এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বার্বি 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২২ আগস্ট ২০২৩ | ১৫১১ বার পঠিত
  • সময়টাই খারাপ যাচ্ছে। পরশু একটা হাল্কা করে অ্যাক্সিডেন্ট হল, আর কাল দেখলাম বার্বি। দেখে যা বোঝা গেল, ম্যাটেল, সেই একচেটিয়া বহুজাতিক কর্পোরেশন যারা বার্বিডল বানায়, নিজেদের একটা ঘন্টাদেড়েকের অতি অখাদ্য বিজ্ঞাপন বানিয়েছে। নিজেরা বানায়নি, অন্য আর এক কর্পোরেশনকে বানাতে দিয়েছে। তারা বিপননের আদর্শ কৌশল হিসেবে ভাড়া করেছে কয়েকজন মহিলাকে। গপ্পো লিখতে আর নির্দেশনা করতে। তারপর "নারীবাদী" ট্যাগ লাগিয়ে বেচে দিয়েছে। এবার দুনিয়া-জুড়ে যা হয়, ট্যাগ লাগতেই মিডিয়া- সোশাল-মিডিয়া উত্তাল। একদিকে রক্ষণশীলরা বার্বি পোড়াচ্ছে, তাদের মাথায় গোবর এই নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে "সহজে নারীবাদ শিখুন" বলে লেফট এবং লিবারালরা হইচই লাগিয়ে দিয়েছে। হট্টগোলে পাড়া মাথায়, কিন্তু বস্তু যা নেমেছে, ভালো-মন্দ পরের কথা, তাকে সিনেমা বলাই মুশকিল। পাড়ার মাসীমাদের দশমীর দিনের তাৎক্ষণিক নৃত্যও এর চেয়ে ভালো হয়, রিহার্সাল দিয়ে নামানো "অমল ও দইওয়ালা" তো বটেই। আর নারীবাদ? মার্লবোরো কিংবা বেনসন-হেজেস যদি "জনস্বাস্থ্য এবং সিগারেট" নিয়ে সিনেমা নামায়, তাহলে এইরকম মাল নামবে। "আপনারা আমাদের মুনাফা দিন, আমরা আপনাদের স্বাস্থ্যকর সিগারেট দিচ্ছি"। ফলে, "আপনি আমাদের পুতুল কিনুন, আমরা আপনাকে নারীবাদ দেব", এই হল বার্তা। কিন্তু সে আর মুখ ফুটে বলবে কে। কার ধড়ে অত মাথা। রাবণের ছিল, কিন্তু রামরাজ্য এসে যাওয়ায়, সব কাটা গেছে।

    আইডিয়াটা অবশ্যই ব্যবসা হিসেবে অতি চমৎকার। যা খুশি একটা বানালাম, লাউড-স্পিকার দিয়ে কটা টার্মিনোলজি ফুঁকে দিলাম, বিষয়বস্তুর বাপ-মা থাক না থাক, জিনিস হিট। তাতে এমনি আমার কোনো সমস্যা নেই, ব্যবসায়ীরা তো ব্যবসা করবেই। আর বিজ্ঞাপন দেখলে চোখ ক্ষয়ে যায়না, আয়ুও কমেনা। রোজই তো দেখি। টিভিতে বিজ্ঞাপন, সিনেমার আগে বিজ্ঞাপন, লিরিলের সুন্দরীরা নাচছে, ভোদাফোনের কুকুর লাফাচ্ছে, ক্রিকেটাররা গুটকা খাচ্ছে, দাবাড়ুরা বুদ্ধি-বাড়ানোর-অ্যাপ বেচছে, দারুণ-দারুণ সব ব্যাপার। সমস্যা হল পয়সা দিতে হওয়ায়। বিজ্ঞাপন আমরা এতদিন মাগনায় দেখে এসেছি।  কিন্তু যা দিনকাল, এবার সেসবও মনে হয় পয়সা দিয়ে দেখতে হবে। হাজার স্বাধীনতার পরেও, আমরা হলাম, লাথখোর খদ্দের। মাল কিনে কোম্পানিকে  মুনাফা দিচ্ছি বলে তো আর মাথা কিনে নিইনি। নিউ-ওয়ার্ল্ড-অর্ডার এসে গেছে, এবার বিজ্ঞাপনেও কোম্পানিকে লাভ দিতে হবে। সেটাও খদ্দেরের দায়িত্ব। রাষ্ট্রপুঞ্জে এই নিয়ে নতুন সনদ-টনদ এসে যাবে মনে হয়। 

    অবশ্য, কেউ বলতেই পারেন, দেখতে কে মাথার দিব্যি দিয়েছে। ঠিক কথা। কেউ ঘাড়ে ধরে দেখায়নি। কিন্তু সেইটাই হল পরের সমস্যা, যে, রিভিউয়ে ভরসা করেছিলাম। সেটা এই অতি-সচেতন জমানার আগের যুগের কু-অভ্যাস। সে ছিল এক যুগ, যখন রবিশঙ্করের মতো মায়েস্ত্রোও সমালোচকের অতিরিক্ত খুঁত ধরার প্রবণতা নিয়ে অনুযোগ করতেন। সুমন চট্টোপাধ্যায় (তখনও মনে হয় কবীর হননি) আনন্দবাজারের সাংবাদিককে তো তেড়ে গালই দিয়েছিলেন সামনে পেয়ে। এখন এইটা মাথায় রাখতে হবে, যে, দিনকাল বদলে গেছে। এইসব বড়-বড় জিনিসের রিভিউ করার জন্য আর দক্ষতা-টক্ষতা লাগেনা। হয় বুদ্ধিবৃত্তি ব্যাপারটাই মায়ের ভোগে, কিংবা সততা ব্যাপারটা পুরোনো হয়ে গেছে, স্রেফ স্রোতের দিকে কথা বলতে হয়, তাকেই আমরা সমালোচনা বলি। তাতে পাড়াপড়শি, বন্ধুবান্ধব, প্রযোজক, বড় কর্পোরেশন, মালিকপক্ষ সব্বাই খুশি থাকে। ভাব-ভাব ডাব-ডাব। সেই কারণেই পাঠান বা ওপেনহাইমার বা বার্বি এদের একটাও নেতিবাচক সমালোচনা চোখে পড়েনা। একটা বড়ো জায়গায় একটাও খারাপ রিভিউ বেরোয়না, সব্বার ভালো লেগেছে, মানুষ কি রোবোট হয়ে গেল? বাংলায়ও অসহ্য বাজে সিরিয়াল নিয়ে কোনো কথা হয়না, বড় ওটিটির চরম অখাদ্য সিরিজ প্রবল প্রশংসা পেয়ে চলে। এবার, এইটা হয়ে চললে কারো কথায় বিশ্বাস না করে সবই চেখে দেখতে হয়। তাহলেই গাঁটগচ্চা। না দিয়ে যাবেন কোথায়। তাই আমিও হুপে পড়ে বার্বি দেখতে যাই। সপরিবারে ও সবান্ধবে। পপকর্নের খরচ আলাদা।

    তা, বাংলা কথাটা হল, সব মিলিয়ে এই বিপুল মস্তিষ্কপ্রক্ষালনযন্ত্রের অংশ না হতে চাইলে হেবি ঝামেলা। মনসেন্টো যখন জেনেটিক্স-গবেষণাকে পয়সা দেয়, বিল গেটস যখন তৃতীয় বিশ্বের দারিদ্যমোচনের মসীহা হন, তখন খুবই সম্ভব কোক-ব্রাদার্স পরিবেশপাঠকে ফান্ড করছে, কিংবা, হতেই পারে ম্যাটেল জেন্ডার-স্টাডিজকে। তৃতীয় বিশ্ব অবধি তার ছিটেফোঁটা এসে পৌঁছয়না, হতেও পারে, কিন্তু আমরা তো এমনিই পশ্চিমকে টোকার জন্য জিভ বার করে থাকি। মিলুক না মিলুক, টুকেও আনন্দ। প্রসঙ্গত, গত মোটামুটি এক বছরে, আমি হলে তিনখানা সিনেমা দেখলাম। ওপেনহাইমার, বার্বি এবং মায়ার জঞ্জাল। সত্যি কথা বলতে কি, এই তিনটের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে মায়ার জঞ্জাল। বিশ্বশ্রেষ্ঠ সিনেমা এমন নয়, এদের খুব তুলনা হয় এমনও না, কিন্তু র‌্যাংক করতে দিলে ওইরকমই হবে। অথচ যাবতীয় হইচই প্রথম দুটোকে নিয়ে। তারকা-মার্কেটিং-পুঁজি-মিডিয়া-বৌদ্ধিক প্রচার  - পুরোটার একটা বিরাট দৈত্যকার সম্মিলিত আয়োজন ছাড়া এটা তো হয়না। তাতে আর কোনো সমস্যা নেই, মতাদর্শগত বৈধতার উৎপাদন, কনসেন্ট-ম্যানুফ্যাকচারিং-মেশিন, এসব নতুন কিছু না, এই সহস্রাব্দীতে এসে জিনিসটা দৈত্যাকার হতে চলেছে মাত্র। কিন্তু ব্যক্তিমানুষ হিসেবে দয়ে-পড়া আরশোলার মতো লাগে আর কী।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | 2401:4900:1f2b:71a6:c855:d269:b55:9ce | ২২ আগস্ট ২০২৩ ০৭:৪৭522830
  • আমি তো সিনেমাটার নাম দেখেই ঠিক করে নিয়েছিলাম দেখবনা। বার্বি ডলকে নিয়ে সিনেমা, স্বয়ং আইজেনস্টাইন এসে রিভিউ লিখলেও দেখতাম না laugh
     
    আর তার ওপর যেখানে হাজারটা মুভি আর টিভি সিরিয়াল পড়ে আছে দেখার জন্য, সেখানে বার্বি? তার চাইতে দেখুন এইচবিওর মিনি সিরিজ ভিপ,  হোয়াইট লোটাস বা ওয়াচমেন, বা আপেলে টিভিতে দেখুন টেড ল্যাসো। ইনভেশান এর সিজন ২ আসছে, তাছাড়া আছে আফটার পার্টি। এতোসব ছেড়ে বার্বি দেখে কেউ সময় নষ্ট করে? 
  • dc | 2401:4900:1f2b:71a6:c855:d269:b55:9ce | ২২ আগস্ট ২০২৩ ০৭:৫৫522831
  • অ্যাকচুয়ালি ওপেনহাইমারও দেখিনি, গীতা টিতা নিয়ে কিসব হ্যাজ আছে বলে ভেবে রেখেছি কদিন পরে দেখবো। নোলানবাবুর সিনেমা তো আর না দেখে ফেলে রাখা যায়না। তবে চতুর্দিকে এতো এতো ভালো কন্টেন্ট যে সামান্য ডাউট থাকলেও সে সিনেমা আর দেখা মুশকিল হয়ে পড়ে। এইচবিও, লায়ন্সগেট, আপেন টিভি, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্সে ভালো ভালো সিনেমা আর সিরিয়ালে গিজগিজ করছে। নেটফ্লিক্সে ট্রু স্পিরিট দেখবো বলে কতোদিন ধরে সময় বার করতে পারছিনা, ওদিকে আবার মিশেল ইও আর টিনা ফের হন্টিং ইন ভেনিস রিলিজ হতে চলেছে। চয়েসের কি কোন অভাব আছে? 
  • | ২২ আগস্ট ২০২৩ ০৮:১৬522832
  • হা হা হা হা । আরে কর্পোরেট ফেমিনিজম বলে একটা বিচিত্র বস্তু আছে। যেমন রাইট উইং ফেমিনিজম (কঙ্গনা রান আউট যার মুখ) নামেও আর একটা আরো বিচিত্র বস্তু আছে। তো এই কর্পোরেট ফেমিনিজমের উৎস সম্ভবত শেরিল স্যান্ডবার্গের 'লিন ইন'। আমি একবার গুরুতেই লিখেছিলাম এই নিয়ে।  বিশেষ কেউ পড়ে টরে নি। যাই হোক বার্বি মুভি লোকের রিভিউ পড়ে টরে যা মনে হল এই কর্পোরেট ফেমিনিজমের প্রবক্তা। 

    তো ভারতের কর্পোরেট লেভেলে বিশেষত আইটি কোম্পানিগুলোতে এই হাঁসজারু ফেমিনিজমের বাড় বাড়ন্তের একটা কারণ আছে। আজকাল ইউরোপ আমেরিকার অধিকাংশ কোম্পানিতে আরএফপি জমা দিতে গেলে কতগুলো জিনিষের সাপোর্টেড ডক দিতে হয়। যেমন সাসটেইনেবলিটি নিয়ে তোমার কোম্পানি কী কী কাজ করছে, উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে তোমার কোম্পানি কী কী করছে ইত্যাদি। সেইখানেই এই কর্পোরেট ফেমিনিজম একটি চমৎকার রেড হেরিং। এইটি দেখিয়ে দেওয়া হয় তা সে কোম্পানির লিডারশিপে জেন্ডার রেসিও যতই স্ক্যিউড হোক না কেন। 
    (এখানেও দিয়ে রাখলাম। ) 
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ আগস্ট ২০২৩ ১০:৫৪522834
  • The Bear কেউ দেখেছেন ? দারুণ সিরিজ, চট করে দেখে ফেলুন। রেস্টুরেন্ট বিজনেস নিয়ে। আমার তো খুব ভালো লাগল। 
     
    মায়ার জঞ্জাল দেখবো বলে ভেবেছিলাম, এখন কোথায় দেখা যাচ্ছে সেটা ?
  • dc | 2401:4900:232f:10e:4cf2:4af0:4be3:2d03 | ২২ আগস্ট ২০২৩ ১৩:০০522837
  • এটা দেখিনি, কিন্তু ট্রেলার দেখে ভাল্লাগলো। আর রান্নার সিনেমা বা সিরিয়াল তো আমার এমনিতেই ভাল্লাগে। এটাকেও দেখার লিস্টে অ্যাড করে নিলাম। 
     
    এতো এতো ভালো কন্টেন্ট থাকতে ঈশানবাবু বার্বি দেখে সময় নষ্ট করলেন, ভেবেই একটু হেসে নিলাম cheeky
  • সিএস  | 103.99.156.98 | ২২ আগস্ট ২০২৩ ১৩:২২522838
  • আমি তো কোনটাই দেখিনি, মায়ার জঞ্জালও নয়। দেখব ভেবেছিলাম যদিও। কই, কোন অসুবিধে হচ্ছে না তো।
  • &/ | 107.77.237.38 | ২৩ আগস্ট ২০২৩ ০১:৫৫522854
  • মায়ার জঞ্জাল কী ? নতুন সিনেমা ? কোথায় দেখা যাবে ? ইউটিউবে ট্রেলার পাওয়া যায় ?
  • s | 100.36.114.105 | ২৫ আগস্ট ২০২৩ ০০:৫৫522906
  • আমার তো বার্বি মুভি খুব ভাল লেগেছে। সৈকতের রিভিউর সাথে একেবারেই একমত নই। রিভিউএর টোনটা বেশ কন্ডিসেন্ডিং মনে হয়েছে। অবশ্য এরকম কন্ডিসেন্ডিং লেখা এই সাইটে অনেক দেখি।
    এবার মুভিটা নিয়ে দু একটা কথা। যারা এখনো দেখেননি, তাদের জন্যে স্পয়লার হয়ে যাবে যদিও। প্রথম কথা, মুভিটা বার্বি ডল নিয়ে নয়, বার্বি আর কেন এখানে একটা ভেহিকল। বার্বির বদলে অন্য কিছু ব্যবহার করা যেত, মেসেজের জন্যে। মুভিটা শুরু হচ্ছে বার্বিল্যান্ড থেকে, যেখানে সব কিছু কন্ট্রোল করে বার্বিরা, আর কেন হল গিয়ে অপ্রেসিভের দলে। প্রথম থেকে শেষ পার্যন্ত এই টুইস্টেড লজিক দারুন ভাবে ব্যাবহার করা হয়েছে। এরপর বার্বি আসে রিয়েল ওয়ার্ল্ডে। কেন ও আসে সাথে। এখানে এসে বার্বি আর কেন, দুজনেই প্যাট্রিয়ার্কির সাথে পরিচিত হয়। তারপর ফিরে গিয়ে কেন বার্বিল্যান্ডে প্যাট্রিয়ার্কি অ্যাপ্লাই করে। শেষে কিছু বার্বি মিলে আবার ক্ষমতা দখল করে এবং কেনরা আবার সেই অপ্রেসিভ। সত্যি বলতে কি মুভির শেষে আই ওয়াজ রুটিং ফর কেন। এদিকে বার্বি আর পারফেক্ট ওয়ার্ল্ডে থাকতে পারে না, শেষ পর্জন্ত ভালমন্দ মেশানো এই রিয়েল ওয়ার্ল্ডেই ফিরে আসে।
    সব মিলিয়ে আমার কাছে এটা একটা রোজকার বাঁচা মরার গল্প, আমদের জীবনের গল্প। ম্যাটিয়ার্কি আর প্যাট্রিয়ার্কি, একই কয়েনের দুইদিক। কে যে কখন অপ্রেসর থেকে অপ্রেসিভ হয়ে যাবে, বলা মুশকিল।

    আর একটা অবজারভেশান - যারা জেন জি, মানে যাদের জুমার বলা হয়, তাদের মধ্যে মুভিটা খুব পপুলার হয়েছে। অবশ্য আমার স্যাম্পল হল কিছু হাইস্কুলে পড়া মেয়ে আর তাদের বন্ধুরা। অন্যদিকে যারা মনেপ্রাণে যত বেশি বুমার, তাদের মুভিটা একেবারেই ভাল লাগে নি। সেই আদি অকৃত্রিম জেনেরেশন গ্যাপ।
  • মায়ার জঞ্জাল | 173.49.254.96 | ২৫ আগস্ট ২০২৩ ০১:৫৫522908
  • Mayar Jonjal
  • মায়ার জঞ্জাল | 173.49.254.96 | ২৫ আগস্ট ২০২৩ ০১:৫৭522909
  • মায়ার জঞ্জাল | 173.49.254.96 | ২৫ আগস্ট ২০২৩ ০১:৫৮522910
  • ইন্দ্রাণী | ২৫ আগস্ট ২০২৩ ০৯:০৯522914
  • আজকের দিনে ট্যাগ এড়ানো মুশকিল। সিনেমা, লেখাপত্তর। তো বার্বি সিনেমার (মূলত কমেডি ফ্যান্টাসি জনরা) গায়েও লেগেছে। নারীবাদ তো আছেই, এ ছাড়া কেউ বলছেন ক্যাপিটালিজমকে খোঁচা দেওয়ার কথা, কেউ বিপরীত কথা বলেছেন। আরো অনেক তত্ত্ব।

    একটা চির ঝাঁ চকচকে জনপ্রিয় পুতুলের মৃত্যুচিন্তা আসছে, মুখ ফসকে সে কথা বেরিয়েও এলো, সে চিন্তায় নিজেই অবাক হচ্ছে, তারপর পা ঠুকে পাদপূরণ করছে- "আসলে নাচবার জন্য"- তারপর দলবদ্ধ নাচে/ ঝাঁকে মিশে যাচ্ছে। নানা ঘটনার ঘনঘটার পরে, সমাপ্তিতে পুতুলটি নশ্বরতাকে বেছে নিল।
    এরকম একটা ছোটো গল্প যদি লিখতে পারতাম-
  • dc | 2401:4900:1f2b:bd36:f46a:f9dc:a5a6:4394 | ২৫ আগস্ট ২০২৩ ১০:২১522916
  • "নানা ঘটনার ঘনঘটার পরে, সমাপ্তিতে পুতুলটি নশ্বরতাকে বেছে নিল"
     
    এটা তো লুথিয়েন টিনুভিএলএর গল্প! 
  • ইন্দ্রাণী | ২৫ আগস্ট ২০২৩ ১১:২৪522918
  • সম্ভবত নয়। আপনি যে আখ্যানের কথা বললেন, সে রকম, সেই দর্শনের আখ্যান যেখানে প্রেমের জন্য অমরত্ব তুচ্ছ করছে রাজকন্যা- বার্বির ব্যাপারটা তা নয়। বার্বি নিছক আইডিয়া হয়ে অবিনশ্বর হয়ে থাকতে চাইল না। সে স্রেফ বেঁচে থাকতে চায়- বেঁচে থাকার আনন্দ সে বুঝেছে ততদিনে। যে বার্বি সেলুলাইটের আশংকায় বিহ্বল ছিল, সেই বাসস্টপে এক বৃদ্ধার সৌন্দর্যর প্রশংসা করে।
    বস্তুত, ঘটনার ঘনঘটার মধ্যে বার্বির সঙ্গে তার স্রষ্টার দেখা হয় - বার্বি বলে, আই ডোন্ট থিন্ক আই হ্যাভ অ্যান এন্ডিং, স্রষ্টা বলেন- দ্যাট ওয়াজ অলওয়েজ দ্য পয়েন্ট। আইডিয়াস লিভ ফর এভার , হিউম্যানস নট সো মাচ।
    বার্বি বুড়ো হবে, আল্টিমেটলি মারা যাবে জেনেও আইডিয়া থেকে মানুষ হয়ে গেল।
  • dc | 2401:4900:1f2b:bd36:f46a:f9dc:a5a6:4394 | ২৫ আগস্ট ২০২৩ ১১:৩৯522919
  • বুঝতে পেরেছি :-)
     
    হিউম্যানস ডাই বাট আইডিয়াজ লিভ ফর এভার, এটা সত্যিই বেশ ভালো একটা কনসেপ্ট। অ্যারিস্টোটল কবে মরে ভুত হয়ে গেছে, কিন্তু ওনার আইডিয়াগুলো এখনও বেঁচে আছে। আমি দুয়েক সময়ে ভাবি, আমার বাবা কবে মরে গেছে, কিন্তু আমার স্মৃতিতে থেকে গেছে। আমি যতদিন বাঁচবো ততোদিন আমার বাবাও আমার ম্ধ্যে দিয়ে বেঁচে থাকবে। এই স্মৃতিরই পরের ধাপ বোধায় আইডিয়া। 
  • lcm | ২৫ আগস্ট ২০২৩ ১১:৪২522920
  • বার্বি সিনেমা তো প্রাইমারিলি একটা মেটাফর, ফ্যান্টাসি কমেডির আড়ালে। মানে সিনেমাটির অনেক ডায়ালগের মধ্যে এই যে ডায়ালগ (যেটার কথা ছোটাই লিখেছেন) - ideas live for ever, human not so much.... এতো সোজা প্লেটোর থিওরি অফ ফর্ম, যে - the physical world is not as real or true as timeless, absolute, unchangeable ideas are...

    তো এমন কিছু ডায়ালগ আছে... আবার একদম গোদা করে বলাও আছে... যেমন, সব শেষে যখন দেখাচ্ছে কেন (পুরুষ) চরিত্রটি এবার জানে না সে কি করবে, তার ভবিষ্যৎ কি, তখন সে বার্বিকে বলছে - কি আর করব, তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে তোমার সঙ্গেই থেকে যাবো। তখন বার্বি বলছে - না, তা হবে না, আগে নিজের আইডেন্টিটি নিজে খুঁজে নাও।
  • &/ | 107.77.237.50 | ২৫ আগস্ট ২০২৩ ১১:৫৫522921
  •  আমাদেরও আছে এইধরনের ধারণা।  "মৃত্যুরে আমি সহজ গর্বে নিত্যকালের ভৃত্য গণি /হরে সে জীবন, পারে না হরিতে কীর্তি তাহার চিরন্তনী"---'দ্বৈপায়নে  দুর্যোধন' কবিতা থেকে (শেষে কিনা দুর্যো :) )
  • ইন্দ্রাণী | ২৫ আগস্ট ২০২৩ ১২:০৮522922
  • এল সি এম যথার্থ বলেছেন- মেটাফর। আর হ্যাঁ-সংলাপ- সূক্ষ্মর পাশাপাশি কিঞ্চিৎ হাইলাইটেড, বা আবেগে ভেজা।
    যেমন ধরুন, বার্বি তার স্রষ্টার কাছে মানুষ হওয়ার অনুমতি চাইছে। স্রষ্টা বলছেন, ইউ ডোন্ট নীড মাই পারমিশন আই কান্ট কন্ট্রোল ইউ এনিমোর দ্যান আই কুড কন্ট্রোল মাই ওন ডটার। আই নেমড ইউ আফটার হার এই সব বলে টলে তারপর যে সংলাপ তাতে সিনেমা হলে অনেককে চোখ মুছতে দেখলাম- "উই মাদার্স স্ট্যান্ড স্টিল সো আওয়ার ডটার ক্যান লুক ব্যাক টু সি হাউ ফার দে হ্যাভ কাম।
    এখন ফ্যান্টাসি কমেডির আবরণের আড়ালে সে মেটাফর বা দর্শন, সিনেমায় অনেক সময়ে হারিয়ে যাচ্ছিল- অনেকটা মৃত্যুচিন্তা ভুলে গিয়ে নাচের ঝাঁকে মিশে যাওয়ার মত- আছে জানি, কিন্তু হারিয়ে যাচ্ছে, হারিয়ে যেতে দিচ্ছি বস্তুত। এই আর কি-
    আমার তাই মনে হয়েছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ আগস্ট ২০২৩ ১২:১৯522924
  • গ্রেটা গারউইগ এর বাকি সিনেমাগুলো সমালোচক ও দর্শক সবার কাছেই ভীষন প্রশংসিত। এত আলোচনা শুনে মন স্থির করলাম একদিন ফাঁক বুঝে দেখেই ফেলব।
  • | ২৫ আগস্ট ২০২৩ ১৯:২৪522938
  • দেখব না-ই ভেবেছিলাম।  এত আলোচনা পড়ে ঠিক্করলাম নেটফ্লিক্সে এলে দেখব।
     
    নেটফ্লিক্সে জেমস ওয়েব টেলিস্কোপ নিয়ে একটা হেবি সিরিজ আছে। কেউ দেখেছেন?
  • dc | 2401:4900:232b:3484:d513:eae4:da55:d184 | ২৫ আগস্ট ২০২৩ ২২:৫৪522942
  • সিরিজ না ডকু? আননোনঃ কসমিক টাইম মেশিনের কথা বলছেন কি? ওটা দেখেছি, বেশ ভালো। প্রচুর ইঞ্জিনিয়ারিং ডিটেল আছে। তবে জেডাব্লুএসটির একটা হেক্সাগনাল মিররে ড্যামেজ হয়েছে, সেটা ডকুটায় দেখায়নি। আর প্রোজেক্ট স্কোপ নিয়ে আরও কিছু দেখালে ভালো হতো, তাতে হয়তো ঘন্টা দুয়েক হতো। লাস্টের দিকে ​​​​​​​বাইডেনের ​​​​​​​ভাটটা ​​​​​​​অসহ্য। 
     
    বার্বির ট্রেলার দেখলাম, তাতেও খুব একটা দেখার ইচ্ছে হলোনা। 
  • lcm | ২৫ আগস্ট ২০২৩ ২৩:৫৯522943
  • ছোটোএস লিখেছেন, যে এই সিনেমাটি ইয়াং অ্যাডাল্ট জেনারেশনের খুব ভাল লেগেছে, এটা ঠিক ধরেছেন.... শুধু ইয়াং মেয়েরা নয়, ছেলেদের মধ্যেও....

    আমার চেনা একজনের ছেলে এবার কলেজ যাচ্ছে, ওর সিনেমাটা ভালো লেগেছে, কিন্তু ও নিজে (সাউথ ইন্ডিয়ান ফার্স্ট জেনারেশন ইমিগ্র্যান্ট) দেখলাম একটু বিব্রত যে ওর "ছেলে" এবং তার বন্ধুদের বার্বি সিনেমাটা ভাল লেগেছে.... আজকাল ছেলেমেয়েরা, এদের কি যে ভালো লাগে, এই সিনেমার মধ্যে কি আছে... ওকে বললাম, তোমার ছেলেকে ভালো করে ঠান্ডা মাথায় জিগ্গেস করো না কেন ভালো লেগেছে...

    যাই হোক, ছেলেটিকে বারবার জিগ্গেস করায়, অনেক ইতস্তত করে যা বলেছিল, তার সামারি হল --

    ড্যাড, ইট ইজ নট অ্যাবাউট আ টয়.... ইট ইজ ডিফারেন্ট.... ইট ইজ অ্যাবাউট মেনি থিংস.... হোয়াট ইজ সোসাইটি.... হাউ মাচ ওফ দ্য কনসেপ্ট অফ সোসাইটি ইজ আওয়ার ইমাজিনেশন.... হাউ মাচ ইজ রিয়াল.... হোয়ার আওয়ার এক্সিট্যান্স ফিটস ইন ইন দ্য সোসাইটি হুইচ ইজ ক্রিয়েটেড বাই আস.... ডিড উই ক্রিয়েট সামথিং হোয়্যার উই ডোনট ফিট এনি মোর....

    যা বুঝলাম বাবা চমকে গেছিল এই চুপচাপ আপাতদৃষ্টিতে শান্তশিষ্ট লেট টিনএজার ছেলের কথা শুনে।

    আমি শুধু বললাম - দারুণ ব্যাপার, কম্যুনিকেশন ইজ ইম্পর্ট্যান্ট, ইউ হ্যাড অ্যান অপরচুনিটি টু রিডিসকভার ইয়োর সন...
  • &/ | 151.141.85.8 | ২৬ আগস্ট ২০২৩ ০০:২০522944
  • এটা মনে হচ্ছে দেখতে হবে ।
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:6b8e | ২৬ আগস্ট ২০২৩ ০০:৩৪522945
  • মানুষ মরে যাবে অথচ মানুষের তৈরী করা আইডিয়া, ধারণা, তত্ত্ব ইত্যাদি রয়ে যাবে এটা মনে হয় প্লেটো নয়।

    রিয়েলিটির দুটো ভাগ, একটা ফিসিক্যাল, যেমন মানুষ। এই মানুষ, ঐ মানুষ, সেই মানুষ। কিন্তু সব মানুষের পেছনে মানুষের একটা Idea থাকে যা নির্দেশ করে 'মানুষ' কী। একরকমের ব্লুপ্রিন্ট বলতে পারেন। কিন্তু এই মানুষ, সেই মানুষ, ঐ মানুষ তারা বিভিন্ন রকমের আইডিয়া, তত্ত্ব, ধারাণা, চিন্তা তৈরী করতে পারে, সে সবের সাথে মানুষের Idea র সম্পর্ক নেই। এই Idea যা বড় আই দিয়ে লেখা হয়, সেটা ইউনিভার্সাল, একক, বদল নেই, প্লেটো ভেবেছিলেন এই জিনিস স্বর্গে তৈরী হয়, ডিভাইন, কিন্তু মানুষের তৈরী বিবিধ আইডিয়া ক্রমাগত বদলে যেতে পারে, সময়ের সাথে।

    আর অন্য দিকটা হল, মানুষ থাকবে না, তার কীর্তি থাকবে, এর ক্যাচ হল, পুতিন বা মোদীজীও সেরকম ভাবেন, ওনারা থাকবেন না কিন্তু দেশের ওপরের তাদের ছাপ রয়ে যাবে, যা বিশেষ চাপের ! এখানেও, বিবিধ ব্যাপারে তাদের যা আইডিয়া যা চাপ তৈরী করে, তার সাথে প্লেটোর Idea র সম্পর্ক নেই।

    সিনেমাটা তো দেখিনি, প্লেটো পড়ে লিখে দিলাম। মনে হচ্ছে সিনেমাটা দেখে লোকজনের কী প্লেটোদর্শন সম্বন্ধে আইডিয়া তৈরী হবে ? তাহলে কিন্তু আরো চাপ।
  • &/ | 151.141.85.8 | ২৬ আগস্ট ২০২৩ ০০:৪৪522946
  • পূর্ণসংখ্যা, মৌলিক সংখ্যা, বিন্দু, সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, উপবৃত্ত---এইসব ব্যাপারগুলো কি ক্যাপিটাল লেটারের Idea? মানে আদর্শ কোনো জগতে আছে, সেখান থেকে আমরা পেয়েছি? নাকি এগুলো মানুষের তৈরী ধারণা ? ( প্লেটো মতানুসারে )
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:6b8e | ২৬ আগস্ট ২০২৩ ০০:৫৩522947
  • আমার একটা টেবিল আছে, চারপেয়ে, কালো রঙের। সেটা ভেঙে গেল, ফেলে দিলাম কিন্তু সেটার সম্বন্ধে আমার আইডিয়া রয়ে গেল। আপনারও একটা টেবিল ছিল, তার অবস্থাও একই হল, সে সম্বন্ধে আপনার ধারণা রয়ে গেল। আমাদের দুজনের ধারণা, টেবিলদুটো সম্বন্ধে আইডিয়া কিন্তু আলাদা। অন্যদিকে প্লেটো বলবেন, টেবিলের 'টেবিলত্ব' বলে একটা কিছু আছে, টেবিলের Idea, যা ঐ দুই টেবিল এবং সব টেবিলের ক্ষেত্রেই সত্যি, সেটাই যে কোন টেবিলের essence, বস্তুর 'বস্তুত্ত্ব' হয়ত। এই Idea আর আগের দুটো টেবিল সম্বন্ধে আমাদের মনে থেকে যাওয়া আইডিয়া আলাদা।
  • &/ | 151.141.85.8 | ২৬ আগস্ট ২০২৩ ০১:০০522948
  • তার মানে কোনো একটা আদর্শ টেবিল বা টেবিলের ব্লুপ্রিন্ট যা সব টেবিলের জন্যই সত্য? ধরুন আপনার টেবিলটা ছিল চৌকো আর মেহগিনি কাঠের আর আমার টেবিলটা ছিল গোল আর আবলুশ কাঠের। কিন্তু দুটোই ছিল "টেবিল"। মানে ওই "টেবিল" হল বড় হাতের আইডিয়া আর এই কী দিয়ে বানানো হল, কীরকম আকার হল--এগুলো ছোটো হাতের আইডিয়া? ( বুঝতে চেষ্টা করছি )
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:6b8e | ২৬ আগস্ট ২০২৩ ০১:০১522949
  • সার্কেল বা লাইন নিয়ে প্লেটোর বক্তব্য কিছু একটা ছিল। ফিজিক্যাল ওয়ার্ল্ডে পারফেক্ট সার্কেল বা লাইন বলে কিছু হয় না। তাহলে যারা জিনিস তৈরী করে তারা সার্কেল বা লাইন বানায় কী করে ? বানায় কারণ এই দুটোরই Idea আছে, যা মানুষের তৈরী নয়, আদর্শ জগতেরই।
  • lcm | ২৬ আগস্ট ২০২৩ ০১:০৫522950
  • প্লেটোর আইডিয়া ব্যাপারটা - 
    Plato’s usual term eido is often translated in English as Idea, it is clear that he did not think of them as mental but rather as abstract, existing independently both of mental activity and of sensible particulars.
     
    সিএস টেবিলের উদাহরণ দিয়ে যেটা বুঝিয়েছেন তার মধ্যে আছে ওই abstract ব্যাপারটা, সেটা হয়ত জ্যামিতিক ত্রিমাত্রিক শেপ টা . 
     
    বাই দ্য ওয়ে, সিনেমাটা প্লেটোর দর্শন শিক্ষার ক্লাস নয় :-)  
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন