 | ২৪ জানুয়ারি ২০২৪ ২০:২১742071
    • hu | ২৪ জানুয়ারি ২০২৪ ২০:০১
    • ...বিজেপির নানা অপকীর্তির মধ্যে একটা হল রামায়ণ মহাভারতের মত এপিক ও বেদ, উপনিষদকে শিক্ষিত যুক্তিবাদী মানুষের অপর করে দেওয়া। এই বইগুলোর কথা উঠলেই এমন একটা রিগ্রেসিভ বাতাবরণ তৈরী হচ্ছে যে এই দূরত্বটা স্বাভাবিক। ...
     
    একবারে। একমত।
    ডিসি লিখেছেন ছোটবেলায় রামায়ন দেখে ট্রমা হত যে এরকম রিগ্রেসিভ ইত্যাদি।
    এটা শুনে অবাক হলাম, কারন ছোটবেলায় রামায়নকে রিগ্রেসিভ মনে হয়নি, অ্যাটলাস হার্কিউলিস মেডুসা সেন্ট্যুর, আরব্য রজনীর হোমা পাখি এইসব যেমন পড়েছি, রামায়নও তেমনি রূপকথার গল্প, আরেকটু স্ট্রাকচার্ড, কিছু বড়দের জিনিসপত্রও আছে - এরকমই জানতাম।
    ছোটবেলায় লুকিয়ে পড়া বইপত্রের মধ্যে একটা ছিল বুদ্ধদেব বসুর মহাভারতের কথা। ওখানে বেশ কিছু স্টিমি ব্যাপারস্যাপারও ছিলঃ)
    একটা মজার জিনিস হল, ম-কতে ছিল দ্রৌপদী অজ্ঞাতবাসে বিরাট রাজার বাসায় গিয়ে আর মোটামুটি সব কাজ করলেও অপরের উচ্ছিষ্ট স্পর্শ করবেন না বলেছিলেন। সেই যে মাথায় ঢুকেছিল এখনও আমার টেবিল থেকে নিজের থালা নিজে না সরাতে পারলে অস্বস্তি হয়ঃ)
    এসব সিরিয়েল তো আমাদের কাছে নতুন কিছু ছিল না। গল্প শুনেছে, পড়েছি। যেমন পপাঁ আগে পড়ে পরে সিনেমা দেখেছি।

    বিজেপি আরেসেসের চক্করে সব ঘন্ট হয়ে গেছে।
    ছোটবেলায় এসবকে রিগ্রেসিভ প্রোপাগান্ডা বলে দেখতে শিখলে কি ব্যাপারটা দূরদৃষ্টি হত, এখন ভাবি।

    কিন্তু তা তো হওয়ার কথা ছিল না। আজকালকার বাচ্চারা হুলিয়ে পার্সি জ্যাকসন পড়ে, সেই তো নর্স ঠাকুর দেবতার অবতার সব।
    রামায়ন মহাভারত এমন কী আর আলাদা।

    তবে আরেকটা জিনিসও আমার মনে হয়, রামায়ন মহাভারত বোধহয় কোনদিনই ঠিক ধর্মগ্রন্থ ছিল না- মূলত রাজনৈতিক - গল্পচ্ছলে রাজধর্ম কূটনীতি ইত্যাদি।
    পরে জনপ্রিয় হতে হতে ভক্তিমূলক-
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন