এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নদী নিয়ে কিছু কথা

    news gateway লেখকের গ্রাহক হোন
    ২৬ মে ২০২১ | ৫৮০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • ।।সরকারি খাতা-১।।


      ।।কৌশিক সরকার।।


       


              ভারতীয়রা আজকের দিনে দাঁড়িয়ে নাগরিকত্ব আইনের বহ্নিশিখার সম্মুখ সমরে,  সেখানে সার্বভৌমত্ব একটা বড় প্রশ্নচিহ্নের টানাপোড়েনের সামনে। সেখানে পরিবেশ, নদী এগুলো অবাঞ্ছিত ও অবহেলিত। আমরা অতিমাত্রায় সব কিছু কেই প্রতীকি শব্দের বেড়া জালে আবদ্ধ রাখি। নিজেদেরকেও আবদ্ধ রাখি  একই বেড়াজালে। যেমন ধরে নিতে পারেন নদী আমাদের "মা"। আপামোর ভারতবাসীর 'গঙ্গা' কে কেন্দ্র করে ধারনাটা  সেই রকমই। অস্বীকার করার উপায় নেই। ধারণাটা কিন্তু বেশ ভালো। তা দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে ওঠার সঙ্গে সম্পৃক্ত। সাথে সাথে নদী "মা" কেও আমরা কী ভাবে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। একটু বুঝিয়ে বলি।


           নদীকে নদী মনে করা কয়েকজনের একজন, আমি নিজেও। স্বীকার করি, নদী নিয়ে জ্ঞান সিমিত।  তাই বাড়ির পাশের নদীটির বাইরে বের হতে পারলাম না। পাঠক অক্ষমতাকে নিজ গুনে ক্ষমা করে নেবেন।তাই জলঙ্গি নদীকে নিয়ে দু'টো কথা বলি। 


          এখানেও সেই নদীকে "মা" মনে করার ফল  ৪৮ কি.মি. বৃদ্ধাশ্রমে আশ্রিতা। মানবিক সভ্য শহরের সকল প্রকার নোংরা জলের ধারা "মা"এর কোলে ফেলছি।  এর পেছনে যুক্তি আছে কিন্তু। ঠিক ছোট বেলায় মায়ের কোলে শুয়ে পটি করি, ঠিক তেমনি। কিন্তু আমরা নদীকে তবু  "মা" বলতে ভুলছি না। অথচ আমরা বড় হয়ে গিয়েছি সেটাই ভুলে গিয়েছি। কখন কোল থেকে নেমে পরেছি, খেয়াল রাখতে পারি নি। এতো যত্ন এতো আদর;এদিকে নদী "মা" বৃদ্ধাশ্রমে। "মা" কাঁদতে কাঁদতে নিজের জলস্তর প্রতিনিয়ত শুকিয়ে ফেলছে। ছেলে মেয়েরা নিতে আসবে । সেই অপেক্ষায়। তারওপর আবার চলছে "মা"এর সম্পত্তিকে কেন্দ্র করে ব্রীজ ও কচুরীপানার অসামাজিক ব্যারিকেড গড়েতোলার থুরি মুনাফা লোঠার খেলা। 


           মায়ের তো বয়স হচ্ছে।বৃদ্ধাশ্রমে মা যদি ভালো আদরযত্ন পায় আর যদি বাড়িতে না ফেরত আসে?


          এর পেছনে আমরাই দায়ী থাকব। so called ecosystem, biodiversity কে বিনষ্ট করে তুলতে আমাদের জুড়ি মেলা ভার।


            নদীর বুকে জন্ম নেওয়া তার আসল ছেলে মেয়ে হলো মাছ, plankton, neckton... ইত্যাদিরা।তারও দিনে দিনে কমতে শুরু করেছে। আমাদের  মতো  uncommon সৎ ছেলে মেয়ের গর্হিত কার্যকারিতায়। 


    নদীর নিজস্ব বহমানতাকেই অবরুদ্ধ করে তুলছি । সেটাও প্রতিদিন পরিকল্পিত ভাবে।


    আর সময় পাব না। পূর্বসুরী হয়ে আগামীকে দিয়ে যেতে হবে শুধুই ভয়ঙ্কর ভয়াবহতা। 


              শুধু এটা ভেবে ভালো লাগছে কিছুটা দেরিতে হলেও আমরা সমমনভাবাপন্ন কিছু  অবাঞ্ছিত মানুষ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কাজে নিয়োজিত রয়েছি। একত্রিত হতে পেরেছি  আমাদের বিবেকের তাড়নায়। 


     এখনই স্থির করতে হবে নদী কে বাঁচানোর সুনির্দিষ্ট পরিকল্পনা, নিতে হবে সংকল্প। আগামী পৃথিবী কে শিশুর বাসযোগ্য করার।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন