এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বার্বি 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২২ আগস্ট ২০২৩ | ১৫০৯ বার পঠিত
  • সময়টাই খারাপ যাচ্ছে। পরশু একটা হাল্কা করে অ্যাক্সিডেন্ট হল, আর কাল দেখলাম বার্বি। দেখে যা বোঝা গেল, ম্যাটেল, সেই একচেটিয়া বহুজাতিক কর্পোরেশন যারা বার্বিডল বানায়, নিজেদের একটা ঘন্টাদেড়েকের অতি অখাদ্য বিজ্ঞাপন বানিয়েছে। নিজেরা বানায়নি, অন্য আর এক কর্পোরেশনকে বানাতে দিয়েছে। তারা বিপননের আদর্শ কৌশল হিসেবে ভাড়া করেছে কয়েকজন মহিলাকে। গপ্পো লিখতে আর নির্দেশনা করতে। তারপর "নারীবাদী" ট্যাগ লাগিয়ে বেচে দিয়েছে। এবার দুনিয়া-জুড়ে যা হয়, ট্যাগ লাগতেই মিডিয়া- সোশাল-মিডিয়া উত্তাল। একদিকে রক্ষণশীলরা বার্বি পোড়াচ্ছে, তাদের মাথায় গোবর এই নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে "সহজে নারীবাদ শিখুন" বলে লেফট এবং লিবারালরা হইচই লাগিয়ে দিয়েছে। হট্টগোলে পাড়া মাথায়, কিন্তু বস্তু যা নেমেছে, ভালো-মন্দ পরের কথা, তাকে সিনেমা বলাই মুশকিল। পাড়ার মাসীমাদের দশমীর দিনের তাৎক্ষণিক নৃত্যও এর চেয়ে ভালো হয়, রিহার্সাল দিয়ে নামানো "অমল ও দইওয়ালা" তো বটেই। আর নারীবাদ? মার্লবোরো কিংবা বেনসন-হেজেস যদি "জনস্বাস্থ্য এবং সিগারেট" নিয়ে সিনেমা নামায়, তাহলে এইরকম মাল নামবে। "আপনারা আমাদের মুনাফা দিন, আমরা আপনাদের স্বাস্থ্যকর সিগারেট দিচ্ছি"। ফলে, "আপনি আমাদের পুতুল কিনুন, আমরা আপনাকে নারীবাদ দেব", এই হল বার্তা। কিন্তু সে আর মুখ ফুটে বলবে কে। কার ধড়ে অত মাথা। রাবণের ছিল, কিন্তু রামরাজ্য এসে যাওয়ায়, সব কাটা গেছে।

    আইডিয়াটা অবশ্যই ব্যবসা হিসেবে অতি চমৎকার। যা খুশি একটা বানালাম, লাউড-স্পিকার দিয়ে কটা টার্মিনোলজি ফুঁকে দিলাম, বিষয়বস্তুর বাপ-মা থাক না থাক, জিনিস হিট। তাতে এমনি আমার কোনো সমস্যা নেই, ব্যবসায়ীরা তো ব্যবসা করবেই। আর বিজ্ঞাপন দেখলে চোখ ক্ষয়ে যায়না, আয়ুও কমেনা। রোজই তো দেখি। টিভিতে বিজ্ঞাপন, সিনেমার আগে বিজ্ঞাপন, লিরিলের সুন্দরীরা নাচছে, ভোদাফোনের কুকুর লাফাচ্ছে, ক্রিকেটাররা গুটকা খাচ্ছে, দাবাড়ুরা বুদ্ধি-বাড়ানোর-অ্যাপ বেচছে, দারুণ-দারুণ সব ব্যাপার। সমস্যা হল পয়সা দিতে হওয়ায়। বিজ্ঞাপন আমরা এতদিন মাগনায় দেখে এসেছি।  কিন্তু যা দিনকাল, এবার সেসবও মনে হয় পয়সা দিয়ে দেখতে হবে। হাজার স্বাধীনতার পরেও, আমরা হলাম, লাথখোর খদ্দের। মাল কিনে কোম্পানিকে  মুনাফা দিচ্ছি বলে তো আর মাথা কিনে নিইনি। নিউ-ওয়ার্ল্ড-অর্ডার এসে গেছে, এবার বিজ্ঞাপনেও কোম্পানিকে লাভ দিতে হবে। সেটাও খদ্দেরের দায়িত্ব। রাষ্ট্রপুঞ্জে এই নিয়ে নতুন সনদ-টনদ এসে যাবে মনে হয়। 

    অবশ্য, কেউ বলতেই পারেন, দেখতে কে মাথার দিব্যি দিয়েছে। ঠিক কথা। কেউ ঘাড়ে ধরে দেখায়নি। কিন্তু সেইটাই হল পরের সমস্যা, যে, রিভিউয়ে ভরসা করেছিলাম। সেটা এই অতি-সচেতন জমানার আগের যুগের কু-অভ্যাস। সে ছিল এক যুগ, যখন রবিশঙ্করের মতো মায়েস্ত্রোও সমালোচকের অতিরিক্ত খুঁত ধরার প্রবণতা নিয়ে অনুযোগ করতেন। সুমন চট্টোপাধ্যায় (তখনও মনে হয় কবীর হননি) আনন্দবাজারের সাংবাদিককে তো তেড়ে গালই দিয়েছিলেন সামনে পেয়ে। এখন এইটা মাথায় রাখতে হবে, যে, দিনকাল বদলে গেছে। এইসব বড়-বড় জিনিসের রিভিউ করার জন্য আর দক্ষতা-টক্ষতা লাগেনা। হয় বুদ্ধিবৃত্তি ব্যাপারটাই মায়ের ভোগে, কিংবা সততা ব্যাপারটা পুরোনো হয়ে গেছে, স্রেফ স্রোতের দিকে কথা বলতে হয়, তাকেই আমরা সমালোচনা বলি। তাতে পাড়াপড়শি, বন্ধুবান্ধব, প্রযোজক, বড় কর্পোরেশন, মালিকপক্ষ সব্বাই খুশি থাকে। ভাব-ভাব ডাব-ডাব। সেই কারণেই পাঠান বা ওপেনহাইমার বা বার্বি এদের একটাও নেতিবাচক সমালোচনা চোখে পড়েনা। একটা বড়ো জায়গায় একটাও খারাপ রিভিউ বেরোয়না, সব্বার ভালো লেগেছে, মানুষ কি রোবোট হয়ে গেল? বাংলায়ও অসহ্য বাজে সিরিয়াল নিয়ে কোনো কথা হয়না, বড় ওটিটির চরম অখাদ্য সিরিজ প্রবল প্রশংসা পেয়ে চলে। এবার, এইটা হয়ে চললে কারো কথায় বিশ্বাস না করে সবই চেখে দেখতে হয়। তাহলেই গাঁটগচ্চা। না দিয়ে যাবেন কোথায়। তাই আমিও হুপে পড়ে বার্বি দেখতে যাই। সপরিবারে ও সবান্ধবে। পপকর্নের খরচ আলাদা।

    তা, বাংলা কথাটা হল, সব মিলিয়ে এই বিপুল মস্তিষ্কপ্রক্ষালনযন্ত্রের অংশ না হতে চাইলে হেবি ঝামেলা। মনসেন্টো যখন জেনেটিক্স-গবেষণাকে পয়সা দেয়, বিল গেটস যখন তৃতীয় বিশ্বের দারিদ্যমোচনের মসীহা হন, তখন খুবই সম্ভব কোক-ব্রাদার্স পরিবেশপাঠকে ফান্ড করছে, কিংবা, হতেই পারে ম্যাটেল জেন্ডার-স্টাডিজকে। তৃতীয় বিশ্ব অবধি তার ছিটেফোঁটা এসে পৌঁছয়না, হতেও পারে, কিন্তু আমরা তো এমনিই পশ্চিমকে টোকার জন্য জিভ বার করে থাকি। মিলুক না মিলুক, টুকেও আনন্দ। প্রসঙ্গত, গত মোটামুটি এক বছরে, আমি হলে তিনখানা সিনেমা দেখলাম। ওপেনহাইমার, বার্বি এবং মায়ার জঞ্জাল। সত্যি কথা বলতে কি, এই তিনটের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে মায়ার জঞ্জাল। বিশ্বশ্রেষ্ঠ সিনেমা এমন নয়, এদের খুব তুলনা হয় এমনও না, কিন্তু র‌্যাংক করতে দিলে ওইরকমই হবে। অথচ যাবতীয় হইচই প্রথম দুটোকে নিয়ে। তারকা-মার্কেটিং-পুঁজি-মিডিয়া-বৌদ্ধিক প্রচার  - পুরোটার একটা বিরাট দৈত্যকার সম্মিলিত আয়োজন ছাড়া এটা তো হয়না। তাতে আর কোনো সমস্যা নেই, মতাদর্শগত বৈধতার উৎপাদন, কনসেন্ট-ম্যানুফ্যাকচারিং-মেশিন, এসব নতুন কিছু না, এই সহস্রাব্দীতে এসে জিনিসটা দৈত্যাকার হতে চলেছে মাত্র। কিন্তু ব্যক্তিমানুষ হিসেবে দয়ে-পড়া আরশোলার মতো লাগে আর কী।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:6b8e | ২৬ আগস্ট ২০২৩ ০১:১১522951
  • টেবিল ঠিক বড় হাতের আইডিয়া নয়, টেবিলের টেবিলত্বটা বড় হাতের আইডিয়া। সেটা সব টেবিলের এসেন্স। সেই Idea আছে বলে এবং সব টেবিলের সম্বন্ধে খাটে বলে টেবিল বানানো যায়। সেই সব বানানো টেবিলগুলো ঐ টেবিলত্বকে mimic করে, represent করে।
  • lcm | ২৬ আগস্ট ২০২৩ ০১:১৯522952
  • ওহ, আচ্ছা, টেবিলত্ব, জ্যামিতিক বললাম কারণ অনেক কিছুই জ্যামিতিক আকৃতি দিয়ে ব্যক্ত হত কি .  

    যেমন, ওই ডিভাইডেড লাইন নিয়ে প্লেটোর বক্তব্য কি সব ছিল - ভাবনা বা চিন্তার পরিসরকে একটা লাইন দিয়ে ভাগ করা, একদিকে কিছু জিনিস যা দেখা যায় কিন্তু ভাবা যায় না, আর অন্য দিকে কিছু জিনিস যা ভাবা যায় কিন্তু দেখা যায় না ... visible but no intelligible, and intelligible but not visible... এরকম কিছু... লাইনের আবার নানারকম টুকরো এই সব... 
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:6b8e | ২৬ আগস্ট ২০২৩ ০১:৩০522953
  • হ্যাঁ, লাইন টেনে তকে ভাগ করে দেখান হয়, বস্তু কোনটা, তার শ্যাডো কোনটা, mathematical object কোনটা , আর কী যেন একটা। কোনটা দৈনন্দিনের বস্তু, কোনটা ইলিউশন, কোনটা জানা যায়, কোনটা জানা যায় না, মহাজটিল, মেটাফিজিক্যাল ব্যাপার !
  • &/ | 151.141.85.8 | ২৬ আগস্ট ২০২৩ ০২:৩৯522954
  • ডিসিকে একটা ধন্যবাদ দেবার আছে। এই তালে লুথিয়েন আর বেরেনের কাহিনির খোঁজ পেয়ে গেলাম। তবে এ তো বিরাট মহাকাহিনি। ঃ-)
  • ইন্দ্রাণী | ২৬ আগস্ট ২০২৩ ০৮:০৯522955
  • আসলে এক এক জন এক এক রকম ভাবে দেখেন পড়েন লেখেন। তো একটা দুটো তিনটে রিভিউ পড়ে সিনেমা / বই দেখতে পড়তে গিয়ে কখনও হতাশ হই, কখনও এমন কিছু খুঁজে পাই যা রিভিউতে বলা হয় নি। এরকম ঘটে থাকে।
    সৈকতের দেখা s এর দেখার সঙ্গে মেলে নি, উনি লিখলেন। এল সি এম লিখলেন। আমিও লিখলাম আমার কথা- একটি ছোটো গল্প আবিষ্কারের কথা, কোনো সংলাপ পরবর্তী বহমান আবেগতরঙ্গের ছিটে নিজের গায়ে এসে লাগা এই সব। আরো কিছু বলা হয় নি- বারবির 'ম্যালফাংশনিং' এর কারণ, উইআর্ড বার্বি- এই সব কথা। সে থাক। রিভিউ লিখতে তো বসি নি।
  • ইন্দ্রাণী | ২৬ আগস্ট ২০২৩ ০৮:২০522956
  • আসলে এক এক জন এক এক রকম ভাবে দেখেন পড়েন লেখেন। তো একটা দুটো তিনটে রিভিউ পড়ে সিনেমা / বই দেখতে পড়তে গিয়ে কখনও হতাশ হই, কখনও এমন কিছু খুঁজে পাই যা রিভিউতে বলা হয় নি। এরকম ঘটে থাকে।
    সৈকতের দেখা s এর দেখার সঙ্গে মেলে নি, উনি লিখলেন। এল সি এম লিখলেন। আমিও লিখলাম আমার কথা- একটি ছোটো গল্প আবিষ্কারের কথা, কোনো সংলাপ পরবর্তী বহমান আবেগতরঙ্গের ছিটে নিজের গায়ে এসে লাগা এই সব। আরো কিছু বলা হয় নি- বারবির 'ম্যালফাংশনিং' এর কারণ, উইআর্ড বার্বি- এই সব কথা। সে থাক। রিভিউ লিখতে তো বসি নি।

    রিভিউও কতরকম। পুঁজিবাদ, নারীবাদ, পক্ষে বিপক্ষে -
    এমনকি একটি কাগজে পুতুলটির বার্বিল্যাণ্ড ছেড়ে নিজের মৃত্যুচিন্তার উৎস সন্ধানে যাওয়াকে সিদ্ধার্থর গৃহত্যাগের সঙ্গেও তুলনা করা হয়েছে।

    আমার দেখাই ঠিক, অতএব দলে দলে এই সিনেমা দেখুন - এই রকম কোনো চিন্তা থেকে লিখিনি। এইটা বলার ছিল।

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    আগের পোস্ট করে দেখি, শেষের লাইনগুলি বেমালুম উড়ে গিয়েছে। তাই আবার লিখলাম।
  • | ০২ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৭523183
  • এহেহে হ্যাঁ ডকু। আসলে আননোন সিরিজ বলতে চেয়েছিলাম। জেমস ওএব আর কেভ অব বোনস দেখেছি। আরো দুটো আছে।   সরি সরি।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন