এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  প্রবন্ধ

  • ধর্মের হৃদয় ও বিলে 

    Aditi Dasgupta লেখকের গ্রাহক হোন
    প্রবন্ধ | ১১ জানুয়ারি ২০২৪ | ৫৫১ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • আমাদের প্রতিটি মানুষের মধ্যে একটি করিয়া চমৎকার বাস করে। এই যে হাত পা চোখ নাক কান ওয়ালা মানুষ –-মোটর গাড়ি চড়া মানুষ, তার তলায় চাপা পড়া মানুষ, ভুঁড়ি এগিয়ে চলা মানুষ, পেটে পিঠে এক হয়ে যাওয়া মানুষ ---- সবার মধ্যেই রহিয়াছে এই চমৎকার, আর মজার কথা এই যে আদতে ইহারা আলাদা আলাদা নহে ---- একের ই বহু রূপ! তাহার মানে দাঁড়াইতেছে ইহাই যে , আদতে কেউই কাহারো কম নহে! কথাটি অতিশয় গুরুতর, কেননা আমাদের সমাজের উঁচু নিচু সুবিধাবাদী বিভাজনটি ---- যাহা কিনা চলিয়া আসিতেছে --- তাহার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করিয়া বসে এমত চিন্তা।
     
    আরো কথা এই, যে উপলব্ধি তে পৌঁছানোর জন্য কত মানুষ সংসারের যাবতীয় দায় দায়িত্ব, সমস্যা এড়াইয়া বনে বাদাড়ে চক্ষু মুদ্রিত করিয়া কাটাইয়া দিয়াছে ----সেই উপলব্ধিটিকেই নিজের মনোপোলি না করিয়া, অথবা ,আমি জানিয়াছি কত কষ্ট  করিয়া , তোমাদিগকে  কেন তাহা বিনা  মুদ্রায়  বিতরণ  করিব? ---- এমত কুটিলতার বশবর্তী না হইয়া---বন হইতে তুলিয়া আনিয়া বিলে সকলের মধ্যে ছড়াইয়া দিবার চেষ্টায় প্রাণপাত করিয়া গেলো! গেরস্ত – হাফ গেরস্ত, গৃহবধু - বার বধু, ব্রাহ্মণ --- চন্ডাল, ইশা -- মুসা --, প্রাচ্য – ম্লেচ্ছ ---- কেহই ব্রাত্য নহে! যেন ক্ষাত্রতেজী নিমাই! 

    তথাপি প্রশ্ন থাকিয়া যায় , সেই চমৎকার এর উপলব্ধিতে পৌঁছানোর পথটি  লইয়া! শরীর ও মনকে টিকিয়ে রাখা ও সুস্থ ভাবে পরিচালনার জন্য আমাদের প্রাথমিক প্রয়োজন খাদ্য। খালিপেটে চমৎকার এর উপলদ্ধি দূর কথা --- সাধারন ভাবনা চিন্তাও যে দুষ্কর হইয়া উঠে তাহা আমরা সকলেই টের পাইয়া থাকি। কাজেই মন্দিরের প্রথম দরজাটি অন্নময়! এই উপলদ্ধি নিজ জীবন দিয়াই সে বুঝিয়াছিলো, সিদ্ধার্থ যেমন একদা বুঝিয়াছিলেন নৈরঞ্জনা নদীতীরে! 
     
    মনুমেন্ট এর তলায় শুইয়া ছিলো সে। ক্ষুধার্ত ,ক্লান্ত ,অভাবের সহিত যুঝিতে যুঝিতে ----যে অভাবের সহিত তাহার আগে পরিচয় ছিলোনা। মাকে সে বলিয়া আসিয়াছে বন্ধুর বাড়ি নিমন্ত্রণ, অনাহার ক্লিষ্টা মা যাহাতে কিছুটা হইলেও সান্তনা পান। এমতাবস্থায় ভরপেট খাইয়া কেহ যদি ব্রম্ভবাতাস লাভের আনন্দ বর্ননা শুরু করে  অপরজনের তাহাতে ক্ষেপিয়া উঠাই স্বাভাবিক। বিলেও ক্ষেপিয়া উঠিয়াছিল 
    হঠাৎ ই দেখা হওয়া বন্ধুর অযাচিত আধ্যাত্মিক আতিশয্যে! মা আর ভাইদের অন্ন জোটাতে অক্ষম সে ছেলে তো বলিবেই,  "খালি পেটে ব্রহ্ম লাভ হয়না"!  ক্ষুধার সহিত লড়াইটাই যে প্রাথমিক  বিলে তাহা জোর গলাতেই বলিয়া গিয়াছে! 
     
    এমন কথা আরো আগে জার্মানি দেশের কার্ল মার্কস ও বলিয়াছিলেন। প্রতিটি মানুষের পরিপূর্ণ বিকাশের স্বপ্ন দেখা মার্কসও ক্ষুধার নিরসনইকেই  মনুষ্য মুক্তির প্রথম ধাপ বলিয়া ভাবিয়াছেন । তিনিও প্রতিটি মানুষের মধ্যে চমৎকার এর ঊর্ধ্বমুখী যাত্রায় বিশ্বাস করিতেন।
     
    এই স্থলে আমাদের উপাদান পঞ্চভূত এবং আমাদের অন্তস্থিত চমৎকার --- এই দুই এর মধ্যে কাহার সিনিয়রিটি  বেশি--- ইহা লইয়া একটি গোল লাগে ! এমত বাদ বিতন্ডা এই  বিশেষ স্থলে  অশ্বডিম্ব ছাড়া আর কিছুই প্রসব করিবেনা,  কেননা তাহা আমাদের মূল বিষয় মানুষ হইতেই  দূরে সরাইয়া দিবে। আমরা পঙ্ক ঘাটিবো শুধু, পদ্মমধু অধরাই থাকিবে। মানুষকে --- তার প্রাথমিক প্রয়োজনকে--- অবজ্ঞা করিয়া ঊর্ধ্বপদ হেঁটমুন্ডে  চমৎকার দেখাইবার  যাহা কিছু চেষ্টা  আদতে অপচেষ্টা --- যাহাদিগকে বিলে ভন্ডামি বলিয়াই মনে করিয়াছে। তাই জীব সেবাই তাহার কাছে শিব সেবা। চমৎকারটিকে যদি বিলের মত আমরাও ব্রহ্ম বলি, তবে অন্নই সেই ব্রহ্ম। বিলে আমাদের ঘরের ছেলে, প্রাণের মানুষ, কারণ , খালি পেট ভরানোতেই সে সবার প্রথম মন দিয়াছে। সুজাতার পরমান্ন তাই আজ তাহার জন্যও।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • প্রবন্ধ | ১১ জানুয়ারি ২০২৪ | ৫৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sreemyoee Chakraborty | 2409:4060:e8d:7106:9d88:4186:dd35:9d9b | ১২ জানুয়ারি ২০২৪ ১৯:১৭527572
  • Asadharon 
  • Sobuj Chatterjee | ১৩ জানুয়ারি ২০২৪ ১৬:২৮527583
  • 'পেটে খেলে পিঠে সয়... 
    একথাটা নতুন নয়।
    তবু লেখা ভালো -
    না হোক সে প্রথম আলো।
     
  • Aditi Dasgupta | ১৭ জানুয়ারি ২০২৪ ১৪:৩২527701
  • বাঃ বাঃ ! এ যে ছন্দবাণী! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন