এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পাকিস্তানের বাচ্চা

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২৭ আগস্ট ২০২৩ | ১২২১ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • উত্তরপ্রদেশের একটা ভিডিও ভাইরাল হয়েছে। কোনো এক 'পাবলিক স্কুল'। জনৈকা শিক্ষিকা চেয়ারে বসে আছেন। সামনে কতকগুলি ছেলেমেয়ে মাটিতে। ইউনিফর্ম পরে। একটি মুসলমান ছেলে শিক্ষিকার সামনে দাঁড়িয়ে। পড়া-টড়া করেনি হবে। শিক্ষিকা গম্ভীরভাবে বলছেন, আমি তো বলে দিয়েছি, যত মুসলমান বাচ্চা আছে, মেরে তাড়াও। ওপাশ থেকে কোনো এক পুরুষ বলছেন, ঠিক ঠিক। মহিলা তারপর এক এক করে সহপাঠী ছেলেদের ডাকছেন। তাদের দিয়ে চড় মারাচ্ছেন 'অপরাধী'র গালে। যথেষ্ট জোরে না মারলে বকাঝকা করছেন। তারপর পরের জনকে ডাকছেন, ঠিক করে মারার জন্য। গাল লাল করে দিতে হবে। শুধু গালে না, পিছনে মারতে হবে। ছেলেরা এক এক করে এসে সজোরে মারছে। বাকিরা গুণগুণ করছে, বাচ্চাদের ক্লাসে যেমন হবার কথা। সামনের সারিতে বসা একটি ছেলে এবং দুটি মেয়ে। একজন চোখ গোলগোল করে দেখছে। একজন বইয়ের পাতা ওল্টাচ্ছে। আরেকজন এমনিই তাকিয়ে। যে মার খাচ্ছে, সে চুপচাপ। শিক্ষিকা স্বাভাবিক গলায় পুরোটা পরিচালনা করছেন। সবই স্বাভাবিক।

    এটাকে মানুষ তৈরির প্রশিক্ষণ হিসেবে দেখুন। 'দেশ'এর জন্য 'যোদ্ধা' তৈরির প্রশিক্ষণ চলছে। সামনে খলনায়ক পাকিস্তান। যোদ্ধাদের হিংসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্দয় ভাবে মারতে হবে। কোনো দয়ামায়া ছাড়া মারতে হবে। নির্বিকার ভাবে মারতে হবে। যোদ্ধারা সবাই ছেলে, যারা এইভাবে 'পুরুষ' হয়ে উঠবে। তাদেরকে আমরা হিরো বলব। খলনায়কও 'পুরুষ'। সে মার খাওয়াটা অভ্যাস করছে। চুপচাপ। অন্য কোনোদিন অন্য কেউ মার খাবে। সেটাও দরকার। যুদ্ধ করতে হলে তো মারা এবং মার খাওয়া, দুইয়েরই অভ্যাস দরকার। মেয়েরা এই হিংসার চক্রে নেই। তারা বসে দেখছে, তাদের জন্য অন্য প্রশিক্ষণ। তাদের কাজ হল দেখা, নৈতিক সমর্থন জোগানো, এমনকি ব্যাপারটা পরিচালনা করাও হতে পারে। রোলমডেল তো সামনেই মজুদ, নির্দেশ দিচ্ছেন একজন মহিলা। একে কোনো একদিন এমপাওয়ারমেন্টও বলা হতে পারে। হিংসার চরিত্র এরকমই হয়, স্রেফ একটা জেন্ডার দিয়ে প্রবাহিত হয়না। এমনকি স্রেফ একটা রাস্তা দিয়েও প্রশিক্ষণ চলে এমন না।

    ভেবে দেখুন, গত কয় মাসের ব্লকবাস্টার ছবিগুলোর নাম। পাঠান, কেরালা স্টোরি, গদর দুই। তার আগে ছিল কাশ্মীর ফাইলস, কিছুদিন পরে আসছে জওয়ান। লক্ষ্য করে দেখবেন, ওই একই ন্যারেটিভ। একটু আধটু রদবদল সমেত। ভিলেন মূলত পাকিস্তান, 'যোদ্ধা' হলেন নায়ক। কোথাও রকেটে চড়ে যুদ্ধ, কোথাও ল্যাম্পপোস্ট হাতে। দেশের যাবতীয় প্রেক্ষাগৃহ থেকে অন্য সব সিনেমাকে সরিয়ে এগুলো দেখানো হয়। যাতে কেউ না ফস্কায়। পুরোটাই একই প্রশিক্ষণের অংশ। দুটোই এক, তা অবশ্য না, সরাসরি মারধোর করা, আর পর্দায় করতে দেখে রক্ত গরম করা, এ দুটো আলাদা। কিন্তু তবুও, যাঁরা দেখতে যান, সিটি দেন বা হাততালি, তাঁরাও প্রশিক্ষিত হন একরকম করে। নিজেরা হন, অন্যদের দেখতে উৎসাহিত করেন। মগজ ধোলাইয়ের এ এক বিরাট প্রক্রিয়া। বিগত কয়েক বছর ধরে পনেরোই আগস্টে যে মনে হচ্ছে, স্বাধীনতাটা এসেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে, সে তো আর এমনি না। 

    এই মগজ-ধোলাইয়ের বাইরেও অবশ্য একটা বিপুল ময়দান আছে। উত্তরপ্রদেশের ব্যাপার জানিনা, তবে বাঙালি বহু লোককে চিনি, যাঁরা নিজেরা বলিউডি ব্লকবাস্টার দেখেননা, বিষবৎ পরিত্যাগ করেন। ছেলেমেয়েকে দেখাননা। এখন টিকিটের যা দাম হয়েছে, গরীব লোকেরা এমনিই দেখতে পারেনা। আর ভদ্দরলোকেদের মধ্যে, হাজার ত্রুটি সত্ত্বেও, আমার ব্যক্তিগত সমীক্ষায়, কেউ কেউ বলিউডি ব্লকবাস্টার দেখাকে এনটারটেনমেন্ট মনে করেন বটে, কিন্তু অপছন্দ করার সংখ্যাটাই এখনও সংখ্যাগুরু। আর ইশকুলের প্রশিক্ষণ যদি দেখেন, তো পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো জিনিস হয় বলে মনে হয়না। বাংলার শিক্ষাব্যবস্থায় হাজার গোলযোগ, শিক্ষকদের প্রচুর ত্রুটি সত্ত্বেও, এইটুকু স্বীকার করতেই হবে। অনেকেই বলছেন, চারদিকটাই এরকম হয়ে গেছে, সেটা মনে হয়না ঠিক। চারদিকটা এখনও এরকম নয়, সেটা আমাদের জোর গলায় বলা দরকার। এবং একই সঙ্গে, চারদিকটা এইরকম করে তোলার একটা চেষ্টা হচ্ছে, সেটাও বলা প্রয়োজন। কদিন আগেই শুনলাম, শিলিগুড়িতে 'গোলি মারো সালোকো' মিছিল হয়েছে। যাদবপুরে বোধহয় কালই আর্মির পোশাক পরে কারা চলে এসেছিল। এইসব হচ্ছে। সেগুলো নিয়ে জানা দরকার, জোরগলায় বলা দরকার। উত্তরপ্রদেশে যা 'স্বাভাবিক' তা পশ্চিমবঙ্গে 'স্বাভাবিক' নয়। করার চেষ্টা চলছে, হতে দেওয়া যাবেনা। উত্তরপ্রদেশে এসব আটকানো, আপনার আমার কর্ম না। কিন্তু আমাদের যা, সেটা আমরা রক্ষা করতেই পারি। না পারলে সেটা আমাদের দোষ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রমিত চট্টোপাধ্যায় | ২৭ আগস্ট ২০২৩ ১০:৩৩522990
  • বাকি কথার সঙ্গে মোটামুটি সহমত পোষণ করেও একটা কথা বলি, জওয়ান এর ট্রেলারটা দেখে একবারও মনে হয়নি এতে পাকিস্তান ভিলেন বা ব্যাড মুসলমান ন্যারেটিভ নামানো হয়েছে। নাম শুনেই ইন্ডিয়া পাকিস্তান শুরু হয়ে গেল ? নামেই জওয়ান তাই নিশ্চই পাকিস্তানের ওপর ইন্ডিয়ান আর্মির জয়গাথা ? আমার তো উল্টে মনে হল, একশন থ্রিলার গোত্রীয় সিনেমা।
  • যোষিতা | ২৭ আগস্ট ২০২৩ ১১:৩৩522994
  • এ জিনিস কোলকাতার দোলনা ইস্কুলে আন্টিমাসি করাতেন।
  • পব | 107.189.8.133 | ২৭ আগস্ট ২০২৩ ১১:৫১522995
  • সম্প্রতি সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্য ভবনের কর্তারা। সূত্রের খবর, সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্তারা। এক কর্তা তো আবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গত বছরের মতো এ বারেও যদি সাপ্তাহিক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সংবাদমাধ্যম জেনে যায়, তা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কে বা কারা তথ্য ফাঁস করলেন, তা জানতে সিআইডি-কে দিয়ে তদন্ত করানো হবে।

    রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিকের কথায়, ‘‘কে উটকো ঝামেলায় পড়তে চায়? তা ছাড়া, আমরাও সাপ্তাহিক রিপোর্ট এখন জানতে পারি না।’’ প্রশ্ন হল, মশাবাহিত রোগ নিয়ে এত রাখঢাক কেন? কেন আক্রান্ত বা মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে? স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তার দাবি, ‘‘বাইরে তথ্য না জানালেও, পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। প্রয়োজন বুঝে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’’
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:6b8e | ২৭ আগস্ট ২০২৩ ১২:৪৮522996
  • ক'দিন আগে গুজরাটের কোন এক স্কুলে, একটি মুসলমান মেয়ে ভাল রেজাল্ট করেছিল, বা ফার্স্ট হয়েছিল, কিন্তু তাকে পুরস্কার দেয়া ঠিক নয়্স বলে সেটা দেওয়া হয়নি। না দেওয়ার নিশ্চয় যুক্তি দেওয়া হয়েছিল। স্কুলছাত্রীটির কথা বা কান্নার ছবি টুইটারে দেখা যাচ্ছিল।তো সেখানে মুসলমান হয়ে ভাল রেজাল্ট করলেও শাস্তি, এই ঘটনায় মুসলমান হয়ে না পড়াশোনা করলেও শাস্তি।

    আবার মুসলমান হয়ে ট্রেনে উঠলে কখন যে কী হবে কে জানে। গুলি যে ছিটকে এসে পাশের হনুমান চালিশা পাঠকের গায়ে লাগবে না, সেই বা কে জানে।

    তো, মোদ্দা কথা, ঐ ধর্মের লোক হলে যে কোন কিছুতেই চাপ। কিন্তু এগুলো সব নর্মালাইজড হয়ে যাবে, গেছে। আমেরিকায় কি গুলি চালিয়ে লোক মানে না ? কি হয় তখন, বিবিধ চাপান - উতোর, দেশ কোথায় যাচ্ছে ইত্যাদি। কিন্তু সে ব্যাপার তো চলছে, হেট ক্রাইম। ভারতে হেট ক্রাইমের পরিস্থিতি তৈরী হয়েছে, মাঝে মধ্যে ঘটবে, ইন্টারনেটের যুগে মানিয়ে নেওয়াটা আরো তাড়াতাড়ি হবে, সাধারণ লোকের জ্ঞান কম পড়েনি, বিভিন্ন জাস্টিফিকেশন আসবে আর সরকারের হাতে তো বিপুল ক্ষমতা, যেকোন টুইট - খবর- অ্যাকাউন্ট - সাইট এইসব খবর দিলেই বন্ধ করে দেবে, দিচ্ছে।
     
     
     
  • কুতুহলি | 2402:3a80:1cd2:e470:378:5634:1232:5476 | ২৭ আগস্ট ২০২৩ ১৩:২৭522997
    • যোষিতা | ২৭ আগস্ট ২০২৩ ১১:৩৩522994
    • এ জিনিস কোলকাতার দোলনা ইস্কুলে আন্টিমাসি করাতেন।
    একটু বিশদে জানাবেন? 
  • যোষিতা | ২৭ আগস্ট ২০২৩ ১৬:২১523001
  • সম্ভবত গোরা রায়ের লেখা পাঁইট পুরান বইয়ের আন্টিমাসি চ্যাপ্টারে ডিটেলে আছে।
    তবে যেটুকু জানি, ২০০২ এর ঘটনা, যেসব ছেলেরা আন্টিমাসির ক্লাসে কবিতা মুখস্থ বলতে পারে নি,  তাদের অন্যরা একে একে গিয়ে গালে চড় মারবে। মেয়েরা আলতো করে চড় মারলে তাদের দিয়ে আবার মারাতেন ঐ মহিলা। এই ঘটনা আমার মেয়ের মুখে শোনা। সে নিজেও চড় মেরেছে। 
  • যোষিতা | ২৭ আগস্ট ২০২৩ ১৬:২৫523002
  • ও তখন সম্ভবত ক্লাস ফাইব বা সিক্স। এই আন্টিমাসির স্নেহধন্যরা উলুত পুলুত করে থাকে। আরেকজনের মেয়ে ঐ ইস্কুল থেকেই পাশ। সে অবশ্য বড়ো। সে তো তেড়েমেরে এই মারে কি সেই মারে।
    লোকে বলতে চায় না। চেপে যায়।
     
  • cm | 2405:8100:8000:5ca1::4ac:9976 | ২৭ আগস্ট ২০২৩ ১৭:৫৩523004
  • দোলনা এমন সাম্প্রদায়িক জানা ছিল না।
  • যোষিতা | ২৭ আগস্ট ২০২৩ ১৭:৫৭523005
  • সাম্প্রদায়িক নয়। তবে আন্টিমাসি একটি চীজ ছিলেন। 
  • যোষিতা | ২৭ আগস্ট ২০২৩ ১৮:২৭523006
  • আসলে ভুল লিখলাম। সাম্প্রদায়িক বলতে ধর্মীয় সম্প্রদায় বোঝালে একরকম, কিন্তু সে ছাড়াও অনেক অন্য বিভাজন তো আছে, তাই না?
    দেড় বছর পড়েছে ঐ ইস্কুলে।
  • guru | 2409:4060:2e87:696b:5680:6abb:a75c:afe5 | ২৭ আগস্ট ২০২৩ ১৯:২০523007
  • স্বর্গ থেকে  জিন্নাহ সাহেব সব দেখছেন আর ঠোঁটে মৃদু হাসি নিয়ে চোখকে ইশারাতে বলছেন মৌলানা আজাদ আর শেখ আব্দুল্লাকে , "কি আমি আগেই বলেছিলাম না , এখন দেখো  কত ধানে কত চাল ". বঙ্গবন্ধু এসে বললেন , " ভাগ্গিস আফনে ছিলেন মিঞা ".
  • সৃষ্টিছাড়া | 2405:201:a41e:a049:b5dd:654:84fa:12ca | ২৭ আগস্ট ২০২৩ ২২:০২523011
  • তৃপ্তা ত্যাগী নামক শিক্ষিকা উত্তরপ্রদেশে ভিডিও করিয়ে ভাইরাল করে, দেশের বিশেষতঃ কোলকাতার কলতলাশ্রী র চর্চা বন্ধ রেখে বেশ কিছু আঁতেল শ্রী দের দু চার কথা বলে সিউডো ধমমো নিরপেক্ষ আলোচনার রসদ যুগিয়েছে, গেরুয়া ভেক ধরা মুখ্য পুরোহিতের রাজ্যের ভাগোয়া করন প্রচারে।
    কিন্তু জিন্না গান্ধী নেহেরু রা, দুটো পাকিস্তান কেনো বানাতে দিয়েছিলেন তো গুলিয়ে জল খাবার জন্য ই ভাইটু।
    আর বাপ মা মারা গেলে আপনারা যে মাথা কমিয়ে টিকিধারি ঘরে দেখে হিন্দু পণা করে নিজেদের ওই চাঁদ তারা আর সবুজ পতাকার পাশে দাঁড়ালেও মুসলিম রা আপনাদের তোয়াক্কা করে না, লেখাও পড়ে না।
    খিস্তি দিন নিজেদের এই মেকী ধম্মো খেলার, আর মিথ্যা শ্রী পূজারীদের।
  • aranya | 2601:84:4600:5410:7198:ba6d:3549:c0c4 | ২৭ আগস্ট ২০২৩ ২২:১৮523014
  • সিএস, গুজরাত আর উত্তরপ্রদেশের এই দুটো ঘটনার উল্লেখ করে আজই কলেজের গ্রুপে লিখলাম - মুসলিম ছাত্রছাত্রীদের চেষ্টা করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে ক্লাসের মাঝামাঝি থাকার। প্রথম হলে পুরস্কার থেকে বঞ্চিত হবে, লাস্ট বয় হলে শিক্ষক মার খাওয়াবেন অন্য বাচ্চাদের দিয়ে। মাঝামাঝি থাকাই ভাল, এবং লুকিয়ে থাকা 
  • aranya | 2601:84:4600:5410:7198:ba6d:3549:c0c4 | ২৭ আগস্ট ২০২৩ ২২:২৮523015
  • কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরি - এগুলো প্রোপাগান্ডা মুভি। মেইন স্ট্রীম বলিউড সিনেমা নয়। হিন্দী মূলধারার  সিনেমা, যেগুলোয় ভারত - পাকিস্তান অ্যাংগল আনা হয়, তাতে অনেক ক্ষেত্রেই পাকিস্তান আর্মি বা আইএসআই কে ভিলেন হিসাবে দেখান হলেও, সাধারণ পাকিস্তানী নাগরিকদের মানবিক মুখ ই দেখান হয় । 
    এ নিয়ে বিজেপি, আরএসএস-এর ক্ষোভও আছে, যে বলিউডকে পুরোপুরি কব্জা করা যাচ্ছে না, তিন খান-এর সিনেমা এখনও লোকে চুটিয়ে দেখে ইঃ প্রঃ 
  • দীপ | 2402:3a80:1cd6:a0e0:778:5634:1232:5476 | ২৭ আগস্ট ২০২৩ ২৩:২৬523021
  • যে শিক্ষক/ শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যে ধর্ম, ভাষা, জাতি, আর্থিক অবস্থানের ভিত্তিতে ভেদাভেদ করেন, ছাত্রছাত্রীদের উপর শারীরিক, মানসিক নির্যাতন করেন; তাঁকে অবিলম্বে বরখাস্ত করা দরকার। তিনি এ পদের যোগ্য নন। 
    তিনি শাস্তির যোগ্য।
  • দীপ | 2402:3a80:1cd6:a0e0:778:5634:1232:5476 | ২৭ আগস্ট ২০২৩ ২৩:৩৩523022
  • তবে আবার কিছু অপ্রিয় কথা মনে করিয়ে দিই। গতবছর বাংলাদেশের এক হিন্দু শিক্ষককে ধর্মীয় অবমাননার অভিযোগে গলায় জুতোর মালা পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তখন কিন্তু মহাবিপ্লবীদের গলায় একটা কথাও শুনিনি! উলটে এসব কথা আলোচনা করায় কুৎসিত গালাগালি শুনতে হয়েছে।
     
    আর মৌলানা আজাদ নিজেই সুরাওয়ার্দিকে কলকাতা দাঙ্গার জন্য দায়ী করেছিলেন। পরিষ্কার বলেছিলেন পুলিশ প্রশাসন কে নিষ্ক্রিয় করে দাঙ্গায় মদত দেওয়া হয়েছে।
     
    একথাগুলো অবশ্য কোনো মাতব্বর বলেনা!
     
  • দীপ | 2402:3a80:1cd6:a0e0:778:5634:1232:5476 | ২৭ আগস্ট ২০২৩ ২৩:৩৬523023
  • আর বঙ্গবন্ধুকে খুনের পিছনে কারা ছিল, সেটাও আমরা জানি! 
    এর আগেও বলেছি গোশাবক ও শূকরশাবক; দুয়ের উদ্দেশ্য আমাদের কাছে পরিষ্কার! 
    শূকরশাবক ভদ্রভাষা বোঝেনা! কামাল পাশাই তাদের একমাত্র দাওয়াই!
  • রেকারিং | 98.159.234.23 | ২৭ আগস্ট ২০২৩ ২৩:৫৭523025
  • দীপদীপদীপ
  • :-I | 2405:8100:8000:5ca1::206:a936 | ২৮ আগস্ট ২০২৩ ০০:২৯523029
  • শুয়োরপো আবার এখেনে এজেন্ডা গুজতে এসেছে। তাড়াতাড়ি বাংলাদেশ এনে ফেলেছে। ওরে তোর কাউন্টারপার্টরাই বাংলাদেশে ওইসব করে যেটা তোর বোনভাইরা এদেশে করছে।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৮ আগস্ট ২০২৩ ০১:২৬523030
  • হত দু বছরে মেনস্ট্রিম বলিউডি ব্লকবাস্টার কী এসেছে? ওই একশ কোটি-টোটি দিয়ে যেগুলো বানানো হয়, খবরের কাগজে হেবি হইহই হয়, আর "সাধারণ মানুষ" হইহই করে দেখতে যায়? অরণ্যদাকে জিগালাম।
     
    প্রসঙ্গত ১৯৫০ টঞ্চাশ থেকে বোম্বেকে সরকারি মদতে প্রোপাগান্ডার জন্যই ব্যবহার করা হয়েছে। একদম খোলাখুলি। হ্যাঁ তখন ছিল আধা সমাজতান্ত্রিক প্রোপাগান্ডা। এবং খুব সাফল্যমন্ডিত। পিপিপি মডেলের প্রথম সাফল্য, বলা যায়। এ সবাই জানেন। 
  • guru | 115.187.32.46 | ২৯ আগস্ট ২০২৩ ১৬:৩০523061
  • @অরণ্য বাবু 
     
                       আচ্ছা গদার (ভার্সন ১ আর ২ দুটোই ) আর সরফরস এই গুলো কি মেনস্ট্রিম বলিউডি ব্লকবাস্টার নয় ? এগুলো দিয়েই তো পাকিস্তানোফোবিয়া শুরু করেছিল বলিউড নব্বই এর দশকে | সরফরস এই তো আমির খান প্রথমে পাকিস্তানী গজল গায়কদের অপমান করে পরবর্তীকালে তাদের ভারত থেকে তাড়াবার শুরু করেন | তা আমির খান কি মেনস্ট্রিম বলিউডি নাকি প্রোপাগান্ডা ম্যান ? 
     
                     আজকে দেশে যে ইসলামোফোবিয়া দেখা যায় তার মুলে বলিউডের ওই পাকিস্তানের সাধারণ মানুষের বিরোধী নব্বই দশকের সরফরস আর গদার |  একথা যে অস্বীকার করলে বাস্তবকে অস্বীকার করা হয় মাত্র |
  • aranya | 2601:84:4600:5410:c814:dc6:e525:797e | ০২ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৪523152
  • দুঃখিত, দেরীতে উত্তর দেওয়ার জন্য। 
    সৈকত, গত দুবছরে আমি যেগুলো দেখেছি - আর আর আর, পাঠান, গদর টু . আরও হয়ত কিছু দেখেছি, মনে নেই। 
    '১৯৫০ টঞ্চাশ থেকে বোম্বেকে সরকারি মদতে প্রোপাগান্ডার জন্যই ব্যবহার করা হয়েছে' - একমত। তবে এখন তো ২০২৩ সাল। এখনকার কেন্দ্রীয় সরকার বিজেপি-র মদতে কিছু সিনেমা হয়ত তৈরী হয় যেমন উরি, কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরি তবে তার বাইরেও অনেক মুভি হয় তো। এই যে বিশাল বাজেটের ব্লক বাস্টার দক্ষিণী সিনেমা গুলো , যেমন বাহুবলী ১, ২ বা আর আর আর , যেগুলোর হিন্দী ভার্সন বার করতে হচ্ছে বাণিজ্যিক কারণে, এই সিনেমাগুলোতে পাকিস্তান বিরোধিতা বা মুসলিম বিরোধিতা নেই। 
    গদর টু-তে পাক আর্মির একজন জেনারেল মূল ভিলেন। কিছু সাধারণ পাক নাগরিক বাবা-ছেলে দুই ভারতীয় নায়ক কে সাহায্য করেছেন। 
  • aranya | 2601:84:4600:5410:c814:dc6:e525:797e | ০২ সেপ্টেম্বর ২০২৩ ০০:২৩523153
  • গুরু, আপনি শরীফ-কে ভাই ডাকেন, আমায় বাবু, এ দুঃখ যে কোথায় রাখি। আপনি, আমি দু ভাই ই কিন্তু আনন্দ মেলা পড়ে বড় হয়েচি, এটা মাথায় রাখবেন :-) 
     
    আমি শুধু ব্লক বাস্টার-এর কথা বলি নি কিন্তু। হিন্দী মূলধারার  সিনেমা-র কথা বলেছি। যেমন একটা সিনেমা দেখেছিলাম, নাম মনে পড়ছে না, যাতে একটা বাড়িকে পাকিস্তান থেকে ভারতে নিয়ে আসা হচ্ছে, নাতি নিয়ে আসছে তার ঠাকুমা-র (যিনি দেশভাগের আগে ঐ বাড়ীতে থাকতেন ) জন্য উপহার হিসাবে। সাধারণ পাক নাগরিকরা অনেক সাহায্য করেছে নাতিকে। 
    আর যদি ব্লক বাস্টারের কথা বলেন, গদর টু-র কথা ওপরে লিখলাম। বজরংগী ভাইজান-এও পাকিস্তানের সাধারণ মানুষ সালমান খান-কে সাহায্য করেছেন
    সরফরস আর গদর ১ আমি দেখি নি। তবে আমির খান কয়েক বছর আগে বলেছিলেন যে তার ছেলেমেয়ের নিরাপত্তার অভাব অনুভব করছেন, আজকের ভারতবর্ষে। লাল সিং চাড্ডা-তে, যদ্দুর মনে পড়ছে, বাবরি মসজিদ ভাঙার ফুটেজ ছিল । 
  • ইন্দ্রাণী | ০২ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৩৮523164
  • অরণ্য যে দিনেমার কথা বলছেন সেটি সম্ভবত সরদার কা গ্র্যান্ডসন
  • বিপ্লব রহমান | ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৫523833
  • মস্তিষ্ক প্রক্ষালন সহজ কথা নয় devil
  • aranya | 2601:84:4600:5410:b186:2860:b4c2:6580 | ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:০৫523862
  • জওয়ান দেখলাম গতকাল। পাকিস্তান বিরোধিতা, মুসলিম বিদ্বেষ এসব কিছু নেই। বরং কিছু ভাল মেসেজ আছে - কৃষক আত্মহত্যা, ​​​​​​​সরকারী ​​​​​​​হাসপাতালের দুরবস্থা, ​​​​​​​কারখানা ​​​​​​​র ​​​​​​​জন্য ​​​​​​​পরিবেশ ​​​​​​​দূষণ, ​​​​​​ব্যবসায়ীদের ঋণ ​​​​​​​মকুব ​​​​​​​করে ​​​​​​​দেওয়া ​​​​​​​ইঃ ​​​​​​​ব্যাপারে ​​​​​​​
     
  • র২হ | 2607:fb91:fe0:fb2e:81f5:820d:6113:ab9e | ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৬523863
  • আমিও, খুব অল্প একটু। 
    তবে আশায় বাঁচি - এখনো মোদের শরীরে রক্ত/ রয়েছে গরম মেটেনি শখ তো...
  • র২হ | 2607:fb91:fe0:fb2e:81f5:820d:6113:ab9e | ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৭523864
  • স্যরি স্যরি এটা আপালাচিয়ানে যেতো :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন