এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  গপ্পো

  • একটি চিঠি

    মধুমিতা ভট্টাচার্য্য লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ১৯ সেপ্টেম্বর ২০১১ | ৮২৯ বার পঠিত
  • প্রিয় বন্ধু(!)

    তুমি জান না আজ তোমার অভাব মনে প্রাণে কতখানি অনুভব করছি! আর কোনদিন হয়ত তা জানতেও পারবে না। কারণ তুমি আজ ইহজগতে নেই। নেই আর আমার সাথেও...! যে তুমি গত তিরিশ বছর ধরে ছিলে আমার সাথী, আমার অবিচ্ছেদ্দ অংশ! তোমায় ছেড়ে আজ কেমন করে বাঁচি বল?

    তুমি অবশ্য কোনদিন আমায় এতটুকুও শান্তিতে থাকতে দাওনি। তোমার জেদ আর অনমনীয়তাকেই তার জন্যে দায়ী করতে পারি। আমার জন্মদিনই হোক বা ভালেন্টাইনস' ডে..., আমার মুখের হাসি তুমি কেড়ে নিয়েছিলে। এমনকি আমার বিয়ের দিনটিতেও আমাকে রেহাই দাওনি সারাটা সন্ধে ভয়ে ভয়ে কাটাতে হয়েছিল এই বুঝি কেউ বলে বসে, "হ্যঁ¡রে, বৌয়ের মুখটা এমন আমসি কেন? বর পছন্দ হয়নি বুঝি?' ...আসলে তুমি কোনদিন আমার ভাবনা নিয়ে মাথা ঘামাও নি , আর তাই সম্ভবত বাকি জীবনটা তোমার সাথে কাটাবার কথা ভাবলেই আমি শিউরে উঠছিলাম। আমি বাঁচতে চাইছিলাম... একা... তোমাকে ছাড়া...!

    আজ তুমি নেই। তোমায় হারিয়েছি একটু আগেই। মৃত্যুশয্যায় তুমি শুয়ে ছিলে...রক্তে ভেজা...নিস্তব্ধ...নিথর....অসহায় ...! কিন্তু সেই মুহুর্তে তোমাকে সেখান থেকে উদ্ধার করার কথা ভাবিনি... তোমার কাছ থেকে এতদিন যা পেয়েছি সে কথা মনে করে। চাইলে কি পারতাম না? পারতাম...কিন্তু না, করিনি...এক প্রচণ্ড প্রতিহিংসার নেওয়ার আনন্দে। তোমাকে ফেলে এলাম ওদের হাতে...ওদের দয়ার ভরসায়। তোমার দিকে তাকিয়ে তখন এক অদ্ভুত দ্বন্দ্বমিশ্রিত ভাবনা আমাকে ছেয়ে ফেলেছিল। একদিকে চরম ঘৃণা, আরেকদিকে অখণ্ড স্বস্তি...! শুধু বারে বারে মনে পড়ছিল তোমার অসহ্য অত্যাচার....যা তুমি আমায় করে চলেছিলে..., দিনে রাতে...নিদ্রায় জাগরণে...! তুমি কীভাবে পেরেছিলে সেগুলো...বল তো আজ...যদি পারো...!?

    আ..আহ .... কী আনন্দ! মুক্তি...মুক্তি আজ...! ছুটি তোমার নিষ্ঠুর কঠিন পিঞ্জর থেকে...! আর কোনদিন আমাকে দগ্ধে মারতে আসবেনা তুমি...থাকবেনা আর কোনো নিদ্রাহীন রাত...! এত আনন্দ কোথায় যে রাখি...!...

    তবুও তোমায় ছেড়ে থাকতে হবে ভেবে বুক ভেঙ্গে যাচ্ছে। তোমার অনুপস্থিতি এক বিরাট শূন্যতা ...যাকে কেউ ভরাট করতে পারবে না...! বিদায়...বিদায়...চিরবিদায় বন্ধু আমার ...!...

    বন্ধু..? ব...ন...ধু...!? সত্যিই কি বন্ধু ছিলে তুমি আমার ? আমার জন্যে একদিনও কি চিন্তিত হয়েছ...? উদ্বিগ্ন হয়েছ...? আমার জন্যে কোনদিন একফোঁটা চোখের জল ফেলেছ...? আমার ভালমন্দের ভাবনা ভেবে কোনদিন ব্যাকুল হয়েছ?... না...কোনদিনও না...! তবে কেন তোমাকে এই "বন্ধু' সম্ভাষণ...?..বন্ধু আমার...!!! হয়তো বা তুমি ছিলে আমার দিবারাত্রি সাথী হয়ে... ছিলে আমার সুখের কান্ডারী...দু:খের ভান্ডারী হয়ে...আমার ছায়াসঙ্গী হয়ে দিন...মাস...বছরের পর বছর ....তাই তুমি আমার "বন্ধু' ...! তোমার সাথেই ঘুমিয়েছি...তোমার সাথেই জেগে উঠেছি... এমনিই ছিল আমার রোজনামচা ...!!

    হয়তো আমাকে তুমি ততটা মনে রাখোনি কখনো। তোমার ছিল একান্ত গণ্ডীতে বাঁধা এক নিজস্ব জীবন। কিন্তু আমি তোমাকে ভুলতে পারব না কোনদিনও। কারণ আমার সুখের ঘরের চাবিকাঠি ছিল তোমার হাতে, আমার শান্তির পারাবত উড়তো তোমারই হাতের ইশারায় ..! তবু তোমার মত এক নিকটজনকে হারাতে যে কী বেদনায় ছটফট করেছি, তা কেউ বুঝবে না। বড় কঠিন ছিল সেই সিদ্ধান্ত নেওয়া।... পারব কি...? হবে কি...? এমন নানান যুদ্ধ চলেছে মনের মধ্যে, কুরে কুরে খেয়েছে আমায় প্রতি পল। কিন্তু শেষ অবধি সই করেছি তোমার মৃত্যুর পরোয়ানায় ! রাজি হয়েছি অনেক দ্বিধার পর, কারণ দিনে দিনে তুমি হয়ে উঠছিলে দুর্মদ...অসহনীয়...কালান্তক...!

    বিদায়...বিদায়....আলবিদা...! তবে তুমিও কোনদিন আমার মত প্রিয়জনকে খুঁজে পাবে না, যাকে এভাবে তীক্ষ্ণ শূলে তিল তিল করে অত্যাচার করতে পারো,...এ আমি তোমায় হলফ করে বলতে পারি। বিদায় বন্ধু...! পারলে সুখী হয়ো পরজন্মে....আমায় ছেড়ে...! অবশ্য পরজন্ম বলে যদি সত্যিই কিছু থাকে...!

    বিদায় চিরদিনের জন্যে...! আমিও ধীরে ধীরে শিখে নেবো তুমি-হীন এক শূন্য জীবনে অভ্যস্ত হতে। শুনেছি সময় সব কিছু ভুলিয়ে দেয়। আমাকেও কি দেবেনা তোমার কথা ভুলিয়ে...? তোমাকে হারিয়ে আমিও হারালাম কিছুটা জ্ঞান, যা তুমি দিয়েছিলে...! সঠিক অঙ্কে বলতে গেলে "এক চতুর্থাংশ' !

    হে আমার প্রিয় আক্কেল দাঁত..!...শেষ বিদায় জানাই তোমায় নত শিরে....!

    পুন:- তোমার মৃত্যুকে স্মরণীয় করে তুলতে গোটা দুয়েক আইসক্রীম খেয়েছি...! বিশ্বাস করো, ভারি ভালো ছিল খেতে,... আরো দুদিন আইসক্রীম ডায়েটেই থাকতে বলেছেন ডাক্তারবাবু...!

    (শেষ)
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • গপ্পো | ১৯ সেপ্টেম্বর ২০১১ | ৮২৯ বার পঠিত
  • আরও পড়ুন
    মতি - asiskumar banerjee
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন