এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বিজ্ঞানে বাঙালির জয়জয়কার ভাটনাগর পুরস্কারে ১৪ জনের মধ্যে ছ’জনই রাজ্যের

    lcm লেখকের গ্রাহক হোন
    ২৭ সেপ্টেম্বর ২০২০ | ১৫২৯ বার পঠিত | রেটিং ২ (১ জন)
  • বিজ্ঞানে বাঙালির জয়জয়কার ভাটনাগর পুরস্কারে ১৪ জনের মধ্যে ছ’জনই রাজ্যের --- 

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা এবং নয়াদিল্লি: ‘শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার’-এর মঞ্চে ফের উড়ল বাঙালির জয়পতাকা! বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর দেশের ১৪ জন কৃতীকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ছ’জনই বাঙালি। এছাড়া কলকাতায় গবেষণা করা আরও এক বিজ্ঞানী এবার এই পুরস্কার পাচ্ছেন। শনিবার দিল্লিতে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর ৭৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জয়ীদের নামের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রক।
    বায়োলজি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, মেডিসিন এবং ফিজিক্স। বিজ্ঞানের এই সাতটি ক্ষেত্র ভাটনাগর পুরস্কারের জন্য বিবেচিত হয়। কৃতীদের মধ্যে রয়েছেন আইআইটি খড়্গপুরের জিওলজির অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়। খেতাব অর্জনের পর তিনি বলেন, ‘স্বীকৃতি অবশ্যই আনন্দের। বিজ্ঞানে দেশের সর্বোচ্চ সম্মানলাভ আমায় ভবিষ্যতে আরও গভীরভাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে।  ২০১২ সালে আইআইটি খড়্গপুর থেকে শেষবার এই সম্মান অর্জন করেছিল। তাই এত বছর বাদে প্রতিষ্ঠানের নাম ফের উজ্জ্বল করতে পেরে ভালো লাগছে।’ অভিজিৎবাবুর সঙ্গে সম্মান ভাগ করে নিয়েছেন আরেক বাঙালি সূর্যেন্দু দত্ত। যদিও বর্তমানে তিনি আইআইটি বম্বের অধ্যাপক। 

    এর পাশাপাশি গণিতে পুরষ্কৃত হয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউটের অধ্যাপক রজতশুভ্র হাজরা। তিনি বলেন, আমাদের কাজ মূলত সম্ভাব্যতার তাত্ত্বিক গবেষণা এবং বিশ্লেষণ করা। পদার্থবিদ্যার এমন অনেক সমস্যা রয়েছে যেগুলোকে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। সাধারণভাবে দেখতে গেলে, করোনায় একজনের থেকে কতজন আক্রান্ত হতে পারেন বা অর্থনীতির গ্রাফ কোন দিকে যেতে পারে সবেতেই রয়েছে সম্ভাব্যতা বা প্রবাবিলিটি ব্যবহার। সেই সংক্রান্ত কাজেরই স্বীকৃতি পেলাম এই পুরস্কারের মাধ্যমে।
    এছাড়াও ফিজিক্সে মুম্বইয়ের ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার’ (বার্ক)-এর অধ্যাপক কিংশুক দাশগুপ্ত এবং হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরজিৎ ধাড়া এই পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে বায়োজলিতে পুরস্কৃত হচ্ছেন শুভদীপ চট্টোপাধ্যায়। হায়দরাবাদের ‘সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনিস্টিক্স’ (সিডিএফডি)-র অধ্যাপক তিনি। কেমিস্ট্রিতে অবদানের জন্য সম্মানীত হয়েছেন ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সেস’ (আইএসিএস)-এর অধ্যাপিকা জ্যোতির্ময়ী দাস। আদতে ওড়িশার বাসিন্দা হলেও জ্যোতির্ময়ীর কাজের ক্ষেত্র কলকাতা।
    অন্যদিকে একইদিনে চলতি বছরের ‘সিএসআইআর ইয়ং সায়েন্টিস্ট’ খেতাব দখল করলেন তরুণ বাঙালি গবেষক দেবজ্যোতি চক্রবর্তী। সম্প্রতি কোভিড টেস্ট কিট ‘ফেলুদা’ আবিষ্কার করে নজর কাড়েন তিনি।
    ( বর্তমান, 27 September 2020 ) 
     
    আরও একটি প্যারা 
    আরও একটি প্যারা 
    আরও একটি প্যারা 
    আরও একটি প্যারা 
    আরও একটি প্যারা 
    আরও একটি প্যারা 
    আরও একটি প্যারা 
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • L Chandra Mitra | ২৯ সেপ্টেম্বর ২০২০ ১১:১১97782
  • টেস্ট 

  • Moulik Majumder | ২৯ সেপ্টেম্বর ২০২০ ২২:৩২97825
  • দারুণ 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন